Lashkar-e-Taiba – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 01 Apr 2019 09:07:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lashkar-e-Taiba – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুলওয়ামায় ৪ লস্কর ই তৈবা জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা https://thenewsbangla.com/jammu-and-kashmir-news-4-terrorists-killed-in-encounter-at-pulwama/ Mon, 01 Apr 2019 09:07:53 +0000 https://www.thenewsbangla.com/?p=9623 ঘটনাস্থল আবার সেই পুলওয়ামা। এবার পুলওয়ামায় ৪ লস্কর ই তৈবা জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। রতভর লড়াইয়ের পর সোমবার সকালে জঙ্গিদের সঙ্গে সেনার সংঘর্ষে পুলওয়ামা জেলার লসিপোরায় ৪ জঙ্গিকেই গুলি করে মারে সেনা। তাদের কাছ থেকে ২টি একে ৪৭ রাইফেল, একটি এসএলআর ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে এখনও ওই এলাকায় তল্লাশি চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা।

জম্মু-কাশ্মীরের অবন্তীপোরা থেকে ৫১ কিলোমিটার দূরে পুলওয়ামার লসিপোরায় রাতভর গুলির লড়াইয়ের পর সোমবার সকালে চার লস্কর জঙ্গিকে খতম করল সেনা। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জওয়ানও। গত ১৪ ফেব্রুয়ারি এই পুলওয়ামার জেলারই অবন্তীপোরায় সেনা কনভয়ে জইশ জঙ্গি হামলায় ৪৯ জওয়ান শহিদ হয়েছিলেন।

সেনা সূত্রে খবর, পুলওয়ামা হামলার পর থেকেই ওই জেলার বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে সেনা। রবিবার রাতেই গোপন সূত্রে খবর আসে লসিপোরায় বেশ কিছু লস্কর জঙ্গি আত্মগোপন করে আছে। রাতেই অভিযানে নামে সেনা। গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা। যখন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

রাতভর দুপক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে। সেই সংঘর্ষেই ৪ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগরের প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। তিনি জানান, “লসিপোরায় কয়েকজন লস্কর জঙ্গি লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে খবর ছিল সেনার কাছে”। সেই মতো সোমবার ভোরেই আগেই হানা দেয় তারা। সেনাকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই।

সোমবার সকালে দেখা যায়, ৪ লস্কর ই তৈবা জঙ্গিই মারা পরেছে। কাশ্মীরের কোন সেনা ক্যাম্পে বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করছিল এই জঙ্গিরা এমনটাই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। গোটা এলাকায় এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা।

সেনা সূত্রে জানানো হয়েছে, নিহত জঙ্গিদের কাছে থেকে চারটি রাইফেল এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার হয়েছে। দুদিন আগে পুলওয়ামাতেই জঙ্গিদের গ্রেনেড হামলায় এক জওয়ান আহত হন। পুলওয়ামা হামলার পর থেকেই গোটা উপত্যকা জুড়ে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে সেনা। সোপিয়ান, কুপওয়ারা, বদগাম, জম্মু-কাশ্মীরে একের পর এক জায়গায় অভিযান চালিয়ে গত কয়েকদিনে দুই জইশ-সহ ৬ জঙ্গিকে নিকেশ করেছে সেনা।

]]>
কাশ্মীরে নাবালককে মানব প্রাচীর হিসেবে ব্যবহার করে নির্মমভাবে হত্যা লস্কর জঙ্গিদের https://thenewsbangla.com/class-vi-boy-dies-as-lashkar-e-taiba-uses-him-as-human-shield-during-encounter/ Sat, 23 Mar 2019 09:57:30 +0000 https://www.thenewsbangla.com/?p=9092 জম্মু ও কাশ্মীরের সীমান্ত রক্ষা বাহিনী ২১শে বৃহস্পতিবার দুই পাকিস্তানি লস্কর ই তৈবার জঙ্গি সহ মোট ৫ জঙ্গিকে নিকেশ করেছে। এদের মধ্যে দুই লস্কর ই তৈবা জঙ্গি জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরা জেলায় সীমান্ত রক্ষা বাহিনীর সাথে সংঘর্ষে নিকেশ হয়। মৃত্যুর আগে তারা ১২ বছরের একটি শিশুকে পণবন্দী করে আত্মরক্ষার প্রচেষ্টা চালায়। পরে তাকেও মেরে ফেলে জঙ্গিরা।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, অবন্তীপোরার হাজ্জিন গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই খবর পেতেই নিরাপত্তারক্ষীরা ওই এলাকা ঘিরে ফেলে এগোতে থাকে। তখনই জঙ্গিরা নিজেদের রক্ষা করতে নতুন পদ্ধতির আশ্রয় নেয়। জঙ্গিরা একটি বাড়িতে ঢুকে বাড়ির দুই সদস্যকে পণবন্দী করে নেয়।

আরও পড়ুনঃ আইএমএফ রিপোর্টে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির তালিকায় ভারত

পণবন্দী করা হয় ১২ বছরের আতিফ হুসেইন ও আবদুল হামিদ নামের ৬০ বছরের এক ব্যক্তিকে। আতিফের মা সরিফা জান বারবার তার সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর মাইক থেকে কাতর অনুরোধ জানায়। কিন্তু তার অনুরোধে জঙ্গিদের কোনও সাড়া পাওয়া যায়নি। তারপরেও প্রায় ৯ ঘন্টা আতিফকে পণবন্দী করে রেখে অবশেষে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ আমেরিকার

এরপর সেনা ও পুলিশের সঙ্গে ওই দুই পাকিস্তানি লস্কর জঙ্গি আলী ও হুবাইবের গুলির লড়াই চলতে থাকে। শুক্রবার বিকেলে নিরাপত্তারক্ষীদের সাথে গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই লস্কর জঙ্গি। বাড়িটিতে প্রবেশের পর দুই জঙ্গির মৃতদেহ পাওয়া যায়। পাশেই পড়ে ছিল ১২ বছরের আতিফের পোড়া ও জঙ্গিদের গুলিতে এফোঁড় ওফোঁড় করা মৃতদেহ।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদী সরকারের চাপে লন্ডনে গ্রেফতার ব্যাঙ্ক কেলেঙ্কারির খলনায়ক নীরব মোদী

আতিফের মা সরিফা জানান, তার সন্তানকে এভাবে জঙ্গিরা হত্যা করবে, তা তিনি ভাবতেই পারেননি। বৃহস্পতিবার সারা রাত তিনি সন্তানের জন্য প্রার্থনা করেন, তিনি তার সব প্রচেষ্টাই বিফলে যায়।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

আতিফ স্থানীয় আর্মি গুডউইল স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্র ছিল। ভবিষ্যতে তার বোর্ডিং স্কুলে অধ্যয়নের ইচ্ছে ছিল। মানসবলের একটি সৈনিক স্কুলে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার ইচ্ছেও ছিল ১২ বছরের অতিফের। কিন্তু জঙ্গিদের নৃশংসতায় সব সম্ভাবনায় ইতি ঘটলো।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক https://thenewsbangla.com/terrorist-attack-to-indian-port-from-sea-route-like-26-11-mumbai-attacked/ Tue, 05 Mar 2019 06:46:23 +0000 https://www.thenewsbangla.com/?p=7504 আরও বেশ কিছু আজমল কাসভ এর মত জঙ্গি ভারতে পাঠিয়ে হাজার হাজার সাধারন মানুষকে মেরে ভারতকে শিক্ষা দিতে চায় পাক জঙ্গিরা। ২৬/১১ এর মত ফের জঙ্গি হামলার ছক কষছে জেহাদি জঙ্গি গোষ্ঠীগুলি। না, কোন সূত্রের খবর নয়। অকাট্য প্রমাণ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। আর এই কথা জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।

আরও পড়ুনঃ ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

২৬/১১-এর মুম্বইয়ে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এদের পোশাকি নাম ‘সমুন্দর জেহাদি’ বা সমুদ্র জেহাদি। পরিকল্পনা আগে থেকেই ছিল। এবার ‘বালাকোটের অপমানের’ বদলা নিতে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে পাক জঙ্গিরা। প্রমাণ এসেছে ভারতীয় সিক্রেট সার্ভিসের কাছে, জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক/The News বাংলা
মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক/The News বাংলা

২৬/১১-এর মুম্বইয়ে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এদের পোশাকি নাম ‘সমুন্দর জেহাদি’ বা সমুদ্র জেহাদি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের কাছে পাওয়া বিভিন্ন সূত্রে দেখা গিয়েছে, পাকিস্তানের মদতে তৈরি বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের ‘সমুদ্র জেহাদ’ নামে দল তৈরি করেছে।

আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত

এরা বিভিন্ন সমুদ্র পথ দিয়ে ভারতের মূল ভুখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। এর সবটাই হচ্ছে পাকিস্তানের ‘ডার্ক স্টেট’-এর নির্দেশে এমনটাই জানা যাচ্ছে নৌসেনা সূত্রে। উল্লেখ করা যেতে পারে, কয়েক মাস আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল যে ভারতীয় নৌসেনাকে নিশানা করতে পারে জঙ্গিরা। বালাকোটে ভারতের বিমান হানার পর সেই সম্ভাবনা আরও জোরদার হয়েছে বলেই জানিয়ে দিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।

আরও পড়ুনঃ মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা

ভারতে লোকসভা ভোটের মধ্যে বা তার আগেই ২৬/১১-র মুম্বাইয়ের মত ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের ভারত কাঁপাতে প্রস্তুতি নিচ্ছে পাক-মদতপুষ্ট উগ্রবাদী ‘সমুন্দর জেহাদি’ বা ‘সমুদ্র জেহাদি গোষ্ঠী’। ২৬/১১-এর মুম্বইয়ের মতই ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। জইশ ই মহম্মদ ও লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠী এই চক্রান্তের পিছনে আছে বলেই পরিষ্কার জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বালাকোট হামলার বদলা নিতেই পাকিস্তানের মদপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠন যৌথভাবে ‘সমুন্দর জেহাদি’ বা ‘সমুদ্র জেহাদি গোষ্ঠী’ নামে দল তৈরি করেছে। এরা সমুদ্রের বিভিন্ন চ্যানেল দিয়ে ভারতের মূল ভুখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। তবে কোন শহর জঙ্গিদের টার্গেট সেটা এখনও পরিষ্কার জানা যায়নি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু

পাকিস্তানের ‘ডার্ক স্টেট’-এর নির্দেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি চলছে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য ২০০৮ সালে ভারতের ব্যস্ততম নগরী মুম্বাইয়ের বুকে এক জঙ্গি হামলায় পর্যটক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৭৮ জনের মর্মান্তিক মৃত্য হয়। ঠিক সেই ভাবেই যত বেশি সংখ্যক মানুষ মারতে চায় জঙ্গিরা। দেশের সব সমুদ্র বন্দরকে সতর্ক করা হয়েছে গোয়েন্দাদের তরফ থেকে।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান https://thenewsbangla.com/pakistan-is-taking-terrorists-and-militants-directly-into-the-pakistan-army/ Mon, 04 Mar 2019 16:31:41 +0000 https://www.thenewsbangla.com/?p=7487 আর কোন লুকোছাপা নয়। এবার জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে পাকিস্তান। ইমরান খান সরকারে আসার পরেই ২০১৮ সালের ডিসেম্বরে এই ঘোষণা হয়। তবে সরকারি কোষাগারে টাকা না থাকায় সেই সময় কার্যকর করা যায়নি। তবে এবার সব জঙ্গিদের প্রথমে আধাসেনা, এমনকি পরে সেনাতেও ভর্তি করবে পাকিস্তান।

আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত

অচিরেই পাক সেনায় দেখা যাবে জইশ ই মহম্মদ, লস্কর ই তৈবা প্রভৃতি জঙ্গি গোষ্ঠীর জঙ্গিদের দেখা যাবে পাকিস্তান সেনায়। আর কোন লুকোছাপা নয়। এতদিন সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ত জঙ্গিরা। এবার সরাসরি সেনাদের উর্দিতেই লড়বে জঙ্গিরা। ইমরান খান সরকার পরের বাজেটেই এর জন্য টাকা দেবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা

তবে এইভাবে সরাসরি জঙ্গিদের আধাসেনা ও পরবর্তীতে পাক সেনায় অন্তর্ভুক্ত করে ফের একবার তাদের জঙ্গি প্রীতির পরিচয় দিল পাক সরকার, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি

বিশ্বজোড়া সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন গোটা পৃথিবী। এমন পরিস্থিতিতে গত বছরেই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপ। সেই রিপোর্টে দাবি করা হয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরিখে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার থেকেও বিপদজনক পাকিস্তান।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু

‘গ্লোবাল টেরর থ্রেট ইন্ডিক্যান্ট’ নামে এই রিপোর্টে বলা হয়েছে মানবতার জন্য সব থেকে বিপদজনক দেশ পাকিস্তান। দীর্ঘ বিগত প্রায় তিন দশক ধরে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের নিন্দায় বারবার মুখর হয়েছে ভারত ও বিশ্বের অন্যান্য দেশ। জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার অভিযোগ বহুবার পাকিস্তানের বিরুদ্ধে তুলেছে ভারত।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন বায়ুসেনা প্রধান

রিপোর্টে আরও দাবি করা হয় যে, জঙ্গির মদতের জন্যই বিশ্বজুড়ে সন্ত্রাস চালান বিশ্বের সবথেকে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠিগুলি পাকিস্তানের মাটিতে নিশ্চিন্তে রয়েছে। পাকিস্তানের সমর্থনেই তারা বিশ্বজুড়ে সন্ত্রাস চালাচ্ছে। জইশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবা সবথেকে বিপদজনক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান যেমন একদিক থেকে আর্থিক সাহায্য করে তেমনি নিরাপদ আশ্রয়ের ক্ষেত্র দিয়ে দুহাত বাড়িয়ে সাহায্য করে জঙ্গি গোষ্ঠীগুলোকে।

আরও পড়ুনঃ আমি নোবেল পাওয়ার যোগ্য নই বললেন প্রধানমন্ত্রী

এরপর সেই জইশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবা ও বন্ধ মাদ্রাসার জঙ্গি শিক্ষাগুরুদের সরাসরি আধাসেনায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়ে সরাসরি বিশ্বের কাছে জঙ্গিদের নিয়ে নিজেদের অবস্থান বুঝিয়ে দিল পাকিস্তান। জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান, খবর ছড়িয়ে পরার পরেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে নিন্দা। এইভাবেই জঙ্গিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, সাফ জানিয়েছে পাকিস্তান।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>