Lok Sabha Elections – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Apr 2019 12:27:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lok Sabha Elections – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায় https://thenewsbangla.com/lok-sabha-elections-uttar-prodesh-grand-alliance-will-failed-says-survey/ Tue, 09 Apr 2019 12:27:27 +0000 https://www.thenewsbangla.com/?p=10392 লোকসভা ভোটের মাত্র ২ দিন বাকি। তার আগেই ভোটের ফলাফলের সর্বশেষ আভাস উঠে এল টাইমস নাউ – ভিএমআর যৌথ সমীক্ষায়। এর আগে বিভিন্ন সমীক্ষায় যে তথ্য বেরিয়ে এসেছে, তাতে প্রমাণিত হয়েছে, একমাত্র উত্তরপ্রদেশের মহাজোটের ফলাফলের ওপর নির্ভর করছে বিজেপির ভাগ্য।

নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

এদিন টাইমস নাউ – ভিএমআর যৌথ সমীক্ষায় যে ফলাফল বেরিয়ে এসেছে, তা বিজেপির পক্ষে যেমন স্বস্তিদায়ক, তেমনি মহাজোটের গ্রহণযোগ্যতার ব্যাপারেও প্রশ্ন তুলে দিয়েছে এই সমীক্ষা। সমীক্ষায় প্রকাশ, উত্তরপ্রদেশের মোট ৮০ টি লোকসভা আসনের ৫০টিই দখল করতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোক দল সম্মিলিতভাবে পেতে পারে ২৭ টি আসন এবং কংগ্রেস পেতে পারে মাত্র ৩ টি আসন। আর এই সমীক্ষা মিলে গেলে, তা গেরুয়া শিবিরের জন্য অবশ্যই অক্সিজেন জোগাবে।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

গত ২০১৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ লোকসভায় ৮০টি আসনের মধ্যে একাই ৭৩টি আসন দখল করে মাস্টারস্ট্রোক দিয়েছিল বিজেপি। সেবার সমাজবাদী পার্টি ৫ টি ও কংগ্রেস ২ টি আসন পায়। বহুজন সমাজবাদী পার্টি ২০১৪ লোকসভা নির্বাচনে একটিও আসন লাভ করেনি।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

সমীক্ষার ইঙ্গিত, গতবারের চেয়েও ২% ভোট বেড়ে বিজেপির ভোট ৪৫% হতে পারে। এদিকে সামগ্রিকভাবে বিজেপি বিরোধী মহাজোট গঠন হবার ফলে মহাজোটের আসন সংখ্যা গতবারের চেয়ে বাড়লেও ভোট সংখ্যা গতবারের চেয়ে ৫% শতাংশ কমে হচ্ছে ৩৭%।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

উত্তরপ্রদেশে মোট ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত। ভোট গননা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩শে মে।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে https://thenewsbangla.com/lok-sabha-elections-bjps-barasat-candidate-would-cast-vote-for-first-time/ Sun, 07 Apr 2019 19:06:10 +0000 https://www.thenewsbangla.com/?p=10264 মৃণাল কান্তি দেবনাথ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী। এতে কোনও চমক নেই। কোনও দল যাকে মনোনয়ন দেবে তিনি নির্বাচনে সেই দলের হয়ে লড়তেই পারেন।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

কিন্তু চমক এখানে যে মৃণালবাবু ভারতের সংসদীয় গণতন্ত্রে এবারই প্রথম ভোট দেবেন! শুনলে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে একটি রাজনৈতিক দলের একজন প্রার্থী প্রথমবার প্রার্থী হয়ে তারপর তাঁর ভোটাধিকার প্রথমবার প্রয়োগ করবেন।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

কেন এমন জানতে চাইলে তিনি বলেন যে আজ থেকে ৫০ বছর আগে তিনি ও তাঁর বাবা যখন বুথে গিয়ে ভোট দিতে গিয়েছিলেন তখন কিছু দুষ্কৃতি তাঁদের বুথ থেকে বল প্রয়োগ করে বার করে দিয়েছিল ভোট না দিতে দিয়েই।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

তখন ১৯৬৮ সাল। যুক্তফ্রন্টের আমল। তারপর থেকেই নাকি সংসদীয় গণতন্ত্রের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আর কোনোদিন বুথমুখো হননি,কিন্তু আবার কি কারণে দেশের সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা ফিরল এই নিয়ে প্রশ্ন উঠছে সাধারন জনগনের মনে।

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

মৃণাল বাবুর কথায়, গণতন্ত্রের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ভোটে মন না দিয়ে তিনি তাঁর পেশায় মন দেন। ১৯৭৪ সালে ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাস করার পর কয়েক বছর দেঘরিয়ায় একটি ঘর ভাড়া করে প্র‌্যাকটিস শুরু করেন তিনি। এরপর ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন।

আরও পড়ুনঃ বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রথমে দক্ষিণ আমেরিকা। তারপর লন্ডন। সেখান থেকে সাইকিয়াট্রিক মেডিসিন নিয়ে পড়তে ভিয়েনা যান। এরপর ওয়েস্ট ইন্ডিজের একটি দ্বীপে সরকারের তরফে স্বাস্থ্য পরিষেবা পরিচালনার দায়িত্ব পান। তবে ২৭ বছর পরে বছর দশেক আগে দেশে ফিরে আসেন তিনি। দুই সন্তান তাঁদের পরিবার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত।

আরও পড়ুনঃ হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের উর্মিলার বিরুদ্ধে

বর্তমানে হাবরা ও চিনার পার্কে তাঁর দুটি বাড়ি আছে। স্ত্রীর সঙ্গে দেশে ফিরে এসেছিলেন অবসর জীবন কাটাতে। অর্থাৎ, সংসদীয় গণতন্ত্রের প্রতি বিতৃষ্ণায় তিনি ১৯৬৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ভোট দেন নি, তারপর ২৭ বছর প্রবাসে ছিলেন, সুতরাং ভোট দেওয়ার কোনও সুযোগ ঘটে নি।

আরও পড়ুনঃ ফাঁকা জনসভার ছবি তুলতে গিয়ে কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত চিত্র সাংবাদিক

তারপর ২০০৮ সালে তো তিনি ফিরে এলেন দেশে। তাও ভোট দেননি কেন? তারও উত্তর মৃণালবাবুর তৈরি। ২০০৮-এ দেশে ফেরার পরে তিনি রাজারহাট এলাকায় ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত করেন। কিন্তু তারপরেই তিনি তাঁর বন্ধুদের অনুরোধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ডাক্তারি করতে চলে যান।

আরও পড়ুনঃ একই মঞ্চে শোভন, বৈশাখী ও সব্যসাচীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা

পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে ফেরেন ২০১৩ সালে। তাই ওই সময়ের মধ্যে তাঁর আর ভোট দেওয়া হয়নি। কিন্তু ২০১৬ সালের বিধানসভায় ভোট দিলেন না কেন? তখনও কি সেই বিতৃষ্ণা? নাকি তখন আর ভোটার তালিকায় নাম ছিল না?

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

বামেদের কটাক্ষ,গণতন্ত্রে বিশ্বাস করেন না নিশ্চয়ই। তৃণমূলের কটাক্ষ, এত বছরে তিনি অনেকবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু দেননি। অর্থাৎ গণতন্ত্রের প্রতি তাঁর অশ্রদ্ধা রয়েছে। এ ধরনের মানুষ কীভাবে ভোটে দাঁড়ান ! জনগনের প্রশ্ন, নতুন ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে এবার কি প্রথমবার ভোট দেবেন, মৃণালবাবু?

আরও পড়ুনঃ তিন লাখ কোটি টাকায় বিবাহবিচ্ছেদ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা https://thenewsbangla.com/election-commission-will-announce-the-dates-of-parliament-election-in-early-march/ Fri, 18 Jan 2019 15:14:57 +0000 https://www.thenewsbangla.com/?p=5764 মার্চের শুরুতেই দেশে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সম্ভবত ভোট হবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মের দ্বিতীয় সপ্তাহ এর মধ্যেই। মে মাসের ১৫ তারিখের মধ্যেই ফল ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবারও ৭ থেকে ৯ দফায় ভোট হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়তে পারেনঃ অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ‘বিরাট’ ভারতের

বছরের শুরু থেকেই গোটা দেশ জুড়ে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। মিটিং, মিছিল, জনসভা নিয়ে মেতে উঠেছেন রাজনৈতিক নেতারা। জানা গিয়েছে, নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে পারে মার্চের প্রথম সপ্তাহেই। আগামী ৩ জুন শেষ হচ্ছে বর্তমান লোকসভার মেয়াদ। আপাতত ক-দফায় ভোট হবে, কোন মাসেই বা তা হবে, সেই বিষয়গুলি বিবেচনা করছে কমিশন।

মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা/The News বাংলা
মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা/The News বাংলা

২০১৪ সালে ৫ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ন দফায় হয়েছিল ভোট। প্রথম দফার ভোট ছিল ১২ই এপ্রিল ও শেষ দফার ভোট ছিল ১২ই মে। ফল ঘোষণা হয়েছিল ১৬ই মে। এবারও হয়ত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মের দ্বিতীয় সপ্তাহ এর মধ্যেই ভোট গ্রহণ শেষ হবে। মে মাসের ১৫ তারিখের মধ্যেই ফল ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ৭ থেকে ৯ দফায় ভোট হতে পারে।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

ভারতে ষোড়শ লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত। লোকসভার ৫৪৩টি আসনের সাংসদ নির্বাচনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল ঘোষিত হয় ১৬ মে। ভারতের সাংবিধানিক বিধি অনুসারে, ৩১ মে পঞ্চদশ লোকসভার মেয়াদ শেষ হয়। তার ১৫ দিন আগেই ভোটের ফল ঘোষণা করে দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা/The News বাংলা
মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা/The News বাংলা

মনে করা হচ্ছে, এবারে ভারতে সপ্তদশ লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মের দ্বিতীয় সপ্তাহ এর মধ্যেই। মে মাসের ১৫ তারিখের মধ্যেই ফল ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পর্যন্ত। কারন ৩ জুনের মধ্যেই শপথ নিতে হবে নতুন সরকারকে।

আরও পড়ুনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

তবে এবারের নির্বাচনে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজরে রেখেছে কমিশন। তাই কোন রাজ্যে কত নিরাপত্তারক্ষী প্রয়োজন, সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধু লোকসভা নয়, মনে করা হচ্ছে লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওডিশা, সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনও একইসঙ্গে সেরে ফেলতে পারে কমিশন। রাজ্যপাল শাসনে থাকা কাশ্মীরের ভোটের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। কারণ, ছমাসের মধ্যে সেখানেও ভোট করাতেই হবে।

মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা/The News বাংলা
মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা/The News বাংলা

২০১৪ লোকসভা ভোটের ঠিক আগে ২০১৩ সালের ৮ ডিসেম্বর চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি সব কটিতেই জয় লাভ করে বা সংখ্যাগরিষ্ঠতা পায়। রাজস্থানে বিজেপি কংগ্রেসকে পরাজিত করে। দীর্ঘদিন কংগ্রেসের দখলে থাকা দিল্লিতেও বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়। এছাড়া মধ্যপ্রদেশে ও ছত্তিশগড় রাজ্যেও নিজেদের সরকার টিকিয়ে রাখতে সক্ষম হয় তারা। ভারতের সংবাদমাধ্যম দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকেই বিজেপির এই জয়ের কারণ বলে চিহ্নিত করে।

আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

এবার তার ঠিক উল্টো। লোকসভা ভোটের ঠিক আগেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়-এই তিন রাজ্যই হাতছাড়া হয়েছে বিজেপির। অন্যদিকে এই রাজ্যগুলোয় সরকার গঠন করেছে কংগ্রেস।

মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা/The News বাংলা
মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা/The News বাংলা

বাকি, তেলেঙ্গানা ও মিজোরামেও সরকার গড়েছে বিজেপি বিরোধী স্থানীয় দুটি দল। তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএস। ও মিজোরামে সরকার গঠন করেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)। হিন্দি বলয়ে তিন গুরুত্বপূর্ণ রাজ্য হলো রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। তিন রাজ্যেই ক্ষমতায় ছিল বিজেপি। এবার এই তিনটি রাজ্যেই জয় পেয়েছে কংগ্রেস।

আরও পড়ুনঃ দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

ঠিক এইভাবেই ২০১৩র শেষে লোকসভা ভোটের ঠিক আগে কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে জিতে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় এসেছিল মোদীর দল। আর এবারে ঠিক উল্টো। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে ধুয়েমুছে সাফ হয়ে গেছে বিজেপি। ২০১৪ র মতোই কি এবার চাকা ঘুরে বিজেপিকে হঠিয়ে ক্ষমতায় আসবে রাহুলের কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার? প্ৰশ্ন কিন্তু উঠছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা ভোটের আগেই মমতার ঘর ভাঙছেন মুকুল, সৌমিত্রকে দিয়ে শুরু https://thenewsbangla.com/tmc-mp-soumitra-khan-joins-bjp-more-tmc-leaders-likely-to-join-bjp/ Wed, 09 Jan 2019 09:55:42 +0000 https://www.thenewsbangla.com/?p=5376 The News বাংলা: মুকুল রায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে নরেন্দ্র মোদীর দলে বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ। বুধবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সৌমিত্র খাঁন। আরও পাঁচ-ছয় জন তৃণমূল নেতা লোকসভার আগেই বিজেপিতে যোগ দেবেন বলে আভাস দিয়েছেন মুকুল রায়।

পুলিশের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ করে মঙ্গলবারই হইচই ফেলে দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁন। সেই ঘটনার একদিন কাটতে না কাটতেই দিদির দল ছেড়ে মোদীর দলে এই সাংসদ। বারবার বিস্ফোরক মন্তব্যের জেরে খবরে আসা সাংসদ, এবার নতুন চমক দিলেন। বুধবার বিকালে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি।

২০১৪ সালে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ হয়েছিলেন সৌমিত্র। তাঁর রাজনৈতিক জীবন অবশ্য শুরু কংগ্রেস নেতা হিসেবেই। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিধায়কও হন তিনি। এরপরই তৃণমূল তাঁকে লোকসভার টিকিট দেয়। মুকুল রায় শিবিরের নেতা ছিলেন তিনি।

আরও পড়ুনঃ

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

অতীতে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদ থেকে সৌমিত্র খাঁনকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়েছিল। সেই থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে তাঁর সম্পর্ক বেশ খারাপ। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর তাঁরও বিজেপিতে যাওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছিল।

বারবার বিস্ফোরক মন্ত্যব্য করে বিতর্কে এসেছেন তিনি। সাম্প্রতিক বিতর্কটি হয় মঙ্গলবার রাতে। যখন তিনি রীতিমতো ফেসবুক লাইভ করে তাঁর আপ্তসহায়ককে অপহরণের অভিযোগ করেন। তাঁর অভিযোগের তির ছিল এক পুলিশ অফিসারের দিকে।

মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁন। বুধবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে মুকুল রায়ের উপস্থিতিতেই পদ্ম পতাকা হাতে তুলে নিলেন তিনি।

মুকুল রায়ের দাবি, আগামী কয়েক দিনের মধ্যে আরও পাঁচ-ছয় জন বর্তমান তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দেবেন। তবে তাঁরা কারা, সেই নিয়ে কোন মন্তব্য করেন নি তিনি। তবে এই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে তৃণমূলে।

আরও পড়ুনঃ

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ অফিসার বদলি

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভোট শতাংশ বাড়ে। তারপর থেকেই এ রাজ্যে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের ঘর ভাঙানোর চেষ্টা করছে। তার জন্যে দলে নেওয়া হয়েছে মুকুল রায়কে। সেই চেষ্টাই এবার কার্যত বাস্তব হতে চলেছে। লোকসভা নির্বাচনের আগে তারা বড় ধাক্কা দিতে চলেছে ঘাসফুল শিবিরে, এমনটাই দাবি।

মঙ্গলবারই বাঁকুড়ার বিষ্ণুপুরের মহাকুমা পুলিশ আধিকারীকের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সাংসদ সৌমিত্র খাঁন। তাঁর অভিযোগ ছিল, লোকসভায় ভোটে লড়তে চান এসডিপিও সুকমল দাস। লক্ষ্যপূরণে মঙ্গলবার সাংসদের আপ্তসহায়ক সুশান্ত দাঁ ওরফে গোপিকে তুলে নিয়ে যান সুকমল দাস। তাকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন সৌমিত্রবাবু।

বিজেপিতে যোগ দিয়েই তিনি বলেন, ” বাংলায় পিসি-ভাইপোর রাজত্ব চলছে। আর কারও কোন কথা বলার অধিকার নেই। গণতন্ত্র নেই দলে, তাই দল ছাড়লাম”। তবে ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল’ বলে জানিয়েছেন তৃণমূল নেতারা। তবে, আর কোন কোন নেতা মুকুল রায়ের হাত ধরে পদ্ম শিবিরে যেতে পারেন, সেই হিসাবই কষছে ঘাসফুল শিবির।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দার্জিলিং ‘ভূমিপুত্র’ বিতর্কে বিনয় তামাংকে চ্যালেঞ্জ আলুওয়ালিয়ার https://thenewsbangla.com/ss-ahluwalia-challenge-binay-tamang-on-bhumiputra-issue-at-darjeeling/ Sun, 25 Nov 2018 15:45:06 +0000 https://www.thenewsbangla.com/?p=3114 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভূমিপুত্র বিতর্ক চলছে। একই আসনে নিজের বিজয় নিশ্চিত বলে আশাবাদী দার্জিলিং-এর সাংসদ তথা কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া।

আর তাঁর এই বিজয়ে কোন ভূমিপুত্রের ভাবাবেগ কাজ করবে না বলেও তিনি স্পষ্ট করে দিলেন। পাশাপাশি আগামী নির্বাচনে পাহাড়ের মানুষের সমর্থন চাইলেও, মমতাপন্থী বিনয় তামাং-এর কোন সমর্থন তার চাই না বলেও সাফ জানিয়ে দিলেন এসএস আলুওয়ালিয়া।

Image: The News বাংলা
Image: The News বাংলা

এসএস আলুওয়ালিয়ার বক্তব্য, ‘এর আগেও ভূমিপুত্র হিসেবে ভাইচুং ভুটিয়াও এই একই আসনে তাঁর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তার ফলাফল রাজ্য তথা দেশের কাছে স্পষ্ট’।

এবার তিনি ভূমিপুত্র বিনয় তামাংকে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসাবে দার্জিলিং আসনে দাঁড়াবার চ্যালেঞ্জ করেছেন। কিন্তু তাতেও যে তিনিই এই আসনে জিতবেন, তা নিয়ে তিনি একশ শতাংশ আত্মবিশ্বাসি। আর তার এই বিজয়ে কোন বিনয় তামাং-এর সমর্থন দরকার নেই বলে স্পষ্ট করে দেন এদিন।

আরও পড়ুনঃ মায়ের পর এবার মোদীর বাবাকে নিশানা করে কুমন্তব্য কংগ্রেসের

তার বক্তব্য,’কে বিনয় তামাং? কেই বা আছে বিনয় তামাং-এর পেছনে? পাহাড়ে বিনয় আর পুলিশ ছাড়া আর কিছু নেই। আর যে মমতার সাথে আছে, তাঁর সমর্থন কেন নেবো আমি’ বলেও মন্তব্য করেন আলুয়ালিয়া।

Image Source: Google

এদিন তিনি ফের একবার বিমল গুরুংকে বকলমে সমর্থন করেন। পাহাড়ে বিমলের জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন,’পাহাড়ের পপুলার সেন্টিমেন্ট বিমল গুরুং-এর সাথে আছে’।

আরও পড়ুনঃ রামমন্দির নয়, হিন্দু ক্ষোভ থামাতে অযোধ্যায় রামমূর্তির ঘোষণা যোগীর

সম্প্রতিকালে পাহাড়ে অশান্তি ছড়ানোর পর থেকে দার্জিলিং-এর সাংসদ আলুয়ালিয়াকে আর পাহাড়ে উঠতে দেখা যায় নি বলেই অভিযোগ ওঠে। পাহাড়বাসির বক্তব্য, গত বছর খানেক আগে পৃথক রাজ্যের দাবীতে প্রায় মাস তিনেক ধরে অশান্তি চলে পাহাড়ে। ভাঙচুর, রক্তপাত সহ একাধিক অসংবিধানিক কার্যকলাপে আগুন জ্বলতে থাকে পাহাড়ে।

Image: The News বাংলা
Image: The News বাংলা

এরপর ধীরে ধীরে শান্ত হয় পাহাড়। কিন্ত সেইসময়ের পর থেকে বর্তমান সময়ে একবারও পাহাড়ে চড়তে দেখা যায় নি সাংসদ এসএস আলুয়ালিয়াকে। কিন্তু একাধিকবার তিনি জেলায় এলেও সমতলেই বিচরন করে ফের দিল্লি ফিরে গেছেন। পাহাড়ের মানুষের পাশে দাঁড়ান নি সাংসদ, বলে অভিযোগ ওঠে বহুবার।

আরও পড়ুনঃ ‘পহেলে মন্দির, ফির সরকার’ আশঙ্কায় ‘বাবরি মসজিদের’ অযোধ্যা

একই প্রশ্নের জবাবে আলুওয়ালিয়া তার আত্মপক্ষ সমর্থনে বলেন, ‘আমি যখন পাহাড়ে যেতাম তখন কি করতাম, কি খেতাম, কোথায় যেতাম, তখন কেউ খোঁজ নিত না, তাহলে এখন কেন উদ্বিগ্ন সবাই’?

তাঁর আরও বক্তব্য, ‘পাহাড়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, আছে, থাকবে। পাহাড়ের লোকেরা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে’। সংসদের শীতকালিন অধিবেশনে পাহাড়ের ১১টি জনজাতিদের বিলের স্বীকৃতি প্রসঙ্গে এদিন তিনি বলেন,’অধিবেশন শুরু হলে সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

]]>