Kolkata Police Commissioner – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 02 Jul 2022 12:36:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kolkata Police Commissioner – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের https://thenewsbangla.com/kolkata-police-issue-lookout-notice-against-bjp-nupur-sharma/ Sat, 02 Jul 2022 12:25:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15769 বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে; ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের। বাংলাতেও বিপদ বাড়ছে নূপুর শর্মার। নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের; কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। তারপরেই আরও বিপাকে পড়লেন; বিজেপি থেকে বহিষ্কৃত এই নেত্রী।
শনিবার তাঁর বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’; জারি করল কলকাতা পুলিশ।

নূপুর শর্মাকে কলকাতা পুলিশ একাধিকবার ডেকে পাঠিয়েছিল। কিন্তু তিনি নানা অজুহাত দেখিয়ে; একবারও কলকাতা পুলিশের মুখোমুখি হননি। তাই সুপ্রিম কোর্টের মন্তব্যের পরই; লুকআউট সার্কুলার জারি করা হল কলকাতা পুলিশের তরফে। তবে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা, কলকাতা পুলিশের ডাকে হাজিরা দিতে; আরও সময় চেয়েছেন, বলেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি দিয়ে, টাকা আদায় ‘খোদ’ রাজ্য পুলিশের

বিতর্কসভায় নবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য; গোটা দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর তার জেরে গোটা দেশজুড়ে দেখা দিয়েছিল; বিভিন্ন ধর্মীয় গণ্ডগোল। সেই অশান্তি থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও। শুক্রবার শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় নূপুরকে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়; দেশে সাম্প্রতিক যে হিংসা ও অশান্তির পরিবেশ তৈরি হয়ছে; তার জন্য দায়ী শুধুই নূপুর শর্মা। এই জন্য প্রকাশ্যে সমস্ত দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। তারপরেই শনিবার বিজেপির এই সাসপেন্ড নেত্রীর বিরুদ্ধে; লুকআউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ কলেজে অনলাইনে ভর্তি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য, ফের দুর্নীতির আশঙ্কায় শিক্ষাবিদরা

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে; পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়। হাওড়া-সহ বেশ কয়েকটি এলাকায়; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। কলকাতার আমহার্স্ট স্ট্রিট; বড়তলা ও নারকেলডাঙা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কলকাতা পুলিসের তরফে; একাধিকবার সমন পাঠিয়ে ডাকা হয় নূপুরকে ৷ কিন্তু প্রতিবারেই তিনি সময় চেয়ে জেরা এড়িয়ে গেছেন।

সুপ্রিম কোর্টের মন্তব্যের পরেই; নুপুরকে গ্রেফতারের দাবি উঠেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের তরফে। আর তারপরই; শনিবার কলকাতা পুলিশ জারি করেছে লুকআউট সার্কুলার। কলকাতা পুলিসের এই পদক্ষেপে; ঘোর বিপাকে বিজেপির বহিষ্কৃত দলীয় মুখপাত্র নূপুর শর্মা। বারবার ডাকা সত্ত্বেও, হাজিরা না দেওয়াতেই এই ‘লুকআউট নোটিশ’ জারি; কলকাতা পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

]]>
কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, ভাল রেজাল্ট করায় বাবার বসের চেয়ারে একদিন https://thenewsbangla.com/kp-awarded-dc-sed-chair-to-richa-singh-fourth-in-all-india-isc-exam/ Wed, 08 May 2019 06:56:13 +0000 https://www.thenewsbangla.com/?p=12577 আইএসসি পরীক্ষায়; গোটা দেশের মধ্যে মধ্যে চতুর্থ। আর তারই এমন পুরস্কার। পুরস্কার; বাবার বসের চেয়ারে একদিন বসার। কলকাতার পুলিশ কমিশনার রাজেশ কুমারের নির্দেশে; ডিসি এসইডি-র চেয়ারে একদিনের জন্য বসিয়ে সম্মান দেওয়া হল রিচা সিং কে। বুধবার কলকাতা পুলিশের ডিসি এসইডি-র নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়; রিচা সিং।

রিচা সিং; বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভারতে চতুর্থ। তার বাবা রাজেশ কুমার সিং গড়িয়াহাট থানার অ্যাডিশনাল ওসি। পুলিশ পরিবারের মেয়ের এতবড় সাফল্যে তাঁকে পুরস্কৃত করার উদ্যোগ নেন কলকাতার পুলিশ কমিশনার রাজেশ কুমার। পার্থিব পুরস্কার তো আছেই। সেই সঙ্গে রিচাকে; আরও বড় সম্মান দিল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ চৌকিদার চোর, ক্ষমা চাওয়ার হ্যাটট্রিক করলেন রাহুল, ভোটের মধ্যেই চরম লজ্জায় কংগ্রেস

রিচার বাবা রাজেশ কুমার সিং; ডিসি এসইডি কল্যান বন্দ্যোপাধ্যায় এর আন্ডারে কাজ করেন। ভাল রেজাল্ট করার পুরস্কার হিসাবে; আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে ৪র্থ হওয়ায়; একেবারে বাবার বসের চেয়ারে বসার পুরস্কার পেয়ে গেল সে। পুলিশ কমিশনারের নির্দেশে ডিসি এসইডি কল্যান বন্দ্যোপাধ্যায় এর; চেয়ারে বুধবার বসবে অধস্তন রাজেশ কুমার সিং এর মেয়ে।

আরও পড়ুনঃ ৫০ কোটি টাকা পেলেই খুন করতে পারি মোদীকে, বিষ্ফোরক মন্তব্য

দুপুরে রিচা যাবে লালবাজারে। সেখানে কলকাতার পুলিশ কমিশনার রাজেশ কুমার; তার জন্য অপেক্ষা করছেন। কলকাতার পুলিশ কমিশনার রাজেশ কুমার; বুধবার মধান্নভোজন বা দুপুরের খাবার খাবেন রিচার সঙ্গেই।

কলকাতা পুলিশ পরিবারের মেয়েকে কলকাতা পুলিশ যে ভাবে সম্মান দিচ্ছে; তা ভবিষ্যতে পুলিশ পরিবার থেকে আরও ভাল রেজাল্টের আশা করছে পুলিশ কর্মীরা। পুলিশ কর্তারা ও কর্মীরা মানুষের সেবার কাজে ব্যস্ত থাকায়; তাঁদের ছেলে মেয়েদের পড়াশোনায় সময় দিতে পারেন না। তারপরেও এত ভাল রেজাল্টে; নিজেদের সম্মানিত মনে করেই কলকাতা পুলিশের এই অসাধারণ সিদ্ধান্ত।

]]>
কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল https://thenewsbangla.com/kolkata-police-commissioner-changed-mamata-closed-officers-kept-away-from-election/ Fri, 05 Apr 2019 18:10:32 +0000 https://www.thenewsbangla.com/?p=10127 কলকাতার পুলিশ কমিশনার পরিবর্তন করল ইলেকশন কমিশন। শুধু তাই নয়, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল। শুক্রবার রাতেই নির্বাচন কমিশনের চিঠি এসে পৌঁছায় নবান্নে রাজ্যের মুখ্যসচিবের কাছে। সেখানেই দূষণ নিয়ন্ত্রক পর্ষদের এডিজি রাজেশ কুমারকে কলকাতার নতুন নগরপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। নটরাজন রমেশ বাবুকে নিয়োগ করা হল বিধাননগরের পুলিশ কমিশনার হিসাবে।

আরও পড়ুনঃ হেলিকপ্টার দুর্নীতিতে আহমেদ প্যাটেলের নাম, সনিয়া রাহুলকে তুলধোনা নরেন্দ্র মোদীর

পরিবর্তন করা হল অনুব্রতের জেলা বীরভূমের পুলিশ সুপারকে। দায়িত্ব দেওয়া হল আভান্নু রবীন্দ্রনাথকে। এর সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে মমতা ঘনিষ্ঠ বেশ কিছু পুলিশ অফিসারকে ভোটের কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সব পরিবর্তন আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

কিছুদিন আগেই রাজীব কুমারকে সরিয়ে অনুজ শর্মাকে কলকাতার নগরপাল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একমাসের মধ্যেই সেই অনুজ শর্মাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। দায়িত্ব দেওয়া হল দূষণ নিয়ন্ত্রক পর্ষদের এডিজি রাজেশ কুমারকে। মমতা ঘনিষ্ঠ বলেই ভোটের মুখে সরিয়ে দেওয়া হল অনুজ শর্মাকে, এমনটাই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

তবে এটা শুধুই ভোটের সময় পর্যন্ত। ভোট শেষ হলেই ফের অনুজ শর্মাকে কলকাতার পুলিশ কমিশনার করে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিধাননগর এর কমিশনার, বীরভূমের পুলিশ সুপার ও ডায়মন্ডহারবার পুলিশ সুপারকেও পরিবর্তন করে দিল নির্বাচন কমিশন। বীরভূম নিয়েও একাধিক অভিযোগ ছিল বিরোধী দলগুলি।

আরও পড়ুনঃ মোদী সরকারের উদ্যোগে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান মনোনয়নে বাংলার দুর্গাপূজা

দূষণ নিয়ন্ত্রক পর্ষদের এডিজি রাজেশ কুমারকে কলকাতার নতুন নগরপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। নটরাজন রমেশ বাবুকে নিয়োগ করা হল বিধাননগরের পুলিশ কমিশনার হিসাবে। আভান্নু রবীন্দ্রনাথকে বীরভূমের পুলিশ সুপার পদে ও শ্রীহরি পাণ্ডেকে ডায়মন্ডহারবার এর পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে। তবে ভোটের পর ফের তাঁদের নিজের নিজের জায়গায় ফিরিয়ে দেবেন মমতা, এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
৪ দিন টানা জেরার পর বুধবার আবার তলব, বেশ বিপদে রাজীব কুমার https://thenewsbangla.com/four-days-of-continue-questioning-cbi-summons-rajeev-kumar-again-on-wednesday/ Tue, 12 Feb 2019 17:18:40 +0000 https://www.thenewsbangla.com/?p=6751 সকাল ১০টা থেকে প্রায় রাত ১০টা, প্রায় ১২ ঘণ্টা জেরার পর সিবিআই অফিস থেকে বেরিয়ে গেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। শনিবার থেকে মঙ্গলবার, টানা ৪ দিন জেরার পরেও রেহাই মিলল না রাজীবের। টানা ৪ দিন পর, মঙ্গলবার চোখে মুখে উদ্বেগ চোখে পরল কলকাতার নগরপালের। বুধবার আবার জেরার জন্য তলব করা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ

বিপদ পিছু ছাড়ছে না কলকাতার নগরপাল রাজীবে কুমারের। কুণাল ঘোষের বয়ানের সঙ্গে তাঁর বয়ান অনেকক্ষেত্রে একেবারেই মেলেনি। কাজেই কুণাল ঘোষকে শিলং থেকে ছেড়ে দিলেও মঙ্গলবার রাজীব কুমারের বয়ান রেকর্ড হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ফের ডাকা হয়েছে বুধবারেও, ঠিক সকাল ১০ টায়।

৪ দিন টানা জেরার পর বুধবার আবার তলব, বেশ বিপদে রাজীব কুমার/The News বাংলা
৪ দিন টানা জেরার পর বুধবার আবার তলব, বেশ বিপদে রাজীব কুমার/The News বাংলা

প্রসঙ্গত, রবিবার এবং সোমবার কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয় কলকাতার নগরপালকে। মঙ্গলবার আর কুণালকে সিবিআই অফিসে যেতে না বললেও রাজীব কুমারকে ফের ডাকা হয়। সেই মতো সকাল দশটা নাগাদ সিবিআই অফিসে হাজির হন কলকাতার নগরপাল। সিবিআই সূত্রের খবর, রাজীবের বয়ানে প্রচুর অসঙ্গতি পেয়েছেন তাঁরা। বিশেষত, কুণাল ঘোষের বিবৃতির সঙ্গে তাঁর বয়ান বেশ কিছু জায়গায় মিলছে না। সিট-এর তদন্তকারী অফিসারদের সম্পর্কে বেশ কিছু তথ্য জানতেই ফের জিজ্ঞাসাবাদ করা হবে রাজীবকে।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

এই কারণেই বুধবারের জন্য নতুন প্রশ্নমালা তৈরি করেছে সিবিআই। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে রাজীবকে চাপে ফেলতে কোনও সাক্ষীকে নিয়ে আসা হল কি না। এদিন হনুমান টুপি পরিয়ে মুখে ঢেকে সিবিআই অফিসে নিয়ে আসা হয় এক ব্যক্তিকে। ওই ব্যক্তি আসলে কে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। জানা গেছে ওই ব্যক্তি প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদার। তাঁকেও রাজীবের মুখোমুখি বসিয়ে দুজনকেই জেরা করা হয়েছে বলেই খবর।

সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের/The News বাংলা

কলকাতার নগরপালকে সিবিআই গোয়েন্দাদের প্রশ্ন করার পর্ব এই নিয়ে চতুর্থ দিনে পড়ল। এরই মধ্যে শিলংয়ের সিবিআই অফিসে ‘মুখোশ’ পরিয়ে এক ব্যক্তিকে নিয়ে এলেন সিবিআই গোয়েন্দারা। হনুমান টুপি পরিয়ে মুখে ঢেকে নিয়ে আসা ওই ব্যক্তি আসলে কে, তা নিয়েই তৈরি হয় রহস্য। একটি গাড়িতে করে সিবিআই গোয়েন্দারা মুখ ঢাকা এক ব্যক্তিকে নিয়ে আসেন। বেশ কয়েকজন গোয়েন্দা কার্যত পাহারা দিয়ে ওই ব্যক্তিকে নিয়ে সিবিআই অফিসে ঢোকেন। তবে এত গোপনীয়তা রক্ষা করে কাকে নিয়ে আসা হলো, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিবিআই অফিসাররা।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

শুধু সারদা নয়, বুধবার রোজ ভ্যালি সহ অন্যান্য চিটফান্ড দুর্নীতি নিয়েও ফের নতুন প্রশ্নমালা দিয়ে চাপে ফেলা হতে পারে কলকাতার নগরপালকে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, রাজীব কুমারের সব জবাবে এখনও সন্তুষ্ট নন গোয়েন্দারা। কুণাল ঘোষ এবং রাজীব কুমারের বয়ানও মিলিয়ে দেখছেন তাঁরা। কারণ, দুজনের বয়ানে বেশ কিছু অমিল রয়েছে। ফলে, কে সত্যি কথা বলছেন, তা ভাল ভাবে যাচাই করে নিতে চান সিবিআই কর্তারা।

সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ/The News বাংলা
সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ/The News বাংলা

এদিকে রাজীব কুমারকে বিপদে ফেলে শিলং থেকে কলকাতায় পা দিয়েই ফের বোমা ফাটালেন কুণাল ঘোষ। রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। এবার সিবিআই তদন্তের মাঝেই সারদা মামলায় প্রভাব খাটানোর অভিযোগ আনলেন কুণাল।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

কুণাল বলেন, “আমি আজ সকালে সিবিআই-কে লিখিত অভিযোগ করেছি। প্রথম ১০ ফেব্রুয়ারী(রবিবার) এবং তারপর ১১ ফেব্রুয়ারী(সোমবার) আমাদের দুজনকে মুখোমুখি বসিয়ে যৌথ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন পুলিশ অফিসারের নাম এসে গিয়েছিল। কিন্তু, তাঁরা খুব গুরুত্বপূর্ণ সাক্ষী, তাই সে বিষয়ে মন্তব্য করব না। তবে সেদিন রাতে সিবিআই অফিস থেকে বেরিয়ে রাজীব কুমার সেই অফিসারদের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছেন”। তদন্তে জেরার মাঝেই সারদা মামলায় রাজীবের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ আনলেন কুণাল।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

ফের বুধবার সকাল ১০টা থেকে শুরু হবে জেরা। মঙ্গলবার সিবিআই দফতর থেকে বেরনোর সময় বেশ বিধ্বস্ত লাগছিল কলকাতার নগরপালকে। দিনের পর দিন টানা জেরা করেই কি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে ভাঙতে চাইছেন সিবিআই কর্তারা? এমনটাই মনে করা হচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে https://thenewsbangla.com/what-does-rajeev-kumar-have-that-can-put-in-trouble-for-mamata-banerjee/ Fri, 08 Feb 2019 08:56:44 +0000 https://www.thenewsbangla.com/?p=6622 রাজীব কুমারের কাছে এমন কিছু আছে যা সামনে এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ও পার্থ চট্টোপাধ্যায় মুশকিলে পড়বেন। তাই রাজীব কুমারকে আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে উত্তরবঙ্গে গিয়ে শিলিগুড়িতে এমনই মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুনঃ উড়ালপুল দিয়ে নতুন রাস্তা খুলে সুখবর আনলেন মুখ্যমন্ত্রী মমতা

“রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে”? প্রশ্ন তুলেছেন বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। “রাজীব কুমার কান্ডে মূখ্যমন্ত্রীর ওপর মানুষের আক্রোশ জন্মেছে”, মন্তব্য কৈলাশ বিজয়বর্গীয়র। আর এই ইস্যুই যে শুক্রবার বিকালে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীর ভাষণের মুখ্য বিষয় হতে যাচ্ছে সেটাও পরিষ্কার।

রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে
রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে/The News বাংলা

রাজীব কুমারকে আগলে রাখার পেছনে সারদা চিটফান্ড কান্ডে মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এমনকি সুরজিৎ পুরকায়স্তর বিরুদ্ধেও প্রমাণ আড়াল করার চেষ্টাই কারণ, বলে বিস্ফোরক মন্তব্য কৈলাশ বিজয়বর্গীয়।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলা দিয়েই শুরু হচ্ছে বাংলার নতুন একটি শিল্প

রাজীব কুমার সারদা কান্ডের তদন্ত কমিটি স্পেশাল ইনভেস্টিগেশান টিমের প্রধান হওয়ার কারণে রাজীব কুমারের কাছেই সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, পেন ড্রাইভ, ডাইরি সব আছে। তাই তাকে আগলে রাখার পেছনে এই সমস্ত নেতৃত্বদের বিরুদ্ধে প্রমানগুলো যাতে বাইরে বেরিয়ে না আসে, সেটাই মূল কারণ বলে প্রতিক্রিয়ায় জানান কৈলাশ বিজয়বর্গীয়।

আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার

শুক্রবার বিকালেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির চূনাফাটিতে প্রকাশ্য জনসভায় বক্তৃতা দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই সভামঞ্চ পরিদর্শনে আসেন বিজেপির প্রথম সারির নেতারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কেন্দ্রীয় সাধারন সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় মমতা বন্দোপধ্যায়ের ওপর সাধারন মানুষের একটা আক্রোশ জন্মেছে সে কথা পরিস্কারভাবে বুঝিয়ে বলেন।

রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে/The News বাংলা
রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে/The News বাংলা

তিনি অভিযোগ করে বলেন, রাজ্য সরকারের ওপর মানুষের একটা আক্রোশ জন্মেছে, বিশেষ করে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওপর। তাঁর আরও অভিযোগ, মমতা বন্দোপাধ্যায় চিটফান্ডে টাকা রেখে প্রতারিতদের সঙ্গে না থেকে, সে সব কোম্পানির আধিকারিকদের সংরক্ষণ করছেন। তার আরও অভিযোগ, মানুষের টাকা ফেরত দেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তো দেন নি, উপরন্তু চিটফান্ড কোম্পানিগুলির ডাইরেক্টরদের রাজ্যসভার সদস্য বানিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই

এছাড়া যে সব আধিকারিকরা এর সাথে জড়িত তাদেরও কোন না কোন পদে বসিয়েছেন। শুধু তাই নয়, যে আধিকারিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে তাদেরও বাঁচাতে উনি ঝাঁপিয়ে পড়েছেন। এর ফলে মূখ্যমন্ত্রীর আসল রূপ বেড়িয়ে পড়ল বলেই তার বক্তব্য।

আরও পড়ুনঃ দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা, বললেন মমতার মন্ত্রী মলয় ঘটক

মমতা প্রতারিতদের সঙ্গে নেই। যারা প্রতারনার সঙ্গে যুক্ত তাদের সঙ্গেই আছেন তা মানুষ বুঝতে পেরেছে বলে মত কৈলাশ বিজয়বর্গীয়র। সেই কারনেই মানুষের ক্ষোভ জন্মেছে মূখ্যমন্ত্রীর ওপর। আর এটাই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির জয়ী হওয়ার সুগম পথ। তাই রাজ্য থেকে তৃণমূল সাফ হয়ে যাবে আর বিজেপি অধিকাংশ আসনেই জয়ী হবে বলে মত কৈলাশ বিজয়বর্গীয়র। পাশাপাশি দার্জিলিং লোকাসভা আসনেও তৃতীয়বার জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস
আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার
আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের https://thenewsbangla.com/kolkata-police-commissioner-will-regret-if-he-thinks-to-destroy-the-scam-evidence-warned-by-supreme-court/ Mon, 04 Feb 2019 06:47:54 +0000 https://www.thenewsbangla.com/?p=6357 সারদা চিটফান্ড মামলায় তথ্য প্রমাণ নষ্টের কোন প্রমাণ পেলে কলকাতার পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পরিস্কার জানিয়ে দেন, ‘তথ্য লোপাট তো দূরের কথা, রাজীব কুমার স্বপ্নেও তা ভাবলে তাঁকে এমন শিক্ষা দেওয়া হবে যে তাঁকে সারাজীবন পস্তাতে হবে।

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে।

আরও পড়ুনঃ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের

সিবিআইয়ের তরফে দেশের শীর্ষ আদালতে জানানো হয়েছে যে, রবিবার কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে গিয়ে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকদের। যেটা সাংবিধানিক সংকট সৃষ্টির সমান।

এমনকি কলকাতায় সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে রবিবার তাঁর দফতরেই বন্দি করে কলকাতা পুলিশের বাহিনী। যেটাও অবিশ্বাস্য একটা ব্যপার। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের দফতর থেকে পুলিশি ঘেরাও মুক্ত করতে হয়।

এদিন শীর্ষ আদালতে তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করেছে সিবিআই। তাদের দাবি, অবিলম্বে সেই সমস্ত তথ্যপ্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। সিবিআইয়ের আরও প্রশ্ন, কী করে একটি রাজনৈতিক দলের সঙ্গে ধর্নায় বসতে পারেন কেন্দ্রীয় পুলিশ আধিকারিকরা?

আরও পড়ুনঃ বুদ্ধে সৌজন্য কিন্তু মোদী যোগীতে অনুমতি নেই, শত্রু পাল্টেছে মমতার

এদিন সিবিআইয়ের তরফে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানানো হয়, কলকাতার পুলিশ কমিশনারকে চিটফান্ড কাণ্ডের তদন্তে একাধিকবার তলব করা হলেও তিনি সাড়া দেননি। উলটে তদন্তে অসহযোগিতা ও বাধা সৃষ্টি করেছেন তিনি। কোন তথ্যপ্রমাণ সিবিআই এর হাতে তুলে দিচ্ছেন না তিনি। তিনি সেই সব তথ্যপ্রমাণ নষ্ট করে দিতে পারেন বলেই আশঙ্কা প্রকাশ করা হয় সিবিআই এর তরফ থেকে।

সিবিআইয়ের আবেদন গ্রহণ করে ও তাঁদের আশঙ্কার কথা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “যদি কলকাতার পুলিশ কমিশনার স্বপ্নেও তথ্যপ্রমাণ নষ্টের কল্পনা করে থাকেন তাহলে তার প্রমাণ আদালতের সামনে পেশ করুন। তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে তিনি সারা জীবন পস্তাবেন”।

মঙ্গলবার বেলা ১০.৩০ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে এই মামলার শুনানি হবে। ইতিমধ্যেই কলকাতা থেকে ডিএসপি পদমর্যাদার এক সিবিআই অফিসার সমস্ত প্রমাণ ও গতকালের সব ফুটেজ নিয়ে দিল্লি রওনা দিয়েছেন।

]]>