Lalbazar Detective Department – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 21 Jun 2022 05:29:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lalbazar Detective Department – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নতুন ‘উপদ্রব’ রোদ্দুর রায়, জেলের ‘দাগি কয়েদী’রাও ভয়ে কাঁপছে https://thenewsbangla.com/roddur-roy-song-and-moxa-renaissance-irritating-others-in-lalbazar-central-lock-up/ Tue, 21 Jun 2022 05:11:34 +0000 https://www.thenewsbangla.com/?p=15584 নতুন ‘উপদ্রব’ রোদ্দুর রায়; জেলের ‘দাগি কয়েদী’রাও ভয়ে কাঁপছে। ‘এই বুঝি শুরু হল রোদ্দুরের গান’! তাও আবার গালা’গালে ভরা! ভয়ে কাঁপছে লালবাজারের সেন্ট্রাল লকআপের বাকী কয়েদীরা। পুলিশ ও বাকী কয়েদীদের কাছে; নতুন উপদ্রব হয়ে দাঁড়িয়েছে ‘ইউটি’উবার’ রোদ্দুর রায়। গত ৮ জুন গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। ৯ জুন থেকে পুলিশ হেফজতে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে কু-মন্তব্য মামলায় জামিন পেলেও; অন্য আর একটি মামলার জন্য আপাতত জেলেই থাকতে হবে রোদ্দুর-কে। এদিকে জেলের মধ্যে রোদ্দুরের অদ্ভুত ও অশ্লীল গানের গুঁতোয়; অতিষ্ঠ ওই লকআপের বাকী বন্দীরা।

রোদ্দুর রায়ের সঙ্গেই একই দিনে গ্রেফতার হয়েছিল; দক্ষিণ ও পূর্ব কলকাতার ‘ত্রা’স’ বলে পরিচিত সোনা পাপ্পু। সঙ্গে ধরা পড়ে পাপ্পুর আরও পাঁচ সঙ্গী। কসবায় তোলাবাজি ও বিভিন্ন গোলমালে অভিযুক্ত সোনা পাপ্পু ও তার দলের পাঁচজনকে; রোদ্দুর রায়ের সঙ্গেই গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখায়; জেরার জন্য আনা হয়। আর তারপরেই ‘গানের গুঁতো’ কাকে বলে; ‘হাড়েহাড়ে’ বুঝছে তারা।

আরও পড়ুনঃ “মন্দারমণির নাম এখন দাদামণি হয়ে গেছে”, এ কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পাপ্পু ও তার সঙ্গীদের অভিযোগ, তারা রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পরার পরেই; রোদ্দুর রায় তাদের ডেকে তুলে নানান অঙ্গভঙ্গি করে; অশ্লীল শব্দযোগে গান শোনাতে শুরু করে। দু’একজন রোদ্দুরের বিরোধিতা করলেও; কথা কানেই নেননি ইউটিউবার রোদ্দুর। শুধু গানই নয়, গভীর রাতে একই সঙ্গে ‘দা’গি আ’সামী’ সোনা পাপ্পু ও তার দলবল-কে; নিজের মতাদর্শ ‘মোক্সা’ বোঝাতে শুরু করে রোদ্দুর।

আরও পড়ুনঃ শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত

প্রত্যেক রাতে রোদ্দুরের গান আর বিরামহীন বক্তৃতা শোনার পর, ক্লান্ত সোনা পাপ্পু ও তার সঙ্গীরা পুলিশকে অনুরোধ করে; তাদের অন্য ঘরে সরিয়ে দিতে। একটি মামলায় জামিন পেলেও; এখনই রোদ্দুর রায়ের জেলমুক্তি হচ্ছে না। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া, অন্য একটি মামলায়; নতুন করে গ্রেফতার করা হয়েছে রোদ্দুর রায়কে।

কিন্তু এবার অদ্ভুত সমস্যায় লালবাজারের পুলিশ কর্তারা। রোদ্দুর রায়ের সঙ্গে, একই সেলে থাকতে চাইছেন না কেউই। এমনকি সবাই যাকে ভয় পেত; সেই সোনা পাপ্পু-কেও, ভয় পাইয়ে দিয়েছে রোদ্দুরের গানের গুঁতো।

]]>
ফের কালো টাকা উদ্ধার করল লালবাজার গোয়েন্দা বিভাগ https://thenewsbangla.com/lalbazar-detective-department-kp-recovered-black-money-before-election/ Thu, 16 May 2019 12:40:11 +0000 https://www.thenewsbangla.com/?p=12975 ভোটের মধ্যেই কোটি কোটি টাকা উদ্ধার বাংলায়। কদিন আগেই আসানসোল ষ্টেশনে ১ কোটি টাকা উদ্ধার হয়। তার আগেও বিভিন্ন দফার ভোটের আগে, বড়বাজার ও কলকাতার অন্যান্য জায়গা থেকে; কোটি কোটি টাকা উদ্ধার হয়। এত টাকা আসছে কোথা থেকে? যেতই বা কোথায়? উঠে গেছে প্রশ্ন।

গতকাল বিশেষ সূত্র মারফত খবর আসে লালবাজারের গোয়েন্দা বিভাগে; কলকাতার বড়বাজার থানা এলাকায় হাতবদল হতে চলেছে বিপুল পরিমাণ নগদ কালো টাকা; লালবাজার গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশন এবং গুন্ডা দমন শাখার অফিসাররা সাদা পোশাকে কড়া নজরদারি চালান বড়বাজার থানা এলাকায়।

ওয়াচ সেকশনের অফিসাররা কুণাল কুমার ও রাহুল কুমার নামের দুই সন্দেহভাজনকে মীর বাহার ঘাট রোড এবং স্ট্র্যান্ড রোড ক্রসিংয়ে আটক করে; তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট নগদ ৬৫ লক্ষ টাকা।

গুন্ডা দমন শাখার অফিসাররা ৪৬ নং স্ট্র্যান্ড রোড এলাকায় মোহন আগরওয়াল নামের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা; কীভাবে তাদের কাছে এই বিপুল পরিমাণ টাকা এল; তার কোনও সদুত্তর দিতে পারেনি তারা।

গ্রেপ্তার করা হয়েছে তিনজন টাকা পাচারকারীকেই; উদ্ধার হয় মোট নগদ ১ কোটি ৫০ হাজার কালো টাকা; কলকাতা পুলিশের তরফ থেকে ধৃতদের তিন অভিযুক্তের ছবি ও বাজেয়াপ্ত হওয়া নগদ টাকার ছবি প্রকাশিত করা হয়েছে।

ঠিক একই ভাবে কয়েকদিন আগে লালবাজারের গোয়েন্দা বিভাগে কাছে কালো টাকার খবর আসে; সেবারেও উদ্ধার হয় বিপুল পরিমান টাকা; গ্রেপ্তার করা হয় চার জন টাকা পাচারকারীকে। কীভাবে তাদের কাছে এই বিপুল পরিমাণ টাকা এল; তার কোনও সদুত্তর দিতে পারেনি তারা।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়; কলকাতার বিভিন্ন প্রান্তে হাতবদল হতে চলেছে বিপুল পরিমাণ নগদ কালো টাকা। গোয়েন্দা বিভাগের পাঁচটি দল; কলকাতার মোট ১২টি এলাকায় তল্লাশি চালায়। বড়বাজার থানা এবং পোস্তা থানার অন্তর্গত ৪টি এলাকা থেকে; উদ্ধার হয় নগদ ১ কোটি ছয় হাজার টাকা।

কিন্তু ভোটের বাজারে এত কালো টাকা কোথা থেকে আসছে সেই নিয়ে নানান প্রশ্ন উঠছে সাধারণ জনগনের মনে। প্রতিবারেই ধৃত ব্যক্তির কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না।

সৌজন্যে: কলকাতা পুলিশ

]]>