Lata Mangeshkar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 07 Feb 2022 07:05:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lata Mangeshkar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লতার জেদের কাছে হার মেনেছিলেন কিশোরকুমার https://thenewsbangla.com/kishore-kumar-surrendered-to-lata-mangeshkar-insistence/ Mon, 07 Feb 2022 07:05:34 +0000 https://www.thenewsbangla.com/?p=14808 কিশোরকুমার লতা মঙ্গেশকরের কত গল্প যে আছে; তা বলে শেষ করা যাবে না। চিরকাল কিশোরকুমারের জেদের কাছে হার মেনেছেন লতা। খুব পছন্দ করতেন যে হাসির রাজা কিশোরকে; সিরিয়াস লতাকেও হাসিয়ে ছাড়তেন কিশোর। তবে একবার লতার জেদে হার মেনেছিলেন কিশোরকুমার; সেই গল্প এখন ইতিহাস হয়ে আছে।

তৎকালীন প্রখ্যাত প্রায় সব সুরকারের সুরেই গান গাওয়া হয়ে গেছে লতার। হঠাৎ তাঁর ইচ্ছে করল একটু স্বাদ বদলের। ভাবলেন, তাঁর অন্যতম পছন্দের কিশোরকুমারের সুরে গান গাইবেন। কিন্তু কিশোরকুমার তখনকার ব্যস্ততম সঙ্গীত ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। অভিনয়ও করছেন, একের পর এক স্টেজ শো; তাঁর সময় কোথায়?

তবে গানের ক্ষেত্রে সব অসম্ভবকে সম্ভব করতে লতার জুড়ি মেলা ভার। তলব করলেন কিশোরকুমারকে। এদিকে চরম ব্যস্ততায় নিমজ্জিত কিশোরও একটু কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন ডাক শুনে। অবস্থা বেগতিক দেখে নিজের চূড়ান্ত ব্যস্ততা সরিয়ে লতা স্বয়ং গেলেন কিশোরকুমারের কাছে।

কিশোরকুমারের বাড়িতে আড্ডার ছলে প্রস্তাবটা করেই ফেললেন লতা। শুনে তো কিশোর থ! এমনিতে সুর-টুর করার ব্যাপারে বেজায় অস্বস্তি তাঁর। কিন্তু সারা বিশ্বে যাঁর এমন সমাদর; তাঁর আবদার উপেক্ষা তিনি করেন কিভাবে! শুধু তাই নয়, দুজনেই একে অপরের খুব ভালো বন্ধুও। সেই বন্ধুত্বের খাতিরেই রাজি হলেন কিশোরকুমার। কিন্তু রাখলেন একটা শর্ত; লতার সুরেও তিনি একটা গান গাইবেন এবং সেটাও ওই বছরই রিলিজ করতে হবে।

এবার গায়িকা পড়লেন ফ্যাসাদে। এইরকম শর্তের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। শেষে দুজনেই রাজি হলেন। সবকিছু তো হলো, কিন্তু গানের কথা লিখবেন কে? এই ধরনের পরিস্থিতিতে অর্থাৎ কোন প্রতিযোগিতা বা গায়ক-গায়িকাদের খামখেয়ালিপনার সময় একজন গীতিকারের কথাই সবার মাথায় আসত; তিনি মুকুল দত্ত। বহুবার এইরূপ পরিস্থিতিতে গায়ক-গায়িকাদের সফলতার সঙ্গে উতরে দিয়েছেন তিনি। শ্যামল মিত্র আর হেমন্ত মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত প্রতিযোগিতাও সামাল দিয়েছিলেন এই মুকুল দত্তই। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলনা।

গান লিখলেন মুকুল দত্ত, সুর দিলেন কিশোরকুমার। গাইলেন লতা মঙ্গেশকর; ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যায়। অন্যদিকে কিশোরের শর্তানুযায়ী সুর দিলেন লতা; গাইলেন কিশোরকুমার। আর লিখলেন সেই মুকুল দত্ত; তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তৈরি হল আরও একটা ইতিহাস।

]]>
সমালোচকদের কটাক্ষ করে সাভারকরের প্রশংসায় পঞ্চমুখ লতা মঙ্গেশকর https://thenewsbangla.com/lata-mangeshkar-praises-veer-savarkar-tweets-his-patriotism-on-birthday/ Tue, 28 May 2019 16:46:02 +0000 https://www.thenewsbangla.com/?p=13448 সমালোচকদের কটাক্ষ করে সাভারকরের প্রশংসায় পঞ্চমুখ লতা মঙ্গেশকর। গোটা ভারতে যখন আরএসএস ও সাভারকর এর সমালোচনা চলছে; সেই সময় স্রোতের উল্টো দিকে হেঁটে; সাভারকরের প্রশংসায় পঞ্চমুখ লতা মঙ্গেশকর।

হিন্দু মহাসভার নেতা তথা স্বাধীনতা সংগ্রামী সাভারকরের; স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নিয়ে দড়ি টানাটানির মধ্যেই; মঙ্গলবার সাভারকরকে দেশপ্রেমী আখ্যা দিয়ে; প্রশংসায় পঞ্চমুখ হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

আরও পড়ুনঃ চাপে পড়ে সৌজন্যের বার্তা নিয়ে মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে মমতা

ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান স্মরণ করে; মঙ্গলবার ট্যুইটারে সাভারকরের সমালোচকদের কটাক্ষ করে উত্তর দেন লতা মঙ্গেশকর। সম্প্রতি কংগ্রেস নেতা তথা ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিনায়ক; দামোদর সাভারকরের সমালোচনা করে বলেছিলেন, তিনিই প্রথম দ্বিজাতি তত্ত্বের জন্ম দিয়েছিলেন এবং তার বাস্তবায়ন করেছিলেন আলী জিন্নাহ।

এর প্রত্যুত্তরে বিজেপি নেতা তথা ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং বলেছেন; ভূপেশ বাঘেল ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। সাভারকর সম্পর্কে তার ধারনা খুবই ক্ষুদ্র; এবং ঐতিহাসিক সত্যকে কংগ্রেস বিকৃত করছে বলে কটাক্ষ করেন তিনি। আমৃত্যু সাভারকর দেশের স্বাধীনতার জন্য জীবনপাত করে গেছেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ বড়সড় ভাঙন তৃণমূলে, মুকুল রায়ের একধাক্কায় বাংলার ৪ পুরসভা বিজেপির দখলে

সমালোচকদের জবাব দিয়ে লতা মঙ্গেশকর ট্যুইটে লেখেন; আজ সাভারকরজীর জন্মবার্ষিকীতে তিনি সাভারকরের ব্যক্তিত্ব ও দেশপ্রেমকে সম্মান জানান। আজকাল যারা সাভারকরকে নিয়ে সমালোচনা করছেন; তাদের সাভারকরের দেশপ্রেম নিয়ে কোনও ধারণাই নেই; বলে মন্তব্য করেন তিনি।

নিজের প্রোফাইলে সাভারকরের কবিতার চিত্র ছত্রও তুলে ধরেন লতা মঙ্গেশকর। মঙ্গলবার ২৮শে মে অনুষ্ঠিত হয়; সাভারকরের ১৩৬ তম জন্মবার্ষিকী। সুরের জাদুকর লতার এই টুইট শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে।

আরও পড়ুনঃ পে কমিশনের বদলে রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস

লন্ডনে থাকাকালীন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে; যুক্ত হয়ে পড়েন বিনায়ক দামোদর সাভারকর। এরপর জ্যাকসন হত্যায় জড়িত থাকার অভিযোগ ও লর্ড কার্জন হত্যায় জড়িত থাকার অভিযোগ। ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক ব্যবহারের ষড়যন্ত্রের অভিযোগ।

তাঁর চক্রান্ত ইংরেজদের হাতে ধরা পড়ে এবং ১৯১১ সালে তাকে আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলে পাঠানো হয়। সাভারকরকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়।

]]>
নরেন্দ্র মোদীর কবিতায় গান গাইলেন লতা মঙ্গেশকর https://thenewsbangla.com/lata-mangeshkar-sings-poem-narendra-modi-recited-after-balakot-airstrikes/ Sun, 31 Mar 2019 07:19:31 +0000 https://www.thenewsbangla.com/?p=9565 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কবিতাকেই এবার গানের ভাষা করলেন ‘সুরসম্রাজ্ঞী’ লতা মঙ্গেশকর। আর নিমেষেই ভাইরাল লতাজি ও মোদীজির দেশাত্মবোধক এই কবিতা-গান।

আরও পড়ুনঃ ইস্কন রাজনৈতিক নিরপেক্ষ সংস্থা, নাম জড়িয়ে প্রচার উদ্দেশ্যমূলক, বিবৃতি ইস্কনের

পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি লক্ষ করে আক্রমণ চালায় ভারত। রাজস্থানের চুরুতে এক সভায় গিয়ে সেই কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের। সেই ভাষণ ও তার মধ্যে বলা কবিতা অনুপ্রেরণা হয়ে উঠল লতা মঙ্গেশকরের।

আরও পড়ুনঃ সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা তেজ বাহাদুর বারাণসীতে প্রার্থী মোদীর বিরুদ্ধে

মোদীর কবিতাকে ব্যবহার করে তৈরি হয়ে গেল একটি গানও। গানের সুর দেন ময়ূরেশ পাই। শনিবার সেই গানটি টুইট করেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। নিমেষে গোটা দেশে ছড়িয়ে পড়ে সেই ভিডিও।

আরও পড়ুনঃ ২৩ আসনেই জয় নিশ্চিত, বাংলা দখলের লক্ষ্যে অবিচল অমিত শাহ

পুলওয়ামা হামলার পর বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা। তারপর নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছিলেন, ‘মাটির শপথ করে বলছি, আমি দেশকে রুখতে দেব না, ঝুঁকতে দেব না’। প্রধানমন্ত্রী সেই কথায় প্রভাবিত হয়েছেন সুর সম্রাজ্ঞী। মোদীর হুঙ্কারই নিজের কণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশঙ্কর।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল উত্থান পদ্মের, ইঙ্গিত সমীক্ষায়

বিশ্ব বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কবিতা ‘সৌগন্ধ হে মুঝে ইস মিট্টি কা” কে নিজের সূর দিলেন। উনি এই গানের ভিডিও নিজের টুইটারে শেয়ার করেন।

আরও পড়ুনঃ মোদীকে পুনরায় নির্বাচিত না করলে দেশ সংকটে পড়বে, মন্তব্য হেমা মালিনীর

ওই ভিডিওতে প্রথমেই লতা মঙ্গেশকরের কিছু কথা ভেসে ওঠে, যেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনে ওনার এক কবিতাকে গানের সূর দেওয়ার কথা বলেন। তিনি ওই কবিতার জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ও জানান। উনি সেই কবিতাকে গানের রূপ দিয়ে দেশের জওয়ানদের সমর্পিত করেন।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

সেই ভিডিওকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন, “মনের অন্দর থেকে বেরানো এই গান, আপনার স্নেহ আর আশীর্বাদ আমার জন্য অনুপ্রেরণা”।

আরও পড়ুনঃ দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগে হার্দিকের নির্বাচনে লড়তে নিষেধাজ্ঞা গুজরাট হাইকোর্টের

প্রসঙ্গত আগামী ৫ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তি পাচ্ছে। ওই সিনেমায় প্রথম গান ‘সৌগন্ধ হে মুঝে ইস মিট্টি কা’ কবিতার উপরেই আধারিত। এই গান বিগত ২৩ মার্চ মুক্তি পেয়েছিল।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার

আসলে নিজের কবিতা থেকেই ভাষণে কয়েকটি লাইন উদ্ধৃত করেছিলেন নরেন্দ্র মোদী। আরএসএসের প্রচারক থাকাকালীন কবিতা লিখছেন ‘নমো’। সেই কবিতাগুলি বই আকারেও প্রকাশিত হয়েছে। ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি…’ তেমনই একটি কবিতা। ওই কবিতার একটি অংশ গেয়েছেন লতা মঙ্গেশকর।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কার অযোধ্যা ভ্রমন রাজনৈতিক গিমিক, ভোটে লাভ হবে না বললেন আনসারী

বিমান হানার পর রাজস্থানের চুরুতে মোদী বলেছিলেন, “২০১৪ এর সেই শব্দগুলোকে মা ভারতীর বীরদের নমন করে আজ আবার পুনরায় বলছি, সৌগন্ধ মুঝে ইস মিট্টি কা, ম্যায় দেশ নেহি মিটনে দুঙ্গা, ম্যায় দেশ নেহি রুকনে দুঙ্গা, মেরা বচন হেয় ভারত মা কো। তেরা শিশ নেহি ঝুকনে দুঙ্গা”।

আরও পড়ুনঃ সামাজিক বাধা ভেঙে এভারেস্ট জয়ের লক্ষ্যে শেরপাদের বিধবা স্ত্রী

লতা মঙ্গেশকরের ভিডিও বার্তা, “কিছুদিন আগে নরেন্দ্র মোদীর ভাষণ শুনছিলাম। উনি একটি কবিতার কয়েকটি পংক্তি বলেছিলেন। যা মনে হল সকল ভারতীয়র মনের কথা। আমার মনকেও ছুঁয়ে গিয়েছে। ওই কবিতাটি রেকর্ড করেছি। গানটি সমর্পিত করছি দেশের বীর জওয়ানদের। জয় হিন্দ”।

আরও পড়ুনঃ ইচ্ছেমত ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কর্তৃপক্ষ

গানের শুরুর আগে তাঁর এই বক্তব্য জানিয়ে তাঁর টুইট ভাইরাল হয়ে যায়। লতা মঙ্গেশকরের এই গান শুনে আপ্লুত প্রধানমন্ত্রীও। পাল্টা ট্যুইট করে জানিয়েছেন, “এই গানের মধ্যে দিয়ে আপনার স্নেহ ও আশীর্বাদ আমার কাছে প্রেরণা হয়ে থাকবে”।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>