Kashmiri Pandit Targeted – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 13 May 2022 07:56:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kashmiri Pandit Targeted – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অনেক হয়েছে আর সহ্য নয়, উত্তাল কাশ্মীরে পুড়ছে পা’কিস্তানের পতাকা https://thenewsbangla.com/pakistan-flag-is-burning-in-kashmir-kashmir-files-not-closed-kashmiri-pandit-targeted-again/ Fri, 13 May 2022 07:48:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15084 অনেক হয়েছে আর সহ্য নয়; উত্তাল কাশ্মীরে পুড়ছে পা’কিস্তানের পতাকা। ফের উপত্যকায় জ’ঙ্গিদের টা’র্গেটের শিকার; এক কাশ্মীরি পন্ডিত। বৃহস্পতিবার বুদগামের একটি সরকারি অফিসে ঢুকে; গু’লি চালায় জ’ঙ্গিরা। গু’লিবিদ্ধ হয়ে গুরুতর জ’খম হন কাশ্মীরি পন্ডিত রাহুল ভাট। ভর্তি করা হয় হাসপাতালে, তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই মুহূর্তে অগ্নি’গর্ভ পরিস্থিতি; গোটা কাশ্মীরে।

ঘটনার দায় স্বীকার করেছে; পা’কিস্তানের মদতপুষ্ট জ’ঙ্গি গোষ্ঠী জ’ইশ-ই-মহম্মদ। স’ন্ত্রা’সী সংগঠন কাশ্মীর টাইগার্স (টিআরএফ) ও এই হামলার দায় স্বীকার করেছে। এরপরেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন; পা’কিস্তানের উপর। পা’কিস্তানের জাতীয় পতাকা; প্রকাশ্য রাস্তায় পো’ড়ান হচ্ছে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে; কাশ্মীরের সাধারণ মানুষ।

আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস; কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত। দিন দিন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত ও ভিন রাজ্যের বাসিন্দাদের উপর; জ’ঙ্গি হা’মলা বেড়েই চলেছে। গত বছর অক্টোবর থেকে পরিযায়ী শ্রমিকদের; টার্গেট করা শুরু করে জ’ঙ্গিরা। সেই মাসেই পাঁচদিনে খু’ন হন; সাত নিরীহ নাগরিক। তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত; একজন শিখ এবং দুজন ভিন রাজ্যের বাসিন্দা। গত মাসেও সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত বিক্রেতার উপর; হামলা চালিয়েছিল জ’ঙ্গিরা। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস, কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত, চুপ নেতারা

অ-কাশ্মীরিদের উপর জ’ঙ্গি হামলা জারি আছে কাশ্মীরে; আজও শেষ হয়নি কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিত ও ভিনরাজ্যের ব্যক্তিদের উপর হা’মলা করে; কাশ্মীরকে আবারও অশান্ত করে তুলতে চাইছে জ’ঙ্গিরা। কিন্তু জ’ঙ্গি দমনে যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলায়; বহু ক্ষেত্রে ভেস্তে গিয়েছে তাদের ছক।

এবার, বুদগামের চাদুরায় তহসিল অফিসে ঢুকে; রাহুল ভাট নামে এক সরকারি কর্মচারীকে লক্ষ্য করে গু’লি চালায় জ’ঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে; তাকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
তারপরেই শুরু হয়ে যায় বিক্ষোভ। পা’কিস্তানি জ’ঙ্গি গোষ্ঠী ও তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষ।

পুলিশকে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে; বিক্ষোভকারীদের হঠাতে। বেছে বেছে হি’ন্দুদের মা’রছে পা’ক জ’ঙ্গিরা। কাদের মদতে এটা হচ্ছে; তাদের খোঁজ করে উপযুক্ত শাস্তি দেবার দাবি উঠেছে।

]]>
আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস, কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত, চুপ নেতারা https://thenewsbangla.com/kashmir-files-not-closed-kashmiri-pandit-targeted-again-in-kashmir-silent-leaders/ Fri, 13 May 2022 05:56:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15078 আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস; কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত। বিস্ময়কর ভাবে চুপ নেতারা; ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি এখনও কোন কথা বলেননি। ফের উপত্যকায় জ’ঙ্গিদের টা’র্গেটের শিকার; এক কাশ্মীরি পন্ডিত। বৃহস্পতিবার বুদগামের একটি সরকারি অফিসে ঢুকে; গু’লি চালায় জ’ঙ্গিরা। গু’লিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন কাশ্মীরি পন্ডিত রাহুল ভাট। ভর্তি কড়া হয় হাসপাতালে, তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি; গোটা কাশ্মীরে।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুদগামের চাদুরায়; তহসিল অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক সরকারি কর্মচারীকে লক্ষ্য করে গু’লি চালায় জ’ঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে; তাকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনার দায় স্বীকার করেছে; পাকিস্তানের মদতপুষ্ট জ’ঙ্গি গোষ্ঠী জ’ইশ-ই-মহম্মদ। স’ন্ত্রা’সী সংগঠন কাশ্মীর টাইগার্স (টিআরএফ) ও এই হামলার দায় স্বীকার করেছে।

দিন দিন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত ও ভিন রাজ্যের বাসিন্দাদের উপর; জ’ঙ্গি হা’মলা বেড়েই চলেছে। গত বছর অক্টোবর থেকে পরিযায়ী শ্রমিকদের; টার্গেট করা শুরু করে জ’ঙ্গিরা। সেই মাসেই পাঁচদিনে খু’ন হন; সাত নিরীহ নাগরিক। তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত; একজন শিখ এবং দুজন ভিন রাজ্যের বাসিন্দা। গত মাসেও সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত বিক্রেতার উপর; হামলা চালিয়েছিল জ’ঙ্গিরা। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি।

একের পর এক জ’ঙ্গি হামলায়; মারা গেছে কাশ্মীরের বাইরের অন্য রাজ্যের মানুষ। এবারের হামলার পর জ’ঙ্গিদের খোঁজে; অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্ত অনুযায়ী; হামলায় ২ জ’ঙ্গি জড়িত রয়েছে।

অ-কাশ্মীরিদের উপর জ’ঙ্গি হামলা জারি আছে কাশ্মীরে; আজও শেষ হয়নি কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিত ও ভিনরাজ্যের ব্যক্তিদের উপর হামলা করে; কাশ্মীরকে আবারও অশান্ত করে তুলতে চাইছে জ’ঙ্গিরা। কিন্তু জ’ঙ্গি দমনে যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলায়; বহু ক্ষেত্রে ভেস্তে গিয়েছে তাদের ছক।

এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে স’ন্ত্রাসীদের বিরুদ্ধে; নিরাপত্তা বাহিনীর অবিরাম অভিযান চলছে। জম্মু ও কাশ্মীরে প্রায় ২০০ জন জ’ঙ্গি সক্রিয় রয়েছে এবং এইবছর এন-কাউ’ন্টারে ৭৫ জন জ’ঙ্গি এখনও পর্যন্ত নি’কেশ হয়েছে। মৃত জ’ঙ্গিদের মধ্যে ২১ জন বিদেশি।

]]>