Lok Sabha poll – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 13 May 2019 07:47:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lok Sabha poll – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দাবিদাওয়া না মেটায় সোনাগাছির ভোট এবার যাবে নোটা বোতামে https://thenewsbangla.com/sonagachi-sex-workers-vote-will-be-cast-in-nota-button-in-lok-sabha-poll/ Mon, 13 May 2019 07:36:05 +0000 https://www.thenewsbangla.com/?p=12853 উত্তর কলকাতার যৌনকর্মীরা এখন যথেষ্ট সচেতন নিজেদের ভোটাধিকার নিয়ে; ভোটাধিকারের মাধ্যমে নিজেদের দাবিদাওয়া আদায় না হলে যৌনকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ‘নোটা’তে এই ঘোষণা করেছে কলকাতার যৌনকর্মীরা।

ভোটের সময় সব রাজনৈতিক নেতারা ভোট চাইতে আসেন যৌনকর্মীদের কাছে; তবু কোনো দলই প্রতিশ্রুতি পালন করে না; তাদের চিন্তাভাবনায় জায়গা হয় না যৌনকর্মীদের ভালোমন্দের; তাও ভোট দেন ওরা বছর বছর; কিন্তু এবার তারা নিজেদের দাবিদাওয়া নিয়ে যথেষ্ট সচেতন।

তারা বুঝে গেছেন; নিজেদের কথা তুলে ধরতে হবে নিজেদেরই; না হলে সব দলই তাদের ভোট নিয়ে শুধু ফায়দা তুলে যাবে; সোনাগাছি চত্বরের কোহিনূর বেগম এখন জোর গলায় বলতে পারেন; শ্রমিকের সম্মান চান তাঁরা। আর অসম্মানের জীবন কাটাতে চাননা তাদের কেউই।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম বলায় গলার নলি কাটার হুমকি দিলেন তৃণমূল নেতা

গত ছাব্বিশ বছর ধরে কোহিনূর রয়েছেন এই পেশায়; তাদের জন্য যে দল কাজ করবে; ওঁরা তাদেরই পাশে দাঁড়াবেন। আর প্রতিশ্রুতি নয়; এবার নিজেদের দাবি ছিনিয়ে আনতে তৎপর ডলি সাহা; অবেদা বিবিরাও; তাঁদের চাই সামাজিক সম্মান; আর সে জন্য বেশ লড়ছেন ওঁরা; কিন্তু বাকি শহর এগোলেও তাঁদের ছবি কিছুই পাল্টায় না।

তারা জানেন যে তারা অপরাধী নয়; কারও ক্ষতিও করছে না তারা; ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার আইনজীবীরা যেমন নিজেদের রকমের পরিষেবা দেন; ঠিক তেমনই দিয়ে থাকেন যৌনকর্মীরা; শ্রমের বিনিময়ে উপার্জন করার পরেও যৌনকর্মীদের কেন অপরাধী বলা হবে এই প্রশ্নের মুখে সমাজকে দাঁড় করিয়েছেন তারা।

এবার তাই রুখে দাঁড়াবার পালা; রাজনৈতিক নেতারা এ ভাবে চলতে থাকলে তা আর মেনে নেওয়া হবে না; যৌনকর্মীরা আর অসম্মানের ভয়ে মুখ বুজে থাকতে রাজি নন; তাতে যে কোনো লাভ হয় না; তা তারা দেখে নিয়েছেন; বহু বছর ধরে সমাজের রক্ষক থেকে সমাজবিরোধী; নানা তরফের অত্যাচার সয়ে চলেছেন ওঁরা।

আরও পড়ুনঃ নিজের লোকসভা ভোটের দিন বেলা অব্দি ঘুমিয়ে মানুষের সেবা করার উদ্যোগ

যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করা দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক কাজল বসু বলেছেন; তাঁদের সাত দফা দাবি রয়েছে; শ্রমিকের অধিকার চাই যৌনকর্মীদের; কেন আলাদা করে আইটিপিএ আইনের আওতায় ফেলা হবে যৌনকর্মীদের? বাকি কোনো পেশার মানুষের ওপরে তো আলাদা আইন চাপানো হয় না; যৌনকর্মীদের এইসব দাবি নিয়ে ভোটের আগে সোচ্চার দুর্বার কমিটি।

আইনে আছে; যৌনকর্মীদের রোজগারের টাকা নিতে পারবেন না কোনো প্রাপ্তবয়স্ক মানুষ; তাহলে তাঁদের কলেজে পড়া ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব কে নেবে যদি তাঁদের টাকা সামাজিক ভাবে অবৈধ হয়! কীসের জন্য তাঁরা দিনরাত খেটে কাজ করছেন; যদি ছেলেমেয়ে; বাবা-মায়ের দেখাশোনাও না করতে পারেন নিজেদের রোজগারের টাকায়! যৌনকর্মীরা এই বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিতে চান রাজনৈতিক নেতা-নেত্রীদের কাছে।

]]>
বাংলায় বিজেপি প্রার্থীর মনোনয়নই বাতিল হয়ে গেল https://thenewsbangla.com/lok-sabha-poll-bengal-bjp-candidates-nomination-was-canceled/ Wed, 10 Apr 2019 13:44:41 +0000 https://www.thenewsbangla.com/?p=10490 রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মুকুট মণি অধিকারীর মনোনয়নই বাতিল হল। তাঁর সরকারী চাকরিতে ইস্তফাপত্র গৃহীত হয় নি বা ওই ইস্তফাপত্র গ্রহনের কপি এসে পৌঁছায় নি। ওই আসনে বিজেপির প্রতীকের লড়বেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক এর সভাপতি জগন্নাথ সরকার। এর ফলে জোর ঝটকা খেল বিজেপি। প্রার্থীর হয়ে দেওয়াল লিখন, প্রচার শুরু হয়ে গিয়েছিল। আবার নতুন করে শুরু করতে হবে বর্তমান প্রার্থী জগন্নাথ সরকারকে। অবশ্য এটাকে নদীয়া জেলা বিজেপির তরফ থেকে ‘সাপে বর হল’ বলেই বলা হচ্ছে।

আরও পড়ুনঃ মমতা আরএসএস কোর কমিটির সদস্য, জানিয়ে দিলেন অধীর

বিজেপি–র রানাঘাট কেন্দ্রের প্রার্থী নিয়ে নাটক অব্যাহতই ছিল মনোনয়নপত্র পেশের শেষ দিনেও। এই কেন্দ্রের জন্য দলের ঘোষিত প্রার্থী ডাঃ মুকুট মণি অধিকারীর প্রার্থিপদ নিয়ে জটিলতা ছিলই। স্ক্রুটিনির আগে সরকারি চাকরি ছাড়ার ছাড়পত্র না পেলে বাতিল হতই তাঁর প্রার্থিপদ। আর সেটাই হল। এসে পৌঁছায় নি তাঁর রিলিজ অর্ডার। ফলে বাতিল হয়ে গেল তাঁর মনোনয়ন পত্র।

আরও পড়ুনঃ অনুব্রতর নকুল দানার পরিবর্তে মুড়ির মোয়ায় ভরসা লকেটের

রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মুকুট মণি অধিকারী এদিন মনোনয়নপত্র পেশও করেন। পাশাপাশি এদিন দলের হয়ে মনোনয়নপত্র পেশ করেন দলের নদিয়া দক্ষিণের সাংগঠনিক জেলা সভাপতি জগন্নাথ সরকারও। দুজন কিছুক্ষণ বসে থাকলেও কথাবার্তা বিশেষ বলেননি।
মুকুটমণি জানিয়েছেন, দলের ঘোষিত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র পেশ করছেন। তাঁর প্রার্থী হওয়া নিয়ে যে সমস্যা আছে, সেটা মিটে যাবে। তাঁর দল বিষয়টি দেখছে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সরকারী চাকরিতে ইস্তফাপত্র এসে পৌঁছায় নি।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

দলের হয়ে জগন্নাথ সরকার বা অন্য কেউ মনোনয়নপত্র পেশ করেছেন বলে তাঁর কিছু জানা নেই, বলেই এদিন জানান মুকুট মণি অধিকারী। দল এ বিষয়ে তাঁকে কিছু জানায়নি বলেই জানান তিনি। অন্যদিকে এ বিষয়ে জগন্নাথ সরকার জানিয়েছেন, দলের ঘোষিত প্রার্থী ডাঃ মুকুটমণি অধিকারী। তবে তাঁর প্রার্থিপদ নিয়ে জটিলতা আছে। সে কারণেই দলের নির্দেশে তিনিও প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।‌

আরও পড়ুনঃ পথ হারাল মমতার হেলিকপ্টার, হতে পারত বড় বিপদ

এদিন এই দুই প্রার্থীই নদীয়া জেলাশাসকের কার্যালয়ে আলাদাভাবে তাঁদের অনুগামীদের নিয়ে মিছিল করে এসে মনোনয়নপত্র পেশ করেন। কার্যালয়ে এই সময়ে প্রচুর মানুষ ঢুকে যান। তার ফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ অতিরিক্ত বিজেপি কর্মী–সমর্থকদের জেলাশাসকের কার্যালয় থেকে বার করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মুকুট মণি অধিকারীর বদলে জগন্নাথ সরকার প্রার্থী হওয়ায় সাপে বর হল বলেই মনে করছেন বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

এছাড়াও বিজেপি–র অতিপরিচিত আরও দু–জন নেতাও এদিন মনোনয়ন জমা দিয়েছেন। এঁরা হলেন মানবেন্দ্র রায় এবং সুজিত বিশ্বাস। মানবেন্দ্র রায় এর আগে ২০১৫ সালে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি–র প্রার্থী হয়েছিলেন। এই দুই প্রার্থী কিছু বলতে চাননি। তবে জানা গেছে, এঁদের মনোনয়নপত্রের সঙ্গে দলের প্রতীক সংবলিত নথি দেওয়া হয়নি। সেক্ষেত্রে এঁরা প্রার্থিপদ প্রত্যাহার না করলে, নির্দল হিসেবে পরিগণিত হবেন।‌

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর
আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে https://thenewsbangla.com/surgical-strike-again-in-pakistan-before-the-lok-sabha-poll-said-mamata-banerjee/ Mon, 11 Mar 2019 14:05:57 +0000 https://www.thenewsbangla.com/?p=8125 “লোকসভা ভোটের আগে এপ্রিলে পাকিস্তানে ফের একটা স্ট্রাইক হবে”, সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাঁর কাছে খবর আছে নরেন্দ্র মোদী সরকার ভোটের আগেই পাকিস্তানে আরও একটা স্ট্রাইক করবে। মমতা বোঝান, ভোটে ফায়দা লাভের জন্য বিজেপি আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক এর নাটক করবে। বিজেপির কথাতেই ৭ দফায় লোকসভা ভোট হচ্ছে বাংলায়, পরিস্কার জানিয়ে দিলেন মমতা।

আরও পড়ুনঃ পাকিস্থান চিনকে ভয় দেখিয়ে বালাশোরে পিনাক রকেট ছুঁড়ল ভারত

বাংলায় ৭ দফায় ভোট নিয়ে বিজেপিকে ঠুকলেন মমতা। সোমবার সন্ধ্যায় নবান্নে মমতা জানান, বিজেপির পরিকল্পনাতেই বাংলায় ৭ দফায় ভোট হচ্ছে। তিনি জানান, “তাতে তৃণমূলের কোন সমস্যা হবে না। ভালই হয়েছে, আমি সময় নিয়ে গোটা রাজ্যে প্রচার করতে পারব”।

আরও পড়ুনঃ মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন

এরপরেই তিনি জানান, “লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা স্ট্রাইক হবে”। মোদী সরকার সেটা করাবে। তিনি এটাই বলতে চান যে, ভোটের বাজারে নিজেদের প্রচার করতেই এটা করবে মোদী সরকার। তবে এই স্ট্রাইক কি ধরণের হতে পারে তা আর খোলসা করেননি তিনি।

এর আগে ২৯ শে সেপ্টেম্বর ২০১৬ ও ২৬ শে ফেব্রুয়ারী ২০১৯ দুবার সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। ২৯ শে সেপ্টেম্বর ২০১৬ তে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক করে। ধ্বংস করা হয় জঙ্গি ঘাঁটি।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

২৬ শে ফেব্রুয়ারী ২০১৯, পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ক্যাম্প ধ্বংস করে ভারতের বিমান বাহিনী। সবুজ সংকেতের অপেক্ষাতেই ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক যেন প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি। তবে এবার মাটিতে নয়। আকাশপথে। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় যুদ্ধবিমান। পুলওয়ামা কাণ্ডের বদলা নিতে এক হাজার কেজি বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হয় পাক মাটিতে তৈরি হওয়া একাধিক জঙ্গি ঘাঁটি। হামলার কথা স্বীকার করে নেয় পাকিস্তানও।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুলওয়ামা জঙ্গি হামলার পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, ভারত এর উপযুক্ত জবাব দেবে। পাশাপাশি তিনি জানান, সেনাকে সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে। এরপরই পাকিস্তানের মাটিতে ঢুকে যাবতীয় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা।

আরও পড়ুনঃ যোগ্য প্রার্থীর অভাবে চোখে সর্ষে ফুল রাজ্য বিজেপির, প্রার্থীর খোঁজে বৈঠক দিল্লিতে

তারপরেই এই নিয়ে শুরু হয় রাজনৈতিক লড়াই। ভোটের মুখে ফায়দা তোলার চেষ্টা করছে মোদী সরকার, অভিযোগ ওঠে বিরোধীদের তরফ থেকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটা স্ট্রাইক হবে বলে দাবি করলেন। মমতার বক্তব্য শোনার পরেই সমালোচনার ঝড় তুলেছে বিজেপি। “মমতা সব জেনেই বসে আছেন”, জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। “মমতা সেনাকে নিয়ে রাজনীতি করছেন, মানুষ এর জবাব দেবে”, জানিয়েছেন বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ লোকসভা ভোটে বিজেপির একমাত্র ভরসা সেই নরেন্দ্র মোদীই
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই https://thenewsbangla.com/priyanka-is-the-opposition-face-against-modi-in-the-lok-sabha-polls-by-removing-rahul/ Mon, 11 Feb 2019 11:48:18 +0000 https://www.thenewsbangla.com/?p=6687 শেষ পর্যন্ত কি রাহুলের বদলে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই? উঠে গেল প্রশ্ন। সোমবার যোগীর খাসতালুকে রোড শোতে যেভাবে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা নেতৃত্ব দিলেন তাতেই উঠে এসেছে এই প্রশ্ন। গোটা রোড রালিতে রাহুল ছিলেন সেই প্রিয়াঙ্কার আড়ালেই দ্বিতীয় সারিতে। সেই নাতনি প্রিয়াঙ্কাকেই এবার ‘ইন্দিরা গান্ধী’ প্রজেক্ট করল কংগ্রেস। আর ২০১৯ এর লোকসভায় শেষ ভরসা সেই প্রিয়াঙ্কা গান্ধীকেই মোদী বিরোধী মুখ করল কংগ্রেস, মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে হত্যা মামলা থেকে মুক্তি নরেন্দ্র মোদীর

কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ পাবার পর তাঁর প্রথম রোড শো। যোগী আদিত্যনাথের খাসতালুকে, রাহুলকে নিয়ে প্রিয়াঙ্কার মেগা রোড শো, থিকথিকে ভিড়ে স্লোগান উঠল ‘চৌকিদার চোর হ্যায়’। ৫ দিনের জন্য লখনৌ পৌঁছেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এই রোড শো-এর মাধ্যমেই রাজনীতিতে প্রবেশের পর লোকসভা ভোটের প্রথম প্রচার শুরু করে দিলেন তিনি।

রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই/The News বাংলা
রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই/The News বাংলা

পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে পাওয়ার পর সোমবারই যোগীরাজ্যে তাঁর প্রথম রোড শো। বাসের ছাদে তাবড় কংগ্রেস নেতৃত্ব। সভাপতি রাহুল গান্ধী থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজবব্ব‌র৷ কিন্তু মধ্যমণি একজনই। প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। লখনৌয়ে ১২ কিলোমিটার মেগা রোড শো-য়ের মাধ্যমেই ভোট প্রচার শুরু করে দিলেন রাজীব কন্যা। হাজার হাজার মানুষ রাস্তার ধারে৷ অনেক সমর্থক নিজেদের গায়ে লিখেছেন, ‘চৌকিদার চোর হ্যায়’।

আরও পড়ুনঃ রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ

এর আগে লখনৌতে, পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা ও পশ্চিম উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে স্বাগত জানাতে তুমুল উন্মাদনা ধরা পড়ে কংগ্রেস কর্মীদের মধ্যে। রোড শোয়ে যোগ দেন রাহুল গান্ধীও। এই প্রথম লখনৌতে জনসভায় একসঙ্গে দেখা গেল দুই ভাই-বোনকে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই থাকার কথা প্রিয়াঙ্কা ও জ্যোতিরাদিত্যর। রাহুল এদিনই ফিরে যাবেন দিল্লি।

রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই/The News বাংলা
রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই/The News বাংলা

রোড শো-র জন্য নির্ধারিত বাসে চড়েই তিনজনে মিলে সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে থাকেন। এই রোড শো হল প্রায় ১২ কিলোমিটার রাস্তায়। কংগ্রেস সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মত। প্রিয়াঙ্কার নেতৃত্বেই যে উত্তরপ্রদেশ সহ গোটা ভারতেই লোকসভা ভোটে লড়তে চলেছে কংগ্রেস সেটা সোমবারের পর পরিষ্কার হয়ে গেল।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কাকে সক্রিয় রাজনীতিতে দেখতে চাওয়ার দাবি বহুদিন ধরেই ছিল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে। লোকসভা ভোটের আগে সেই দাবি পূরণ করে মাস্টারস্ট্রোক দেয় কংগ্রেস। উত্তরপ্রদেশকে দু-ভাগে ভাগ করে তার একটা দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কার কাঁধে। পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। পশ্চিম উত্তরপ্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব পেয়েছেন রাহুলের প্রিয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই/The News বাংলা
রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই/The News বাংলা

এতদিন পর্যন্ত মা সনিয়া ও ভাই রাহুলের নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের অমেঠি ও রায়বরেলির মধ্যেই নিজের রাজনৈতিক ভূমিকা সীমাবদ্ধ রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে লোকসভা ভোটের আগে কংগ্রেস নেতৃত্ব বুঝেছে যে, উত্তরপ্রদেশের মতো ৮০টি আসনের রাজ্যের দায়িত্ব একজনের কাঁধে দেওয়া সমীচিন হবে না। তাই প্রিয়াঙ্কাকেও নিয়ে আসা হয় সক্রিয় রাজনীতিতে।

আরও পড়ুনঃ মোদীর অরুণাচল সফর নিয়ে চিনকে উপযুক্ত জবাব দিল ভারত

প্রিয়াঙ্কাকে দিয়ে ইন্দিরা তাস খেলে কংগ্রেসের কতটা লাভ হবে তা বলবে লোকসভা ভোটের রেজাল্ট। তবে এই সিদ্ধান্ত কংগ্রেস শিবিরে যে অনেকটাই খুশির খবর ও কর্মী সমর্থকদের চাঙ্গা করার খবর, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবার মনে হচ্ছে, রাহুলকে সরিয়ে মোদী বিরোধী মুখ হিসাবে প্রিয়াঙ্কাকেই তুলে ধরছে কংগ্রেস। সোমবারের পর এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>