Khaleda Zia – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 31 Dec 2018 06:18:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Khaleda Zia – The News বাংলা https://thenewsbangla.com 32 32 খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা https://thenewsbangla.com/sheikh-hasina-knocked-out-khaleda-zia-won-bangladesh-election-again/ Sun, 30 Dec 2018 18:34:01 +0000 https://www.thenewsbangla.com/?p=4983 The News বাংলা, ঢাকা: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বললে কম বলা হবে। প্রায় একশো শতাংশ আসনে জিতে বাংলাদেশে ফের ক্ষমতায় আসতে চলেছেন আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। ভারতীয় সময় রাত বারোটা পর্যন্ত ফলাফলের ট্রেন্ড দেখে হাসিনার টানা তৃতীয়বার ও মোট চতুর্থবার ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

আরও পড়ুন: ১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা

৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১৭৫টি আসনে জয় পেয়েছে হাসিনার আওয়ামী লিগ। তাঁরা এগিয়েও রয়েছে আরও ৭৫টির বেশি আসনে। গোপালগঞ্জ-৩ আসনে ইতিমধ্যেই বিপুল ভোটে জয় পেয়েছেন শেখ হাসিনা। তাঁর প্রাপ্ত ভোট ২ লক্ষ ৩৯ হাজার ৫৩৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জিলানী পেয়েছেন মাত্র ১২৩টি ভোট। প্রায় ৯৯.৯৯% ভোট পেয়েছেন হাসিনা।

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুন: বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

জানা গেছে, আওয়ামী লিগের প্রার্থী তথা ক্রিকেট তারকা মাশরাফি মোর্তাজাও জিতেছেন। বিরোধী বিএনপি এখনও পর্যন্ত মাত্র চারটি আসনে জয়ী হয়েছে বলে জানা গেছে। এছাড়া জাতীয় পার্টি এগিয়ে রয়েছে আরও দুটি আসনে। অন্যান্যরা জয় পেয়েছে পাঁচটি আসনে। সরকারের বিরুদ্ধে ব্যপক ভোট রিগিং এর অভিযোগ এনেছে বিরোধীরা। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।

আরও পড়ুন: গোটা বিশ্বের নিষেধ উপেক্ষা করে নতুন করে সমুদ্রে তিমি শিকার

জয় নিশ্চিত হলেও দলীয় নেতা-কর্মীদের এখনই বিজয় মিছিল বা সমাবেশ করতে নিষেধ করেছেন আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার বিকেল চারটেয় শেষ হয় ভোটগ্রহণ। এরপর থেকেই শুরু হয় ভোট গণনাপর্ব। ভোট বাক্স খুলতেই ঝড় ওঠে আওয়ামী লিগের পক্ষে। এই ফলাফলকে প্রত্যাশিত জয় বলেই আখ্যা দিচ্ছে আওয়ামী লিগ শিবির। কিন্তু ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডঃ কামাল হোসেন।

আরও পড়ুন: ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর

খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুন: পরিচালক মৃণাল সেনের ফিল্ম পরিচালনার কিছু ‘মণি মুক্ত’

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোটগণনার শুরু থেকেই জনগণের রায় আওয়ামী লিগের দিকেই। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, আওয়ামী লিগ মহাজোট ১৭৫ আসনে জিতে ও আরও প্রায় ৭৫ টি আসনে এগিয়ে আছে। বলাই যায় ফের ক্ষমতায় আসতে চলেছে আওয়ামী লিগ।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

গোপালগঞ্জ-৩ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন আওয়ামী লিগ সুপ্রিমো শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে লড়ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-র এস এম জিলানী। আওয়ামী লিগের নড়াইল-২ থেকে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, কক্সবাজার-৪ থেকে শাহিনা আক্তার চৌধুরী, কুষ্টিয়া-৪ থেকে সেলিম আলতাফ জর্জ জয়লাভ করেছেন বলে জানা যাচ্ছে। সর্বেশষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি-র প্রার্থী মোশারফ হুসেন, বগুড়া-৪ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন।

খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক পর্যটনে বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

ইতিহাস সৃষ্টির পথে শেখ হাসিনা। চতুর্থ বারের জন্য প্রধা্নমন্ত্রী পদে বসতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। প্রায় একশো শতাংশ আসন নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছে হাসিনার আওয়ামী লিগ। ভোট গণনা প্রায় শেষের দিকে। গণনার ফল ইঙ্গিত দিচ্ছে, বিএনপি-কে অনেক পিছনে ফেলে ইতিহাস সৃষ্টি করতে চলেছে আওয়ামী লিগ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

কারণ, যতগুলো আসনে ভোট গণনা চলছে বা শেষ হয়ে গিয়েছে, সেগুলোর মাত্র কয়েকটি আসন ছাড়া বাকি সবগুলোতেই হয় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, নয় জয়ী হয়েছেন আওয়ামী লিগ প্রার্থীরা।

খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুন: ইনিই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম

কুড়িগ্রাম-১, চাঁপাইনবাবগঞ্জ-৩, বরিশাল-৩ এই তিনটি আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থীরা। শুধুমাত্র বগুড়া-৪ আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন জয়ী হয়েছেন। আওয়ামী লিগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে খুব রেষারেষি চলছে মৌলভীবাজার-২ আসনে। কিন্তু এখনও কোনও আসনেই বিএনপি প্রার্থীর জয়ের খবর আসনি।

আরও পড়ুনঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

অন্যদিকে, দিনাজপুর-৩, কুষ্টিয়া-১ এবং ৪, যশোর-১ এবং ৬, পটুয়াখালী-২ ও ৩, টাঙ্গাইল-৩, জামালপুর-৪, নেত্রকোনা-৩ এবং ৪, গোপালগঞ্জ-২ এবং ৩, মাদারীপুর-২, সিলেট-১ এবং ৬, নোয়াখালী-৪, এই আসনগুলোতে ইতিমধ্যেই বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লিগ প্রার্থীরা। নীলফামারি-৩-এ মহাজোট প্রার্থী জাতীয় পার্টির রানা মহম্মদ সোহেল জয়ী হয়েছেন।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধান বিরোধী দল বিএনপি ভোটে না লড়ায় প্রায় ৭২ শতাংশ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জাতীয় পার্টি ৭ শতাংশ এবং অন্যান্য পেয়েছিল ২১ শতাংশ। ২০০৮ সালে ৪৮ শতাংশ ভোট পায় আওয়ামী লিগ, যেখানে খালেদা জিয়ার দল বিএনপি পেয়েছিল ৩২.৫ শতাংশ ভোট।

আরও পড়ুনঃ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

যদিও এবারের নির্বাচনে আগের থেকে অনেকটাই এগিয়ে ছিল হাসিনার আওয়ামী লিগ। দানতহবিল দুর্নীর্তি কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেলে রয়েছেন প্রধান বিরোধী দলনেত্রী খালেদা জিয়া। যার জেরে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় এবার নির্বাচন বয়কট করবে বিএনপি। কিন্তু পরে অন্যতম শরিক দল জাতীয় ঐক্য ফ্রন্টের সহযোগিতায় ভোটের ময়দানে নেমেছেন খালেদা।

তবে শেষ পর্যন্ত বিপুল ভাবে জয় পেলেন শেখ হাসিনা। তবে ভোটের ফলাফল দেখে এই জয়ে কতটা মানুষের ভোট আছে ও কতটা ভোটে রিগিং করা হয়েছে সেই নিয়ে বিতর্ক চলবেই। তবে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশের মসনদে শেখ হাসিনাই।

]]>
১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা https://thenewsbangla.com/bangladesh-election-counting-is-going-on-after-the-death-of-15-people-in-election/ Sun, 30 Dec 2018 13:15:59 +0000 https://www.thenewsbangla.com/?p=4968 The News বাংলা, ঢাকা: শাসকদল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মৃত প্রায় ১৫, আহত শতাধিক। ভোট পর্ব শেষ হয়ে এখন গণনার কাজ চলছে বাংলাদেশে। ওপিনিয়ন পোলের মত বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষাতেও শেখ হাসিনার আওয়ামী লীগের জয়ের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ। জাতীয় সংসদ এর জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে ৩০০ জন সংসদ সদস্যকে নির্বাচিত করা হয়। রবিবার ভোট হল ২৯৯ আসনে। এছাড়াও ৫০ জন মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের মাধ্যমে মনোনীত হন। সারাদিন ধরে হিংসার বাতাবরণে ভোট হল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। মৃত কমপক্ষে ১৫। আহত শতাধিক।

১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা
১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা

দেশের ইতিহাসে এটি একাদশ সংসদীয় নির্বাচন। এবার কড়া মোকাবিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লিগ ও প্রধান বিরোধী জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে। যার প্রধান কাণ্ডারী বিএনপি। তবে বিরোধী নেত্রী খালেদা জিয়া আপাতত দুর্নীতির অভিযোগে কারাবন্দী।

আরও পড়ুন: গোটা বিশ্বের নিষেধ উপেক্ষা করে নতুন করে সমুদ্রে তিমি শিকার

বাংলাদেশে স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৪টে পর্যন্ত চলে ভোটগ্রহণ পর্ব। দেশ জুড়ে জারি করা হয়েছে জোরদার নিরাপত্তা। ৩০০টি আসনের মধ্যে ২৯৯ টি আসনের জন্য হল ভোটগ্রহণ। দেশের ১,৮৪৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা শুরু হয়েছে। ৪০,১৯৩ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এখন চলছে সব কেন্দ্রের ভোটগণনা।

আরও পড়ুন: ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা দেশ জুড়ে নির্বাচনী হিংসায় মৃত্যু হয়েছে অন্তত পনেরজনের, আহত শতাধিক। সংবাদসংস্থা পিটিআই একটি প্রতিবেদনে জানিয়েছে, রাঙামাটির কখালি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হন আওয়ামী লীগের যুব শাখা যুব লীগের এক নেতা। এই ঘটনায় জখম হন দশজন।

১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা
১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা

চট্টগ্রামে এক বিএনপি কর্মী ও রাজশাহীতে একজন আওয়ামী লীগ কর্মীও নিহত হন বলে জানিয়েছে পিটিআই। নরসিংদী ৩ কেন্দ্রে এক আওয়ামী লীগ পোলিং এজেন্ট নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

পিটিআই সূত্রে জানা যাচ্ছে, রাজশাহী ৩-এর মোহনপুরে বিএনপি সমর্থকদের হাতে মৃত্যু হয়েছে এক আওয়ামী লীগ কর্মীর। পুলিশের গুলিতে চান্দিনা উপজেলায় নিহত হয়েছেন একজন বিএনপি ঐক্য ফ্রন্ট সমর্থক।

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

এছাড়াও দিনাজপুর ২-তে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয়েছে এক ভোটদাতার। বাংলাদেশ ছাত্র লীগের এক কর্মী কক্স বাজার ১-এ বিএনপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নিহত হন।

১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা
১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা

বগুড়া ৪-এর বাঘাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষে প্রাণ হারান এক আওয়ামী লীগ সমর্থক। সূত্রের খবর, জামাত সমর্থকদের হাতে নোয়াখালি ৩ কেন্দ্রে মৃত্যু হয়েছে এক নিরাপত্তা আধিকারিকের।

আরও পড়ুনঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

দেশের নানা ভোট এরিয়া থেকে শাসক দলের ভীতি প্রদর্শনের অভিযোগের প্রেক্ষিতে বিরোধী জোটের নেতা কামাল হোসেন নির্বাচনী আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুনঃ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

তবে শেখ হাসিনার আওয়ামী লীগের বক্তব্য, নির্বাচন শান্তিপূর্ণ ছিল আগাগোড়াই। এই মর্মে টুইট করা হয়েছে দলের পক্ষ থেকে। অশান্তি ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে বিরোধী বিএনপি জোটের দিকেই।

১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা
১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা

বাংলাদেশে এবার পুরুষ ভোটারের সংখ্যা ৫.২৫ কোটি। মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের সংখ্যার থেকে কিছুটা কম। সেই সংখ্যা ৫.১৬ কোটি। এবার বাংলাদেশে ১.২ কোটি তরুণ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদের ভোটেই ঠিক হতে চলেছে দুই নেত্রীর ভাগ্য।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ আওয়ামী লিগের নেতৃত্বাধীন চৌদ্দ-দলীয় জোট এবং বিএনপি-র নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট। এছাড়াও হাতপাখা প্রতীক নিয়ে ভোটের ময়দানে আছে ‘ইসলামি আন্দোলন বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক দল।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

সম্প্রতি বেশ কয়েকটি পুর ও গ্রামীণ ইউনিয়ন নির্বাচনে এই দলটি চমকপ্রদ ফল করেছে। চর মোনাইয়ের পীর সৈয়দ মহম্মদ ফজলুল করিমের হাতে গড়া এই দল অনেকগুলি আসনে বড় দুই জোটের হিসেব উল্টে দিতে পারে। চতুর্থ শক্তি হিসেবে নির্বাচনে লড়ছেন বাংলাদেশের কম্যুনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণসংহতি আন্দোলন-সহ আটটি দলের বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা।

১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা
১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা

তবে পুলিশ ও আর্মির সাহায্যে দিনভর দেশজুড়ে শাসকদল আওয়ামী লীগের ভোট জালিয়াতির অভিযোগ তুলে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করল বাম গণতান্ত্রিক জোট। বেশ কিছু আসনে নজরকাড়া প্রচার করলেও বামেদের আসন জেতার সম্ভাবনা কার্যত নেই। দুই বড় জোটের শরিক হিসাবে হাতে গোনা কয়েকটি আসনে লড়ছেন জাসদ, ওয়ার্কাস পার্টি-সহ আরও কয়েকটি বাম দলের নেতারা।

আরও পড়ুন: ইনিই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম

এবারের ভোটে কারাবন্দী বিএনপি নেত্রী খালেদা জিয়া। তবে জেলে থেকেও ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন খালেদা। জেল থেকে পাঠানো দলনেত্রীর বার্তা এদিন সাংবাদিক বৈঠকে জানান বিএনপি নেতা রিজভি আহমেদ।

১২ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা
১২ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা/The News বাংলা

বিবৃতিতে খালেদা সকলকে ভোটের লাইনে দাঁড়ানোর আর্জি জানান। একইসঙ্গে যতক্ষণ না ফলপ্রকাশ হচ্ছে, ততক্ষণ ভোটকেন্দ্রগুলি পাহারা দেওয়ার কথা বলেছেন তিনি। শাসকদলকে নিশানা করে খালেদার মন্তব্য, “স্বৈরাচারী শাসন বন্ধ করতে এই ভোট আপনাদের জন্য একটা বড় সুযোগ।”

আরও পড়ুনঃ ভ্রমন আরও সুন্দর করার জন্য কিছু টিপস মনে রাখুন

বাংলাদশে ভোট উপলক্ষ্যে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। নজরদারিতে রয়েছেন প্রায় ৬ লক্ষ নিরাপত্তা কর্মী। এছাড়াও সেনা ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। রবিবার মধ্যরাত পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক পর্যটনে বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

এবারের নির্বাচনের একটি মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি, যার ‘সংবেদনশীল’ দিকটা ক্রমশই ঢাকার কূটনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশের ১৬ কোটি নাগরিকের মধ্যে প্রায় দশ শতাংশ সংখ্যালঘু, যাঁদের মধ্যে ৮-৯ শতাংশ হিন্দু, ০.৫ শতাংশ খ্রিস্টান, এবং বাদবাকি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। এদের ভোট কোনদিকে গেছে তা রবিবার রাতের মধ্যেই জানা যাবে।

]]>
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া https://thenewsbangla.com/sheikh-hasina-against-khaleda-zia-again-in-bangladesh-election-on-sunday/ Sat, 29 Dec 2018 08:03:39 +0000 https://www.thenewsbangla.com/?p=4877 The News বাংলা, ঢাকা: রবিবার বাংলাদেশে ভোট। কঠোর নিরাপত্তার মধ্যে চলছে শেষ মুহূর্তের ভোট প্রস্তুতি। লড়াইটা সেই বর্তমানে দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ জোট বনাম বিরোধী বিএনপির জাতীয় ঐক্যফ্রন্ট জোট। শেখ হাসিনা বনাম খালেদা জিয়া, লড়াইটা গত তিন দশক ধরে একই আছে বাংলাদেশে। তবে বিরোধী নেত্রী খালেদা জিয়া এখন জেলে আছেন।

আরও পড়ুন: গোটা বিশ্বের নিষেধ উপেক্ষা করে নতুন করে সমুদ্রে তিমি শিকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ। জাতীয় সংসদ এর জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে ৩০০ জন সংসদ সদস্যকে নির্বাচিত করা হয়। এছাড়াও ৫০ জন মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের মাধ্যমে মনোনীত হন।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

নির্বাচিত রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীই হবেন সরকার প্রধান। রাষ্ট্রের প্রধান হলেন একজন রাষ্ট্রপতি যিনি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হন। ভারতের মতই, বাংলাদেশে রাষ্ট্রপতির পদ হলো আনুষ্ঠানিকতা, প্রকৃতপক্ষে সকল ক্ষমতা ন্যস্ত থাকে সরকার প্রধানের হাতেই।

আরও পড়ুন: ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর

১৯৯১ সালের পর থেকে বাংলাদেশে দুই রাজনৈতিক দল কেন্দ্রিক নির্বাচন শুরু হয়েছে অর্থাৎ দুটি রাজনৈতিক দলই দেশের সকল প্রকার নির্বাচনের মূলে থাকে এবং বাকি দলগুলোর জন্য এককভাবে নির্বাচন করে সরকার গঠন করা অনেক কঠিন।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

বাংলাদেশে রবিবার ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে। এবারের নির্বাচন প্রচারের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে হিংসার ঘটনার অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ ১৪ বছর আগের স্মৃতি ফিরিয়ে সুনামিতে বাড়ছে মৃতের সংখ্যা

বিএনপি এবং তাদের নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট সর্বশেষ অভিযোগ করেছে যে, তাদের প্রার্থী বা সমর্থকদের ওপর প্রায় দুশো সহিংস হামলার অভিযোগ বা উদ্বেগকে নির্বাচন কমিশন গুরুত্বই দেয়নি। কোন ব্যবস্থাও নিতে পারে নি।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করছে যে ৫১টি জেলার ৮৮টি আসনে তাদের নেতাকর্মীদের ওপরই হামলা হয়েছে। এসব ঘটনার কারণে অনেক ভোটারই জানান যে, নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা না পেলে তারা ভোট দিতে যাবেন না।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

কী ধরণের পরিকল্পনা নেওয়া হয়েছে?

এই নির্বাচন যেন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সেজন্য দেশের তিনশো নির্বাচনী আসনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা কী হবে, সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

৩০০টি নির্বাচনী আসনকে মূলত মেট্রোপলিটন এলাকা, মেট্রোপলিটন এলাকার বাইরে এবং বিশেষ এলাকা (পার্বত্য এলাকা, দ্বীপাঞ্চল, হাওড় ইত্যাদি) এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

আরও পড়ুনঃ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

এই প্রত্যেকটি এলাকার ভোটকেন্দ্রগুলোকে আবার দু্ই ভাগে ভাগ করা হয়েছে: সাধারণ এবং গুরুত্বপূর্ণ। এলাকাভেদে মোতায়েন করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা একেক রকম, বলে জানা গেছে।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন ৫ই জানুয়ারি ২০১৪ সালে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই বর্জন করে। তাই ১০ বছর পর ফের বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সহ ১৭টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর

রবিবারই ভোট শেষ হয়ে যাবার পর গণনা শুরু হয়ে যাবে। আগামীকালই সন্ধ্যের মধ্যে জানা যাবে বাংলাদেশে সরকার গড়বে কে। সবটাই নির্ভর করছে বাংলাদেশের ভোটারদের উপর।

আরও পড়ুন: জেলেই সুমন চট্টোপাধ্যায়, সিবিআই নজরে বাংলার আরও তিন সাংবাদিক

এখানে প্রশ্নটা হচ্ছে, একজন গড়পড়তা বাংলাদেশি কী ভাবছেন? তারা এটা মনে করছেন কি যে, বর্তমান সরকার ১০ বছর সময় পেয়েছে, এখন পরিবর্তন দরকার, নাকি তারা মনে করছেন, দলটি বেশ ভালোই চালাচ্ছে। এর উপরই নির্ভর করবে ভোটের ফলাফল।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক ড. আলি রিয়াজ বলেছেন, “দুটি কারণে বাংলাদেশের এবারের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হচ্ছে, একনায়কতন্ত্রের অভিমুখ থেকে দেশের গতিপথ ঘুরিয়ে দেওয়ার সময় এটা। দেশে গণতান্ত্রিক পরিসর ক্রমেই সংকুচিত করে বিরোধীদল দমন, সংবাদপত্রের কণ্ঠরোধ এবং সাধারণভাবেই ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। আরেকটি কারণ হচ্ছে, বাংলাদেশে ক্ষমতাসীন দলের পতনের ইতিহাস”।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

“বাংলাদেশে কখনো এমন হয়নি যে, ক্ষমতাসীন দল পুনরায় নির্বাচিত হয়েছে। ২০১৪ কেবল এর ব্যতিক্রম। তবে বিএনপি বয়কট করায় ওটা কোনো অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। অতএব বাংলাদেশিরা পরিবর্তন চায় নাকি ধারাবাহিকতা সেটা তাদেরই ঠিক করতে হবে”, মন্তব্য আলি রিয়াজের।

আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, “শেখ হাসিনার সব কর্মসূচির ইতিবাচক প্রভাবই পড়া উচিৎ নির্বাচনে। কিন্তু, এন্টি ইনকামবেন্সি অর্থাৎ ক্ষমতাসীনদের বিরুদ্ধে অসন্তোষ, বিশেষ করে তার দলের মন্ত্রী-এমপিদের দুর্নীতি তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু, পরিহাসের বিষয় হচ্ছে, দুর্নীতি এবং সন্ত্রাসের বেলায় তার বিরোধী পক্ষ বিএনপির ভাবমূর্তি আরও বেশি খারাপ”।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

বিশেষজ্ঞরা আরও বলছেন, “বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে, সাংগঠনিকভাবে তারা একেবারেই ছত্রভঙ্গ। একটি নির্বাচনমুখী দল হয়েও বিএনপি যে ২০১৪ সালের নির্বাচন বয়কট করেছিল, সেটি ছিল তাদের জন্য আত্মহত্যার শামিল। তাদের সংগঠন যে কেবল শীতনিদ্রায় চলে গিয়েছে তাই নয়, অনেকেই দল ছেড়েছেন এবং সংগঠন অকার্যকর হয়ে পড়েছে”।

আরও পড়ুন: EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

এখন দেখার কথা এটাই, বাংলাদেশের মানুষ কি সিদ্ধান্ত নেন। রবিবার সন্ধ্যের মধ্যেই জানা যাবে কি হতে চলেছে বাংলাদেশ জাতীয় সংসদের ভবিষ্যত। বাংলাদেশের পাশাপাশি গোটা ভারতও তাকিয়ে সেই দিকেই। ভারত সরকারও তাকিয়ে বাংলাদেশের ভোটের ফলের দিকে।

]]>