Kolkata Metro – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 29 Jun 2019 10:29:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kolkata Metro – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাল্টাচ্ছে মেট্রো রেলের সময়, কলকাতা মেট্রোয় বাড়ছে ট্রেনের সংখ্যা https://thenewsbangla.com/kolkata-metro-service-time-change-increase-number-of-train-from-july/ Sat, 29 Jun 2019 09:11:48 +0000 https://www.thenewsbangla.com/?p=14703 জুলাইয়ের প্রথম দিন থেকেই; পরিবর্তন হচ্ছে মেট্রো রেল পরিষেবার। শনি ও রবিবারে; অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনেও বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। পরিবর্তন ঘটবে ট্রেন চলাচল সময়ের। ট্রেন সংখ্যা বাড়াছে; দমদম ও নোয়াপাড়া স্টেশনের মধ্যেও।

মেট্রোরেল কর্তৃপক্ষ থেকে; নতুন সার্কুলার জারি করে জানানো হয়েছে এই খবর। ১ জুলাই থেকে, শনিবার মেট্রো ট্রেন চলবে ২৩৬টি ও রবিবার চলবে ১২৪টি। অর্থাৎ সপ্তাহান্তে ২৬টি ট্রেন বাড়বে। বাকি দিনগুলিতে বাড়ানো হচ্ছে ৩টি করে ট্রেন।

আরও পড়ুনঃ ফ্যাসিবাদে আক্রান্ত দেশ, প্রথম ভাষণেই মোদীকে কটাক্ষ মহুয়ার

ররিবার মেট্রো পরিষেবা শুরু হবে; সকাল ৯:৫০-এর বদলে ৯টাতেই। সপ্তাহের প্রথম ৫দিন; দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে; রাত ৯:৩৯ এর বদলে রাত ১০:১৪ তে। শনি ও রবিবার দমদমের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০:১৮।

আরও পড়ুনঃ মুসলিম স্কুলে খাবার ঘর, বিতর্কের জেরে সার্কুলার প্রত্যাহার করে নিলেন মমতা

এখন সোম থেকে শুক্রবার; কলকাতা মেট্রোয় আপ ও ডাউন মিলিয়ে রোজ ২৮৪টি ট্রেন চলে। শনিবার ২২৪টি ও রবিবার চলে ১১০টি ট্রেন। ১ জুলাই থেকে দমদম ও নোয়াপাড়ার মধ্যে; শনিবার বাড়ানো হবে ৬টি ট্রেন এবং রবিবারে বাড়ানো হবে ৭টি ট্রেন।

আরও পড়ুনঃ মহিলা বক্সারকে হেনস্থা, ফেসবুক পোস্ট দেখেই এক ঘন্টার মধ্যে গ্রেফতার তিন অভিযুক্ত

কলকাতা মেট্রোর অপারেশনস বিভাগের এক কর্তা জানিয়েছেন; সপ্তাহে সোম থেকে শুক্রবার, রোজ কলকাতা মেট্রোয় গড়ে প্রায় ৬ লক্ষ ৫৭ হাজার যাত্রী ওঠেন। আবার শনি ও রবিবার যাত্রীদের সংখ্যা গড়ে থাকে যথাক্রমে প্রায় ৫ লক্ষ ৮৯ হাজার ও ২ লক্ষ ৮৯ হাজার।

কিন্তু শনি ও রবিবার এক-একটি ট্রেনে যাত্রীদের গড় সংখ্যা; সপ্তাহের অন্যান্য দিনে এক-একটি ট্রেনের তুলনায় বেশি থাকে। এই অঙ্কের কথা মাথায় রেখে সপ্তাহ শেষে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোর।

]]>
আরও তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে দিতে বাড়ছে কলকাতা মেট্রোর গতি https://thenewsbangla.com/kolkata-metro-to-run-in-full-fledge-as-there-is-no-speed-limit-anymore/ Wed, 13 Mar 2019 07:37:37 +0000 https://www.thenewsbangla.com/?p=8259 উঠে যাচ্ছে স্পিড লিমিট। আবার স্বাভাবিক গতিতে চলবে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো বেশ কয়েকদিন ধরেই ধীর গতিতে চলছিল। চাঁদনী চৌক থেকে পার্ক স্ট্রিট স্টেশন অবধি খুব আস্তে চলাচল করছিল মেট্রো। তবে, সেই গতির লিমিট আর থাকবে না আগামী বৃহস্পতিবার থেকে। আরও তাড়াতাড়ি মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে বাড়ছে কলকাতা মেট্রোর গতি।

মেট্রোর গতি কম করে দেওয়া হয় ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ থেকে। পূর্ব-পশ্চিম মেট্রো প্রজেক্টের জন্যে দুটো বিশাল টানেল বোরিং মেশিন (টিবিএম) কাজ করছিল এসপ্লেনেড এলাকায়। স্টেশনের মাত্র ৮মিটার নিচে কাজ করছিল এই মেশিনগুলো। সাবধানতা বজায় রাখতে এই জায়গায় মেট্রোর গতি সীমাবদ্ধ করে দেওয়া হয়। ধীর গতিতে ট্রেন চলাচল করার কারণে ১৬টা ট্রেন ক্যান্সেল করা হচ্ছিল প্রত্যেক দিন।

প্রথম মেশিন, চন্ডী, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এসপ্লেনেড এলাকার ৩০ মিটার অতিক্রম করে ফেলেছিল। আরও একটা মেশিন, উর্বী, এসপ্লেনেড এলাকা পার করেছে গত সোমবার। এই এলাকা থেকে অনেকটা দূরে চলে যাওয়ায়ে টিবিএম এর কম্পন আর কোনো ভাবেই মেট্রো চলাচলে অসুবিধা সৃষ্টি করবে না। তাই বৃহস্পতিবার থেকে স্বাভাবিক ভাবে মেট্রো চলাচল করবে।

সাধারণত মেট্রো ২৫ কিমি পার ঘন্টা গতিতে চলাচল করে। পূর্ব-পশ্চিম মেট্রো প্রজেক্টের কারণে এসপ্লেনেড এলাকায়ে মেট্রো চলছিল ১০ কিমি পার ঘন্টায়। যে বাড়তি সময়টা লাগছিল, তার জন্যে প্রায় ১৬টা ট্রেন বাতিল করা হতো প্রত্যেক দিন।

দমদম থেকে নিউ গড়িয়া স্টেশন অবধি মেট্রোতে সময় লাগতো ৪৯ মিনিট কিন্তু বাড়তি সময়ের জন্য দমদম থেকে নিউ গড়িয়া যেতে লাগে ৫২ মিনিট। মেট্রো চলাচল স্বাভাবিক হলে, আবার আগের সময়েই যাত্রা সম্ভব হবে। ট্রেনের সংখ্যাও বাড়বে। এই গতিও বাড়াবার প্রস্তাব আনা হয়েছে।

তবে, এখনই ৩০০টা ট্রেন প্রত্যেকদিন চলবে না। ট্রেন চলাচলের অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে বলে জানিয়েছেন একজন মেট্রো রেল আধিকারিক।

এর আগেও, নভেম্বর মাসে পূর্ব পশ্চিম মেট্রোর জন্য একটা সরু রাস্তা তৈরি করা হচ্ছিল। তখনও মেট্রো রেল চলাচলে একই রকম ভাবে গতি সীমাবদ্ধ করা হয়। তবে পূর্ব পশ্চিম মেট্রো প্রজেক্টের কারনে প্রত্যেকদিন ট্রেন চলাচলে আর কোন রকম সমস্যা হবে না বলেই ধরা হচ্ছে।

]]>
সেই খারাপ এসি মেট্রো চালিয়ে ফের যাত্রীদের দুর্ভোগে ফেলল কলকাতা মেট্রো https://thenewsbangla.com/kolkata-metro-continues-with-the-bad-ac-metro-wreck-caused-the-passengers-to-suffer/ Wed, 13 Feb 2019 09:48:13 +0000 https://www.thenewsbangla.com/?p=6771 আবারও মেট্রো বিভ্রাট। নিত্যদিনের সঙ্গী মেট্রো বিভ্রাট। যেন খুব স্বাভাবিক ঘটনা। এবার ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। দমদম স্টেশন থেকে বেলগাছিয়া যাবার পথে থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে টানেলেই আটকে যায় মেট্রো। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অনেক্ষন অপেক্ষা করার পর মেট্রো রেক থেকে নেমে হাঁটতে থাকেন যাত্রীরা। বেলগাছিয়া থেকে দমদম স্টেশন পর্যন্ত হেঁটেই যান যাত্রীরা। বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।

আরও পড়ুনঃ সংসদে ক্যাগ রিপোর্ট, কংগ্রেসের চেয়ে সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার

জানা গিয়েছে, এদিন বেলা ১টা থেকে বন্ধ হয়ে যায় মেট্রো। ১টা নাগাদ দমদম স্টেশন থেকে বেলগাছিয়া যাবার পথে টানেলেই আটকে যায় একটি মেট্রো। দমদম স্টেশন ছেড়ে রওনা দিয়েছিল মেট্রোটি। বেলগাছিয়া স্টেশনের আগেই বন্ধ হয়ে দাঁড়িয়ে যায় মেট্রোটি। থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের পিছনের দরজা খুলে দমদম এর উদ্দেশ্যে হেঁটেই রওনা করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ

মেট্রোটি খালি করে দেওয়া হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যহত হয়। পরে মেট্রোর তরফ থেকে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির জন্যই এই ঘটনা ঘটেছে। মেট্রোর তরফে জানান হয়েছে, “যান্ত্রিক ত্রুতির কারণেই থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এটা খুব স্বাভাবিক ঘটনা। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে”।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

এদিকে বারবার যান্ত্রিক ত্রুতির কারণে মেট্রো মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ হন যাত্রীরা। অনেকেই গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন, তাদের ফের হেঁটে হেঁটে সময় নষ্ট করে দমদমে ফিরতে হয়। এই কারণেই প্রচণ্ড চটেছেন যাত্রীরা। বারবার কেন মেট্রো বিভ্রাট? উঠছে প্রশ্ন। তারপরেই যাত্রীরা জানতে পারেন, ময়দানে খারাপ হয়ে রেকটাই চালিয়ে তাদের বিপদে ফেলেছে মেট্রো কর্তৃপক্ষ। এরপরেই ক্ষোভ বাড়ে।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

এদিকে জানা গেছে কিছুদিন আগেই ময়দানে যে মেট্রোটি খারাপ হয়ে যাত্রীদের প্রাণ সংশয় ঘটিয়েছিল, আহত হয়েছিলেন অনেকেই, সেই মেট্রোটিই এদিন খারাপ হয়ে যায়। জানা গেছে দমদম স্টেশন ছাড়তেই খারাপ হয়ে দাঁড়িয়ে যায় সেই মেট্রো রেকটি। বলা যায়, খারাপ রেক চালিয়ে জেনে বুঝে ফের মানুষকে বিপদে ফেলল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

শেষ খবর পাওয়া পর্যন্ত নর্থে গিরীশ পার্ক অব্দি চলছে মেট্রো। দুপুর ৩.১৫ পর্যন্ত দমদম থেকে স্বাভাবিক হয়নি মেট্রো চলাচল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভিড়ে ঠাসা কলকাতা মেট্রোতে আগুন ও ধোঁয়া, অসুস্থ বহু https://thenewsbangla.com/busy-kolkata-metro-caught-fire-and-smoke-many-are-sick-and-wounded/ Thu, 27 Dec 2018 12:07:02 +0000 https://www.thenewsbangla.com/?p=4805 The News বাংলা, কলকাতাঃ কলকাতা মেট্রোতে আগুন। মেট্রো টানেলের মধ্যেই থমকে দাঁড়াল মেট্রো। আগুন ও ধোঁয়ায়, অসুস্থ বহু। রবীন্দ্র সদন থেকে ছেড়ে ময়দান স্টেশন ঢোকার ঠিক আগেই আগুন লেগে দাঁড়িয়ে যায় একটি এসি ট্রেন। এমনটাই জানা গেছে। ময়দান স্টেশনের টানেলের মুখেই আগুনের ফুলকি দেখা যায় একটি এসি মেট্রোর একটি কামড়া থেকে। ধোঁয়ায় ভরে যায় পুরো ট্রেন। এই মুহূর্তে সব যাত্রীদের টানেল দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে ময়দান স্টেশনে আনা হচ্ছে। আহত প্রায় ৫০ জন।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

ধোঁয়ার কটু গন্ধে অসুস্থ হয়ে পরেন অনেকেই। অফিস ছুটির সময় হওয়ায় ভিড়ে ঠাসা ছিল এসি মেট্রোটি, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। টানেলের মধ্যে ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই ধোঁয়ার কষ্ট সহ্য করতে না পেরে এসি মেট্রোর জানলা ভাঙতে চেষ্টা করেন। তাতেও বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে। শেষ পর্যন্ত জানলার কাচ ভেঙে আগুনের ধোঁয়া থেকে মুক্তি পান যাত্রীরা।

ভিড়ে ঠাসা কলকাতা মেট্রোতে আগুন ও ধোঁয়া, অসুস্থ বহু/The News বাংলা
ভিড়ে ঠাসা কলকাতা মেট্রোতে আগুন ও ধোঁয়া, অসুস্থ বহু/The News বাংলা

টানেলেই দাঁড়িয়ে পড়ায় এবং থার্ড লাইনে ইলেকট্রিক থাকার ভয়ে নামতেও পারেন নি যাত্রীরা। ধোঁয়ার গন্ধে অসুস্থ হয়ে পড়েন অনেক যাত্রী। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা। ফলে অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। এই মুহূর্তে দমকল বাহিনী সব যাত্রীকে ওই ট্রেন থেকে নামিয়ে আনছেন। আধ ঘণ্টা পর টানেল দিয়ে হাঁটিয়ে যাত্রীদের নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন: EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

স্টেশনে এসেই কলকাতা মেট্রোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা। প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। এক ঘণ্টা ধোঁয়ার মধ্যে আটকে ছিলেন যাত্রীরা, এমনটাই অভিযোগ যাত্রীদের। বেশ কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। ৪০ জন যাত্রীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক জন শিশু ও মহিলা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

এসি জানলার কাচ ভাঙতে গিয়েও আহত হয়েছেন অনেকেই। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার এই মুহূর্তে ঘটনাস্থল ঘুরে দেখছেন। দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যাচ্ছেন। অসংখ্য মানুষ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। পাবলিক অ্যাড্রেস সিস্টেম এ কোন কিছু ঘোষণা করা হয়নি বলেই যাত্রীদের অভিযোগ।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

অভিশপ্ত মেট্রোর কোচ থেকে বারবার মেট্রো কর্তৃপক্ষকে ফোন করলেও কোন উত্তর পাওয়া যায় নি বলেই অভিযোগ। স্টেশনে এসেই মেট্রো কর্তৃপক্ষর উপর নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা। উদ্ধার কাজ শুরু করতে আধ ঘণ্টা কেন লাগল? প্রশ্ন সবার।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

এই মুহূর্তে মেট্রো পরিষেবা ব্যহত। নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ ও সেন্ট্রাল থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলছে। মেট্রো কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে অনেক দেরি করেছে বলেই যাত্রীদের প্রত্যেকের অভিযোগ। তবে যাত্রীদের অভিযোগ মানতে চান নি মেট্রো কর্তৃপক্ষ। এদিকে এসএসকেএম হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে আসা হয়েছে প্রায় ৫০ জনকে।

আরও পড়ুনঃ ‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ

ঘটনাস্থল ঘুরে দেখে দমকল আধিকারিকরা জানিয়েছেন, থার্ড লাইন যেখান থেকে ইলেকট্রিক আসে সেখানেই আগুন লাগে। তবে যাত্রীরা বলেছেন যতীন দাস মেট্রো স্টেশন থেকেই আগুনের ফুলকি দেখা যায়। তারপরেই ধোঁয়ায় ভরে যায় মেট্রোর দুটি কোচ। জানলার কাচ ভেঙে নামতে গিয়েও অনেকে আহত হয়েছেন।

একজনের পায়ের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের এমারজেন্সি বিভাগে এসেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি আহত ও অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা খুঁটিয়ে দেখছেন।

]]>