Lok Sabha vote – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 23 May 2019 18:21:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lok Sabha vote – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কোন ১০ টি কারণে বাংলার মানুষ মুখ ফেরাল মমতার দিক থেকে https://thenewsbangla.com/10-reasons-why-people-of-bengal-do-not-vote-for-tmc-in-lok-sabha-vote/ Thu, 23 May 2019 12:42:34 +0000 https://www.thenewsbangla.com/?p=13196 বাংলাতেও মোদী ঝড় বা গেরুয়া ঝড়। কোন ১০ টি কারণে; বাংলায় ভরাডুবি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের।

১। মমতার সংখ্যালঘু তোষণ এই হারের অন্যতম কারণ; বলে মনে করছে অনেকেই। ইমাম ভাতা থেকে শুরু করে; মহরমের জন্য দুর্গাপুজোর ভাসান বন্ধ করে দেওয়া হিন্দুদের ক্ষিপ্ত করেছে; বলেই মনে করা হচ্ছে।

২। লাগামছাড়া দুর্নীতি; মমতার হারার অন্যতম কারণ। রাজ্যের প্রত্যেক জেলাতে বিভিন্ন প্রকল্প; সাধারণ মানুষের কাছে পৌঁছনোর আগে নেতাদের হাতে পড়েছে। কেউ টাকার বিনিময়ে পেয়েছে; কারোর আবার সবটাই মেরে দিয়েছেন নেতারা।

৩। আবাস যোজনার বাড়ির টাকা থেকে শুরু করে; নির্মল গ্রামের পায়খানা তৈরির টাকাও গেছে স্থানিয় নেতাদের পকেটে। মমতার বিভিন্ন প্রকল্প থেকেই দুর্নীতি করেছেন তৃণমূল নেতারা; এমনটাই অভিযোগ।

৪। নেতাদের দাদাগিরি; তাদের আসন কমিয়ে দেবার পিছনে অনেকটাই দায়ি। সিপিএম নেতাদের দাদাগিরি বন্ধ করতে; মানুষ ক্ষমতায় এনেছিল তৃণমূলকে। কিন্তু কোন পরিবর্তন হয়নি। এখন সেই দাদাগিরি শুরু করেছে; তৃণমূল নেতারাই।

৫। পঞ্চায়েতে ভোট দিতে না দেওয়া; মানুষ একেবারেই মেনে নেয়নি। লোকসভা ভোটে সুযোগ পেয়েই; তৃণমূলের দাদাগিরি শুধরে দিল মানুষ; মনে করছে রাজনৈতিক মহল।

৬। রাজ্যকে বিরোধী শুন্য করার মমতার প্রচেষ্টা ব্যাকফায়ার করেছে; মনে করছে অনেকেই। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০১৬ সালে; মানুষ ক্ষমতায় বসায় তৃণমূলকে। তারপরেও মমতা বাম ও কংগ্রেস নেতাদের দলে নিয়ে বিধায়ক, সাংসদ করেছেন। যা মেনে নিতে পারেননি তৃণমূল নেতারাও।

৭। মমতার সঙ্গে বামেদের বিরুদ্ধে লড়াই করে আসা পুরনো নেতারা; চলে গেছেন পিছনের সারিতে। লোকসভা ভোটে সুযোগ পেয়েই; মমতার বিরুদ্ধে সেই ক্ষোভ মিটিয়েছেন তৃণমূলেরই সেই পুরনো অংশটা।

৮। মোদীর বিরোধিতা করতে গিয়ে; ভারতীয় সেনার বিরোধিতা করা; সাধারণ মানুষ একেবারেই মেনে নেননি। বালাকোট হামলার পর সেনার বিমান হামলার প্রমাণ চেয়ে; মানুষের ক্ষোভের মুখে পড়েছেন মমতা।

৯। মোদীর বিরোধিতা করার জন্য তিন তালাকের বিরোধিতা করা; মুসলিম মহিলারা মেনে নেননি। মুসলিম মহিলাদের ভোট পাননি মমতা।

১০। সবশেষে জয় শ্রী রাম বলাতে বিজেপি সমর্থকদের জেলে পাঠান; রাজীব কুমার ও সিবিআই সংক্রান্ত বিষয়ে মমতার অযথা আন্দোলন; আর সবার আগে, ভাইপো অভিষেকের ব্যবহার; দলিয় কর্মী বা মানুষ একেবারেই মেনে নেয়নি।

]]>
জয় শ্রী রামের বদলে ভোটের পরে কি জয় শ্রী ভীম https://thenewsbangla.com/jay-shri-ram-slogan-will-end-after-lok-sabha-vote-jay-shri-bhim-will-start/ Thu, 16 May 2019 12:21:46 +0000 https://www.thenewsbangla.com/?p=12978 নমো নমোর বিদায়ে; জয় শ্রী রামের বদলে ভোটের পরে কি উচ্চারিত হবে জয় শ্রী ভীম? এমনটাই দাবি; বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতীর। হঠাৎ জয় শ্রী রামের বদলে জয় শ্রী ভীম কেন?

বাকি আর মাত্র ১ দফার নির্বাচন। আগামী রবিবারেই শেষ লোকসভার ভোট। তারপরেই কার ভাগ্যে শিকে ছেড়ে; তা ২৩শে মে ভোট গননার মাধ্যমে ঠিক হবে। আর ফলাফল বের হলেই মানুষ নমো নমোর পরিবর্তে; উচ্চারণ করবে জয় ভীম, এক নির্বাচনী প্রচারে এমনই জানালেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।

আরও পড়ুনঃ পুলিশি গাফিলতিতে দেড় মাস ধরে অকেজো বিদ্যাসাগর কলেজের সিসিটিভি

উত্তরপ্রদেশে বিএসপি-র এক জনসভায় মায়াবতী বলেন; ভোটের ফলাফল বের হলে আর নমো নমো উচ্চারিত হবে না। কেন্দ্রে নতুন সরকার গঠিত হলে জয় ভীম উচ্চারিত হবে। জয় শ্রী রামের বদলে; মানুষ জয় শ্রী ভীম বলবে।

জনসভায় কংগ্রেসের ন্যায় স্কীমের কটাক্ষ করে মায়াবতী বলেন; এই ঘোষনার আদৌ কোনও ভিত্তি নেই। দারিদ্র্য দূরীকরণে কংগ্রেসের এই ঘোষনা; কোনও ফল দেবে না বলে জানান তিনি। মায়াবতীর নেতৃত্বে সরকার গঠিত হলে; বেকারদের জন্য সরকারী ও বেসরকারী চাকুরীক্ষেত্রে স্থায়ী চাকুরীর ব্যবস্থা তিনি করবেন বলে জানান।

আরও পড়ুনঃ বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠান হল দিল্লির স্বরাষ্ট্র দফতরে

কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সমস্ত প্রতিশ্রুতিকে; আই ওয়াশ বলে মন্তব্য করেন মায়াবতী। এই সমস্ত প্রতিশ্রুতিই মিথ্যা এবং ভোটের স্বার্থে বলা হচ্ছে; বলেই তিনি দাবি করেন। আচ্ছে দিনের আশা দেখিয়ে; তার পরিবর্তে মানুষের হয়রানি করা হয়েছে বলে দাবি তাঁর।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হিংসা, বাংলায় ভোট প্রচার ১ দিন কমিয়ে দিল নির্বাচন কমিশন

কংগ্রেস এই মুহূর্তে বেশিরভাগ রাজ্যেই ক্ষমতায় নেই। বিজেপিও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে; জমি হারিয়ে ফেলেছে। কিন্তু সাম্প্রদায়িকতা, জাতপাতের ভেদাভেদের কারণে মোদী সরকার আর ক্ষমতায় ফিরতে পারবে না বলেই; আশাপ্রকাশ করেন মায়াবতী।

এরপরেই তিনি বলেন, ভারতের মানুষ এবার জয় শ্রী রামের বদলে; জয় শ্রী ভীম বলবে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব ও মায়াবতীর জোট হয়েছে। ৮০ সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশই; ভারতের সিংহাসনে কে বসবে তা ঠিক করে দেবে বলেই মনে করা হচ্ছে।

]]>
শঙ্কুর হাত ধরে পাঁচ হাজার টিএমসিপি যুব কর্মী সমর্থক বিজেপিতে https://thenewsbangla.com/tmc-supporters-join-bjp-with-shankudeb-panda-before-lok-sabha-vote/ Sun, 28 Apr 2019 06:30:12 +0000 https://www.thenewsbangla.com/?p=11808 রাজ্যে এতদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিগত উপ নির্বাচনগুলিতে দ্বিতীয় স্থানে উঠে আসা বিজেপিতে যোগদানের পালা চলছিল। সম্প্রতি বিভিন্ন সমীক্ষায় প্রকাশিত হয়েছে, রাজ্যে বড় রকমের থাবা বসাতে চলেছে বিজেপি। সেই ধারনাকে ফের সত্যি করেই এবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কুদেব পন্ডার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল ছাত্র পরিষদের কয়েক হাজার কর্মী সমর্থক।

এই মুহূর্তে রাজ্যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াও প্রবলভাবে বইতে শুরু করেছে বলেই দাবী বিজেপির। সেদিক থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের প্রবনতাও বাড়ছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন দল ছেড়ে অন্য দলে সামিল হচ্ছেন বিভিন্ন দলের সমর্থকরা। তবে বিজেপিতে যোগদানের প্রবনতাই বেশি।

আরও পড়ুনঃ ভারতীয় না আমেরিকান, যাদবপুরে গ্রেট খালির ভোট প্রচার নিয়ে এবার জোর বিতর্ক

এবার সেই হাওয়ায় বড় ধরনের ফাটল ধরল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শঙ্কুদেব পন্ডার হাত ধরে এক ছাতার তলায় বিজেপিতে সামিল হলেন প্রায় ৫ হাজার ছাত্রছাত্রী। ভোটের মুখে এই দল পরিবর্তন কিছুটা হলেও বিজেপির ছাত্র আন্দোলনকে ভরসা দেবে, বলেই মনে করছে বিজেপি।

গতকাল শনিবার উত্তরবঙ্গের একাধিক কলেজ থেকে ৫ হাজার পড়ুয়া থেকে শিক্ষাকর্মী টিএমসিপি ছেড়ে বিজেপির পতাকা তুলে নেন এবং সংঘের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে নাম লেখান। ভোটের পরও এই ভাঙন জারি থাকবে বলেই জানিয়েছেন শঙ্কুদেব পন্ডা।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে তল্লাশি, সাসপেনশন তুলে নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ

আগামী দিনে ২৫০ থেকে ৩০০ টি কলেজে এবিভিপির সংগঠন খুলবে বলে জানান শঙ্কুদেব। টিএমসিপির সব সক্রিয় নেতাকর্মীরাই আগামী দিনে এবিভিপিতে যোগ দেবেন বলে জানান টিএমসিপির এই প্রাক্তন ছাত্রনেতা। এদিকে ভোট মিটে গেলেই তৃণমূলের মহাভাঙন অপেক্ষা করছে বলে জানান তিনি।

তবে শঙ্কুদেব পন্ডার এই দাবী উড়িয়ে দিয়েছে তৃণমূল। শঙ্কুদেব পন্ডার তৃণমূল ভাঙার কোন ক্ষমতাই নেই বলে জানিয়ে দিয়েছে তৃণমূল নেতারা। রাজ্যের ছাত্র ছাত্রীরা তৃণমূলের সঙ্গেই আছে সেটা বিভিন্ন আন্দোলনের পর একেবারেই পরিষ্কার বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতারা।

আরও পড়ুনঃ সব মোদীই চোর, বক্তব্যের জেরে রাহুলকে সমন পাঠালো বিহারের আদালত

তবে এতেই ভবিষ্যতে তৃণমূল ছাত্র পরিষদে আরও ভাঙন ধরান সম্ভব বলেই মনে করছে বিজেপি ছাত্র সংগঠন। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে তৃণমূল। শঙ্কুদেব পন্ডার এই কৃতিত্বকে একদম পাত্তা দিতেই রাজি নয় তৃণমূল ছাত্র সংগঠনও। ছাত্র সংগঠন যে ঘাসফুলের দখলেই থাকবে সেটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তারা।

]]>
বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ https://thenewsbangla.com/modi-to-contest-from-varanasi-amit-shah-from-gandhinagar-in-lok-sabha-elections/ Thu, 21 Mar 2019 17:20:17 +0000 https://www.thenewsbangla.com/?p=8957 দেশ জুড়ে ১৮২ জন প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। বৃহস্পতিবার দলিয় নির্বাচন কমিটির বৈঠকের পর, লোকসভা ভোটে প্রথম কয়েক দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। যার মধ্যে নাম ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের ২৮ জন প্রার্থীর।

প্রথম কয়েক দফার জন্য কংগ্রেস প্রায় ১৫০ জন প্রার্থীর নাম ঘোষণা করে ছিল। সেখানে একাধিক লম্বা বৈঠকের পরও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে প্রথম দফার প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠক করে লোকসভা ২০১৯-এর জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপি-র নির্বাচক কমিটির সদস্য ও মন্ত্রী জে পি নাড্ডা।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

আগামী লোকসভা ভোটে সারা দেশের ১৮২টি কেন্দ্রে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল বিজেপি। এই মাসের ১৬, ১৯ এবং ২০ তারিখে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে জানিয়েছে বিজেপি।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

দলিয় নির্বাচন কমিটির বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, অরুণ জেটলি, রাজনাথ সিংহ সহ অন্যরা। সবার উপস্থিতিতেই দেশ জুড়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হল। জানানো হয়েছে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে লড়বেন নরেন্দ্র মোদী, লখনউ আসনে রাজনাথ সিংহ, গুজরাতের গাঁধীনগরে অমিত শাহ এবং নাগপুরে বিজেপির হয়ে ভোটে লড়বেন নিতিন গডকরি।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

আগাম ঘোষণা মতই বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে রাজ্যসভার সাংসদ থাকলেও, এবার গুজরাটের গান্ধীনগর থেকে লালকৃষ্ণ আডবানির পরিবর্তে ভোটে লড়বেন বিজেপি সভাপতি অমিত শাহ। এছাড়াও হেভিওয়েট প্রার্থীদের মধ্যে লখনউ থেকে রাজনাথ সিং এবং নাগপুর থেকে নীতিন গডকরি এবং অমেঠি থেকে স্মৃতি ইরানি প্রার্থী হচ্ছেন।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

এছাড়াও মথুরা থেকে হেমা মালিনী, গাজিয়াবাদ থেকে জেনারেল ভি কে সিং, মুম্বই নর্থ-সেন্ট্রাল থেকে পুনম মহাজন, জয়পুর গ্রামীণ থেকে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর-এর নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

অন্য সময় সবার আগে প্রার্থী ঘোষণা করা হলেও এবার অনেকটাই পিছিয়ে কেন্দ্রীয় শাসকদল। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার শেষ নেই। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, দলের অভ্যন্তরীণ কৌশলগত কারণেই দেরি। পাশাপাশি দোলপূর্ণিমার আগের সময়টা শুভ নয়, তাই নাম ঘোষণায় সময় নেওয়া হয়েছে বলেও জানান হয়েছে বিজেপির তরফ থেকে।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ অফিসার বদলি https://thenewsbangla.com/lok-sabha-vote-ahead-a-huge-reshuffle-of-state-police-120-police-officers-transferred/ Tue, 08 Jan 2019 16:37:02 +0000 https://www.thenewsbangla.com/?p=5320 The News বাংলাঃ Exclusive: লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশে ব্যপক রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই খুব আর্জেন্ট জানিয়ে রাজ্য পুলিশে ব্যপক রদবদল করা হয়েছে। রদবদল লিস্টে নাম আছে ১২০ জন পুলিশ অফিসারের। বদলি করা হয়েছে সবাইকেই।

আরও পড়ুনঃ বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

জরুরি নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে সব আইজি, ডিআইজিদের, সব কমিশনারেটে, সিআইডিতে, সব জেলার পুলিশ সুপারকে ও আক্যাউনট দফতরে।

একনজরে দেখে নেওয়া যাক কোন ১২০ জন পুলিশ অফিসারের নাম আছে নবান্ন থেকে ইস্যু হওয়া ৬ পাতার লিস্টে। দেখে নিন নবান্নের নির্দেশের প্রথম দুই পাতা।

Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ জন পুলিশ বদলি/The News বাংলা
Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ জন পুলিশ বদলি/The News বাংলা

রাজ্য সরকার জানিয়েছে, এটা রুটিন রদবদল। এর পিছনে অন্য কোন কারণ খোঁজা অনর্থক। এই রদবদল হওয়ার কথা ছিল। লোকসভা ভোটের আগেই এই বদলি সেরে নেওয়া হল।

একনজরে দেখে নেওয়া যাক কোন ১২০ জন পুলিশ অফিসারের নাম আছে নবান্ন থেকে ইস্যু হওয়া ৬ পাতার লিস্টে। দেখে নিন নবান্নের নির্দেশের তিন ও চারের পাতা।

আরও পড়ুনঃ

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ জন পুলিশ বদলি/The News বাংলা
Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ জন পুলিশ বদলি/The News বাংলা

তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু অফিসারের বিরুদ্ধে নানান অভিযোগ আছে। আদালতে মামলা আছে। কিছু অফিসার একই জায়গায় অনেক বছর আছেন। তাই এই রদবদল করা হয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক কোন ১২০ জন পুলিশ অফিসারের নাম আছে নবান্ন থেকে ইস্যু হওয়া ৬ পাতার লিস্টে। দেখে নিন নবান্নের নির্দেশের পাঁচ ও ছয়ের পাতা।

আরও পড়ুনঃ

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ জন পুলিশ বদলি/The News বাংলা
Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ জন পুলিশ বদলি/The News বাংলা

বেশ কিছু পুলিশ অফিসারের বদলিতে বেশ আশ্চর্য হয়েছেন সংশ্লিষ্ট অফিসারও। তাঁদের কাছে এই হঠাৎ বদলি বেশ অদ্ভুত লেগেছে। কিন্তু সরকারী নির্দেশ মেনেই তাঁরা যোগ দিচ্ছেন নতুন জায়গায়।

তবে এর পিছনেও মমতা সরকারের চাল দেখেছেন বিরোধীরা। বিরোধীদের তরফ থেকে বলা হয়েছে লোকসভা ভোটের আগে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ অফিসারদের ভোট করাতে পাঠাল তৃণমূল সরকার। তাই একসঙ্গে ১২০ জন অফিসারকে একসঙ্গে বদলি করা হল। অবশ্য নবান্ন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এটি সম্পূর্ণ রুটিন বদলি। এর পিছনে অন্য কোন কারণ নেই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>