Locket Chatterjee – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 06 May 2019 19:13:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Locket Chatterjee – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোটে দিনভর ছুটে বেড়ালেন লকেট, দিনের শেষে হাসছেন অসীমা পাত্র, কিন্তু কেন? https://thenewsbangla.com/locket-chatterjee-ran-whole-day-tmc-leaders-laugh-at-the-end-of-day/ Mon, 06 May 2019 19:11:13 +0000 https://www.thenewsbangla.com/?p=12515 সোমবার দিনভর ছুটে বেড়ালেন লকেট। সারাদিন খবরের শিরোনামে; হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কিন্তু দিনের শেষে হাসছে তৃণমূল নেতারা, কিন্তু কেন? দাপট দেখালেন লকেট! অথচ মুখে হাসি তৃণমূলের! ব্যাপারটা কি?

আসলে তৃণমূলের পাতা ফাঁদেই পা দিলেন লকেট। তৃণমূলের রণকৌশল বুঝতেই পারলেন না। আর সেই রণকৌশলের অঙ্গ হিসাবে; তৃণমূল হুগলি লোকসভা কেন্দ্রে তাদের সব থেকে শক্ত ঘাঁটি ধনেখালী বিধানসভাতেই; সারাদিন লকেটকে ব্যতিব্যস্ত রেখে দিল। একদিকে বাকি ৬টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল নিজেদের মত করে ভোট করে গেল। অন্যদিকে নিজেদের শক্ত ঘাঁটিতে; লকেটকে দৌড়োদৌড়ি করিয়েও অনেকটা নিশ্চিন্তে থেকে গেল তারা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নাম মমতা নয়, হওয়া উচিৎ নিষ্ঠুর ব্যানার্জী সরাসরি বললেন বাবুল সুপ্রিয়

লকেট চট্টোপাধ্যায়। হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। সোমবার সারাদিন তিনি দৌড়ে বেড়ালেন তাঁর কেন্দ্রের বুথ থেকে বুথে। ভোটের দিন কি করেননি তিনি! ভুয়ো ভোটার ধরার দাবি করেছেন; চড়িয়ে সিধে করে দেওয়ার কথা বলেছেন। বুথে বিজেপির পোলিং এজেন্ট না থাকার জন্য; প্রিসাইডিং অফিসারকে ধমকেছেন। যেন বিজেপির পোলিং এজেন্ট বসানোর দায়িত্ব প্রিসাইডিং অফিসারের!

কেন্দ্রীয় বাহিনীকে চমকেছেন; নির্দল প্রার্থীর পোলিং এজেন্টকে বুথ থেকে বার করে দিয়েছেন। যেন নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট বসানোর অধিকারই নেই। বুথে ইভিএম ভাঙাকে সমর্থন করেছেন; থানায় ধর্ণা দিয়েছেন। আবার জেলাশাসকের দপ্তরের সামনেও ধর্ণায় বসেছেন। সব মিলিয়ে ধুন্ধুমার কান্ড।

আরও পড়ুনঃ মোদীর সভা থেকে সোজা অনুমতিহীন বেশ্যাপল্লীতে ঢুকে গ্রেফতার বিজেপি কর্মীরা

কিন্তু লকেট এই এত সব কান্ড ঘটিয়েছেন; তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র একটিতে। ধনেখালী। পুরো দিনটার সিংহভাগ সময়; কাটিয়ে ফেললেন তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে। কতটা দাঁত ফোটাতে পারলেন; তা বোঝা যাবে আগামী ২৩শে মে।

তবে দিনের শেষে; পুরো ধনেখালী বিধানসভা এলাকায় পুনর্নিবাচনের দাবি তুলে; জেলাশাসক দপ্তরের সামনে ধর্ণায় বসা দেখে; মনে হচ্ছে খুব বেশি আত্মবিশ্বাসী নন। আসলে লকেট বোধহয় একটা ঘুর্ণির মধ্যে পড়ে গিয়েছিলেন; যার থেকে সারাদিন আর বেরোতে পারেননি। আর এই ঘুর্ণির নাম তৃণমূলের রণকৌশল।

আরও পড়ুনঃ বাংলায় তৃণমূল এবার ১০টা আসনও পাবে না, ঝাড়গ্রামে বললেন নরেন্দ্র মোদী

আর এই রণকৌশল তৈরি করার ক্ষেত্রে ধনেখালীর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী; অসীমা পাত্রর রাজনৈতিক প্রজ্ঞা আর একবার বোঝা গেল। হুগলী লোকসভা কেন্দ্রের ফলাফলে; ধনেখালী বিধানসভার লিড সব সময়েই বড় ভূমিকা নিয়েছে। এবারে সেই লিড ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী; অসীমা পাত্র নিজের বিধানসভা কেন্দ্রে লকেটকে আটকে দিলেন।

আর এর জেরে; হুগলী লোকসভা কেন্দ্রের বাকি ৬ টি বিধানসভা এলাকায়; বিজেপির আক্রমণাত্মক রণকৌশলকে অনেকটাই ভোঁতা করে দিতে সফল হয়েছেন। সোমবার হুগলীর সব থেকে আলোচ্য ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি ছিলেন লকেট। ২৩শে মে তিনি কতটা আলোচনার বৃত্তে থাকতে পারেন সেটাই এখন দেখার।

]]>
তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর https://thenewsbangla.com/bjp-candidate-locket-chatterjee-threatens-to-lift-tmc-mla-asima-patra/ Fri, 12 Apr 2019 19:26:41 +0000 https://www.thenewsbangla.com/?p=10756 বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। হুগলীর গুরাপে শুক্রবারে ভোট প্রচারে গিয়ে তিনি বলেন, “এখানকার বিধায়ককে তুলে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না”। নাম না করেই নিজের প্রচারে হুগলীর ধনেখালির তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্রকেই টার্গেট করেন লকেট চ্যাটার্জী।

ঠিক কি বলেছেন লকেট চ্যাটার্জীঃ

আরও পড়ুনঃ বিশ্ব দরবারে বাজিমাত করল মমতার সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা

লকেট চ্যাটার্জীর ভাষণের ভিডিও নিয়ে গুরাপ থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র। অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন দফতরেও। লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন হুগলীর ধনেখালির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র।

গুরাপ থানায় লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে FIR করেছেন হুগলীর ধনেখালির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্রঃ

গুরাপ থানায় লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে FIR করেছেন হুগলীর ধনেখালির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র/The News বাংলা
গুরাপ থানায় লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে FIR করেছেন হুগলীর ধনেখালির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র/The News বাংলা

দুদিন আগেই ভোট বন্ধ করে দেবার হুমকি দিয়েছিলেন লকেট। যদি সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। হুগলির ধনিয়াখালীতে এক প্রচার সভায় লকেট নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, “প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী না দিতে পারলে ভোট বন্ধ করে দেব”।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

এদিনও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র, হুগলীর তৃণমূল প্রার্থী রত্না দে নাগ সহ সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের নাম না করে আক্রমণ করেন লকেট। দুর্নীতি নিয়ে রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র কে খোঁচা দেন লকেট। তাঁকে ও অন্যান্য নেতাদের তুলে নিয়ে যাবার হুমকি দেন। এমনিতেই ভোট বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি জেরে বিপদে লকেট।

ভোট বন্ধ করা নিয়ে ঠিক কি বলেছিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী, শুনে নিন:

আগেও একটি জনসভায় অশালীন মন্তব্য সম্পর্কিত মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন হুগলির বিজেপি প্রার্থী তথা মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি মনোজিত মন্ডলের ডিভিশন বেঞ্চে ব্যক্তিগত ১০ হাজার টাকার দুটি বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর হয়। তারপরেও তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি দিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী।

আরও পড়ুনঃ অনুব্রতর নকুল দানার পরিবর্তে মুড়ির মোয়ায় ভরসা লকেটের

লকেটের বিরুদ্ধে অভিযোগ ছিল, গত বছরের ১০ নভেম্বর মালদহে বিজেপির রথযাত্রা উপলক্ষে মহিলা মোর্চার কর্মসূচিতে উপস্থিত হয়ে লকেট চট্টোপাধ্যায় দলিয় কর্মীদের চাঙা করতে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন, “রথযাত্রা যে আটকাতে চাইবে, তাঁকে সেই রথের তলাতেই পিষে মারা হবে”। যা নিয়ে তীব্র বিতর্ক হয়। আদালতে মামলা হয়। সেই মামলাতেই আগাম জামিন নিতে কলকাতা হাইকোর্ট থেকে।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

তারপরেও একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন লকেট। এবার তুলে নিয়ে যাবার হুমকির জেরে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করছেন হুগলীর ধনেখালির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র। ভোটের মুখে যে ফের সমস্যায় পড়তে চলেছেন লকেট চ্যাটার্জী, তা বলাই যায়। তবে লকেটের তরফ থেকে বলা হয়েছে, “আমরা ক্ষমতায় এলে দুর্নীতির সঙ্গে যুক্ত সব তৃণমূল নেতাকেই জেলে ঢোকাব সেটাই বলা হয়েছে।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অনুব্রতর নকুল দানার পরিবর্তে মুড়ির মোয়ায় ভরসা লকেটের https://thenewsbangla.com/locket-chatterjee-throws-challenge-to-anubrata-mondal-his-nakul-dana/ Wed, 10 Apr 2019 14:18:04 +0000 https://www.thenewsbangla.com/?p=10498 লোকসভা ভোটের বাদ্যি বাজতে বাকি আর কয়েক ঘন্টা। তার আগেই বাংলার ভোট সংস্কৃতিতে উঠে এলো মুড়ির মোয়ার মাহাত্ম্য। ইতিমধ্যেই তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলের হাত ধরে ভোট বাজারে বেশ নাম কুড়িয়েছে নকুল দানা। এবার তারই পাল্টা উঠে এলো মুড়ির মোয়া। অনুব্রতর নকুল দানাকে মুড়ির মোয়ায় পাল্টা দিলেন লকেট।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

বীরভূম আর অনুব্রত মন্ডল দুটো শব্দ যেনো একে অপরের পরিপূরক। অন্তত রাজনৈতিক মহলে বীরভূম মানেই প্রথমে উঠে আসে অনুব্রত মন্ডলের নাম, আর অনুব্রতর হাত ধরেই উঠে আসে নানান শব্দ বাহার। নারকেল মুড়ি, গুড় বাতাসা থেকে চড়াম চড়াম দাওয়াইয়ের সাথে সবচেয়ে শেষ সংযোজন হয়েছে নকুল দানা ও শলাকা।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

ভোট বাজারে নকুল দানার মহিমা বারেবারেই উঠে এসেছে অনুব্রত মন্ডলের মুখে। নকুল দানাতেই ঘটে শরীরের সমস্ত রোগমুক্তি, এই ছোট্ট টোটকা অনুব্রতর দৌলতে এখন সকলেরই জানা। সাধারণ ভোটার তো বটেই, কেন্দ্রীয় বাহিনী থেকে নির্বাচন কমিশন, সবাইকেই নকুল দানা খাওয়ানোর নিদান দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ প্রতিদিন মেক আপ ও ওয়াক্সিং করে সুন্দর চেহারা করেছেন মোদী, আক্রমণ কুমারস্বামীর

আর এবার নকুল দানাকে চ্যালেঞ্জ জানাতে তৈরি মুড়ির মোয়া। সৌজন্যে হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অনুব্রতর বিরুদ্ধে ভাষা সন্ত্রাস ও ভয় দেখানোর অভিযোগ তুলে বুধবার লকেট বলেন, মানুষের এবার একমাত্র ভরসা হবে মুড়ির মোয়া। অনুব্রতর ভাষা সন্ত্রাস বাংলার সংস্কৃতি নয়, মুড়ির মোয়ার ওপর ভর করেই বাংলা তার হারানো সংস্কৃতির পুনরুদ্ধার করবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের

বেশ কয়েক বছর ধরেই তৃণমূলের অনুব্রতকে পাল্টা দিচ্ছেন বিজেপির লকেট। লকেটকে আক্রমণ করে অশ্লীল কথাও বলেছেন অনুব্রত। সময়ে সময়ে পাল্টা দিয়েছেন লকেটও। এবার ফের অনুব্রতর নকুলদানাকে, মুড়ি মোয়া দিয়ে পাল্টা দিলেন লকেট। ভোট বাজারে পাল্টা অনুব্রত এবার লকেটকে কি বলেন তার জন্যই এখন অপেক্ষা।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের https://thenewsbangla.com/locket-chatterjee-challenges-election-commission-of-india-at-dhaniakhali/ Sun, 07 Apr 2019 17:17:10 +0000 https://www.thenewsbangla.com/?p=10252 ভোট বন্ধ করে দেবার হুমকি দিলেন লকেট। যদি সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

হুগলির ধনিয়াখালীতে এক প্রচার সভায় লকেট নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, “প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী না দিতে পারলে ভোট বন্ধ করে দেব”। আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

ভিডিওতে দেখা যাচ্ছে লকেট চ্যাটার্জী ধনিয়াখালী বিধানসভায় এক ভাষণে বলছেন, সব বুথে কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আর এরপরেই এই নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।

আরও পড়ুনঃ বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

হুগলীর তৃণমূল প্রার্থী রত্না দে নাগ, কিন্তু এদিনের প্রচারে লকেট রাজ্য সরকারের মন্ত্রী ও সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের নাম না করে আক্রমণ করেন। দুর্নীতি নিয়ে রাজ্যের মন্ত্রীকে খোঁচা দেন লকেট।

আরও পড়ুনঃ হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের উর্মিলার বিরুদ্ধে

এরপরেই এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবার কথা ভাবতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। ধানিয়াখালীর এক তৃণমূল নেতৃত্ব জানান, ভোটে হারছেন জেনেই উল্টোপাল্টা বলছেন লকেট। তিনি বলেন, প্রকাশ্যে ভোট বন্ধ করে দেবার হাস্যকর হুমকি দিচ্ছেন লকেট, এর জেরে নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়া উচিৎ লকেটের।

ঠিক কি বলেছেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট, শুনে নিন:

নাম ঘোষণার পরদিনই হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জি হুগলী জেলার বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজ শুরু করেন। পুজো দিয়ে বেড়োনোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হুগলী জেলায় একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে”। তিনি বলেন, “হুগলী জেলায় একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে। সে ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এখানকার সাংসদ”।

আরও পড়ুনঃ ফাঁকা জনসভার ছবি তুলতে গিয়ে কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত চিত্র সাংবাদিক

কিন্তু তার ১৫ দিন আগে থেকেই তৃণমূলের হুগলীর প্রার্থী রত্না দে নাগ প্রচার শুরু করে দিয়েছেন এই কেন্দ্রে। অনেক আগে প্রার্থী ঘোষণা হওয়ায় প্রচারে অনেকটাই এগিয়ে রত্না দে নাগ। অনেক পরে প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ করেছেন লকেট।

আরও পড়ুনঃ সন্ত্রাসবাদ বড় ইস্যু না হলে নিরাপত্তার বেষ্টনী ত্যাগ করুন, রাহুলকে পরামর্শ সুষমার

তবে বিজেপি প্রার্থীর সব বক্তব্য উড়িয়ে দিয়েছেন হুগলীর তৃনমুল প্রার্থী রত্না দে নাগ। নির্বাচনী বিধিভঙ্গ ও ভোট বন্ধ করে দেবার হুমকি ভিডিও নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ তিন লাখ কোটি টাকায় বিবাহবিচ্ছেদ

লকেটের তরফ থেকে বলা হয়েছে, সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবী জানান হয়েছে। ভোট বন্ধ করার কোন হুমকি দেওয়া হয় নি। কিন্তু তার ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে পড়ায় সব মিলিয়ে ভোট বন্ধ করে দেবার হুমকি দিয়ে বিতর্কের কেন্দ্রে বিজেপির লকেট চ্যাটার্জী। তৃনমূলের অভিযোগ পাবার পর রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ ভোট বাজারে মেজাজ হারালেন মমতার মন্ত্রী, বিজেপি প্রার্থীকে মারতে গেলেন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>