Lok Sabha 2019 – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Apr 2019 08:46:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lok Sabha 2019 – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল https://thenewsbangla.com/trinamool-campaigns-on-bullock-cart-bjp-call-cart-of-carcass/ Mon, 08 Apr 2019 08:46:59 +0000 https://www.thenewsbangla.com/?p=10283 তিনি মানেই প্রচারে অভিনবত্ব। কখনও হুড খোলা গাড়ি, কখনও খচ্চরের পিঠে চড়ে ভোট প্রচারের পর এবার গোরুর গাড়িতে। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এবার সুসজ্জিত গোরুর গাড়িতে সওয়ার হয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা তাঁর নির্বাচনী এলাকায় প্রচার চালালেন। তবে এখানেও বিতর্ক। বিজেপির তরফ থেকে বলা হয়েছে মরার গাড়ি।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

অসংখ্য দলীয় কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে রবিবার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘোরেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা। তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা ভোট প্রচারে বেরোনো মানেই মানুষের ঢল।

আরও পড়ুনঃ নারদা-সারদার মূল পান্ডাকে কোলে নিয়ে ঘুরছেন মোদী, দিনভর তরজা মুকুল মমতার

প্রত্যাশিতভাবে কুচিয়াকোলও তাঁকে নিরাশ করেনি। গ্রামে ঢুকে বার বার থামাতে হয়েছে গোরুর গাড়ি। মানুষ ছুটে এসেছেন ফুলের মালা নিয়ে। চন্দনের ফোঁটা, গলায় ফুলের মালা পরিয়ে শঙ্খ ও উলুধ্বণীর মাধ্যমে তাঁকে বরণ করে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে

কয়েকদিন আগেই একটি প্রাণীর পিঠে চেপে ভোট প্রচারে বেরোন তিনি। তাঁর তরফ থেকে দাবি করা হয় সেটি ঘোড়া। বিরোধীরা বলে গাধার পিঠে চাপলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা। যদিও পরে প্রমাণ হয় সেটি খচ্চর।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

এদিন গরুর গাড়ি সাজিয়ে তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা প্রচার করেন। তিনি বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যের সাথে এই এলাকায় যে উন্নয়ন হয়েছে তা ইতিপূর্বে কখনো হয়নি। আমাদের নেত্রীকে দেখেই মানুষ জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

আর এদিনও তাঁর সাজানো গরুর গাড়িকে ঠিক যেন মরার গাড়ি বলে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপির তরফ থেকে বলা হয়েছে, মরার গাড়িতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা।

আরও পড়ুনঃ সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর

তবে তৃণমূলের তরফ থেকে এই মন্তব্যের তীব্র বিরোধীতা করা হয়েছে। বলা হয়েছে, হার নিশ্চিত জেনেই বিজেপি উল্টো পাল্টা বকছে। বিজেপি বলেছে, মানুষের হাসির খোরাক হচ্ছেন তৃণমূল প্রার্থী।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপাতত গাধা ঘোড়া ও খচ্চর বিতর্কের পর এবার গরুর গাড়ি না মরার গাড়ি, এই বিতর্কে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা। তবে প্রচারে যে তিনি জাঁকিয়ে বসছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের টিকিট না পেয়ে মোদীকে ছেড়ে রাহুলের হাত ধরলেন বিহারীবাবু https://thenewsbangla.com/lok-sabha-elections-2019-shatrughan-sinha-joins-congress-ahead-of-lok-sabha-polls/ Sat, 06 Apr 2019 07:55:43 +0000 https://www.thenewsbangla.com/?p=10159 ভোটের টিকিট না পেয়ে মোদীকে ছেড়ে রাহুলের হাত ধরলেন বিহারীবাবু। লোকসভা নির্বাচনের মুখে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির শত্রুঘ্ন সিনহা। দাঁড়াবেন পাটনা সাহিব কেন্দ্র থেকেই।

আরও পড়ুনঃ হেলিকপ্টার দুর্নীতিতে আহমেদ প্যাটেলের নাম, সনিয়া রাহুলকে তুলধোনা নরেন্দ্র মোদীর

অভিনয়ের পাট চুকিয়ে অনেক আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি। দুই মেয়াদে লোকসভা নির্বাচনে নির্বাচিতও হয়েছেন বর্তমান দেশের ক্ষমতাসীন দল বিজেপি থেকে। তবে বিজেপির সঙ্গে দীর্ঘ এই সম্পর্ক এবার ছিন্ন করলেন শত্রুঘ্ন সিনহা। টুইট করে জানিয়েও দিয়েছিলেন, বিজেপিতে আর থাকছেন না। শনিবার কংগ্রেস দফতরে গিয়ে লোকসভা ভোটের ঠিক আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন এক সময়ের শক্তিমান এই অভিনেতা।

আরও পড়ুনঃ সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় উচ্চবর্ণের জন্য অতিরিক্ত ২% কর চাপাচ্ছে সমাজবাদী পার্টি

বিজেপি ছেড়ে শত্রুঘ্ন সিনহা কংগ্রেসে যোগ দিচ্ছেন, এমন খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। গতকালই বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে দুজনে একসঙ্গে ছবি তোলার পর সব সংশয় মুছে যায়। এরপর তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন দল পরিবর্তনের খবর। শনিবার কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ‘হাতে’ যোগ দিলেন দুবারের এই সাংসদ।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

কংগ্রেসে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহা বললেন, “দুঃখের সঙ্গে বিজেপি থেকে বিদায় নিচ্ছি। সনিয়া ও রাহুল গান্ধীর মত প্রগতিশীল নেতৃত্বের ছায়ায় আসছি”। কংগ্রেসে যোগ দেবার পর, বিজেপিতে যোগ্য নেতাদের সম্মান দেওয়া হয় না বলেই জানিয়েছেন তিনি। নাম উল্লেখ না করলেও তিনি মোদীর তুমুল সমালোচনা করেছেন।

আরও পড়ুনঃ কংগ্রেসের সভায় মুসলিম লীগের পতাকা, ভাইরাস বলে কটাক্ষ যোগীর

শুক্রবার প্রচারসভায় শত্রুঘ্ন সিনহার ভূয়সী প্রশংসা করেছেন রাহুল গান্ধী। এদিনের যোগদান পর্ব শেষে সাংবাদিকদের শত্রুঘ্ন বলেন, “বিজেপিতে আমি সব আক্রমণ ও সমালোচনা সম্মানের সঙ্গে সামলেছি। ওখানে মোদী ও অমিত শাহের একনায়কতন্ত্র চলছে”। তিনি আরও বলেন, “আডবানী থেকে শুরু করে মুরলি মনোহর যোশী কারোর সম্মান নেই ওখানে।

আরও পড়ুনঃ ক্ষমতায় এলেই চৌকিদার মোদীকে জেলে ভরার ঘোষণা রাহুলের

বিহারের পাটনা সাহিব আসন থেকে ২০০৯ ও ২০১৪—এই দুই মেয়াদে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে দুইবারই নির্বাচিত হয়েছিলেন ৭২ বছর বয়সী এই অভিনেতা তথা রাজনীতিবিদ। এবার ওই আসনেই তিনি হাত চিহ্ন নিয়ে লড়বেন।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

খবরে উঠে এসেছেন তাঁর স্ত্রী পুনম সিনহাও। না! কংগ্রেসে তিনি যোগে দেননি। তবে আপাতত যা খবর উত্তরপ্রদেশের লখনউ আসনে বিজেপির রাজনাথ সিংয়ের বিরুদ্ধে ভোট ময়দানে নামতে চলেছেন শত্রুঘ্নর স্ত্রী পুনম। উত্তর প্রদেশের বুকে বিজেপির রথ রুখতে মায়াবতীর বিএসপির সঙ্গে জোট বেঁধেছে অখিলেশের সপা। বুয়া ভাতিজার জোটে ঠিক হয়, লখনউ কেন্দ্রটিতে লড়বে সমাজবাদী পার্টি।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

আর সেই সমাজবাদী পার্টির টিকিটে লখনউ থেকে সম্ভবত লড়তে চলেছেন শক্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। স্বামী কংগ্রেসে যোগ দিলেও পুনম সমাজবাদী পার্টি থেকে ভোট ময়দানে লড়বেন বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

গত কয়েকমাস ধরেই জল্পনা চলছিল যে, পাটনা সাহিবের সাংসদ কংগ্রেস যোগ দেবেন। ক্রমাগত নরেন্দ্র মোদী সরকারের সমালোচনার কারণে এবার ‘শটগান’কে লোকসভা ভোটের টিকিট দেয়নি বিজেপি। তাঁর কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। তিনি ও শত্রঘ্ন দুজনেই কায়স্থ। পাটনা সাহিবে এই জাতের ভোটার সংখ্যাই বেশি।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সেন্ট্রাল ফোর্স বছরে এই কয়েকদিন থাকবে, হুমকি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের https://thenewsbangla.com/central-force-will-have-a-few-days-threatened-by-minister-rabindranath-ghosh/ Tue, 19 Mar 2019 14:56:58 +0000 https://www.thenewsbangla.com/?p=8838 “সেন্ট্রাল ফোর্স বছরে এই কয়েকদিন থাকবে”, রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্যে হুমকির সুর দেখছে বিরোধীরা। আর এই নিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হচ্ছে বিজেপি। দলের অন্যান্য নেতাদের মতই, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে সরব হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।

কেন্দ্রীয় বাহিনী মানুষের গণতন্ত্র হরণ করছে বলে তিনি অভিযোগ করেন। জনসাধারণের উদ্দেশ্যে তিনি অভয়বাণী দিয়ে বলেন, “সেন্ট্রাল ফোর্স এই কয়েকটাদিন থাকবে, পাঁচ বছর থাকবে না”। আর রবীন্দ্রনাথ ঘোষের এই বক্তব্যেই হুমকির সুর দেখছেন বিরোধীরা।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

মঙ্গলবার রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কেন্দ্রীয় বাহিনী ফিরে গেলেও এই সরকারই এখন ক্ষমতায় থাকবে”। জনগনকে ভয় না পেয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে আসার পরামর্শ দেন তিনি। তবে, “সেন্ট্রাল ফোর্স বছরে এই কয়েক দিন থাকবে”, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের এই উক্তিকেই হুমকির চোখে দেখছে বিজেপি নেতারা।

কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন পরেশচন্দ্র অধিকারী। তারই হয়ে প্রচার করছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ৷ লোকসভার নির্বাচনী প্রচারে গিয়ে তিনি পরোক্ষভাবে ভয় দেখাচ্ছেন বলেই অভিযোগ তুলছেন বিরোধীরা। মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

এই ব্যাপারে রবীন্দ্রনাথ ঘোষ জানান, “রাজ্যের পুলিশ বাহিনী সারা বছর জনগনের স্বার্থে কাজ করে। সকল রাজনৈতিক দল বিপদে পড়লে রাজ্যের বাহিনীর কাছেই সাহায্য নিতে হয়”।

এদিকে কেন্দ্রীয় বাহিনী বিজেপির প্রতিনিধি ও তারা মানুষকে ভয় দেখাচ্ছে বলে তিনি অভিযোগ করেন, যা গনতন্ত্রের প্রকৃত লক্ষন নয় বলে তিনি জানান। উল্টে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

প্রতিদিনই রাজ্য জুড়ে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সবাই মুখ খুলেছেন এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে। বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

পাড়ার মোড়ে মোড়ে স্থানীয় মানুষ ও দোকানদার-ব্যবসায়ী সবার সঙ্গে কথা বলছেন বাহিনীর সদস্যরা। নির্বিঘ্নে ভোটদানের আশ্বাস দিচ্ছেন এলাকার মানুষকে। এদিকে, কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, “বিজেপি বাহুবলী হতে চাইছে, কাশ্মীরেও এত কেন্দ্রীয় বাহিনী আছে কি না সন্দেহ। তার থেকেও বেশি বাহিনী এখানে ঘুরে বেড়াচ্ছে”।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

তৃণমূল নেতারা বলেছেন, “কেন্দ্রীয় বাহিনী এসেই বাড়ি–বাড়ি হুমকি দিচ্ছে”। তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেন, “বিভিন্ন টিভি চ্যানেলে দেখা গেছে, তারা হুমকি দিচ্ছে। পক্ষপাতদুষ্ট এই বাহিনী। কাশ্মীরেও এতো বাহিনী পাঠানো হয়নি। এরা রুটমার্চ করতেই পারে। রুটমার্চের নামে যা করছে তা মেনে নেওয়া যায় না”। এবার সেই সুরেই কথা বললেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>