Kashmir Issue – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 13 May 2022 07:56:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kashmir Issue – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অনেক হয়েছে আর সহ্য নয়, উত্তাল কাশ্মীরে পুড়ছে পা’কিস্তানের পতাকা https://thenewsbangla.com/pakistan-flag-is-burning-in-kashmir-kashmir-files-not-closed-kashmiri-pandit-targeted-again/ Fri, 13 May 2022 07:48:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15084 অনেক হয়েছে আর সহ্য নয়; উত্তাল কাশ্মীরে পুড়ছে পা’কিস্তানের পতাকা। ফের উপত্যকায় জ’ঙ্গিদের টা’র্গেটের শিকার; এক কাশ্মীরি পন্ডিত। বৃহস্পতিবার বুদগামের একটি সরকারি অফিসে ঢুকে; গু’লি চালায় জ’ঙ্গিরা। গু’লিবিদ্ধ হয়ে গুরুতর জ’খম হন কাশ্মীরি পন্ডিত রাহুল ভাট। ভর্তি করা হয় হাসপাতালে, তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই মুহূর্তে অগ্নি’গর্ভ পরিস্থিতি; গোটা কাশ্মীরে।

ঘটনার দায় স্বীকার করেছে; পা’কিস্তানের মদতপুষ্ট জ’ঙ্গি গোষ্ঠী জ’ইশ-ই-মহম্মদ। স’ন্ত্রা’সী সংগঠন কাশ্মীর টাইগার্স (টিআরএফ) ও এই হামলার দায় স্বীকার করেছে। এরপরেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন; পা’কিস্তানের উপর। পা’কিস্তানের জাতীয় পতাকা; প্রকাশ্য রাস্তায় পো’ড়ান হচ্ছে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে; কাশ্মীরের সাধারণ মানুষ।

আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস; কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত। দিন দিন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত ও ভিন রাজ্যের বাসিন্দাদের উপর; জ’ঙ্গি হা’মলা বেড়েই চলেছে। গত বছর অক্টোবর থেকে পরিযায়ী শ্রমিকদের; টার্গেট করা শুরু করে জ’ঙ্গিরা। সেই মাসেই পাঁচদিনে খু’ন হন; সাত নিরীহ নাগরিক। তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত; একজন শিখ এবং দুজন ভিন রাজ্যের বাসিন্দা। গত মাসেও সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত বিক্রেতার উপর; হামলা চালিয়েছিল জ’ঙ্গিরা। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস, কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত, চুপ নেতারা

অ-কাশ্মীরিদের উপর জ’ঙ্গি হামলা জারি আছে কাশ্মীরে; আজও শেষ হয়নি কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিত ও ভিনরাজ্যের ব্যক্তিদের উপর হা’মলা করে; কাশ্মীরকে আবারও অশান্ত করে তুলতে চাইছে জ’ঙ্গিরা। কিন্তু জ’ঙ্গি দমনে যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলায়; বহু ক্ষেত্রে ভেস্তে গিয়েছে তাদের ছক।

এবার, বুদগামের চাদুরায় তহসিল অফিসে ঢুকে; রাহুল ভাট নামে এক সরকারি কর্মচারীকে লক্ষ্য করে গু’লি চালায় জ’ঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে; তাকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
তারপরেই শুরু হয়ে যায় বিক্ষোভ। পা’কিস্তানি জ’ঙ্গি গোষ্ঠী ও তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষ।

পুলিশকে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে; বিক্ষোভকারীদের হঠাতে। বেছে বেছে হি’ন্দুদের মা’রছে পা’ক জ’ঙ্গিরা। কাদের মদতে এটা হচ্ছে; তাদের খোঁজ করে উপযুক্ত শাস্তি দেবার দাবি উঠেছে।

]]>
১৩০ কোটির দেশের ভরসায় চলছে ব্যবসা, তারপরেও ভারত বিরোধী বক্তব্যের সাহস হয় কি করে https://thenewsbangla.com/hyundai-kfc-in-controversy-with-kashmir-issue-indians-strong-protest/ Tue, 08 Feb 2022 08:22:38 +0000 https://www.thenewsbangla.com/?p=14814 ১৩০ কোটির দেশের উপর ভরসা করে চলছে ব্যবসা; তারপরেও ভারত বিরোধী বক্তব্যের সাহস হয় কি করে? উঠে গেছে প্রশ্ন। প্রশ্নের মুখে কেএফসি ও হুন্ডাই। যদিও ভারতবাসির তুমুল প্রতিবাদে, শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে দুই বহুজাতিক কোম্পানি।

কাশ্মীর নিয়ে বিতর্কিত পোস্টের জেরে; প্রথমে নেটিজেনদের রোষানলে পড়ে অটো কোম্পানি হুন্ডাই (Hyundai)। হুন্ডাই পাকিস্তানের একটি টুইট ঘিরে; এই বিতর্কের সূত্রপাত। ওই টুইটে লেখা হয়;’আমরা যেন ভুলে না যাই কাশ্মীরি ভাইদের আত্মত্যাগ। তাঁদের স্বাধীনতা সংগ্রামে পাশে থাকব’। এর সঙ্গে #KashmirSolidarityDay যোগ করা হয়। এই টুইটে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভারতে। ভারতিয়রা হন্ডাইকে বয়কটের দাবি তোলেন। টুইটারে ট্রেন্ডিং হতে থাকে #BoycottHyundai। বিতর্ক সামাল দিতে দক্ষিণ কোরিয়ার অটো কোম্পানিটির ভারতীয় বিভাগের তরফে জানানো হয়; তারা ভারতীয় জাতীয়তাবাদকে সম্মান করে। এমনকি চাপের মুখে পড়ে ভারতকে হুন্ডাই ব্র্যান্ডের Second Home বলেও ঘোষণা করা হয়।

Hyundai KFC Controversy
১৩০ কোটির দেশের ভরসায় চলছে ব্যবসা, তারপরেও ভারত বিরোধী বক্তব্য

এরপরেই একইরকম বদমাইশি করে কেএফসি (KFC)। পাকিস্তানের কেএফসি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি টুইট করে; কাশ্মীর ইস্যু নিয়ে খোঁচা দেওয়া হয় ভারতকে। তাতে লেখা হয়, ”আমরা কাশ্মীরের সংহতি দিবসে তাদের স্বাধীনতার অধিকারের দাবিকে অনুভব করে তাদের পাশেই দাঁড়াচ্ছি”। স্বাভাবিকভাবে এরপরেই শুরু হয় বিতর্ক। কিন্তু সেখানেই না থেমে; পরের দিন আরও একটি পোস্ট করা হয়। তাতে কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে লেখা হয়; ”কাশ্মীর কাশ্মীরিদেরই”। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এই ধরনের পোস্টের পর; ক্রমশ চড়তে থাকে বিক্ষোভের পারদ। এরপরই কেএফসি ইন্ডিয়ার তরফে টুইট করে; ক্ষমা চাওয়া হয়। বলা হয়; ”দেশের বাইরে কেএফসির কোনও সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে করা পোস্টটির জন্য আমরা গভীর ভাবে ক্ষমা চাইছি; আমরা ভারতকে সম্মান করি এবং গর্বের সঙ্গে সমস্ত ভারতীয়র সেবা করতে দায়বদ্ধ”।

সোশ্যাল মিডিয়ায় বিশ্বের অন্যতম ফুড-চেন সংস্থা ও গাড়ি-প্রস্তুত সংস্থাকে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় নেটিজেনরা। যদিও ভারতীয়দের প্রবল চাপে পড়ে, শেষ পর্যন্ত ক্ষমাও চেয়ে নিয়েছে ওই দুই সংস্থা। কিন্তু এরপরেই প্রশ্ন উঠেছে; ১৩০ কোটির দেশের উপর ভরসা করে চলছে ব্যবসা; তারপরেও ভারত বিরোধী বক্তব্যের সাহস হয় কি করে?

]]>