Keep an eye on Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 18 Apr 2019 07:32:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Keep an eye on Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নজর রাখুন বাংলায় দ্বিতীয় দফার ভোটে, সারাদিন কোথায় কি হচ্ছে জেনে নিন https://thenewsbangla.com/election-2019-second-phase-polls-keep-an-eye-on-bengal-know-whats-going-on-all-day/ Thu, 18 Apr 2019 02:37:52 +0000 https://www.thenewsbangla.com/?p=11077 ১৮। চোপড়ায় ভোটারদের বাড়ি থেকে সুরক্ষা দিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে দিল রাজ্য ও কেন্দ্রীয় পুলিশ।
১৭। বেলা ১২ টা পর্যন্ত ভোট পড়ল ৩৩%
১৬। বন্দুক নিয়ে বুথের মধ্যে ঢুকে ভোট দিলেন পুলিশ অফিসার।
১৫। মহম্মদ সেলিমের গাড়ির ওপর হামলার ঘটনায় প্রশাসনের কাছে রিপোর্ট চাইল সি ই ও দপ্তর।
১৪। ইসলামপুরে মহম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর।
১৩। সকাল ৯ টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোট পড়েছে ১৬.৮৪%।
দার্জিলিঙে ভোট পড়েছে ১৬.১৪%
রায়গঞ্জে ভোট পড়েছে ১৭.৪৫%
সর্বশেষ খবরে মোট ভোট ১৬.৭৮%
১২। চোপড়ার অশান্তি নিয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
১১। মহিলাদের রাস্তায় ফেলে মার বাইক বাহিনীর।
১০। ভোটদানে বাধা উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে।
৯। কানে ফোন দিয়েই ভোট দিলেন নির্দল প্রার্থী হরকা বাহাদুর ছেত্রি।
৮। জলপাইগুড়ির অনেক বুথেই ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণে দেরি।
৭। ৪০ মিনিট পর ভোট দিতে পারলেন বিনয় তামাং।
৬। ৪০ মিনিট পর ভোট দিতে পারলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সী।
৫। বিভিন্ন জায়গাতেই ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণে দেরি।
৪। ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারছেন না দার্জিলিং এ বিনয় তামাং।
৩। ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারছেন না রায়গঞ্জে দীপা দাশমুন্সী।
২। দার্জিলিং ও রায়গঞ্জের বিভিন্ন বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ।
১। বাংলায় দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোট, সারা দেশের ৯৫টি লোকসভা কেন্দ্রে ভোট।

গোটা দেশের ৯৫ কেন্দ্রের সঙ্গে বাংলায় ৩ লোকসভা কেন্দ্রে ভোট। সারাদিন The News বাংলা-র সঙ্গে নজর রাখুন, ৩ লোকসভায় কোথায় কি হচ্ছে জানুন। সরাসরি নজর রাখুন বাংলায় দ্বিতীয় দফার ভোটে। সারাদিন কোথায় কি হচ্ছে জেনে নিন।

#ELECTION2019
#THENEWSBANGLA
#PARLIAMENTELECTION2019
#LOKSABHAVOTE2019

]]>