Lok Sabha Vote 2019 – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 05 May 2019 07:51:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lok Sabha Vote 2019 – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মহারাষ্ট্র ও ছত্তিসগড়ের মত ভোটে মাওবাদী হামলার আশঙ্কা বাংলায় https://thenewsbangla.com/lok-sabha-vote-2019-fear-of-maoist-attacks-in-bengal-on-the-time-of-polls/ Sun, 05 May 2019 07:51:24 +0000 https://www.thenewsbangla.com/?p=12397 গেরিলা আক্রমনে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে; এক গাড়ি চালক সহ ১৫ জন নিরাপত্তা কর্মী শহিদ হন। আইইডি বিস্ফোরণ ঘটিয়ে; হামলা চালানো হয় সেনা জওয়ানদের গাড়িতে। পরের দিনই ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীরা গ্রামে ঢুকে; দুজনকে পুলিশের ‘গুপ্তচর’ সন্দেহে খুন করে। এই ঘটনাগুলির পর; ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন। সেই সূত্রে এখনই ৫০ কোম্পানি বাহিনী; পাঠানো হল জঙ্গলমহলে।

গোয়েন্দা রিপোর্টে প্রকাশ; ঝাড়খন্ড থেকে জঙ্গল পথে এরাজ্যে ঢুকছেন মাওবাদীরা। গত বছর জুনে আদিবাসীদের ‘রেল রোকো’ ও ‘হুল দিবস বয়কট’ সাড়া ফেলে দেয়। গোয়েন্দা রিপোর্ট বলছে; বিগতে পাঁচ বছরে জঙ্গলমহলে মাওবাদীদের তত্‍‌পরতা দেখা যায়নি। তবে ঝাড়খণ্ড-বাংলা সীমানায়; মাওবাদীদের বেশ কয়েকটি গ্রুপ এখনও রয়েছে। যাদের নেতৃত্বে রয়েছেন; এই বাংলারই তরুণ মাওবাদী নেতারা।

মাও শীর্ষনেতা কিষনজি নিহত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন; “জঙ্গলমহল হাসছে”। তবে গত নভেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন; “বেলপাহাড়ির কয়েকটা অঞ্চলে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে মাওবাদীদের নিয়ে আসছে। আবার চাইছে ঝাড়গ্রাম রক্তাক্ত হয়ে যাক”।

কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষেক বিবেক দুবে রাজ্যে এসে বেশকিছু বৈঠকের পর সিদ্ধান্ত নেন; জঙ্গলমহল থেকে সরানো হবে কেন্দ্রীয় বাহিনী। যদিও রাজ্যের তরফে আসে তীব্র প্রতিবাদ। নবান্ন জানিয়ে দেয়, ভোটের কারণে কেন্দ্রীয় বাহিনী জঙ্গলমহল থেকে সরিয়ে নেওয়া হলে; মাওবাদীরা ফের সেখানে তত্‍‌পর হয়ে ওঠার সুযোগ পাবে।

কিন্তু বাহিনী না পাওয়ায় রাজ্যের সেই আবেদনে কর্ণপাত করেননি কমিশন। সেখানে মোতায়েন থাকা ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উত্তরবঙ্গের ভোটে মোতায়েন করা হয়। তবে রাজ্যের গোয়েন্দা রিপোর্ট দেখার পর; দুঁদে প্রাক্তন আইপিএস বিবেক বুঝতে পারেন পরিস্থিতি জটিল।

পাশাপাশি প্রথম দফার মতো; বাহিনী পাবার সমস্যা মিটে গেছে। সেই সূত্রেই জঙ্গলমহলে ফের ফিরেছে; ভারী বুটের আওয়াজ। নির্বাচন কমিশনের হিসেবে পঞ্চম দফায় ৫২৪ কোম্পানি বাহিনীতেই ১০০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

তাই দেরি না করে চতুর্থ দফায় ভোট পর্ব মেটার পরেই; জঙ্গলমহলের মাও অধ্যুষিত জেলাগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে ৫০ কোম্পানি বাহিনী। সেই সূত্রেই ৫৭৮ কোম্পানির বাহিনী রেখে পঞ্চম দফার ভোট হওয়ার কথা থাকলেও; আদতে পঞ্চম দফার ভোট সম্পন্ন হবে ৫২৮ কম্পানিতে। সূত্রের খবর এমনটাই।

]]>
বাংলায় ৫টি সিট ছেড়ে পাল্টা বামকে অপমান কংগ্রেসের https://thenewsbangla.com/congress-cpim-alliance-in-deep-water-in-bengal-two-party-insulting-each-other/ Wed, 20 Mar 2019 14:04:27 +0000 https://www.thenewsbangla.com/?p=8912 পশ্চিমবাংলায় বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট হওয়ার যে পরিকল্পনা ছিল, সে পরিকল্পনায়ে পুরোপুরি ভাবে জল ঢেলে দিয়েছে বামফ্রন্ট। আবার ৪ টে সিট ছেড়ে দিয়ে কংগ্রেসকে ২৪ ঘণ্টা সময় দিয়ে অপমান করেছিল বামফ্রন্ট। আবার বুধবারই বামফ্রন্ট, বহরমপুর এবং উত্তর মালদার প্রার্থী ঘোষণা করবে বলে বিশেষ সুত্রে জানা গেছে। উত্তর মালদার সম্ভব্য প্রার্থী ইদ মহম্মাদ আর বহরমপুরের বিশ্বনাথ ঘোষ। আর এরপরেই বামেদের জন্য ৫ টি সিট ছেড়ে প্রার্থী তালিকা ঘোষণা করে পাল্টা অপমান ফিরিয়ে দিল কংগ্রেস।

আরও পড়ুনঃ বাংলায় নির্বাচন কমিশনের কিছু কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির

শুক্রবার ২৫টি ও মঙ্গলবার আরও ১৩টি, মোট ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বামফ্রন্ট। বহরমপুর, জঙ্গিপুর, উত্তর মালদা ও দক্ষিন মালদা এই চারটি আসন ছেড়ে বাকি ৩৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। ২৪ ঘণ্টা সময় দেওয়া হয় কংগ্রেসকে। জোট না হলে ওই চার আসনেই প্রার্থী ঘোষণা করা হবে, সেটাও জানিয়ে দিয়েছিলেন বামফ্রন্ট সম্পাদক বিমান বসু। বাম্ফ্রন্ট আজ তার মধ্যে দুটো আসনের প্রার্থীরও নাম প্রকাশ করবে বলে সুত্রের খবর।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

আর এরপরেই বামেদের এই আচরণে অপমানিত হয় কংগ্রেস। প্রদেশ কংগ্রেস এর তরফ থেকে প্রদীপ ভট্টাচার্য জানিয়ে দেন বামেদের জন্য ৫ টি আসন ছেড়ে রাখছে কংগ্রেস। বামেরা ঠিক করুক তারা কি করবে। এই ঘোষণার ফলে বামেদের পাল্টা অপমান ফিরিয়ে দিল কংগ্রেস, এমনটাই মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

গত শুক্রবারই জোট সঙ্গী কংগ্রেসকে চাপে ফেলে ২৫ টি আসনে ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে দেয় সিপিএম। বাকি ১৭ আসনের মধ্যেও বামেরা কয়েকটায় প্রার্থী দেবে বলেই জানিয়ে দিয়েছিলেন বামফ্রন্ট সম্পাদক বিমান বসু। এরপরেই জোটে জট চলে আসে। সোমবারই ১১টি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় কংগ্রেসও।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছিল আলিমুদ্দিন। এরপর ২৫টি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় বামেরা। বাকি ১৭ টির মধ্যেও আরও কয়েকটি আসনে বামেরা প্রার্থী দেবে ঘোষণা করায় বাংলায় বাম-কং জোট বিশ বাঁও জলে চলে যায়। সেই হিসাব মতই মঙ্গলবার আরও ১৩ টি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় বামেরা।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

বামফ্রন্ট সম্পাদক বিমান বসু কংগ্রেসের জন্য ৪ টি আসন ছেড়ে রেখে তাদের জোট করার জন্য ১ দিন সময় দেন। পাল্টা মঙ্গলবার কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানিয়ে দেন বামেদের জন্য ৫ টি আসন ছেড়ে রাখছে কংগ্রেস। আর এইভাবেই বামেদের পাল্টা অপমান ফিরিয়ে দিল বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ কংগ্রেসের জন্য ৪টি আসন ছেড়ে ৩৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>