Kolkata International Film Festival – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 17 Nov 2018 14:20:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kolkata International Film Festival – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মুখ্যমন্ত্রী মমতাকে ‘নিম্নরুচির মহিলা’ বলে বিতর্কে তসলিমা https://thenewsbangla.com/taslima-is-in-the-debate-as-she-called-chief-minister-mamata-is-a-woman-of-no-benevolence/ Sat, 17 Nov 2018 09:53:43 +0000 https://www.thenewsbangla.com/?p=2567 The News বাংলা, কলকাতা: বাংলার পর এবার বাংলাদেশ। পরিচালক অনীক দত্তের পর এবার চলচ্চিত্র উৎসবে প্রচার নিয়ে মুখ খুললেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বত্র মমতার কাট আউট লাগানো নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রুচি নিয়েই কটাক্ষ করলেন তসলিমা।

The News বাংলা
The News বাংলা

সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কিছুদিন আগেই যে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানকে ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।

The News বাংলা
The News বাংলা

উদ্বোধনী অনুষ্ঠানের আগে থেকেই সমগ্র নন্দন চত্বর জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স, ব্যানারে ছেয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যার যৌক্তিকতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন পরিচালক অনীক দত্ত। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ না করলেও কটাক্ষের সুরে তিনি বলেছেন, যাঁর ছবিতে নন্দন ছেয়ে আছে, এই অনুষ্ঠান যেন তাঁর একার!

আরও পড়ুনঃ ‘কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’ তুমি কার ?

আর এবার এই বিষয়ে বলতে গিয়ে বেশকিছু বিতর্কিত মন্তব্য করলেন লেখিকা তসলিমা নাসরিন৷ তসলিমা তাঁর ফেসবুক একাউন্টে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা রুচিহীন, সে ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন।

The News বাংলা
The News বাংলা

এই ব্যপারে তুলনা করতে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যকেও তিনি টেনে আনেন। তাঁর মতে, বুদ্ধদেব বোকা ও বুদ্ধু হলেও রুচিবোধে মমতার থেকে কয়েক কদম এগিয়ে ছিলেন। যদিও তাঁকে কলকাতা ছাড়া করার জন্য বুদ্ধদেবকে ‘শয়তান’ বলে বিঁধতেও ছাড়েননি তসলিমা৷

আরও পড়ুন: ‘আন্তর্জাতিক’ ফিল্ম ফেস্টিভ্যালে কাউন্সিলরের ‘বিজ্ঞাপন’, বিক্ষোভে মুখ পুড়ল বাংলার

তিনি আরও উল্লেখ করেন, একটি চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণ জুড়ে মমতার ছবি ছেয়ে দেওয়া মুখ্যমন্ত্রীর ‘রুচিহীনতার পরিচয়’। কটাক্ষের সুরে তিনি বলেন, কলকাতায় অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী সবই এখন মমতাময় হয়ে উঠেছে, যেন উৎসবের নামে পালিত হচ্ছে মমতা জয়ন্তী।

Image Source: Google

যদিও তসলিমা এর দায় অনেকটাই চাপিয়েছেন পশ্চিমবঙ্গের প্রগতিশীল মানুষের ওপর। তাঁর বক্তব্য, ‘প্রগতিশীল’ ট্যাগ লাগিয়ে তারা একটা ঝঞ্ঝাট বিহীন জীবনের আশায়। অনেক কিছু পাওয়ার আশায় এই সকল অনাসৃষ্টি দেখেও চুপ থাকেন। আর লোভের জন্যে এই চুপ করে থাকার ফলেই পশ্চিমবঙ্গের চেহারা চরিত্র প্রতিনিয়ত বদলে যাচ্ছে।

The News বাংলা
The News বাংলা

এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলার বুদ্ধিজীবীদেরই তুলধুনা করলেন তসলিমা, বলে মনে করছেন অনেকেই। পরিচালক অনীক দত্তের মন্তব্যের পর এমনিতেই রাজ্য সরগরম। তারপর আবার তসলিমা সেই আগুনে ঘৃতাহুতি দিলেন বলেই মনে করছেন বাংলার বুদ্ধিজীবী মহল। এখন দেখার কথা এই বিতর্ক কোথায় গিয়ে থামে।

]]>
‘আন্তর্জাতিক’ ফিল্ম ফেস্টিভ্যালে কাউন্সিলরের ‘বিজ্ঞাপন’, বিক্ষোভে মুখ পুড়ল বাংলার https://thenewsbangla.com/councilors-mamata-advertisement-at-the-international-film-festival-protests-at-nandan/ Wed, 14 Nov 2018 13:03:58 +0000 https://www.thenewsbangla.com/?p=2374 The News বাংলা, Exclusive: নামেই কলকাতা ‘আন্তর্জাতিক’ ফিল্ম ফেস্টিভ্যাল। মমতা ব্যানার্জীর নাম প্রচারের হাতিয়ার হিসেবে এই ফিল্ম ফেস্টিভ্যালকেই বেছে নেওয়া হয়েছে বলেই সবার অভিযোগ। আর, সেই অভিযোগে শিলমোহর পড়ল বুধবার সন্ধ্যায়।

শর্ট ফিল্ম এর নামে মমতা ব্যানার্জীর বিজ্ঞাপন দেখানোয় তুমুল বিক্ষোভ নন্দন জুড়ে। ফিল্ম বয়কট করে বেরিয়ে গেলেন দর্শকরা। ঘটনায় বেজায় ক্ষুব্ধ দর্শক থেকে পরিচালক থেকে বাংলা ফিল্মের সঙ্গে যুক্ত সবাই।

এমনিতেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে নন্দনের চারপাশে মমতার কাট আউট। সেই নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন সিনেমার সঙ্গে যুক্ত মানুষরা। তারপর, বুধবার সন্ধ্যায় যা হল, তাতে মানুষের হাসির কারন হয়ে দাঁড়িয়েছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল।

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিবারই কিছু ভালো ও আলাদা রকমের শর্ট ফিল্ম দেখানো হয়। জমা পড়া অনেক শর্ট ফিল্মের মধ্যে রীতিমতো বাছাই করে নেওয়া হয় শর্ট ফিল্ম। অনেকেই সুযোগ পান না।

আরও পড়ুনঃ অনেক চমক নিয়ে ২৪ তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু

বুধবার সন্ধ্যায় ৫ টি শর্ট ফিল্ম দেখানোর কথা ছিল। অসাধারণ কিছু শর্ট ফিল্ম প্রতি বছরই দেখানো হয়। তাই এদিনও শর্ট ফিল্ম দেখতে নন্দন হাউস ফুল হয়ে যায়। আর তারপরেই ‘হাউস ফুল’ দর্শকদের ‘এপ্রিল ফুল’ করে দেন উদ্যোক্তারা বা বকলমে রাজ্য সরকার।

অভিযোগ, শর্ট ফিল্মের নামে প্রচার/The News বাংলা

এদিন প্রথম যে ফিল্মটি দেখানো শুরু হয় তার নাম ‘মা’। পরিচালক হাওড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মল্লিকা রায় চৌধুরী। আর ৫ মিনিট পরেই ফিল্ম ফেস্টিভ্যালে শুরু হয় দর্শক বিক্ষোভ।

কারণ, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে শর্ট ফিল্মের নামে শুরু হয় মমতার প্রচার, এমনটাই অভিযোগ দর্শকদের। ‘মা’ শর্ট ফিল্মটি আর কিছুই না, মমতা ব্যানার্জী ও তৃনমুল সরকারের বিজ্ঞাপন। মমতা ব্যানার্জিকে সারদা মা, নিবেদিতা ও মাদার টেরেসার পরে বাংলার একমাত্র উদ্ধারকারী বলে ফিল্ম শুরু হয়।

আরও পড়ুনঃ ‘কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’ তুমি কার ?

কন্যাশ্রী থেকে শুরু করে হাওড়ায় তাঁর ওয়ার্ডে ওই কাউন্সিলর কি কি কাজ করেছেন সেটাও দেখানো শুরু হতেই ক্ষেপে যান দর্শকরা। তুমুল বিক্ষোভ শুরু হয় নন্দনে। বেশির ভাগ দর্শক ফিল্ম না দেখে হল থেকে বেরিয়ে যান।

নন্দনে হল থেকে বেরিয়ে যাচ্ছেন দর্শকরা/The News বাংলা

এরপর নম নম করে শেষ হয় মমতার প্রচার করা ওই শর্ট ফিল্মের নামে বিজ্ঞাপনটি। শেষ হবার পর ক্ষুব্ধ দর্শকরা আবার হলে ফিরে যান।

অসংখ্য ভাল শর্ট ফিল্ম যেখানে সুযোগ পায় না, সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের ও বিশেষ করে একজন রাজনৈতিক নেতার প্রচার কি করে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সুযোগ পায়? উঠেছে প্রশ্ন। এই নিয়ে উদ্যোক্তাদের কোন বক্তব্য এখনও পাওয়া যায় নি।

আরও পড়ুনঃ আমার আপনার ‘অসুখ’ নিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ‘অসুখওয়ালা’

এদিন কলকাতা ‘আন্তর্জাতিক’ ফিল্ম ফেস্টিভ্যালে শর্ট ফিল্ম দেখতে নন্দনে হাজির ছিলেন বিদেশি দর্শকরাও। তাদের কাছে এদিন রাজ্য ও রাজ্য সরকারের যে বিজ্ঞাপন গেল, সেটা মোটেই সম্মানজনক নয়। তোষামোদ করে যাঁরা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার নাম ডোবালেন, তাদের কি শাস্তি হবে? প্রশ্ন কিন্তু উঠছে।

]]>
‘কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’ তুমি কার ? https://thenewsbangla.com/kolkata-international-film-festival-who-are-you-bengali-movie-only-her/ Mon, 12 Nov 2018 14:47:56 +0000 https://www.thenewsbangla.com/?p=2253 The News বাংলা, কলকাতা: প্ৰশ্নটা অদ্ভুত, তাই না? সত্যি তো, ফিল্ম ফেস্টিভ্যাল কার? বাংলা সিনেমার? বাংলার সিনেমা প্রেমিকদের? না, শুধুই ‘তাঁর’? প্ৰশ্নটা কিন্তু উঠছে, সাড়ম্বরে উঠে গেছে।

ভোটের সময়ও ‘তাঁর’ এত হাসিমুখ দেখা যায় না! মেলা, সংস্কৃতি বা জেলা সফরেও ‘তাঁর’ এত ছবি দেখা যায় না! যত হাসিমুখ আর বড় বড় কাট আউট এখন দেখা যাচ্ছে নন্দন চত্বর ছাড়িয়ে গোটা কলকাতা জুড়ে।

Image Source: Google

দমদম, রাজারহাট, নিউটাউন, সল্ট লেক থেকে শুরু করে টালিগঞ্জ, সোনারপুর, হরিদেবপুর, বেহালা গোটা কলকাতা জুড়ে ফিল্ম ফেস্টিভ্যালের পোস্টার। সঙ্গে অবশ্যই ‘তাঁর’ হাসিমুখ। শুধু কলকাতা নয়, হাওড়া হয়ে চুঁচুড়া, চন্দননগর হয়ে ব্যান্ডেল পর্যন্ত পৌঁছে গেছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আর ‘তাঁর’ হাসিমুখের পোস্টার।

আরও পড়ুন: লাইফ বিয়ন্ড ডেথ’, কী ভাবে জানবেন মৃত্যুর পর কী

ঠিক যেমন, বিশ্বের দরবারে বাঙালির দুর্গাপুজোকে তুলে ধরতে ‘তাঁর’ হাসিমুখের কার্নিভ্যাল দেখেছিল গোটা বাংলা। সব পুজো কমিটির শুরুর গাড়িতেই ছিল ‘তাঁরই’ হাসিমুখের কাট আউট। ঠিক তেমনই, আবার ‘তাঁর’ কাট আউট, ব্যানার ও পোস্টার গোটা কলকাতা জুড়ে।

The News বাংলা

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মুখ যে ‘তিনি’ই। কোন ফিল্ম, কোন পরিচালক বা প্রযোজক বা কোন অভিনেতা-অভিনেত্রী নন, ‘তিনি’ই রাজ্যের সব ইভেন্টের ব্র্যান্ড। তাই নন্দন চত্বরে শুধু তিনিই তিনি। বাংলা বা ভারতীয় ফিল্মের কেউই সেখানে নেই।

দুঃখের বিষয় এটাই যে, ‘তাঁর’ এই হাসিমুখ ‘তাঁর’ অনেক কিছু ভালো জিনিসও চাপা দিয়ে দিচ্ছে। সেটা ‘তিনি’ বুঝতেও পারছেন না। আর ‘তাঁর’ ‘তোষামোদী চামচারা’ ‘তাঁকে’ ভুল ধরিয়ে দেবার সাহসও রাখেন না।

আরও পড়ুন: সনাতন হিন্দু ধর্মকে ছোট করার চেষ্টা সফল হবে না

নন্দনের বাঁধা ধরার জীবন থেকে এক ঝটকায় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে বের করে আনার কৃতিত্বও যে ‘তাঁর’ই। তাঁর ‘পূর্বাধিকারী’র অল্প সংখ্যক অনুরাগী ও ‘অনুগত’ লোকজনকে নিয়ে ‘৩৪ বছর আমলে’র বদ্ধ চিন্তাধারা থেকে এই ফেস্টিভ্যালকে মুক্তি দিয়েছেন ‘তিনি’ই।

Image Source: Google

ঠিক যেমন, রেড রোডে দুর্গা পূজার কার্নিভ্যাল তাঁরই মস্তিস্ক প্রসূত। বাঙালির সেরা উৎসবকে ভারতের দরবারে ও বিশ্বের আঙিনায় পৌঁছে দেবার জন্য ‘তাঁর’ চিন্তাধারা অসাধারণ, প্রশংসার যোগ্য। কিন্তু, শেষ পর্যন্ত সর্বত্র ‘তাঁর’ হাসিমুখের কাট আউট ‘তাঁর’ ভাবনা-চিন্তা-প্রয়োগের পুরোটাই কেটে গঙ্গার জলে বিসর্জন দিয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যা ও তারপরের গণহত্যার না জানা সত্যি

ঠিক তেমনই, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় করতে, সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে ‘তাঁর’ উদ্যোগের প্রশংসা, যত করা যায় ততটাই কম।

এক বছর আগে থেকেই জোর জবরদস্তি অমিতাভ বচ্চনের ডেট নিয়ে রাখা ভারতের আর কোন মুখ্যমন্ত্রীর পক্ষে কল্পনা করাও সাধ্যাতীত। একমাত্র ‘তিনিই’ পারেন কলকাতার মেয়রকে ঠেলে জলে ফেলে দিতে আর শাহরুখ খানকে ভাই বানিয়ে তুই-তোকারি করতে।

Image Source: Google

কিন্তু ওই যে বলে, এক বালতি দুধে একফোঁটা চোনা। আর ‘তাঁর’ ক্ষেত্রে পুরোটাই চোনা। কে বোঝাবে ‘তাঁকে’, নিজের হাসি মুখের ছবির বদলে বাংলা তথা ভারতীয় ফিল্ম, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের ছবি দেওয়াটাই ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষে দৃষ্টিগ্রাহ্য।

কে বলবে ‘তাঁকে’, কার্নিভালের মাধ্যমে বাংলার পুজোকে বিশ্বের দরবারে তুলে আনতে গেলে সর্বত্রই ‘তাঁর’ মুখ বসানোর স্বভাব ত্যাগ করতে হবে। কার্নিভ্যালকে ভোট প্রচারের আওতা থেকে বাদ দিতে হবে। নিজের হাসি মুখ কমাতে না পারলে এই কার্নিভ্যাল বাংলার মধ্যেই আবদ্ধ থাকবে।

আরও পড়ুন: অনেক চমক নিয়ে ২৪ তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু

ঠিক তেমনই, ফিল্ম ফেস্টিভ্যালে সর্বত্রই নিজের মুখ না দেখিয়ে ফিল্ম সংক্রান্ত বিষয় নিয়ে পোস্টারে ছবি থাকাটাই বাঞ্ছনীয়, বলছেন ফিল্মের সঙ্গে যুক্ত মানুষরা। না হলে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল নামেই আন্তর্জাতিক থেকে যাবে, কাজে নয়।

The News বাংলা

‘তাঁর’ ‘পূর্বাধিকারী’ নন্দনকে কুক্ষিগত রেখেছিলেন বলে বারবার অভিযোগ করেন ‘তিনি’ই। কার্যক্ষেত্রে ‘তিনি’ও কি তাই করছেন না? হিসাব করে দেখা গেছে শুধু নন্দন চত্বরেই তাঁর ৫০০র বেশি হাসিমুখের ছবি আছে। সর্বত্র ‘তাঁর’ হাসিমুখ, হাস্যকর করে দিচ্ছে সব ইভেন্টকেই। কে বলবে ‘তাঁকে’, কুক্ষিগত করে রাখার যে সমালোচনা ‘তিনি’ হামেশাই করেন, এটাও সেই একই। মুদ্রার এপিঠ আর ওপিঠ। কোন তফাৎ নেই।

Image Source: Google

তাই তো প্রশ্ন ওঠে কার্নিভ্যাল তুমি কার? প্ৰশ্ন ওঠে, ফিল্ম ফেস্টিভ্যাল তুমি কার? যুব বিশ্বকাপ তুমি কার? দুর্গা পুজো তুমি কার? ‘তাঁর’ হাসিমুখের পোস্টার বানাতে জনগণের টাকা খরচের কার্পণ্য করে না রাজ্যের প্রায় পুরসভার মাথায় বসে থাকা ‘তাঁর’ই ভাইরা।

Image Source: Google

আপনার আমার ট্যাক্সের টাকায় সরকারি কোষাগারের ‘হাত উপুর’ করা খেলায়, মেলা থেকে রাজ্যের উন্নয়ন, এই পর্যন্তই ‘তাঁর’ হাসিমুখের বিজ্ঞাপন থাকা উচিত ছিল। সেটা হলেও সীমারেখার মধ্যেই থাকত বলে মনে করা হত।

আরও পড়ুন: আমার আপনার ‘অসুখ’ নিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ‘অসুখওয়ালা’

কিন্তু, যুব বিশ্বকাপ থেকে দুর্গা পুজো, কার্নিভ্যাল থেকে ফিল্ম ফেস্টিভ্যাল, এখানেও ‘তাঁর’ হাস্যকর হাসিমুখ এবার মেনে নিতে কষ্ট হচ্ছে আম বাঙালির। সর্বত্র ‘তাঁর’ হাসিমুখের ছবি কিন্তু এবার বিরক্তির উদ্রেক ঘটিয়ে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। ‘সর্বঘাটে কাঁঠালি কলা’র মত ‘তাঁর’ হাসিমুখ নিয়ে এবার প্রশ্ন কিন্তু উঠছে।

Image Source: Google

বিশেষ দ্রষ্টব্যঃ সব চরিত্র চিনতে পারলে আপনি ঠিক রাস্তায় আছেন। আর না পারলেও, আপনি ঠিক রাস্তাতেই আছেন।

]]>
অনেক চমক নিয়ে ২৪ তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু https://thenewsbangla.com/the-24th-kolkata-international-film-festival-started-with-many-surprises/ Sat, 10 Nov 2018 17:30:53 +0000 https://www.thenewsbangla.com/?p=2138 The News বাংলা, কলকাতা: শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল সহ অনেকেই। ছিলেন বাংলা ফিল্ম ও টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীরাও।

চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে শনিবার দুপুরেই শহরে এসে পৌঁছান অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। বিমানবন্দরে তাঁদের দেখতে ছিল অনুরাগীদের ভিড়। তাঁদের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় এই দুই সুপারস্টারকে। অমিতাভ, শাহরুখ ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ছিলেন জয়া বচ্চন, ওয়াহিদা রহমান, মহেশ ভাট প্রমুখ।

Image Source: Google

এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড। ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন: আমার আপনার ‘অসুখ’ নিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ‘অসুখওয়ালা’

ছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়। এছাড়াও অস্কার পুরস্কার প্রাপ্ত বিখ্যাত ইরানীয় পরিচালক মজিদ মাজিদিও অতিথি হিসেবে এসেছিলেন এই অনুষ্ঠানে।

Image Source: Google

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল চলবে, ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত৷ এ বছর এই চলচ্চিত্র উৎসবে ৩৩২টি ছবি দেখানো হবে ৷ বিদেশি ছবির পাশাপাশি বাংলা ছবির স্ক্রিনিং-এর ওপর কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বেশ কিছু বছর ধরেই। এই বছর ফিল্ম দেখানোর কেন্দ্র ১৪ থেকে বাড়িয়ে ১৬ টি করা হয়েছে। নয়া কেন্দ্র হাওড়া। সঙ্গে দমদমও রয়েছে।

আরও পড়ুন: ভয়ংকর বিপদের মধ্যেই বিয়ে করতে গেলেন রণবীর দীপিকা

এ বছর বাংলা ছবির রমরমা যেন আরও কিছুটা বেশি। এ বছরের উদ্বোধনী ছবি উত্তম-তনুজা অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গী। ‘শতবর্ষে বাংলা চলচ্চিত্র’ নামের আলাদা বিভাগও রয়েছে উৎসবে। ১১ থেকে ১৭ নভেম্বর প্রতিদিন বিকেল চারটে এবং ছটার সময় চলচ্চিত্র শতবর্ষ ভবনে এই বিভাগের ছবি প্রদর্শিত হবে।

Image Source: Google

ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতার ফিল্ম ফেস্টিভাল বিশ্বসেরা। এত বড় উৎসব আর কোথাও হয় না। এই উৎসবের উদ্দেশ্য বিশ্বের সিনেমাকে প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়া”।

আরও পড়ুন: ‘দঙ্গল’ ও ‘বাহুবলী ২’ কে টেক্কা দেবে ‘থাগস অফ হিন্দুস্তান’

তবে সংস্কৃতির মঞ্চেও সেই ৩৪ বছরের প্রসঙ্গ টানলেন মমতা। “আমিই নন্দন থেকে এটা (চলচ্চিত্র উৎসব) নেতাজী ইনডোর স্টেডিয়ামে নিয়ে এলাম। এবার ২০,০০০ থেকে এক লক্ষ মানুষের বসার জায়গা করব। সিনেমা দেখার জায়গা করব”, বললেন মুখ্যমন্ত্রী।

Image Source: Google

রশিদ খানের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সরোদ এবং বিক্রম ঘোষের তবলা, এবং লোপামুদ্রা মিত্রের গান। অমিতাভ বচ্চনকে সম্মান প্রদান করেন দেব। দেওয়া হয় KIFF ট্রফি। শাহরুখ খানকে আপ্যায়ন করেন মিমি। বাংলা সিনেমার ১০০ বছর পূর্তির উপলক্ষে ট্রফি উন্মোচন হয়। কোয়েল মল্লিক ট্রফি প্রদান করেন ওয়াহিদা রহমানকে।

আরও পড়ুন: বিশ্বের সেরা একশোয় সত্যজিতের পথের পাঁচালি

নিজের বক্তব্যে বাংলা ছবির সংরক্ষণের অভাবের কড়া ভাষায় সমালোচনা করলেন অমিতাভ। আবার রাজ্য সরকারকে ছবি সংরক্ষণের ব্যবস্থা করার জন্য ধন্যবাদও জানালেন তিনি। বাংলা ও হিন্দি সিনেমার পর্দার নেপথ্যের হিরোদের নিয়ে কথা বললেন তিনি। সুব্রত মিত্র, গুরু দত্ত, রণবীর কাপুর, মৃণাল সেন, কার কথা বলেন নি সেখানে !

Image Source: Google

ভানু আথাইয়ার নাম উল্লেখও করলেন বিগ বি। যিনি গান্ধী ফিল্মের জন্য প্রথম ভারতীয় হিসাবে অস্কার পেলেও “যোগ্য সম্মান পান নি” বলেই জানান অমিতাভ। পরিচালনা, সিনেমাটোগ্রাফি, এডিটিং, পোস্ট প্রডাকশন, মহিলা সিনেমাটোগ্রাফার – সবার সিনেমার জার্নি নিয়ে কথা বললেন তিনি।

আরও পড়ুন: যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

এবার একনজরে দেখে নেওয়া যাক কোন কোন সিনেমা এবার নমিনেশন পেয়েছে।
ইন্টারন্যাশনাল ছবির ক্যটাগরিতে নমিনেশন পেয়েছে চূর্ণী গাঙ্গুলী পরিচালিত ছবি ‘তারিখ’।

Image Source: Google

ইন্ডিয়ান ল্যঙ্গুয়েজ ক্যটাগরিতে রয়েছে অরিজিত বিশ্বাস পরিচালিত ‘সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে’, অরূপ মান্না পরিচালিত ‘আমৃত্যু’, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘কেদারা’, অর্জুন দত্ত পরিচালিত ‘অব্যক্ত’ এবং অরুণ রায় পরিচালিত ‘হীরালাল’।

আরও পড়ুন: নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে

ইন্ডিয়ান শর্ট ফিল্ম ক্যটাগরিতে নমিনেশন পেয়েছে দেবজ্যোতি রায় চৌধুরী পরিচালিত ‘অনুগামী’, তথাগত ঘোষ পরিচালিত ‘দৈত্য’, সম্রাট চক্রবর্তী পরিচালিত ‘বিষাদ বিন্দু’, রাতুল মূখার্জী পরিচালিত ‘পালক’, নিলিমেশ কর পরিচালিত ‘অন্তরালে অনন্যা’, সৌরভ দাস পরিচালিত ‘কফির দাগ’ ,তংসু কর্মকারের ‘ধূপকাঠি’।

The News বাংলা

সুযোগ পেয়েছে ডাইরেক্টর পলাশ দে-র অসুখওয়ালা। আগামী ৭ দিন কলকাতাবাসীর সঙ্গে আপনিও মেতে উঠুন কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।

]]>