khakhi underwear – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 15 Apr 2019 04:27:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg khakhi underwear – The News বাংলা https://thenewsbangla.com 32 32 খাকি রঙের প্যান্টি পরেন জয়া প্রদা, আজম খানের মন্তব্যে নিন্দার ঝড় https://thenewsbangla.com/jaya-prada-wears-khakhi-underwear-says-azam-khan/ Mon, 15 Apr 2019 04:27:20 +0000 https://www.thenewsbangla.com/?p=10852 নারীবিদ্বেষী মন্তব্য করে আবারও শিরোনানে সমাজবাদী পার্টির নেতা আজম খান। রবিবার এক নির্বাচনী জনসভা থেকে তার কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বলিউড অভিনেত্রী নারীবিদ্বেষী মন্তব্যে নিন্দার ঝড় দেশ জুড়ে।

মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ

রবিবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সাথে একই মঞ্চে নির্বাচনী জনসভায় প্রচার চলাকালীন জয়া প্রদার সাথে আরএসএসের সম্পর্ক নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণ করেন আজম খান। তিনি বলেন, জনসাধারণ যা ১৭ বছরেও বুঝতে পারেননি, তা আজম খান ১৭ দিনের বুঝেছেন যে জয়া প্রদা খাকি রঙের প্যান্টি করেন।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

এর পরেই বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই বক্তব্যের নিন্দা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মুখপাত্র চন্দ্রমোহন এই বক্তব্যকে সমাজবাদী পার্টির নেতাদের নীচ মানসিকতা বলে উল্লেখ করেছেন। অখিলেশ এবং মায়াবতী কোন ধরনের নেতাদের সমর্থন করছেন, তা নিয়েও জোটকে প্রশ্ন করেন তিনি।

আরও পড়ুনঃ মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির

তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার আহবান জানান। দুই জোটসঙ্গী সমাদবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি মহিলাদের সম্মানের গুরুত্ব দেয় কিনা, তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি।

আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

এই বিষয়ে আজম খানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী দায় এড়াতে গিয়ে জানিয়েছেন, এই ধরনের কোনও ঘটনার ব্যাপারে তার জানা নেই।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>