Lok Sabha Elections 2019 – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Apr 2019 12:27:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lok Sabha Elections 2019 – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায় https://thenewsbangla.com/lok-sabha-elections-uttar-prodesh-grand-alliance-will-failed-says-survey/ Tue, 09 Apr 2019 12:27:27 +0000 https://www.thenewsbangla.com/?p=10392 লোকসভা ভোটের মাত্র ২ দিন বাকি। তার আগেই ভোটের ফলাফলের সর্বশেষ আভাস উঠে এল টাইমস নাউ – ভিএমআর যৌথ সমীক্ষায়। এর আগে বিভিন্ন সমীক্ষায় যে তথ্য বেরিয়ে এসেছে, তাতে প্রমাণিত হয়েছে, একমাত্র উত্তরপ্রদেশের মহাজোটের ফলাফলের ওপর নির্ভর করছে বিজেপির ভাগ্য।

নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

এদিন টাইমস নাউ – ভিএমআর যৌথ সমীক্ষায় যে ফলাফল বেরিয়ে এসেছে, তা বিজেপির পক্ষে যেমন স্বস্তিদায়ক, তেমনি মহাজোটের গ্রহণযোগ্যতার ব্যাপারেও প্রশ্ন তুলে দিয়েছে এই সমীক্ষা। সমীক্ষায় প্রকাশ, উত্তরপ্রদেশের মোট ৮০ টি লোকসভা আসনের ৫০টিই দখল করতে পারে বিজেপি। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোক দল সম্মিলিতভাবে পেতে পারে ২৭ টি আসন এবং কংগ্রেস পেতে পারে মাত্র ৩ টি আসন। আর এই সমীক্ষা মিলে গেলে, তা গেরুয়া শিবিরের জন্য অবশ্যই অক্সিজেন জোগাবে।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

গত ২০১৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ লোকসভায় ৮০টি আসনের মধ্যে একাই ৭৩টি আসন দখল করে মাস্টারস্ট্রোক দিয়েছিল বিজেপি। সেবার সমাজবাদী পার্টি ৫ টি ও কংগ্রেস ২ টি আসন পায়। বহুজন সমাজবাদী পার্টি ২০১৪ লোকসভা নির্বাচনে একটিও আসন লাভ করেনি।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

সমীক্ষার ইঙ্গিত, গতবারের চেয়েও ২% ভোট বেড়ে বিজেপির ভোট ৪৫% হতে পারে। এদিকে সামগ্রিকভাবে বিজেপি বিরোধী মহাজোট গঠন হবার ফলে মহাজোটের আসন সংখ্যা গতবারের চেয়ে বাড়লেও ভোট সংখ্যা গতবারের চেয়ে ৫% শতাংশ কমে হচ্ছে ৩৭%।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

উত্তরপ্রদেশে মোট ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত। ভোট গননা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩শে মে।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে https://thenewsbangla.com/lok-sabha-elections-bjps-barasat-candidate-would-cast-vote-for-first-time/ Sun, 07 Apr 2019 19:06:10 +0000 https://www.thenewsbangla.com/?p=10264 মৃণাল কান্তি দেবনাথ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী। এতে কোনও চমক নেই। কোনও দল যাকে মনোনয়ন দেবে তিনি নির্বাচনে সেই দলের হয়ে লড়তেই পারেন।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

কিন্তু চমক এখানে যে মৃণালবাবু ভারতের সংসদীয় গণতন্ত্রে এবারই প্রথম ভোট দেবেন! শুনলে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে একটি রাজনৈতিক দলের একজন প্রার্থী প্রথমবার প্রার্থী হয়ে তারপর তাঁর ভোটাধিকার প্রথমবার প্রয়োগ করবেন।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

কেন এমন জানতে চাইলে তিনি বলেন যে আজ থেকে ৫০ বছর আগে তিনি ও তাঁর বাবা যখন বুথে গিয়ে ভোট দিতে গিয়েছিলেন তখন কিছু দুষ্কৃতি তাঁদের বুথ থেকে বল প্রয়োগ করে বার করে দিয়েছিল ভোট না দিতে দিয়েই।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

তখন ১৯৬৮ সাল। যুক্তফ্রন্টের আমল। তারপর থেকেই নাকি সংসদীয় গণতন্ত্রের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আর কোনোদিন বুথমুখো হননি,কিন্তু আবার কি কারণে দেশের সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা ফিরল এই নিয়ে প্রশ্ন উঠছে সাধারন জনগনের মনে।

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

মৃণাল বাবুর কথায়, গণতন্ত্রের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ভোটে মন না দিয়ে তিনি তাঁর পেশায় মন দেন। ১৯৭৪ সালে ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাস করার পর কয়েক বছর দেঘরিয়ায় একটি ঘর ভাড়া করে প্র‌্যাকটিস শুরু করেন তিনি। এরপর ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন।

আরও পড়ুনঃ বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রথমে দক্ষিণ আমেরিকা। তারপর লন্ডন। সেখান থেকে সাইকিয়াট্রিক মেডিসিন নিয়ে পড়তে ভিয়েনা যান। এরপর ওয়েস্ট ইন্ডিজের একটি দ্বীপে সরকারের তরফে স্বাস্থ্য পরিষেবা পরিচালনার দায়িত্ব পান। তবে ২৭ বছর পরে বছর দশেক আগে দেশে ফিরে আসেন তিনি। দুই সন্তান তাঁদের পরিবার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত।

আরও পড়ুনঃ হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের উর্মিলার বিরুদ্ধে

বর্তমানে হাবরা ও চিনার পার্কে তাঁর দুটি বাড়ি আছে। স্ত্রীর সঙ্গে দেশে ফিরে এসেছিলেন অবসর জীবন কাটাতে। অর্থাৎ, সংসদীয় গণতন্ত্রের প্রতি বিতৃষ্ণায় তিনি ১৯৬৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ভোট দেন নি, তারপর ২৭ বছর প্রবাসে ছিলেন, সুতরাং ভোট দেওয়ার কোনও সুযোগ ঘটে নি।

আরও পড়ুনঃ ফাঁকা জনসভার ছবি তুলতে গিয়ে কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত চিত্র সাংবাদিক

তারপর ২০০৮ সালে তো তিনি ফিরে এলেন দেশে। তাও ভোট দেননি কেন? তারও উত্তর মৃণালবাবুর তৈরি। ২০০৮-এ দেশে ফেরার পরে তিনি রাজারহাট এলাকায় ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত করেন। কিন্তু তারপরেই তিনি তাঁর বন্ধুদের অনুরোধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ডাক্তারি করতে চলে যান।

আরও পড়ুনঃ একই মঞ্চে শোভন, বৈশাখী ও সব্যসাচীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা

পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে ফেরেন ২০১৩ সালে। তাই ওই সময়ের মধ্যে তাঁর আর ভোট দেওয়া হয়নি। কিন্তু ২০১৬ সালের বিধানসভায় ভোট দিলেন না কেন? তখনও কি সেই বিতৃষ্ণা? নাকি তখন আর ভোটার তালিকায় নাম ছিল না?

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

বামেদের কটাক্ষ,গণতন্ত্রে বিশ্বাস করেন না নিশ্চয়ই। তৃণমূলের কটাক্ষ, এত বছরে তিনি অনেকবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু দেননি। অর্থাৎ গণতন্ত্রের প্রতি তাঁর অশ্রদ্ধা রয়েছে। এ ধরনের মানুষ কীভাবে ভোটে দাঁড়ান ! জনগনের প্রশ্ন, নতুন ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে এবার কি প্রথমবার ভোট দেবেন, মৃণালবাবু?

আরও পড়ুনঃ তিন লাখ কোটি টাকায় বিবাহবিচ্ছেদ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা তেজ বাহাদুর বারাণসীতে প্রার্থী মোদীর বিরুদ্ধে https://thenewsbangla.com/tej-bahadur-yadav-ex-bsf-jawan-contesting-election-against-narendra-modi-from-varanasi/ Sat, 30 Mar 2019 06:14:20 +0000 https://www.thenewsbangla.com/?p=9493 সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তিনি। বহিষ্কৃত প্রাক্তন বিএসএফ সেনাকর্মী তেজ বাহাদুর যাদব নির্দল প্রার্থী হিসাবে বারাণসীতে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। শনিবার এই খবর ঘোষণা করলেন তিনি নিজেই। সেনার খাবারের মান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে গোটা দেশে হইচই ফেলে দিয়েছিলেন এই বিএসএফ সেনাকর্মী তেজ বাহাদুর যাদব।

আরও পড়ুনঃ কংগ্রেস ক্ষমতায় এলে মোদীর নীতি আয়োগ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাহুল

গত বছরেই বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। যে ভিডিওতে জওয়ান তেজ বাহাদুর যাদব প্রশ্ন তুলেছিলেন, সেনার খাবারের মান নিয়ে। ভিডিওয় তাঁর অভিযোগ ছিল, অত্যন্ত নিম্নমানের খাবার খেতে দেওয়া হয় তাঁদের। যেটুকু বা দেওয়া হয়, তার পরিমাণ অত্যন্ত অল্প। ফলে বেশিরভাগ দিনেই পেট ভরে না।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

তিনি আরও অভিযোগ করেন, অনেক জওয়ানকে আবার রাতে না খেয়ে শুয়ে পড়তে হয়। কারণ খাবার নাকি শেষ হয়ে যায়। এমনকী জওয়ানদের জন্য বরাদ্দ চাল, ডাল পাশ্ববর্তী গ্রামে অল্প দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল জওয়ানদের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ভিডিও দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ মোদীর মিশন শক্তির ঘোষণায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন হয়নি, জানিয়ে দিল কমিশন

এই নিয়ে মুখ খুলতে হয় সেনাপ্রধান বিপিন রাওয়াতকেও। সেনাপ্রধান জানিয়েছিলেন, “জওয়ানদের অভিযোগ থাকতেই পারে। কিন্তু কোথায় অভিযোগ জানাতে হবে, সেটাও বোঝা দরকার। আমার কাছে সরাসরি অভিযোগ জানান যেতে পারে। নয়তো সেনাবাহিনীর সদর দপ্তরে কমপ্লেন বক্সে তা জমা দেওয়া হোক। তা না করে প্রকাশ্যে এভাবে অভিযোগ জানানো ঠিক নয়”।

আরও পড়ুনঃ খোদার কসম মোদীকে জেলে ঢোকাবো, এনসি নেতা জাভেদ রানার মন্তব্যে উত্তাল দেশ ‌‌‌

এরপরেই বিএসএফ থেকে বরখাস্ত হতে হয়েছিল তেজ বাহাদুর যাদবকে। কয়েকমাস পরে তাঁর পুত্র হরিয়ানার রেওয়ারির বাড়িতে আত্মহত্যা করে। বরখাস্ত হয়ে যাওয়া বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ২২ বছরের সন্তান রোহিত যাদবের দেহ বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয়। ওই যুবকের হাতে বন্দুক ছিল। পরিবারের তরফে জানানো হয়, এটি আত্মহত্যার ঘটনা।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল উত্থান পদ্মের, ইঙ্গিত সমীক্ষায়

ভারতীয় নিরাপত্তা বহিনীতে দায়িত্বে থাকা জওয়ানদের যে খাবার দেওয়া হয়, তা মুখে তোলার অযোগ্য।’ বছর দুয়েক আগে এই অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। পরে অবশ্য ‘মিথ্যে’ অভিযোগ আনার দায়ে তাঁকে বহিষ্কার করা হয়। সেই তেজ বাহাদুর এবার বারাণসীতে নির্দল প্রার্থী মোদীর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ ৬ বারের জয়ী সিপিএম সাংসদের বাড়িতে অর্জুন, শুরু জল্পনা

ভোটের দিন ঘোষণার পর থেকেই এবার খবরে বারাণসী লোকসভা কেন্দ্র। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন উত্তরপ্রদেশের চাষিরাও। এবার বহিষ্কৃত প্রাক্তন বিএসএফ সেনাকর্মী তেজ বাহাদুর যাদবও নির্দল প্রার্থী হিসাবে বারাণসীতে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। ভোটের বাজারে জমে উঠছে বারাণসী লোকসভা কেন্দ্র।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর https://thenewsbangla.com/narendra-modis-digital-gift-to-the-people-of-india-before-elections/ Tue, 05 Mar 2019 12:22:06 +0000 https://www.thenewsbangla.com/?p=7550 দেশের সাধারণ মানুষের সুবিধার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা নতুন প্রকল্প চালু করলেন। এই নতুন প্রকল্পের নাম ‘ওয়ান নেশন, ওয়ান কার্ড’। এই কার্ড সারা ভারতবর্ষের যেকোন যানবাহনের ভাড়া দিতে ব্যবহার করা যাবে। ভাড়া দেওয়া ছাড়াও এই কার্ডের বেশ কিছু বিশেষত্ব থাকবে।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

‘ওয়ান নেশন ওয়ান কার্ড’ ন্যাশনাল কমন মবিলিটি কার্ডের অনুবর্তী হিসেবে ব্যাবহার করা হবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া(এনপিসিআই) এর RuPay কার্ড পেমেন্ট স্কিমের সাহায্য নিয়ে ব্যাবহার করা হবে এই কার্ড। ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর।

জেনে নিন এই কার্ডের বিষয় সব কিছুঃ

১। ‘ওয়ান নেশন, ওয়ান কার্ড’ আপনি আপনার ব্যাংক থেকে পাওয়া RuPay ডেবিট বা ক্রেডিট কার্ডের মত ব্যবহার করতে পারেন।
২। এই কার্ড আপনার ব্যাংক থেকে আপনি ডেবিট, ক্রেডিট কিংবা প্রিপেড কার্ডের মতই ইস্যু করতে পারেন।
৩। ডেবিট বা ক্রেডিট কার্ডের পাশাপাশি মেট্রো রেলে ব্যাবহারিত স্মার্ট কার্ডের মতোও এই কার্ড ব্যাবহার করা যাবে।
৪। এই কার্ড পাওয়ার জন্য আপনাকে আপনার ব্যাঙ্কের সাহায্য নিতে হবে। ব্যাঙ্কের সাহায্য নিলেই আপনি এই কার্ডে ন্যাশনাল কমন মবিলিটি কার্ড সাপোর্ট পাবেন।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

৫। এই রুপে কার্ড, যার সাথে থাকবে ন্যাশনাল কমন মবিলিটি কার্ডের সাপোর্ট, তা আপনি পেতে পারবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মত ২৫টা ভারতীয় ব্যাঙ্ক থেকে।
৬। পেটিএম পেমেন্ট ব্যাংক থেকেও আপনি পেতে পারেন ‘ওয়ান নেশন, ওয়ান কার্ড’।
৭। বাস ভাড়া, মেট্রো ভাড়ার পাশাপাশি, আপনি এই কার্ড ব্যাবহার করতে পারেন বিভিন্ন জিনিস কেনাকাটি করতেও।
ভারত সরকারের আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের সচিব দুর্গা শঙ্কর মিশ্র জানিয়েছেন, বাস, মেট্রো এমনকি শহরতলির ট্রেনের ভাড়া দিতেও এই কার্ড ব্যাবহার করা যাবে।
৮। শুধু তাই নয়, বিভিন্ন গাড়ি পার্ক করার জায়গায়ে এবং টোল প্লাজাগুলোতেও এই কার্ড ব্যাবহার করা যাবে।

আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

৯। এই প্রকল্পকে সমর্থন করছে ‘স্বাগত’ আর ‘স্বীকার’। ‘স্বাগত’ এবং ‘স্বীকার’ দুটিই ভারতের যানবাহনের ভাড়া সংগ্রহ করার স্বয়ংক্রিয় মাধ্যম।
১০। এই রুপে কার্ড ব্যবহারকারিরা এটিএম থেকে পাঁচ শতাংশ ক্যাশব্যাকও পাবেন। এর পাশাপাশি বিদেশে ভ্রমন করলে, বিদেশি জিনিস ক্রয় করলে পাবে দশ শতাংশ ক্যাশব্যাক।
১১। আন্তর্জাতিক ডিস্কোভার ও ডাইনারস ক্লাবেও এই কার্ড ব্যাবহার করা যাবে।
১২। এই কার্ড থাকলে টাকা না থাকলেও বাসে ট্রেনে চাপা যাবে।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

ভোটের আগে সরকারকে ব্যবহার করে মোদী ভোটের বাজার গরম করছে বলেই অভিযোগ কংগ্রেস সহ বিরোধীদের। তবে এই সমালোচনা উড়িয়ে দিয়েছে বিজেপি।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী https://thenewsbangla.com/mamata-banerjee-will-choose-political-tmc-candidates-of-the-42-lok-sabha-seats-in-bengal/ Thu, 10 Jan 2019 10:43:13 +0000 https://www.thenewsbangla.com/?p=5422 The News বাংলা, কলকাতাঃ এবার আর কোন ভুল নয়। ২০১৪ থেকে শিক্ষা নিয়ে ২০১৯ এর লোকসভায় আর ভুল করতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। প্রার্থী বাছাইয়ে এবার কড়া সতর্কতা নিয়েছেন খোদ দলনেত্রীই।

আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাই করার রণকৌশল পরিবর্তন করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবারের প্রার্থী বাছাই করায় ‘রাজনৈতিক কৌশল’ নিতে চাইছে দল। দলের মধ্যে নতুন চিন্তা ভাবনা শুরু হয়েছে। সূত্রের খবর, দল চাইছে যে এবার শুধুমাত্র তারকাদের উপরে ভরসা করে টিকিট বন্টন করা সঠিক সিদ্ধান্ত হবে না।

টিকিট দেওয়ার সময় রাজনৈতিক পেক্ষাপট দেখে, কাজের নিরিখে লোকসভার প্রার্থী বাছাই করার উপরে জোর দেওয়া হবে বলে ঠিক হয়েছে। রাজনীতির উপর ভিত্তি করেই ভোটের প্রার্থী বাছাইয়ের রণকৌশল নির্ধারণ করা সঠিক হবে, বলে মনে করছেন দলীয় উচ্চ পদাধিকারীরা। ইতিমধ্যেই দলে আলোচনা শুরু হয়েছে যে প্রার্থী বাছাই ক্ষেত্রে সমস্ত দিক খুঁটিয়ে দেখার পর কোন সিদ্ধান্তে যাওয়া উচিত।

আরও পড়ুনঃ

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

মন্দির মনোরঞ্জনের জায়গা নয়, স্বর্ণমন্দিরে নিষিদ্ধ সেলফি ছবি ভিডিও

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

এই নিয়ে দলের অন্দরমহলে প্রশ্ন উঠেছে, তাহলে এখন যেসব তারকারা দলে রয়েছেন তাঁদের রাজনৈতিক ভবিষ্যত কি হবে? আদৌ তাঁরা কি এবারের লোকসভা নির্বাচনে টিকিট পাবেন? তাপস পাল, সন্ধ্যা রায়, শতাব্দী রায়, প্রসূন ব্যানার্জী, মুনমুন সেন, দেব সহ একঝাঁক অন্য পেশার লোক কি তাহলে টিকিট পাবেন না?

রাজনৈতিক পেক্ষাপট না থাকার কারণে আগেও দলকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে তাপস পালের বেফাঁস মন্তব্য ও রোজভ্যালিতে তাঁর যুক্ত থাকার কারণে আগেই স্পষ্ট যে এবার তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ। ঠিক সেইভাবেই দেবের নিজের ফিল্ম জগতের ব্যস্ততা রয়েছে।

একইভাবে সন্ধ্যা রায় ও মুনমুন সেনের কার্যকারিতা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। শতাব্দী রায় ও প্রসূন ব্যানার্জীর কিছুটা হলেও অন্যদের থেকে সন্তোষজনক অবস্থান রয়েছে। কিন্তু টিকিট পাকা নয়। বাকিদের জায়গায় কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁর কাজের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে পারে দল, এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

তাই সংসদের টিকিট বাছাই করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবার শুধু আবেগ দিয়ে নয়, তার পাশাপাশি রাজনৈতিক দূরদর্শিতাকেও কাজে লাগিয়ে এগোতে চায়। বুধবারই বহিষ্কার করা হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁন ও বীরভূমের বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে। এরপরেও যা জানা যাচ্ছে, আরও প্রায় ৯-১০ জন তৃণমূল সাংসদ এবার কোনরকমেই আর টিকিট পাচ্ছেন না।

তৃণমূল অন্দর থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে, ২০১৯-এর লোকসভায় টিকিট অনিশ্চিত তৃণমূলের ৯ বর্তমান সাংসদের। নদীয়ার কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল, দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর লোকসভার সাংসদ চৌধুরী মোহন জাটুয়া, হুগলীর আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, মেদিনীপুরের সাংসদ সন্ধ্যা রায়, বাঁকুড়ার সাংসদ মুনমুন সেন, বর্ধমান-দুর্গাপুর এর সাংসদ মমতাজ সংঘমিত্রা রায়, উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী, হাওড়া লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়।

এদের মধ্যে বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও হাওড়া লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় টিকে গেলেও যেতে পারেন শেষ পর্যন্ত। তবে অনুব্রত মণ্ডল বীরভূমে চান না শতাব্দী রায়কে। সেক্ষেত্রে শতাব্দী রায় এর আসন বদলান হতে পারে।

আরও পড়ুনঃ

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

ভোটের হাতিয়ার, লোকসভার পর রাজ্যসভাতেও পাস হিন্দু সংরক্ষণ বিল

সূত্রের খবর, প্রায় ৯-১০ জন সাংসদ নানা কারণে এবার টিকিট নাও পেতে পারেন। এর মধ্যে স্বাস্থ্যজনিত কারণ যেমন রয়েছে, তেমন কোনও কোনও সাংসদের পাঁচ বছরের রিপোর্ট কার্ড না-পসন্দ দলের শীর্ষ নেতৃত্বের। কারোর উপর আবার মুকুল রায় বা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মারাত্মক অভিযোগ রয়েছে।

২০১৯ লোকসভা নির্বাচেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ৪২-এ ৪২। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাসফুলের আঘাতে উড়ে গিয়েছিল কাস্তে-হাত-পদ্ম। ৩৪টি আসনে জয় পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের মধ্যে ৪টি আসন পেয়ে কিছুটা মান রেখেছিল কংগ্রেস।

তবে রাজনৈতিক মহল মনে করছে, ২০১৯-এর পর ২০২১ বিধানসভা নির্বাচন আরও হাড্ডাহাড্ডি হবে। সেক্ষেত্রে মমতা নিজের টিমকে আরও সুসজ্জিত করতে চাইছেন। তাই লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার অনেক সতর্ক হচ্ছেন তিনি। তারকা নয়, এবার তাই রাজনৈতিক প্রার্থীর দিকেই জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার https://thenewsbangla.com/rajnath-singh-says-centre-ready-for-elections-in-jk-along-with-lok-sabha-if-ec-wants/ Fri, 04 Jan 2019 04:10:45 +0000 https://www.thenewsbangla.com/?p=5212 The News বাংলা: বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের সঙ্গেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করতে আপত্তি নেই কেন্দ্রের। বৃহস্পতিবার সংসদে একথা ঘোষণা করে বিরোধীদের চুপ করিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে তিনি জানান, ভোটের ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

গত ২২শে নভেম্বর বিরোধীদের সরকার গঠনের উদ্যোগের মাঝেই জম্মু কাশ্মীরে বিধানসভা ভেঙে দেবার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সত্যপাল মালিক। জারি হয় রাষ্ট্রপতি শাসন। এরপরেই কংগ্রেস, পিডিপি সহ সব বিরোধীরাই বিজেপির বিরুদ্ধে তোপ দাগে। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবার পর ৬ মাসের মধ্যে জম্মু কাশ্মীরে নির্বাচন করতেই হবে। কেন্দ্র ভোট চাইছে না বলেই অভিযোগ ওঠে। সব অভিযোগ সংসদেই উড়িয়ে দিলেন রাজনাথ সিং।

শুধু তাই নয়, ভোটের জন্য জম্মু ও কাশ্মীরে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বনিভোটের মাধ্যমে তাঁকে সমর্থন জানায় রাজ্যসভা। তবে ভোটের ব্যপারে শেষ কথা বলবে নির্বাচন কমিশন, জানিয়ে দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ
EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ
বাংলায় আবার নক্ষত্র পতন, চলে গেলেন বিখ্যাত সাহিত্যিক
‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম
কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

কাশ্মীরের বিচ্ছিন্নতাকামী নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনায় অনাগ্রহী, এই অভিযোগও রাজ্যসভায় উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্মরণ করিয়ে দেন যে, ২০১৬ সালে যখন সর্বদলীয় প্রতিনিধি দল দেখা করতে যায়, তারাই বৈঠকে বসতে অস্বীকার করে। রাজনাথের অভিযোগ, এই সমস্ত কারণেই কাশ্মীর সমস্যার সমাধানে বাধা তৈরি হচ্ছে। এদিন রাজনাথ বলেন, জম্মু ও কাশ্মীর উপত্যকায় শান্তি ফেরাতে নিঃশর্ত আলোচনায় বসতে আগ্রহী কেন্দ্র।

বিজেপি আর পিডিপি একসঙ্গে উপত্যকায় সরকার চালাত। এরই মাঝে জুন মাসে পিডিপি থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি। তারপর থেকেই কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি ছিল।

লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা
লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা

গত বছরের মাঝ নভেম্বরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিএফ নেত্রী মেহেবুবা মুফতি এবং ন্যশনাল কনফারেন্সের নেতা আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দল একযোগে সরকার গঠনের প্রস্তুতি নেয়। টুইট করে মুফতি দাবি করেন রাজ্যপালের সঙ্গে ফোন বা ফ্যক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না। তাঁর সঙ্গে ৫৬ জন বিধায়কের সমর্থন আছে বলেও দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এরপরে লন্ডনে থাকা সাজিদ লোন রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে না পেরে হোয়াটস অ্যাপে সমর্থনপত্র পাঠিয়েছেন বলে জানান। তাঁর দলের দুই বিধায়কের সম্মতিও আছে সেখানে। এছাড়া তাঁর দাবি ছিল, বিজেপির ২৫ জন এবং অন্য ১৮ জন বিধায়কের সমর্থনও আছে তাঁর সঙ্গে।

লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা
লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা

কিন্তু তার পরে হঠাৎই বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। জারি হয় রাষ্ট্রপতি শাসন। ফ্যাক্স মারফৎ বিধানসভা ভঙ্গের সিদ্ধান্ত জানান রাজ্যপাল সত্যপাল মালিক। রাজ্যপাল বলেন, “দুটি বিপরীত চিন্তা ভাবনায় আস্থা রাখা দল একসঙ্গে স্থায়ী সরকার দিতে পারেবে না। তাই, বিধানসভা ভাঙা হয়েছে”।

আগামী ছমাসের মধ্যে ভোট করতে হবে উপত্যকায়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং “লোকসভার সঙ্গেই ভোট হতে পারে কাশ্মীরে”, বলে দেওয়ায় বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। এই মুহূর্তে ভূস্বর্গে ভোটে নিরাপত্তার ব্যপারটাই চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। তবে রাজনাথের ঘোষণার পর কাশ্মীরে ভোট নিয়ে এবার বিরোধীদের মুখ বন্ধ হল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ
ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’
নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির
দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়
অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা
চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার
শীতের বাংলায় বৃষ্টি আনতে আন্দামান থেকে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>