Lok Sabha Election Campaign – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Apr 2019 09:10:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lok Sabha Election Campaign – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ধান কাটার পরে এবার ট্রাক্টরে চড়ে কৃষকদের মন জয়ে সচেষ্ট হেমা মালিনী https://thenewsbangla.com/hema-malini-rides-tractor-in-her-lok-sabha-election-campaign/ Sat, 06 Apr 2019 09:10:34 +0000 https://www.thenewsbangla.com/?p=10189 কিছুদিন আগেই মথুরায় কৃষকদের সাথে গমক্ষেতে হাতে হাত মেলাতে দেখা গিয়েছিল বিজেপি প্রার্থী হেমা মালিনীকে। এবার মথুরার গোবর্ধন এলাকায় ট্রাক্টর চালাতে দেখা গেল হেমা মালিনীকে। শুক্রবার মথুরায় প্রথমে মার্সিডিজে চড়ে প্রচারের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সরু গলিতে প্রচারের সমস্যা হওয়ায় নিজেই ট্রাক্টর চালিয়ে প্রচারের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ দিদি মুখ ঘোরাল, দিদির ভাই হাত বাড়াল

২০১৪ লোকসভা নির্বাচনে এই মথুরা লোকসভা কেন্দ্র থেকেই ৩ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন তিনি। এদিন নির্বাচনী প্রচারে এসে তিনি জানান, মথুরার জনসাধারণ তাকে এলাকার উন্নয়নের জন্য স্বাগত জানিয়েছে। তিনি গত ৫ বছর সব রকম কাজে মথুরাবাসীর সাথে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের মাথা কেটে দেবার নির্দেশ দিলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও

বিরোধীরা হেমা মালিনীকে বহিরাগত বলে কটাক্ষ করলেও তিনি কাজের মাধ্যমে তাদের জবাব দিয়েছেন বলে তিনি জানান। আগামী দিনেও মথুরা থেকে নির্বাচিত হয়ে ফিরলে মথুরার উন্নয়নে তিনি আরও বড় পদক্ষেপ নেবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।

গত মাসেই এক নির্বাচনী প্রচার সভা থেকে হেমা মালিনী নরেন্দ্র মোদীর প্রশস্তি গেয়েছিলেন। নরেন্দ্র মোদীকে পুনরায় নির্বাচিত না করলে দেশের সংকট বাড়বে; এমনই মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ হেমা মালিনী।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

এই মুহূর্তে মোদীজী ছাড়া অন্য কোনও দ্বিতীয় অপশন নেই, তাঁকেই পুনরায় মসনদে ফিরতে হবে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন। অন্য কেউ ক্ষমতায় বসলে তা দেশের বিপদ বয়ে আনবে, সেজন্যই বিজেপির কর্মী সমর্থকরা অক্লান্ত পরিশ্রম করছেন বলে তিনি কৃতজ্ঞতা জানান। সরকারের বিভিন্ন প্রকল্পের নাম উল্লেখ করে তিনি বলেন, আগের সরকারের অনেক পদক্ষেপেই সিদ্ধান্ত নেওয়ার সৎ সাহস ছিল না৷

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

চৌকিদার ইস্যুতে এর আগে তিনি নিজেকে চৌকিদারনী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী দুর্নীতি দূরীকরণের জন্য যথাযথ চেষ্টা চালাচ্ছেন, বিরোধীরা তাদের দুষ্কর্ম্মে সামিল হতে না পেরে হতাশাজনক পরিস্থিতি থেকে প্রধানমন্ত্রীর সমালোচনা করছেন। বিরোধীদের হাতে কোনো ইস্যু নেই বলেও কটাক্ষ করেন তিনি।

ভোটে জেতার ব্যাপারে আশাবাদী হেমা বলেন, তিনি এই কেন্দ্রে অনেক পরিশ্রম করেছেন উন্নয়নের জন্য। হেমা বলেন, শুধু অভিনেত্রী হবার কারনে তিনি ভোটে জয়ী হবেন তা কখনোই নয়, তিনি তার কাজের পরিপ্রেক্ষিতেই জিতবেন। সরকারের বিভিন্ন প্রকল্প যেমন উজ্বালা স্কীম, শৌচাগার তৈরি, আয়ুষ্মান ভারত যোজনা ইত্যাদির সুফল যাতে জনগনের কাছে পৌঁছে দেওয়া যায়, তার লক্ষ্যেই তিনি কাজ করেছেন বলে জানান।

হেমা মালিনী এবার বিজেপির টিকিটে লড়ছেন রাষ্ট্রীয় লোক দলের কুনওয়ার নরেন্দ্র সিংয়ের বিরুদ্ধে। গত ২০১৪ লোকসভা নির্বাচনে তিনি রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চৌধুরীকে ৩ লক্ষ ৩০ হাজার ভোটের কিছু বেশি ব্যবধানে হারিয়েছিলেন।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর https://thenewsbangla.com/mamata-banerjee-is-the-speedbreaker-in-bengals-development-says-narendra-modi/ Wed, 03 Apr 2019 09:22:06 +0000 https://www.thenewsbangla.com/?p=9834 উত্তরবঙ্গে শিলিগুড়ি দিয়ে বাংলায় ভোট প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। দুপুর দেড়টা নাগাদ শিলিগুড়ি জনসভায় এসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার একদম প্রথম দিকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উন্নয়নের ‘স্পীডব্রেকার’ বলে কটাক্ষ করেন বিজেপি নেতা। রাজ্যের সব রকম উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন তৃণমূল নেত্রী, এমনটাই বলেন মোদী। স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষকে নিয়ে প্রতিনিয়ত রাজনীতি করছেন তৃণমূল। বাম কংগ্রেসও অবশ্য একই পথে হাঁটছে বলেই জানান মোদী।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

এক নজরে দেখে নিন, শিলিগুড়িতে কি বললেন মোদী।
জনসভায় প্রথমেই বাংলায় মন্তব্য শুরু করে, সাধারন মানুষকে ‘কেমন আছেন?’ জিজ্ঞেসা করেন। বাংলায় কথা বলার পরই তাঁর ছোটবেলায় শোনা বাংলাকে নিয়ে এক প্রবাদের কথা উল্লখ করে বলেন,’বাংলা যা করে, সারা দেশ তা পরে করে’। তারপরই সরাসরি তীর ছোঁড়েন মুখ্যমন্ত্রীর দিকে। তিনি বলেনঃ

১। দিদির নৌকা ডুবে গেছে পশ্চিমবাংলায়। শিলিগুড়ির এই জনসভা তারই প্রমাণ।
২। যেই গতিতে আমি সারা দেশে কাজ করেছি, সেই গতিতে আমি বাংলায় কাজ করতে পারিনি কারন বাংলায় একজন ‘স্পীড ব্রেকার’ আছে। তার নাম, মমতা বন্দোপাধ্যায়।
৩। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গরিব মানুষদের নিয়ে রাজনীতি করে। তাই, তিনি চাননা বাংলায় উন্নয়ন আসুক।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

৪। NDA সরকার মধ্যবিত্তদের জন্য।
৫। গরিবদের টাকা নিয়ে চিটফান্ডের কেলেঙ্কারি করেছেন ‘দিদি’।
৬। গরিবদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ করা থাকলেও তা আটকে দিয়েছেন দিদি।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

৭। কৃষকদের টাকাতেও ‘ব্রেক’ লাগিয়েছে মমতা দিদি।
৮। আয়ুষ্মান প্রকল্পও চালাতে দেননি দিদি, কারন তিনি চান না, কোন রকম উন্নতি হোক এই রাজ্যের।
৯। চা বাগানের দুরবস্থার কথা আমি জানি। তাদের জন্য অনেক কিছু করেছে বিজেপি। ভবিষ্যতে এই চা ওয়ালা চা বাগানের শ্রমিকদের জন্য আরও করবে।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

১০। দেশের সেনা বালাকটের হামলার পর, দেশের সুরক্ষা করার জন্য বিরোধী দলের তরফ থেকে অনেক প্রশ্নের মুখে পড়েছিল দেশের সেনা। সেই বিরোধী দলের সঙ্গে আমাদের লড়াই।
১১। আমরা জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছি। দেশের শত্রুদের এই ভাবেই শেষ করব আমরা।
১২। পাকিস্তানের জঙ্গি হামলার পর, আমরা তাদের জবাব দিয়েছিলাম। সেই জবাবে পাকিস্তানীদের থেকেও বেশি কষ্ট পেয়েছিলেন বাংলার ‘দিদি’।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

১৩। এই লড়াই এক সৎ চৌকীদারের সঙ্গে দাগিদের।
১৪। আমার লড়াই দেশের চোরদের বিরুদ্ধে।
১৫। বিজেপিকে এই ভাবে সমর্থন করলে, দেশে আরও উন্নতি হবে।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

১৬। সারা দেশে আমরা চৌকিদারের ভুমিকা পালন করলে, কোন শত্রুই আমদের কোন ক্ষতি করতে পারবে না।
১৭। বিজেপির প্রতি বাংলার মানুষের সমর্থন অভূতপূর্ব।
১৮। জনসভা শেষ করার আগে, ‘মে ভি চৌকিদার’ স্লোগান বারবার বলে সভা শেষ করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

শিলিগুড়ির জনসভায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকে সরাসরি আঙ্গুল তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জবাবে কি বলবেন দিদি, তা জানার জন্য অপেক্ষায় রয়েছে গোটা রাজ্য। কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেত্রীর আজকের জনসভায় তারই উত্তর দেবেন বলে জানিয়েছেন খোদ ‘দিদি’।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>