Kerala CPIM – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 19 Jun 2019 14:52:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kerala CPIM – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ধর্ষণের অভিযোগে সিপিআইএম নেতার ছেলের বিরুদ্ধে এফআইআর https://thenewsbangla.com/kerala-cpm-leader-son-booked-for-rape-case-by-mumbai-police/ Wed, 19 Jun 2019 13:25:07 +0000 https://www.thenewsbangla.com/?p=14115 কেরালার বর্তমান শাসকগোষ্ঠী ভারতীয় কমিউনিস্ট পার্টির; এক নেতার ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। এই এফআইআর কে কেন্দ্র করে; একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় কেরলের পার্টির মধ্যে। মুম্বাই পুলিশ ধর্ষণ এবং প্রতারণার মামলা দায়ের করেন; কেরল শাসকগোষ্ঠীর রাষ্ট্রীয় সচিব; কোডিয়েরি বালকৃষ্ণনের ছেলের বিরুদ্ধে।

মামলাটি দায়ের করা হয় বিহারের ৩৩ বছর বয়সি; এক মহিলার অভিযোগ থেকে। মহিলা একজন বার ডান্সার। তিনি জানান, বিনয় বিনোদিনী বালকৃষ্ণন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে; যৌন হেনস্থা করেন। এবং মহিলার একটি ৮ বছর বয়সী ছেলে আছে; যার বাবা বিনয় বিনোদিনী বালকৃষ্ণন।

আরও পড়ুন: থানার সামনেই হেনস্থা; নিষ্ক্রিয় পুলিসের উপরে ভরসা নেই মিস ইন্ডিয়ার

তিরুবনন্তপুরমে বিনয় জানান, “মেয়েটিকে তিনি চেনেন; তবে এই অভিযোগ ভিত্তিহীন”। ছয় মাস আগে; মহিলাটি তাকে একটা চিঠি পাঠায়; সেখানে মহিলাটি ৫ কোটি টাকা চান এবং বিনয় তাকে বিয়ে করেছে এবং তাদের একটি ছেলে সন্তান আছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুন: ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণ, রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মহিলার বক্তব্য থেকে জানা যায়, দিনের পর দিন তাকে সহ্য করতে হয়েছে যৌন হেনস্থা। তবে এই বিয়য়ে পার্টির কিছু করা নেই বলে জানান হয়েছে। বিনয় বলেন, “আমি ২০০৮ সালে বিয়ে করেছি। এখানে কোনরকম গোপন কাজ করার কোনো প্রয়োজন নেই। ব্ল্যাকমেইল করা হচ্ছে আমাকে”।

আরও পড়ুন হাসপাতালের বিভাগীয় প্রধানের বর্ণবিদ্বেষের শিকার হয়ে প্রতিভাবান ডাক্তারের আত্মহত্যা

এই বিষয়ে বিনয়, তদন্তকারী পুলিশ অফিসারদের আগেই অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু লোকসভা ভোটের কারণে এই ঘটনা চাপা পরে যায়। বর্তমানে ঘটনাটি নিয়ে ফের জলঘোলা শুরু হয়েছে। ঘটনাটি বিশেষভাবে খতিয়ে দেখছে প্রশাসন। তদন্তে পরবর্তী পদক্ষেপে; যথাযথ দায়িত্ব সহকারে নেওয়া হবে বলে জানান হয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে।

]]>
কেরালায় রাহুলের প্রার্থী হওয়া নিয়ে বাম কংগ্রেস বাকবিতন্ডা তুঙ্গে https://thenewsbangla.com/rahul-gandhis-candidateship-in-keralas-wayanad-dissatisfy-cpm-leaders/ Tue, 02 Apr 2019 08:44:27 +0000 https://www.thenewsbangla.com/?p=9734 আমেঠীর পাশাপাশি দক্ষিনের রাজ্য কেরালার ওয়াইনাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল। এই কেন্দ্রে রাহুল প্রার্থী হওয়ায় বেজায় অসন্তুষ্ট কেরালার ক্ষমতাসীন দল সিপিএম। আর এরপরেই কেরালায় রাহুলের প্রার্থী হওয়া নিয়ে বাম কংগ্রেস বাকবিতন্ডা তুঙ্গে উঠেছে।

আরও পড়ুনঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি

কংগ্রেসের এই সিদ্ধান্তকে রাজনৈতিক দুরদর্শিতার অভাব বলে মন্তব্য করেছে সিপিএম। তাদের প্রশ্ন, কংগ্রেসের লড়াই কি বিজেপির বিরুদ্ধে, নাকি সিপিএমের বিরুদ্ধে? সিপিএমের বক্তব্য, সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের লড়াইয়ে আখেরে সুবিধা পাবে বিজেপিই।

আরও পড়ুনঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

এই নিয়ে রাহুল গান্ধী সহ কংগ্রেসকে তুলোধুনো করেছেন কেরালার প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দ। কেরালায় বামেদের বিরুদ্ধে রাহুলের প্রার্থী হবার কারনে কংগ্রেসকে বামেদের চরম শত্রু হিসেবে উল্লেখ করেন তিনি। এর সাথে রাহুল গান্ধীকেও “আমুল বেবি” বলে কটাক্ষ করেন।

এর আগেই রাহুলের নাম ওই কেন্দ্রে ঘোষিত হতেই কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিল সিপিএম। জোটে জিততে কেরালার চরমপন্থী মুসলিম সংগঠনগুলোর সঙ্গেও হাত মিলিয়েছে কংগ্রেস, এমনই অভিযোগ ছিল সিপিএমের।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেরালায় কংগ্রেস জোট করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML), স্যোসাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) সাথে। দুটি সংগঠনের বিরুদ্ধেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের নামে অস্ত্র প্রশিক্ষণ শিবির চালানোর অভিযোগ এনেছিল এনআইএ (NIA)। এদিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাথে জামাত ই ইসলামীর যোগসাজশ প্রমাণিত হয়েছে বহুবার।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

কেরালা সিপিএমের রাজ্য সভাপতি কোদিয়ারি বালাকৃষ্ণন রবিবার জানান, রাজ্যে IUML, SDPI ও জামাতের সাথে জোট করছে কংগ্রেস। জাতীয় স্তরে কংগ্রেসের তরফে কোন প্রকার বার্তা যাবে, তা তিনি কংগ্রেসকে ভেবে দেখতে বলেন।

উল্লেখ্য, ওয়াইনাদ লোকসভা কেন্দ্রটি ১৯৫৭ সাল থেকেই কংগ্রেসের গড় হিসেবে পরিচিত। রাহুল গান্ধী এই কেন্দ্রে প্রার্থী হলে কোনও নির্বাচনী প্রচার ছাড়াই নিশ্চিন্তে জয় লাভ করবেন বলে কংগ্রেস নেতারা দাবি করেন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>