Lok Sabha polls – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 17 May 2019 05:09:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lok Sabha polls – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে বাংলায় শেষ দফার ভোট, রাজ্য পুলিশে ভরসা শেষ https://thenewsbangla.com/seventh-phase-lok-sabha-polls-of-bengal-surrounded-by-central-force/ Fri, 17 May 2019 05:09:57 +0000 https://www.thenewsbangla.com/?p=13002 রবিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। ১৯মে সপ্তম দফায় ভোটগ্রহণ হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর লোকসভা আসনে। কড়া নিরাপত্তায় মুড়ে ভোট হবে শেষ দফায়।

রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গেই দার্জিলিং, ইসলামপুর, হবিবপুর, কান্দি, নওদা এবং ভাটপাড়ায় উপনির্বাচন হবে। মুর্শিদাবাদের কান্দি ও নওদা বিধানসভা কেন্দ্রে নির্বাচন ভোট ২০ মে। এই দুটি কেন্দ্র বাদ দিয়ে; বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১৯ মে।

আরও পড়ুনঃ বেকারদের ড্রাইভিং, চুল কাটার ট্রেনিং নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটে; ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এর মধ্যে ৩৪ কোম্পানি; কেন্দ্রীয় বাহিনী থাকবে স্ট্রং রুমে। শুধু কলকাতাতেই ১৪৭ কোম্পানি বাহিনী থাকছে। ১০০ শতাংশ বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। একনজরে কোথায় কত বাহিনী থাকছে; দেখে নিন

আরও পড়ুনঃ বিদ্যাসাগর মূর্তি ভাঙার তদন্তে বিশেষ তদন্ত দল গঠন মমতার

কলকাতা ১৪৭ কোম্পানি; বারাসাত ৫৫ কম্পানি; ব্যারাকপুর ৪৮ কোম্পানি; বারুইপুর ১০২ কোম্পানি; বসিরহাট ৭১ কোম্পানি; বিধাননগর ২৭ কোম্পানি; ডায়মন্ডহারবার ৮১ কোম্পানি; সুন্দরবন ৮০ কোম্পানি; ভাটপাড়া ৬ কোম্পানি; দার্জিলিং ১৬ কোম্পানি; মালদা ১১ কোম্পানি; হবিবপুর ১০ কোম্পানি ও মুর্শিদাবাদ ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী; থাকছে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ পুলিশি গাফিলতিতে দেড় মাস ধরে অকেজো বিদ্যাসাগর কলেজের সিসিটিভি

একনজরে নন সিপিএফ মেজার থাকবে এইরকম, দমদম ৯৯০; বারাসাত ১০২৯; বসিরহাট ৯৪৩; জয়নগর ১২৩০; মথুরাপুর ১২৪০; ডায়মন্ডহারবার ১২৭৫; যাদবপুর ১৪১০; কলকাতা দক্ষিণ ১১৮১; কলকাতা উত্তর ৯৩৪। আর মোট কুইক রেসপন্স টিম থাকবে ৪৪৪টি।

আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানা এলাকা থেকে মানুষকে পালাতে হল কেন

একনজরে বুথের সংখ্যা জেনে নিন, দমদম ১৭৬১; বারাসাত ১৯১৫; বসিরহাট ১৮৬১; জয়নগর ১৮১০; মথুরাপুর ১৮৪৮; ডায়মন্ডহারবার ১০১২; যাদবপুর ২০৪২; কলকাতা দক্ষিণ ২০৩১; কলকাতা উত্তর ১৮৬২। এদিকে শেষ দফার ভোটে মোট ভোটার সংখ্যা ১,৪৯,৬৩,০৬৪ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে; ১০০ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটের পাশাপাশি; বিধানসভা উপ নির্বাচনেও থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে ভাটপাড়া ও দার্জিলিং বিধানসভা আসনের উপনির্বাচনে; কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

]]>
গুর্জর কোটা আন্দোলনের নেতার গেরুয়া শিবিরে যোগদানে রাজস্থানে শক্তিবৃদ্ধি বিজেপির https://thenewsbangla.com/gurjar-leader-in-rajasthan-joins-bjp-ahead-of-lok-sabha-polls/ Wed, 10 Apr 2019 12:59:07 +0000 https://www.thenewsbangla.com/?p=10479 গুর্জর কোটা আন্দোলনের নেতা কিরোরী সিং ভেইনসালা বুধবার দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিলেন। এর জেরে ভোটের মুখে রাজস্থানে শক্তি বৃদ্ধি হল বিজেপির।

আরও পড়ুনঃ মমতা আরএসএস কোর কমিটির সদস্য, জানিয়ে দিলেন অধীর

রাজস্থানে বিজেপির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ জাভড়েকরের উপস্থিতিতে কিরোরী সিং ভেইনসালার পুত্র বিজয় ভেইনসালাও বিজেপিতে যোগদান করেন। এর ফলে গুর্জর কোটা আন্দোলনের সমর্থকদের ভোটের আগে বিজেপি সমর্থন পাবে বলেই মনে করছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

বিজেপিতে যোগদান করেই এদিন কিরোরী সিং ভেইনসালা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বিরলের মধ্যে বিরলতম এমন কিছু গুনাগুন তিনি প্রত্যক্ষ করেছেন, যা তাকে বিজেপিতে যোগদানে উৎসাহ প্রদান করেছে। নরেন্দ্র মোদীর জনসংযোগও তাকে বিজেপিতে যোগদানে সায় দিয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

ভেইনসালা আরও বলেন, তার সাথে কংগ্রেস ও বিজেপি দুই দলেরই সম্পর্ক খুব ভালো। কিন্তু দুই দলের আদর্শ বিবেচনা করে তিনি বিজেপিতে যোগদানের ব্যাপারেই মনস্থির করেন।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

কিরোরী সিং ভেইনসালা ও তার পুত্র আজই অমিত শাহের সাথে সকালে সাক্ষাৎ করেন বলে জানান প্রকাশ জাভড়েকর। তাদের বিজেপিতে যোগদানে রাজস্থানে বিজেপি আরও শক্তিশালী হলো বলে তিনি জানান। ভোটের ফলে এই ঘটনা কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের মুখে বাংলার সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর https://thenewsbangla.com/west-bengal-govt-employees-got-good-news-just-before-lok-sabha-polls/ Sat, 06 Apr 2019 10:13:26 +0000 https://www.thenewsbangla.com/?p=10195 রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। তাঁদের ক্যাশলেস স্বাস্থ্যবিমা এক লক্ষ টাকা থেকে বেড়ে দেড় লক্ষ টাকা হল। তবে, নির্দিষ্ট কিছু হাসপাতালে এই সুবিধা মিলবে।

নির্বাচন ঘোষণার আগেই এই মর্মে সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, স্বাস্থ্যবিমার আওতায় এতদিন এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা হত। চিকিৎসার খরচ এক লক্ষ টাকা ছাড়িয়ে গেলে অতিরিক্ত অর্থ উপভোক্তাকে দিতে হত। পরে নিজের দফতরে সেই সংক্রান্ত নথি পেশ করলে সেই টাকা রিইমবার্সমেন্ট করত অর্থ দফতর।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

যদিও টাকা ফেরত পাওয়ার এই প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ ছিল। তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের দাবি, নতুন ব্যবস্থায় চিকিৎসার খরচ দেড় লক্ষ টাকা পর্যন্ত হলে উপভোক্তাকে হাসপাতালের কোনও টাকা দিতে হবে না। এই প্রকল্পের আওতায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নথিভুক্ত হাসপাতালগুলি সরকারি নির্দেশ মেনে চিকিৎসা করে।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

তাই দেড় লক্ষ টাকার ক্যাশলেস সুবিধা খুবই লাভজনক হবে। পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের প্রতিটি সমস্যা নিয়ে ওয়াকিবহাল। তাই তিনি সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করেছেন এবং ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা বাড়িয়েছেন।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

তবে ভোটের মুখে এটা নিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হল বলেই জানিয়েছে বিজেপি সহ বিরোধীরা। তবে সাধারণ মানুষের স্বার্থে এই নিয়ে নির্বাচন কমিশনে কোন অভিযোগ করা হবে না বলেই আপাতত জানিয়েছে বিরোধীরা।

আরও পড়ুনঃ মোদী সরকারের উদ্যোগে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান মনোনয়নে বাংলার দুর্গাপূজা

এই ঘোষণায় রাজ্যের বর্তমান রাজ্য সরকারি কর্মচারী ও আবসর নেওয়া পেনশনভোগীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে। ক্যাশলেশ পরিষেবার এই উচ্চ সীমা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন সহ প্রায় সব সরকারি কর্মীদের সংগঠন।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের টিকিট না পেয়ে মোদীকে ছেড়ে রাহুলের হাত ধরলেন বিহারীবাবু https://thenewsbangla.com/lok-sabha-elections-2019-shatrughan-sinha-joins-congress-ahead-of-lok-sabha-polls/ Sat, 06 Apr 2019 07:55:43 +0000 https://www.thenewsbangla.com/?p=10159 ভোটের টিকিট না পেয়ে মোদীকে ছেড়ে রাহুলের হাত ধরলেন বিহারীবাবু। লোকসভা নির্বাচনের মুখে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির শত্রুঘ্ন সিনহা। দাঁড়াবেন পাটনা সাহিব কেন্দ্র থেকেই।

আরও পড়ুনঃ হেলিকপ্টার দুর্নীতিতে আহমেদ প্যাটেলের নাম, সনিয়া রাহুলকে তুলধোনা নরেন্দ্র মোদীর

অভিনয়ের পাট চুকিয়ে অনেক আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি। দুই মেয়াদে লোকসভা নির্বাচনে নির্বাচিতও হয়েছেন বর্তমান দেশের ক্ষমতাসীন দল বিজেপি থেকে। তবে বিজেপির সঙ্গে দীর্ঘ এই সম্পর্ক এবার ছিন্ন করলেন শত্রুঘ্ন সিনহা। টুইট করে জানিয়েও দিয়েছিলেন, বিজেপিতে আর থাকছেন না। শনিবার কংগ্রেস দফতরে গিয়ে লোকসভা ভোটের ঠিক আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন এক সময়ের শক্তিমান এই অভিনেতা।

আরও পড়ুনঃ সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় উচ্চবর্ণের জন্য অতিরিক্ত ২% কর চাপাচ্ছে সমাজবাদী পার্টি

বিজেপি ছেড়ে শত্রুঘ্ন সিনহা কংগ্রেসে যোগ দিচ্ছেন, এমন খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। গতকালই বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে দুজনে একসঙ্গে ছবি তোলার পর সব সংশয় মুছে যায়। এরপর তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন দল পরিবর্তনের খবর। শনিবার কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ‘হাতে’ যোগ দিলেন দুবারের এই সাংসদ।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

কংগ্রেসে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহা বললেন, “দুঃখের সঙ্গে বিজেপি থেকে বিদায় নিচ্ছি। সনিয়া ও রাহুল গান্ধীর মত প্রগতিশীল নেতৃত্বের ছায়ায় আসছি”। কংগ্রেসে যোগ দেবার পর, বিজেপিতে যোগ্য নেতাদের সম্মান দেওয়া হয় না বলেই জানিয়েছেন তিনি। নাম উল্লেখ না করলেও তিনি মোদীর তুমুল সমালোচনা করেছেন।

আরও পড়ুনঃ কংগ্রেসের সভায় মুসলিম লীগের পতাকা, ভাইরাস বলে কটাক্ষ যোগীর

শুক্রবার প্রচারসভায় শত্রুঘ্ন সিনহার ভূয়সী প্রশংসা করেছেন রাহুল গান্ধী। এদিনের যোগদান পর্ব শেষে সাংবাদিকদের শত্রুঘ্ন বলেন, “বিজেপিতে আমি সব আক্রমণ ও সমালোচনা সম্মানের সঙ্গে সামলেছি। ওখানে মোদী ও অমিত শাহের একনায়কতন্ত্র চলছে”। তিনি আরও বলেন, “আডবানী থেকে শুরু করে মুরলি মনোহর যোশী কারোর সম্মান নেই ওখানে।

আরও পড়ুনঃ ক্ষমতায় এলেই চৌকিদার মোদীকে জেলে ভরার ঘোষণা রাহুলের

বিহারের পাটনা সাহিব আসন থেকে ২০০৯ ও ২০১৪—এই দুই মেয়াদে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে দুইবারই নির্বাচিত হয়েছিলেন ৭২ বছর বয়সী এই অভিনেতা তথা রাজনীতিবিদ। এবার ওই আসনেই তিনি হাত চিহ্ন নিয়ে লড়বেন।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

খবরে উঠে এসেছেন তাঁর স্ত্রী পুনম সিনহাও। না! কংগ্রেসে তিনি যোগে দেননি। তবে আপাতত যা খবর উত্তরপ্রদেশের লখনউ আসনে বিজেপির রাজনাথ সিংয়ের বিরুদ্ধে ভোট ময়দানে নামতে চলেছেন শত্রুঘ্নর স্ত্রী পুনম। উত্তর প্রদেশের বুকে বিজেপির রথ রুখতে মায়াবতীর বিএসপির সঙ্গে জোট বেঁধেছে অখিলেশের সপা। বুয়া ভাতিজার জোটে ঠিক হয়, লখনউ কেন্দ্রটিতে লড়বে সমাজবাদী পার্টি।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

আর সেই সমাজবাদী পার্টির টিকিটে লখনউ থেকে সম্ভবত লড়তে চলেছেন শক্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। স্বামী কংগ্রেসে যোগ দিলেও পুনম সমাজবাদী পার্টি থেকে ভোট ময়দানে লড়বেন বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

গত কয়েকমাস ধরেই জল্পনা চলছিল যে, পাটনা সাহিবের সাংসদ কংগ্রেস যোগ দেবেন। ক্রমাগত নরেন্দ্র মোদী সরকারের সমালোচনার কারণে এবার ‘শটগান’কে লোকসভা ভোটের টিকিট দেয়নি বিজেপি। তাঁর কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। তিনি ও শত্রঘ্ন দুজনেই কায়স্থ। পাটনা সাহিবে এই জাতের ভোটার সংখ্যাই বেশি।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অযোধ্যায় রামমন্দির হয় নি, লোকসভা ভোটে মোদীর হাত ছাড়ল সেনা https://thenewsbangla.com/ram-temple-in-ayodhya-did-not-happen-shiv-sena-is-not-with-narendra-modi-in-lok-sabha-polls/ Mon, 24 Dec 2018 12:08:42 +0000 https://www.thenewsbangla.com/?p=4711 The News বাংলা: লোকসভার আগেই বড়সড় ধাক্কা বিজেপির এনডিএ জোটে। মহারাষ্ট্রে ভাঙল শিবসেনা ও বিজেপির জোট। সোমবার দলের প্রধান উদ্ধব ঠাকরে পরিষ্কার জানিয়ে দিলেন, লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে মহারাষ্ট্রে কোনও জোট থাকছে না শিবসেনার। ভবিষ্যতেও জোটে যেতেও কোন উৎসাহ নেই শিবসেনার তেমনটাই ইঙ্গিত।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

দেশ জুড়ে জোটের মরশুমে মহারাষ্ট্রে ‘একলা চলো’ নীতি নিল শিবসেনা। সোমবার দলের প্রধান উদ্ধব ঠাকরে পরিষ্কার জানিয়ে দিলেন, লোকসভা ভোটে একাই লড়বে শিবসেনা। এই ঘোষণার পরেই শোরগোল পড়ে গেছে দেশের রাজনীতিতে। এর ফলে শুরুর আগেই বিজেপির এনডিএ জোটে বড়সড় ভাঙন দেখা দিল।

আরও পড়ুনঃ ‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের

শুধু তাই নয়, অযোধ্যায় রামমন্দির ইস্যুতে সোমবার প্রধানমন্ত্রী মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ দুজনকেই তুলধনা করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ‘রামমন্দির গড়তে উৎসাহী নয় বিজেপি’, মারাত্মক অভিযোগ তাঁর। সেই কারণেই লোকসভা ভোটে মহারাষ্ট্র এ একা চলার সিদ্ধান্ত শিবসেনার।

আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা

শিবসেনার এই ঘোষণার পর, লোকসভা ভোটের আগে বিজেপি জোট বড়সড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে। ‘আচ্ছা দিন জুমলার মধ্যেই আটকে আছে’ বলে কটাক্ষ করেন উদ্ধব। রাহুলের রাফায়েল আক্রমণ এর জবাব প্রধানমন্ত্রী দিতে পারেন নি বলেই জানিয়ে দেন উদ্ধব ঠাকরে। এদিকে বাবরি মসজিদ আমরাই ভেঙেছিলাম বলে সোমবার আবার বিতর্ক বাড়িয়েছেন শিবসেনারই এক নেতা।

আরও পড়ুনঃ উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের

শনিবারই এনডিএ জোট আসন রফা শেষ করেছে বিহারে। নীতিশ কুমার ও রামবিলাসের সঙ্গে জোট করে অনেকটাই এগিয়েছিল বিজেপি। কিন্তু সোমবারই বড়সড় ধাক্কা খেল বিজেপি জোট। লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপিকে একা লড়তে হলে কাজটা যে খুব সহজ হবে না সেটা ভাল করেই জানেন বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

২০১৪ সালে মহারাষ্ট্রে ৪৮ টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ২৩ টি। শিব সেনা ১৮ টি। কংগ্রেস পেয়েছিল মাত্র ২ টি আসন। এর ফলে অনেকটাই এগিয়েছিল নরেন্দ্র মোদীর বিজেপি। এবার আলাদা আলাদা লড়তে হলে মহারাষ্ট্রে কতটা ভাল ফল করতে পারে দেশের শাসক দল সেটাই এখন দেখার।

]]>