KK Death – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 01 Jun 2022 08:11:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg KK Death – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “যতটা দুঃখ, ততটাই লজ্জা”, কেকে’র অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্ফোরক কুণাল সরকার https://thenewsbangla.com/doctor-kunal-sarkar-on-kk-unnatural-death-what-are-the-reasons-of-kk-death/ Wed, 01 Jun 2022 08:10:26 +0000 https://www.thenewsbangla.com/?p=15280 “যতটা দুঃখ, ততটাই লজ্জা”; কেকে’র অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্ফোরক কুণাল সরকার। কেন মারা গেলেন কেকে? বিখ্যাত গায়কের অকাল মৃত্যুর জন্য; চারটি কারণকেই নিজের টুইটে লিখে দায়ী করলেন বিখ্যাত চিকিৎসক।

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে, উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের; গানের অনুষ্ঠান করছিলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে। শুরু থেকেই তিনি অসুস্থতা বোধ করতে থাকেন; এমনটাই জানা যাচ্ছে প্রতক্ষ্যদর্শীদের কাছ থেকে, বেশ কয়েকটি ভিডিও দেখে। তারপর সময়ের আগেই ফিরেছিলেন হোটেলে; তার কিছুক্ষণের মধ্যেই সব শেষ। প্রায়ত হয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে। এই খবর বিনা মেঘে বজ্রপাতের মত নেমে এসেছিল গোটা দেশে। হার্ট অ্যাটাক বলা হলেও, কেকের মৃত্যুর পর; উঠেছে একাধিক প্রশ্ন। যা নিয়েই এবার মুখ খুলেছেন; রাজ্যের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডঃ কুণাল সরকার।

আরও পড়ুনঃ মৃত্যুতেও রূপঙ্করকে কামানোর সুযোগ দিয়ে গেলেন কেকে

"যতটা দুঃখ, ততটাই লজ্জা", কেকে'র অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্ফোরক কুণাল সরকার
“যতটা দুঃখ, ততটাই লজ্জা”, কেকে’র অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্ফোরক কুণাল সরকার

ডঃ কুণাল সরকার তাঁর ফেসবুক পোস্টে ও টুইটে মঙ্গলবারের কথা উল্লেখ করে লিখেছেন; “বেদনা আর লজ্জার সন্ধ্যা; যতটা দুঃখ, ততটাই লজ্জা”। কেকে’র ছবি দিয়ে তিনি লিখেছেন; মঙ্গলবারের নজরুল মঞ্চের বেশ কয়েকটি অবস্থার কথা। কুণাল সরকার লিখেছেন, “বেসামাল ভিড়, এসি বেহাল, ভীষণ গরম, মুখের উপর Fire Extinguisher Spray করা। ২ ঘণ্টার উপর সময় নষ্ট করে, শেষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া”। তারপরেই প্রয়াত কেকের উদ্দেশ্যে তিনি লিখেছেন; “আমাদের ক্ষমা কর”।

আরও পড়ুনঃ কেকের মৃত্যুর পর, বাংলায় আর কেউ গান গাইতে আসবে তো

গায়কের মৃত্যু-তদন্তে উঠে আসছে একাধিক জল্পনা। কেউ বলছেন হার্ট অ্যাটাক, কেউ বলছেন হোটেলের সিঁড়িতে পড়ে গিয়েছিলেন; বমি করেছিলেন, সংজ্ঞা হারিয়ে ফেলে ছিলেন। আবার কেউ বলছেন গায়কের মুখে মাথায়; আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল। বুধবার এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য; গায়কের দেহ পাঠানো হয়েছে। বুধবার সকালে কলকাতায় এসে পৌঁছেছেন, প্রয়াত সংগীতশিল্পীর স্ত্রী ও পুত্র সহ; পরিবারের বাকি সদস্যরা। সঙ্গীতশিল্পীর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরুল মঞ্চের দর্শক ধারণ ক্ষমতা ২৪০০ আসনের। কেকে’র অনুষ্ঠান চলাকালীন দর্শক প্রবেশ করেছিল প্রায় সাতহাজার। তাই এসিও কাজ করেনি; এমনটাই অভিযোগ কুণাল সরকারেরও।

]]>
কেকের মৃত্যুর পর, বাংলায় আর কেউ গান গাইতে আসবে তো https://thenewsbangla.com/after-the-death-of-kk-famous-indian-singers-will-come-to-sing-in-bengal/ Wed, 01 Jun 2022 07:27:33 +0000 https://www.thenewsbangla.com/?p=15277 কিছু বলতে গেলেই আজকাল শুনতে হয় যে; “রাজনীতি করবেন না।” সে না হয় রাজনীতি না করলাম। কিন্তু দুটো প্রশ্ন তো রাখতেই পারি, তাই না?

নজরুল মঞ্চের দর্শক ধারণ ক্ষমতা ছিল ২৪০০ আসনের। গত বছরই রাজ্য সরকার সিদ্ধান্ত হয়েছিল যে; প্রায় নয় কোটি টাকা খরচ করা হবে নজরুল মঞ্চের জন্য। আসন সংখ্যা আরও ২০০ বাড়ানো হবে। হ্যাঁ, এই খরচের মধ্যে হলের এসির আধুনিকীকরণের খরচও ধরা ছিল। টাকাটা খরচ করার কথা; কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির। নজরুল মঞ্চের পরিচালনভারও ওই KMDA-র।

খবরে প্রকাশ যে এহেন নজরুল মঞ্চে; গতকাল কেকে’র অনুষ্ঠান চলাকালীন দর্শক প্রবেশ করেছিল প্রায় সাতহাজার। এসি কাজ করেছিল? না করেনি, এই প্রশ্নটাই অনর্থক হয়ে যায় দুই পক্ষের এই চরম হঠকারিতার কারণে। গতকাল কলকাতা শহরের এই হাঁসফাঁস করা গরমে; আড়াই হাজার দর্শকের বদলে বদ্ধ জায়গায় সাত হাজার দর্শক ঢুকে পড়লে; এসি চললেও তা না চলারই সমান অনুভূত হবে।

আরও পড়ুন; ইগনোর করুন, রূপঙ্কর জেনে গেছে কেকে কে

এমনকি কেকে’র অনুষ্ঠান দেখার জন্য, নজরুল মঞ্চে ঢোকার সময় বিশাল ভিড় হঠানোর জন্য; আগুন নেভানোর জন্য রাখা ফায়ার এক্সটিংগুইশারের গ্যাস পর্যন্ত স্প্রে করা হয় ছাত্রছাত্রীদের ওপর। কি থাকে তাতে? কার্বন ডাই অক্সাইড। ভয়ঙ্কর ক্ষতিকর মানব শরীরের জন্য।

কে দায় নেবে এর? নজরুল মঞ্চের KMDA ম্যানেজমেন্ট? নাকি গুরুদাস মহাবিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন? তারাই তো নিয়ে এসেছিলেন কেকে’র মতো কিংবদন্তি শিল্পীকে। রাজনীতি খোঁজার প্রয়োজন নেই। কিন্তু উত্তরও কি দেবে কেউ?

আরও পড়ুন; মৃত্যুতেও রূপঙ্করকে কামানোর সুযোগ দিয়ে গেলেন কেকে

মনে হয় না। মনে হয় এখন শুরু হবে; পারস্পরিক দোষারোপের পালার। ইতিমধ্যেই রুপঙ্করের ভিডিও পোস্ট নিয়ে; তোলপাড় চলছে রাজ্যে। যাতে ঢাকা পরে গেছে; নজরুল মঞ্চের KMDA ম্যানেজমেন্টের অপদার্থতা।

কিন্তু দোষ যারই হোক, এমন চরম অপদার্থ ম্যানেজমেন্টের কারণে; কেকে’র মতো বিখ্যাত শিল্পীকে আমরা হারিয়েছি; এটাই চরম সত্য। এই ধরণের ম্যানেজমেন্ট, অপদার্থ ছাত্র ইউনিয়ন এবং অপদার্থ প্রশাসনের জন্য ভবিষ্যতে রাজ্যের বাইরের শিল্পীরা; এবার কলকাতায় আসার আগে দুবারের জায়গায় দশবার ভাববেন? তাই না? কেকে’র মৃত্যুর ঘটনার পরে; আদৌ বিখ্যাত শিল্পিরা বাংলায় আসবেন তো?

]]>