Kashi Bishwanath – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 18 May 2022 04:10:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kashi Bishwanath – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাশীর পর মথুরা, কৃষ্ণের জন্মস্থানে মসজিদ বন্ধের আর্জি, ইদগাহ সিল করতে মামলা https://thenewsbangla.com/kashi-mathura-petition-to-close-mosque-at-krishna-birthplace-case-to-seal-idgah/ Wed, 18 May 2022 04:09:41 +0000 https://www.thenewsbangla.com/?p=15104 কাশীর পর এবার মথুরায় কৃষ্ণের জন্মস্থানে, মসজিদ বন্ধের আর্জি; ইদগাহ সিল করতে আদালতে দায়ের মামলা। মথুরায় মসজিদ বন্ধ ও ইদগাহ ময়দান সিলের দাবিতে মামলা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পশ্চিম উত্তরপ্রদেশের মথুরায়; শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মন্দির সংলগ্ন শাহি ইদগাহ নিয়ে; বিতর্ক তৈরি হয়েছে বহুদিন থেকেই। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মন্দিরের কাছে যে মসজিদটি আছে; তার জায়গা হিন্দুদের কাছে হস্তান্তর করার দাবি উঠেছে। এবার সেই নিয়েই; মামলা হল আদালতে।

গত বেশ কয়েকদিন ধরেই; ঐতিহাসিক বারাণসী জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক চরমে উঠেছে। আদালতের নির্দেশে মসজিদে সমীক্ষা চলেছে; সমীক্ষা চলাকালীন ওজুখানায় ‘শিবলিঙ্গ’ মিলেছে বলেও দাবি করা হয়েছে। এরপরই সিল করা হয়েছে মসজিদের ওজুখানা। এই আবহে এবার মথুরার ইদগাহ ময়দানও; সিল করে সেখানে নমাজ বন্ধের আর্জি জানিয়ে আবেদন দায়ের হল আদালতে। মথুরার স্থানীয় আদালতেই; দু-জন আইনজীবী এই নিয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

লখনউয়ের আইনজীবী শৈলেন্দ্র সিং, মথুরা দায়রা জজ আদালতে; একটি পিটিশন দাখিল করেছেন। আবেদনে তাঁর আর্জি, শাহি ইদগাহে মুসলমানদের নমাজ পড়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হোক। আবদেনকারী বলেন, ‘যেখানে মন্দির ছিল সেখানেই শাহি ইদগাহ মসজিদ গড়ে উঠেছে; এখানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আমরা চাই না যে; মুসলমানরা শাহি ঈদগাহ মসজিদে নমাজ পড়ুক’।

আরও পড়ুনঃ বাবরি-র পর জ্ঞানবাপি, ‘মন্দির ওহি বনেগা’

কয়েকদিন আগেই মথুরার কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন এলাকায় অবস্থিত, সেই মসজিদ এলাকায় সমীক্ষার জন্য; অ্যাডভোকেট কমিশনরকে নিয়োগের পিটিশন দায়ের হয় আদালতে। এই একই ধরনের এক পিটিশনের ভিত্তিতেই; কাশীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চলছে।

২০২০ সালের ২৩ ডিসেম্বর থেকে; মথুরার সিভিল জজ কোর্টে মামলা চলছে। ভগবান কেশবদেব মন্দিরের তরফে, দায়ের করা ওই পিটিশনে; শ্রীকৃষ্ণের চিহ্ন রয়েছে বলে শাহি দরগা সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। এলাকা শ্রীকৃষ্ণ জন্মভূমি বলে দাবি; মন্দিরের দাবি ইদগাহের ১৩.৩৭ একর জমি তাদের।

‘ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের’ পাশে ইদগাহ মসজিদ, সিল করার আর্জি নিয়ে দায়ের করা মামলা; শুনানির জন্যও নিয়েও নিয়েছে মথুরা আদালত। ইতিমধ্যেই কৃষ্ণের জন্মস্থান তথা কাটরা কেশবদেব মন্দিরের ১৩.৩৭ একর জমি ও ইদগাহ মন্দির নিয়ে; হিন্দুত্ববাদীরা মথুরা আদালতেই অন্তত ১০টি আলাদা মামলা দায়ের করেছেন।

]]>
কাশীর কোতোয়াল, পুলিশ স্টেশনের হেড ইনচার্জ ভগবান কালভৈরব https://thenewsbangla.com/kotwal-of-kashi-kaal-bhairav-in-charge-of-kashi-varanasi-kotwali-police-station/ Fri, 29 Apr 2022 12:04:27 +0000 https://www.thenewsbangla.com/?p=14980 কাশীর কোতোয়াল; পুলিশ স্টেশনের হেড ইনচার্জ ভগবান কালভৈরব। থানার দায়িত্বে যখন ভগবান কালভৈরব; অপরাধী ও পাপীদের রেহাই নেই। উত্তরপ্রদেশের কাশী-বারাণসীর কোতোয়ালি পুলিশ স্টেশনের; হেড ইনচার্জ হলেন ভগবান কালভৈরব! থানার মুখ্য অফিসারের চেয়ারে রয়েছে কালভৈরবের মূর্তি; সাব-ইন্সপেক্টর বসেন তাঁর পাশের চেয়ারে! শুনতে আশ্চর্য লাগলেও ঘটনাটি সত্যি।

কাশীর কালভৈরব মন্দিরের ঠিক পিছনেই; বিশ্বেশ্বরগঞ্জ থানা। থানায় গেলে আপনি দেখতে পাবেন; মুখ্য-ভারপ্রাপ্ত অফিসারের চেয়ারে রাখা আছে ভগবান কালভৈরবের বাঁধানো ছবি। প্রতিদিন দেবতার পুজো করে, মালা পরিয়ে; শুরু হয় কোতোয়ালি থানার কাজ। পুলিশকর্মীরা বিশ্বাস করেন; ওই চেয়ারে বিরাজ করেন স্বয়ং প্রভু কালভৈরব। থানার SHO বা ‘স্টেশন হাউস অফিসার’; পাশের চেয়ারে বসে দায়িত্ব পালন করেন।

প্রথাটি এতটাই প্রাচীন যে; বেনারসের কোন পুলিশ অফিসারই ওই চেয়ারে বসার সাহস দেখান না। বরং এখানে এসে কালভৈরবের আশীর্বাদ নিয়েই; কাজ করেন তারা। কথায় আছে, কাশীর রাজা হলেন বিশ্বনাথ এবং কালভৈরব হলেন কাশীর নগরপাল বা কোতোয়াল। তাঁর অনুমতি ছাড়া কাশীতে বসবাস করা; বা বাবা বিশ্বনাথের দর্শন করা যায় না।

কিন্তু কে ছিলেন; এই কালভৈরব? ভৈরব শব্দটির অর্থ হল ভীষণ বা ভয়াবহ। ভগবান শিবের যে কয়টি অবতার আছে; তাদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর এই কালভৈরব। কালভৈরব হলেন কাল বা সময়ের অধিপতি; বা মৃত্যুর দেবতা। তিনি পাপীদের দন্ড প্রদান করেন।

ব্রহ্মা একবার অহংকারের বশে; মহাদেবের নিন্দা করেছিলেন। ক্রোধিত হয়ে ব্রহ্মার অহং নাশ করতে; কালভৈরবকে পাঠিয়েছিলেন মহাদেব। যে মুখে ব্রহ্মা শিবনিন্দা করেছিলেন; ভীষণ রাগে সেই মুখটি ছিঁড়ে নেন কালভৈরব। কিন্তু ব্রহ্মার মুন্ড ছিঁড়ে নেওয়ায়; ব্রহ্মহত্যার পাপ এসে ধরে কালভৈরবকে। একারণে মাথাটি ছিঁড়ে নিলেও; সেই ছিন্ন মস্তক আটকে থাকে কালভৈরবের হাতেই। প্রচন্ড যন্ত্রনায় কালভৈরব ত্রিভুবনে ছুটে বেড়ান; কিন্তু কোনভাবেই যন্ত্রনার উপশম হচ্ছিল না। অবশেষে কাশীর গঙ্গায় হাত ডোবাতেই; কালভৈরবের হাত থেকে খসে পড়ে মুণ্ডু। শাপমোচন ঘটে তাঁর এবং যন্ত্রনার উপশম হয়। মহাদেবের আশীর্বাদ নিয়ে তখন থেকেই; কাশীতে প্রতিষ্ঠা লাভ করেন কালভৈরব।

আজও কাশীতে বাস করতে হলে অথবা বাবা বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণার দর্শন করতে হলে সবার আগে কালভৈরবের অনুমতি নিতে হয়। কাশীর ‘ল-এন্ড-অর্ডার’ এখনও তিনিই সামলান।

]]>
কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ‘খিল্লি’ করল গেরুয়া শিবির https://thenewsbangla.com/mamata-banerjee-worshiped-at-kashi-bishwanath-temple-gerua-shibir-made-fun-of-her/ Fri, 04 Mar 2022 06:44:49 +0000 https://www.thenewsbangla.com/?p=14900 কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়; ‘খিল্লি’ করল গেরুয়া শিবির। গতকালই অখিলেশের প্রচারসভায় যোগ দিতে; যোগী রাজ্য উত্তরপ্রদেশে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজই তৃণমূল নেত্রীর বার্তা-‘জয় শ্রীরাম নয়; ভুল কথা বলবেন না; বলুন জয় সিয়ারাম’। বারাণসীতে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ সহ বিজেপি নেতৃত্বকে; কটাক্ষ করে গেলেন তৃণমূল নেত্রী। গতকাল বারাণসীতে পা দিয়েই; বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল নেত্রীকে। শুধু তাই নয় গাড়িতে ধাক্কা দেওয়া থেকে শুরু করে; কালো পতাকাও দেখানো হয় তাঁকে। এরপরেই জনসভা থেকে বিজেপি কর্মীদের তীব্র কটাক্ষ করেছেন মমতা।

এদিকে কাশী বিশ্বনাথ মন্দিরে ষোড়শ উপাচারে; ভক্তি ভরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত মিশ্রকে পাশে বসিয়ে; যাবতীয় ধর্মীয় আচার পালন করেন মমতা। ফুল-ফল সহযোগে নৈবেদ্য পরিবেশনের সঙ্গেই; শান্তি কামনায় বাবা বিশ্বনাথের মাথায় দুধও ঢালেন তিনি। দৃশ্যত পরিতৃপ্ত মমতা গলায় তখন শুধুই ‘হর হর মহাদেব’ ধ্বনি। সমাজবাদী পার্টি ও তার জোটসঙ্গীদের জনসভা মাতিয়ে মমতা সোজা চলে আসেন কাশী করিডরে বাবা বিশ্বনাথের মন্দিরে। উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানায় মন্দির কর্তৃপক্ষ।

মহাদেবের চরণে পুজো দেওয়ার সঙ্গেই; পার্বতী, অন্নপূর্ণা মন্দিরেও পুজো দেন তিনি। ভক্তি নিবেদন করেন ‘নন্দী মহারাজ’এর কাছেও। মন্দিরের বাইরে তখন মমতাকে দেখার প্রতীক্ষায়; কাতারে কাতারে মানুষ। বুধবার শৈবতীর্থের এই অংশে দশাশ্বমেধ ঘাট রোডে; গেরুয়া পার্টির লোকজন মমতাকে বিক্ষোভ প্রদর্শন করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে। কিন্তু তাতে বিচলিত হননি বাংলার অগ্নিকন্যা; হাসিমুখে সবাইকে করজোড়ে জানালেন;‘হর হর মহাদেব’!

সকালে জনসভা ও ভোট প্রচারে ব্যস্ত থাকলেও; দুপুরে সমস্ত কাজ সম্পন্ন করে বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন তৃণমূল নেত্রী। দীর্ঘক্ষণ ধরে মন্দিরে পুজো দেন তিনি; করেন আরতিও। বিশ্বনাথ শিবের মাথায় দুধ ঢেলে; পুজো সম্পন্ন করেন মমতা।

কাশী বিশ্বনাথ মন্দিরে; মমতার পুজোর ছবি ছড়িয়ে পরতেই কটাক্ষ করেছে বিজেপি শিবির। শেষপর্যন্ত মমতাকে হিন্দু ধর্মের পুজো করতে হল; সেই ভোটের জন্যই; কটাক্ষ গেরুয়া শিবির থেকে। কপালে সাদা হলুদ চন্দন মাখা মমতার ছবি শেয়ার করে; খিল্লি শুরু করেছে বিজেপি নেতারা। ভোটের জন্য মমতাকে কাশি বিশ্বনাথের দরবারে ছুটতে হল; কটাক্ষ গেরুয়া শিবিরের।

]]>