Lalbajar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 28 Jun 2019 18:20:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lalbajar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মহিলা বক্সারকে হেনস্থা, ফেসবুক পোস্ট দেখেই এক ঘন্টার মধ্যে গ্রেফতার তিন অভিযুক্ত https://thenewsbangla.com/woman-boxer-harassed-three-accused-arrested-in-an-hour-after-watching-fb-post/ Fri, 28 Jun 2019 18:09:02 +0000 https://www.thenewsbangla.com/?p=14674 কলকাতায় মহিলা বক্সারকে হেনস্থা; ফেসবুক পোস্ট দেখেই; এক ঘন্টার মধ্যে গ্রেফতার তিন অভিযুক্ত। কোন থানায় কোন অভিযোগ জমা পড়ে নি; তা সত্ত্বেও শুধুমাত্র অভিযোগকারিণীর ফেসবুক পোস্ট দেখেই এক ঘন্টার মধ্যে; তিন অভিযুক্তকে গ্রেফতার করে; মানুষের ভরসা ফের ফিরে পাবার দিকে একধাপ এগুলো কলকাতা পুলিশ।

শুক্রবার সকালে মহিলা বক্সার সুমন কুমারী; ফেসবুকে একটি পোস্ট করে কলকাতা পুলিশকে জানান; মোমিনপুরের কাছে কয়েকজন যুবক তাঁকে হেনস্থা করেছে। কোন অভিযোগের অপেক্ষা না করেই; ওই পোস্টের ভিত্তিতেই সাউথ পোর্ট থানায়; একটি মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ জ্যোতি বসু স্মারক মিউজিয়ামের জমি জট কাটাতে বৈঠকে, মমতা ও বাম

ডিসি পোর্টের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে; পোর্ট ডিভিশনের অফিসারদের তৎপরতায়; এক ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। এদের নাম রাহুল শর্মা, শেখ ফিরোজ এবং ওয়াসিম খান। পুলিশ জানিয়েছে; জেরায় নিজেদের অপরাধ স্বীকার করেছে অভিযুক্তরা। তাদের শনিবার আদালতে তোলা হবে।

আরও পড়ুনঃ বছরে কত টাকা কাটমানি তোলেন তৃণমূল নেতারা, হিসাব দেখে চমকে যাবেন মুকেশ আম্বানিও

রাতের শহর নিরাপদ রাখতে কলকাতা পুলিশ সচেষ্ট আছে নিরন্তর; পাশে থাকার অনুরোধ করা হয়েছে কলকাতা পুলিশের ফেসবুক পেজে। অভিযুক্তদের ছবি দিয়ে; ঘটনার কথা ফেসবুকে পোস্ট করে জানিয়েছে কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ বিজেপি ও বুদ্ধিজীবীদের পর এবার অশান্ত ভাটপাড়ায় তৃণমূল পরিষদীয় দল

আর এই ঘটনায় কলকাতা পুলিশের উদ্যোগের প্রশংসা করেছে কলকাতার সাধারণ মানুষ। তবে ঘটনাস্থলে যে পুলিশ কর্মীর কাছে; সুমন কুমারী প্রাথমিক অভিযোগ জানিয়েছিলেন; তাঁর কি শাস্তি হবে; সেই নিয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ।

কারণ সুমন কুমারী ঘটনার পরেই কাছেই থাকা এক পুলিশ কর্মীর কাছে; অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তিনি কোন কিছু না শুনেই; তাঁকে থানায় গিয়ে অভিযোগ করতে বলেছিলেন। যাই হোক, এই ঘটনায় কলকাতা পুলিশের; চটজলদি উদ্যোগের প্রশংসায় আমজনতা।

]]>
EXCLUSIVE: ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার https://thenewsbangla.com/engineer-send-nude-vdo-to-women-after-hacking-a-doctors-facebook-profile/ Thu, 20 Dec 2018 04:10:13 +0000 https://www.thenewsbangla.com/?p=4494 The News বাংলা, কলকাতা, EXCLUSIVE: বিখ্যাত ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাবার অভিযোগে গ্রেফতার এক বি টেক ইঞ্জিনিয়ার। লালবাজারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এর অফিসাররা উত্তরপ্রদেশের আজমগর থেকে গ্রেফতার করেছে রমেশ মাহাতো নামের ওই ইঞ্জিনিয়ারকে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

দারুন সমস্যায় পড়েছিলেন কলকাতার বিখ্যাত দাঁতের ডাক্তার দেবাশীষ গুহ। একের পর অভিযোগ তাঁর বিরুদ্ধে জমা পড়ছিল কলকাতার বিভিন্ন থানায়। তিনি নাকি মহিলাদের অশ্লীল ভিডিও পাঠাচ্ছেন নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে।

আরও পড়ুনঃ দেশের সব গোয়েন্দাদের টপকে সেরা লালবাজারের অফিসার

ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা
ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা

শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতার এক মহিলা, ডাক্তার দেবাশীষ গুহের ফেসবুক মেসেঞ্জার থেকে ন্যুড ভিডিও পাবার পর লিখিত অভিযোগ করেন লালবাজার সাইবার ক্রাইম দফতরে। তারপরেই নড়েচড়ে বসে সাইবার ক্রাইম অফিসাররা।

আরও পড়ুনঃ স্কুলে শুট আউট, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শিক্ষকদের লক্ষ্য করে গুলি

তদন্তে নামে লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। জিজ্ঞাসাবাদ করা হয় ডাক্তার দেবাশীষ গুহকে। আকাশ থেকে পড়েন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকা এই বিখ্যাত ডাক্তার। তদন্তের শুরুতেই লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অফিসাররা বুঝে যান ডাক্তারের ফেসবুক প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাচ্ছে অন্য কেউ।

ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা
ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা

অনেকদিন পর হদিস পাওয়া যায় অভিযুক্তের। দেখা যায় উত্তরপ্রদেশের আজমগর থেকে কেউ এই অপরাধটি করছেন। তক্কে তক্কে ছিলেন লালবাজারের সাইবার ক্রাইম গোয়েন্দারা। অপরাধীর হদিস পাওয়ার পরই আজমগর পুলিশের সঙ্গে যোগাযোগ করে অপরাধীর সন্ধানে যায় লালবাজারের সাইবার অফিসাররা।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ এর আজমগর থেকে গ্রেপ্তার করা হয় বি টেক করা যুবক রমেশ মাহাতোকে। বেশ কিছু অভিযোগে তার বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ এক নামি ডাক্তার এর প্রোফাইল হ্যাক করে মহিলাদের সেক্সচুয়াল হ্যারাস করার। মহিলাদের ইনবক্সে ন্যুড ফটো ও অশ্লীল ভিডিও পাঠাবার অভিযোগ।

ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা
ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার/The News বাংলা

অবাক করার বিষয় এটাই, উত্তরপ্রদেশের আজমগর থেকে ট্রানজিট রিমান্ডে ধৃত রমেশ মাহাতোকে কলকাতায় আনার আগেই তার জন্য আইনজীবী ঠিক হয়ে যায়।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

তাহলে কি কলকাতায় তার পরিচিতি কেউ আছে? তার মাধ্যমেই কি কলকাতার মহিলাদের ফেসবুক একাউন্ট পেত ধৃত রমেশ মাহাতো? অভিযোগকারিণী এটাও তদন্ত করতে অনুরোধ করছেন লালবাজার সাইবার ক্রাইম অফিসারদের।

আরও পড়ুনঃ ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

ধৃত রমেশ মাহাতোকে বাঙ্কশাল আদালতে তোলা হলে তাকে ২৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। রমেশ মাহাতোকে জিজ্ঞাসাবাদ করে, কি ভাবে সে অন্যের প্রোফাইল হ্যাক করত বা তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা দেখবে লালবাজার সাইবার ক্রাইম অফিসাররা।

আরও পড়ুনঃ ‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের

আসাধারণ সাফল্য কলকাতার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের। আসাধারণ সাহস কলকাতার এই অভিযোগকারিণীর। আর এই ঘটনা কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলার মহিলাদেরও সাইবার ক্রাইমের বিরুদ্ধে প্রকাশ্যে এসে পুলিশে অভিযোগ করতে উৎসাহী করবে ও সাহস জোগাবে বলেই মনে করা হচ্ছে।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প:
পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে ‘রথ বৈঠকে’ রাজ্য সরকার ও বিজেপি https://thenewsbangla.com/rath-yatra-in-bengal-rath-meeting-at-lalbazar-of-the-state-government-and-the-bjp/ Thu, 13 Dec 2018 05:52:03 +0000 https://www.thenewsbangla.com/?p=4094 The News বাংলা, কলকাতাঃ বৃহস্পতিবার সন্ধায় লালবাজারে ‘রথ বৈঠকে’ বসছে রাজ্য সরকার ও বিজেপি। বৈঠকে রথ যাত্রা নিয়ে কি ফয়সালা হয় সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ১৬ তারিখের মধ্যে বিজেপিকে জানাতে হবে রথ যাত্রা নিয়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

কলকাতা হাইকোর্টে এখনই রথ যাত্রার অনুমতি না পেলেও মুখ রক্ষা হয়েছিল বাংলা বিজেপির। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের আলো দেখে বিজেপির ‘রথ যাত্রা’। ‘আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে’, রাজ্যকে পরিষ্কার জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার-এর ডিভিশন বেঞ্চ।

বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে 'রথ বৈঠকে' রাজ্য সরকার ও বিজেপি/The News বাংলা
বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে ‘রথ বৈঠকে’ রাজ্য সরকার ও বিজেপি/The News বাংলা

ফলে বাতিল হয়ে যায়, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ‘রথ যাত্রা’ বন্ধ করার রায়। ইতিমধ্যেই মুকুল রায়ের সঙ্গে বিজেপি নেতারা নবান্নে গিয়ে বৈঠকে বসার জন্য রাজ্য সরকারকে বৈঠকে বসার কথা বলে এসেছেন। সেই অনুযায়ী, আদালতের নির্দেশ পালনে লালবাজারের কনফারেন্স রুমে বসছেন রাজ্য ও বিজেপির প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

‘১৪ই ডিসেম্বরের মধ্যে বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি নিয়ে বিজেপিকে জানাতে হবে’, জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার-এর ডিভিশন বেঞ্চ। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইজি ও ডিজিকে নিজেরা বসে ও বিজেপি নেতাদের সঙ্গে বসে ‘রথ যাত্রা’র অনুমতি নিয়ে দেওয়া নিয়ে আলচনা করতে হবে বলে জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। পরে ১৪ তারিখের বদলে ১৬ তারিখ শেষ দিন স্থির করে নির্দেশ দিয়েছে আদালত।

বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে 'রথ বৈঠকে' রাজ্য সরকার ও বিজেপি/The News বাংলা
বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে ‘রথ বৈঠকে’ রাজ্য সরকার ও বিজেপি/The News বাংলা

বাংলায় ‘রথ যাত্রা’ সভা বাতিল করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ‘রথ যাত্রা’ নিয়ে একেবারে ব্যাকফুটে ছিল বাংলা বিজেপি। শেষ ক্ষীণ ভরসা ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিজেপির ‘রথ যাত্রা’ ফিনিক্স পাখির মত বেঁচে উঠবে না মমতার বুদ্ধির কাছে নতি স্বীকার করে নেবে সেটাই দেখার ছিল। আদালতের রায়ে ফের বেঁচে উঠল বিজেপির ‘রথ যাত্রা’।

আরও পড়ুনঃ দেশের সব গোয়েন্দাদের টপকে সেরা লালবাজারের অফিসার

কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মমতার কাছে ‘গোহারা’ হেরে গিয়েছিল বিজেপি। রাজ্য সরকার না করে দেবার পরে বিজেপির ‘রথ যাত্রা’য় অনুমতি দেয় নি কলকাতা হাইকোর্টও। ফের একবার আদালতের লড়াইয়ে জিতেছিল মা মাটি মানুষের সরকার। আগামী ৯ জানুয়ারী তারিখ পর্যন্ত কোন ‘রথ যাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ করা যাবে না বলেই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

EXCLUSIVE: দিল্লীর নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পরেও নিরাপত্তাহীন কলকাতার বাস

পরে ডিভিশন বেঞ্চের রায়ে সেই রায় বাতিল হয়ে যায়। ১৬ ডিসেম্বরের মধ্যে বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি নিয়ে আলোচনা শেষ করে তা বিজেপিকে জানিয়ে দেবার নির্দেশ দিইয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে 'রথ বৈঠকে' রাজ্য সরকার ও বিজেপি/The News বাংলা
বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে ‘রথ বৈঠকে’ রাজ্য সরকার ও বিজেপি/The News বাংলা

৭ ডিসেম্বর কোচবিহার থেকে বিজেপির ‘রথ যাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ শুরু হওয়ার কথা ছিল। সেই যাত্রা ও সভা তারা আদৌ শুরু করতে পারবে কিনা বা কবে পারবে তার ফয়সালা হবার জন্যই আদালতের নির্দেশে আজ লালবাজারে বৈঠক। রথ যাত্রা শুরু না হওয়ায় ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের বাংলা সফর।

আরও পড়ুন: কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়

ঠিক ছিল, শুক্রবার ৭ ডিসেম্বর কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বিজেপির প্রথম রথ। দ্বিতীয় রথটি কাকদ্বীপ থেকে যাত্রা শুরু করবে ৯ তারিখ। তৃতীয় রথের যাত্রা তারাপীঠ থেকে শুরু হওয়ার ১৪ ডিসেম্বর। বিজেপি নেতৃত্বের দাবি ছিল, তিনটি রথের উদ্বোধনেই হাজির থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

আরও পড়ুনঃ ৫ টি প্রধান কারনে ৫ রাজ্যে হার মোদীর বিজেপির

শুধু তাই নয় ‘রথযাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ চলাকালীন বাংলার বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি জনসভা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আদালতের রায়ের পর, সবকিছুই বাতিল হয়ে যায়।

লালবাজারে বৃহস্পতিবার দুপুরের ‘রথ বৈঠক’ নিয়ে রাজ্য সরকার ও বিজেপি নেতাদের একমত হবার সম্ভাবনা দেখছে না কেউই। ফের কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার এর ডিভিশন বেঞ্চেই ফিরতে হবে দু পক্ষকেই, মনে করছে সব মহলই।

]]>
দেশের সব গোয়েন্দাদের টপকে সেরা লালবাজারের অফিসার https://thenewsbangla.com/the-lalbajar-officer-topped-among-all-the-cyber-detectives-of-the-country/ Fri, 07 Dec 2018 03:11:10 +0000 https://www.thenewsbangla.com/?p=3643 The News বাংলা, কলকাতাঃ বাংলার মুকুটে যোগ হল আরও একটি পালক। আরও একটি সম্মান রাজ্যের ঝুলিতে। দেশের সেরা পুলিশ ও গোয়েন্দাদের টপকে সেরার সেরা লালবাজার ও ব্যারাকপুর-এর দুই অফিসার।

ডাটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (DSCI -NASSCOM) এক্সেলেন্স অ্যাওয়ার্ডে এবার বাংলার জয়জয়কার। সাইবার নিয়ে কাজ করা তদন্তকারীদের কাছে এই সম্মান দেশের সেরা। NIA, CBI অফিসারদের টপকে দেশের সেরা তদন্তকারী লালবাজারে, দুইয়ে ব্যারাকপুর। দেশের সবকটি রাজ্যের পুলিশ, CBI, NIAর মতো সংস্থা পুরস্কার ছিনিয়ে নিতে নাম লেখায় প্রতিযোগিতায়। সবাইকে হারিয়ে পুরস্কার বাংলার দুই অফিসারের হাতে।

CBI ও NIA কে টপকে দেশের সেরা বাংলার লালবাজার/The News বাংলা
CBI ও NIA কে টপকে দেশের সেরা বাংলার লালবাজার/The News বাংলা

দিল্লিতে দেশের সেরা তদন্তকারীর সম্মান ছিনিয়ে নিয়েছেন লালবাজারের সাইবার থানার তদন্তকারী অফিসার অক্ষয় সাহা। এই বিভাগে দ্বিতীয় সেরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অনুপম চক্রবর্তী। শুধু তাই নয় ক্যাপাসিটি বিল্ডিং বিভাগে দেশের দ্বিতীয় সেরা থানার সম্মান পেয়েছে লালবাজারের সাইবার ক্রাইম থানা। জোড়া সম্মান ছিনিয়ে আনায় কলকাতা পুলিশের আধিকারিকদের মুখে চওড়া হাসি।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা

গত বছর মে মাসের ঘটনা। কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালের ওয়েবসাইটে দেখা যায় একটি পোস্ট। ওই হাসপাতালের রাসবিহারী অ্যাভিনিউয়ের কিডনি ইনস্টিটিউট নাকি চাইছে কিডনি। বলা হয় ইচ্ছুক কিডনি দাতারা যেন যোগাযোগ করেন। ওই পোস্টের সঙ্গে দেওয়া হয় একটি ফোন নম্বর। ঘটনায় হইচই পড়ে যায় কলকাতার চিকিৎসক মহলে।

কারণ, কিডনি এইভাবে কোনও হাসপাতাল নিতে পারে না। ঘটনা সেখানেই থেমে থাকেনি। এক ব্যক্তি ওই ফোন নম্বরে যোগাযোগ করেন। উল্টোদিকের ব্যক্তি ইংরেজিতে জানান, হাসপাতালের হয়ে কিডনি কিনতে তিনি ইচ্ছুক। বলা হয় এক একটি কিডনির জন্য দেওয়া হবে ৩ লক্ষ ১৬ হাজার মার্কিন ডলার!

আরও পড়ুন: মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর

পরে দেখা যায় হায়দরাবাদ, দিল্লি, মুম্বইয়ের বেশ কয়েকটি হাসপাতালের নামে এই পোস্ট রয়েছে। ওই ফোন নাম্বারে যিনি ফোন করেছিলেন, তাঁকে বলা হয় প্রথমে ৮৫০০ টাকা দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। এ বিষয়ে প্রায় সবকটি হাসপাতালই জানিয়ে দেয় ওই ওয়েবসাইট জাল। কলকাতায় ওই নামি হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে সাইবার ক্রাইম থানায়।

আরও পড়ুন: রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা

ঘটনার তদন্তে নামেন লালবাজারের সাইবার ক্রাইমের তদন্তকারী অফিসার অক্ষয় সাহা। দক্ষ হাতে তদন্ত চালিয়ে পর্দাফাঁস করেন ওই চক্রের। জানা যায়, ডেভিড ওজোমা উরা নামে এক নাইজেরীয় ব্যাঙ্গালুরুতে বসে চালাচ্ছে প্রতারণা চক্র। রীতিমতো ঘাম ঝরিয়ে, বুদ্ধির জেরে প্রতারককে গ্রেপ্তার করেন অক্ষয়। সেই তদন্তই অক্ষয়কে এনে দিল গোটা দেশের মধ্যে সেরার সম্মান। এই বিভাগে দ্বিতীয় সেরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অনুপম চক্রবর্তী।

আরও পড়ুন: ‘অনুগ্রহ করে সব টাকা নিন’ বিজয় মালিয়ার টাকা ফেরতের সিদ্ধান্ত

লালবাজার সূত্রের খবর, এর আগে এই সম্মান আর একবারই পেয়েছিলেন সাইবার ক্রাইম থানার এক তদন্তকারী অফিসার। ২০১৪ সালে প্রেমজিত চৌধুরী পান সেরার সম্মান। ২০১৬ সালেও সাইবার ক্রাইম থানা পেয়েছিল এক্সেলেন্স সম্মান। সব মিলিয়ে চওড়া হাসি রাজ্যের পুলিশ কর্তাদের মুখে।

]]>