Ketugram – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 17 Jun 2022 04:55:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Ketugram – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলায় মধ্যযুগীয় ব’র্বরতা, ন্যাড়া করা হল বাড়ির বউকে, লজ্জায় গ্রামছাড়া নি’র্যাতিতা https://thenewsbangla.com/woman-forced-bald-debra-woman-incident-shocked-bengal-after-ketugram/ Fri, 17 Jun 2022 04:55:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15528 বাংলায় মধ্যযুগীয় ব’র্বরতা, ন্যাড়া করা হল বাড়ির বউকে; লজ্জায় গ্রামছাড়া নি’র্যাতিতা। শি’হরিত করে দেওয়া, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বউয়ের হাত কে’টে নেওয়া কাণ্ডের পর; এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় মধ্যযুগীয় ব’র্বরতা। বাড়ির বাইরে কাজে যাওয়ায়; এক গৃহবধূকে প্রকাশ্যে ন্যাড়া করল গ্রামের মোড়লরা। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়; ঘটনার পর থেকেই লজ্জায় গ্রাম ছেড়েছেন নি’র্যাতিতা ওই গৃহবধূ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরার মলিঘাটি গ্ৰাম পঞ্চায়েতের; চকঅনন্ত গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ। ১২ বছর আগে দাসপুরের বাসিন্দা এক যুবকের সঙ্গে; তাঁর বিয়ে হয়েছিল। দুই সন্তানকে নিয়ে দম্পতির অভাবের সংসার। স্বামী অসুস্থ হওয়ায়, নিজের সন্তানদের মুখ চেয়ে; রোজগারের তাগিদে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই গৃহবধূ। সেটাই কাল হল।

আরও পড়ুনঃ লজ্জার অন্ধকারে ডুবল বাংলা, দেশকে চমকে দিয়ে রাজ্যের বিধানসভায় প্রতিদিন ‘ছাপ্পা ভোট’

কেন বাইরে গিয়েছিল সে? বাড়ি ফিরতেই সেই প্রশ্ন তুলে, ওই গৃহবধুর মাথা ন্যাড়া করে দিল গ্রামের কয়েকজন মাতব্বর-মোড়ল। তাতে সায় দিল এলাকার মহিলারাও। কয়েকজন মহিলা আবার হাত লাগালেন; ওই গৃহবধুর মাথা কামানোর কাজে। মাথার চুল সব কেটে; ন্যাড়া করে দেওয়া হয়। তারপর থেকেই নিখোঁজ ওই মহিলা; বাড়ির লোকেরাও কোন খোঁজ পাচ্ছেন না ওই মহিলার।

আরও পড়ুনঃ ‘লজ্জায় বাংলা’, মধ্যশিক্ষায় তল্লাশি, পর্ষদ সভাপতিকে বাড়ি থেকে তুলে আনল সিবিআই

মহিলাকে ন্যাড়া করার ভিডিও করা হয়; তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় শা’স্তির পরিমাণ বাড়াতে। বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে; ঘটনার ভিডিও। মুহূর্তে ঘটনাটি জানাজানি হয়ে যায়; আশপাশের এলাকায়। ডেবরা থানায় মেয়ের নিঁখোজের অভিযোগ জানাতে গিয়ে; গোটা ঘটনা জানালেন ওই গৃহবধূর মা। অভিযোগ পাওয়ার পর গৃহবধূর খোঁজ শুরু করেছে; ডেবরা থানার পুলিশ।

ডেবরার বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত বলেছেন, “নেড়া করার ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেননি; তবে খোঁজ নিচ্ছি”। শুক্রবার এলাকায় গিয়ে সাংবাদিকরা জানতে পারেন; ওই মহিলার স্বামী নিজেদের কন্যাসন্তানকে বিক্রি করেছেন; সংসারের অভাব মেটাতে। তবে ওই মহিলার স্বামী এই নিয়ে; কিছুই বলতে চাননি। ন্যাড়া করা হল বাড়ির বউকে, বিক্রি হচ্ছে কন্যাসন্তান; বাংলায় কি এখনও চলছে মধ্যযুগীয় ব’র্বরতা; পুলিশ-প্রশাসনের কাছে কি কোন খবরই নেই?

]]>
সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার টোপ, বর্ধমানে যুবতীকে লাগাতার ধ’র্ষ’ণ তৃণমূল নেতার https://thenewsbangla.com/govt-projects-lure-tmc-leader-continues-young-woman-incidents-in-burdwan/ Tue, 24 May 2022 12:02:34 +0000 https://www.thenewsbangla.com/?p=15188 সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার টোপ দিয়ে; বর্ধমানে এক যুবতীকে লাগাতার ধ’র্ষ’ণ তৃণমূল নেতার। এমন অভিযোগেই উত্তাল; পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। এক তরুণীর অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে; একাধিকবার তাঁকে ধ’র্ষ’ণ করে, পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি রত্নাকর দে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই; চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশকে দেওয়া যুবতীর অভিযোগ, তৃণমূল নেতা রত্নাকর দে; বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে নিজেকে পরিচয় দেয়। সংসারে দারিদ্রতা থাকায়, ওই তরুণীকে বিভিন্ন সরকারি প্রকল্পের; সুযোগ নেওয়ার পরামর্শ দেয় ওই নেতা। তার সঙ্গে যোগাযোগ করলে, কখনও কেতুগ্রাম পুরনো বাজারের কাছে ভাড়া বাড়িতে; কখনও কাটোয়ার লজে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, ওই যুবতীকে একাধিকবার; সারাদিন ধরে জোর করে ধ’র্ষ’ণ করে।

আরও অভিযোগ উঠেছে, ভয় দেখিয়ে জোর করে; সাদা কাগজে সই করিয়ে রেজিস্ট্রি বিয়ে করে অভি’যুক্ত। স্থানীয় একটি লজে তাকে বউ সাজিয়ে; সেই ছবিও তুলে রাখে। অভি’যুক্ত তৃণমূল কংগ্রেস নেতা; পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রাক্তন ব্লক সভাপতি রত্নাকর দে।

আরও পড়ুনঃ বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

নির্যাতিতার কথায়, ওই তৃণমূল নেতা প্রভাব খাটিয়ে; সাদা কাগজের সই কাজে লাগিয়ে রেজিস্ট্রি বিবাহ করে রেখেছে। যাতে কখনও ধ’র্ষ’ণের অভিযোগ; করতে না পারেন। এই কথা পাঁচ কান হলে বিপদ হবে; বলে হু’মকিও দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে, নির্যা’তিতা ও তার পরিবারের সদস্যদের; খু’ন করার দেওয়ার হু’মকিও দেয় ওই তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতার প্রভাব-প্রতিপত্তির কথা ভেবে; ভয়ে এবং লোকলজ্জায় কোথাও অভিযোগ করেননি তরুণী।

সম্প্রতি ওই তৃণমূল নেতার অত্যাচার সহ্য করতে না পেরে, তার হাত থেকে বাঁচার জন্য কেতুগ্রাম থেকে; ওই মহিলা ও তাঁর বাবা-মা পালিয়ে চলে আসেন নদিয়ার হাঁসখালি থানা এলাকায়। সেখানেও গত ২২ মে সন্ধেয়; দু-জন অপরিচিত ব্যক্তি ওই হাঁসখালি থানা এলাকার কেতুগ্রাম ফিরে যাওয়ার জন্য হুমকি দেয়। তাই বাধ্য হয়ে তিনি নদিয়ার হাঁসখালি থানায়; লিখিত অভিযোগ করেছেন। তবে এবিষয়ে অভিযুক্তকে একাধিকবার ফোন করা হলেও; তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঘটনায় বিব্রত স্থানীয় তৃণমূল।

]]>