Kamal Nath – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 15 Apr 2019 04:00:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kamal Nath – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ https://thenewsbangla.com/modi-didnt-learn-to-wear-pants-when-nehru-indira-built-army-says-kamal-nath/ Mon, 15 Apr 2019 04:00:35 +0000 https://www.thenewsbangla.com/?p=10849 জাতীয়তাবাদ ইস্যুতে নরেন্দ্র মোদীকে কুরুচিপূর্ণ আক্রমণ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। নেহেরু ও ইন্দিরা গান্ধী ভারতের সেনাবাহিনী গঠন করেছিলেন, তখনও নরেন্দ্র মোদী পায়জামা প্যান্ট পরতে শেখেনি, রবিবার একটি নির্বাচনী জনসভা থেকে এভাবেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কমলনাথ।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

সম্প্রতি মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠদের বাড়ি তল্লাশি করে ২৮১ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর। তারই পরিপ্রেক্ষিতে কমলনাথকে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তারই পাল্টা জবাব দিলেন কমলনাথ।

আরও পড়ুনঃ বিজেপিকে হারাতে সিপিএম ও কংগ্রেসের প্রতি ভোট ভাগ না করার অনুরোধ মমতার

রবিবার মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় নির্বাচনী প্রচারসভায় নরেন্দ্র মোদীকে এক হাত নিয়ে কমলনাথ বলেন, দেশে সব থেকে বেশি সন্ত্রাসবাদী হানা হয়েছে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন।

আরও পড়ুনঃ মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির

মোদীকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ৫ বছর আগে কি দেশ সুরক্ষিত ছিল না? এর সাথেই তিনি উল্লেখ করেন, নরেন্দ্র মোদী দেশের সুরক্ষার জন্য নিজেকে কৃতিত্ব দেন, কিন্তু দেশের স্থলবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী তৈরি করেছিলেন জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধী।

আরও পড়ুনঃ শিলিগুড়ির জনসভায় মাছি মারার অবস্থা, চিন্তায় তৃণমূল নেতৃত্ব

কার সময়ে বেশি সন্ত্রাসবাদী হানা হয়েছে, প্রশ্ন তোলেন কমলনাথ। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে দিল্লির সংসদ ভবনে যখন হামলা হয়েছিল, তখন কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় ছিল। কর্মসংস্থান, কালো টাকা ফেরানো নিয়ে প্রশ্ন এড়াতেই মোদী সেনাবাহিনী নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা ও সচিবের বাড়ি ইনকাম ট্যাক্স তল্লাশিতে উদ্ধার কোটি কোটি টাকা https://thenewsbangla.com/income-tax-raids-on-madhya-pradesh-cm-kamal-naths-close-aides/ Sun, 07 Apr 2019 14:04:30 +0000 https://www.thenewsbangla.com/?p=10245 মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কমল নাথ এর সচিব ও ঘনিষ্ঠ নেতাদের বাড়ি তল্লাশি করে উদ্ধার কোটি কোটি টাকা। ভোটের মুখে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। ভোটের মুখে বিজেপির চক্রান্ত, পরিষ্কার জানিয়েছে কংগ্রেস। সব মিলিয়ে ইনকাম ট্যাক্স তল্লাশিকে কেন্দ্র করে তুলকালাম মধ্যপ্রদেশ তথা দেশের রাজনীতি।

ভোটের মুখে কংগ্রেস নেতাদের বাড়ি তল্লাশি করে উদ্ধার ৯ কোটি টাকা। রবিবার সকালেই তল্লাশি চালানো হয় সদ্য মধ্যপ্রদেশে ক্ষমতায় আসা কংগ্রেসের মুখ্যমন্ত্রী কমলনাথ ঘনিষ্ঠদের বাড়িতে। আর তাতেই বেরিয়ে আসে বেআইনি কোটি কোটি টাকার হদিস।

এদিন সকালেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের একাধিক প্রাক্তন ও বর্তমান সহযোগীর বাড়িতে তল্লাশি শুরু করা হয়। তল্লাশি হয় কমলনাথের ব্যক্তিগত সচিব প্রবীণ কক্করের ইন্দোর ও ভোপালের বাড়িতে এবং প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার মিগলানির দিল্লির বাড়িতে। কমলনাথ ঘনিষ্ঠ প্রভাবশালী এই দুই ব্যক্তির বাড়িতেই উদ্ধার হয় কয়েক কোটি অর্থ।

আয়কর দপ্তরের অফিসারেরা দুই ভাগ হয়ে তল্লাশি শুরু করেন। ১৫ জন অফিসারের একটি দল প্রবীণ কক্করের ইন্দোরের বাড়িতে তল্লাশি চালান। বাড়ির গ্যারেজ সহ সংলগ্ন আরও ৬ টি জায়গায় তল্লাশি চালানো হয়। অন্য একটি দল কমলনাথের প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার মিগলানির দিল্লির বাসভবনে তল্লাশি চালান। উল্লেখ্য, কক্কর এবং নিগলানি দুজনেই বহুদিন ধরে আয়কর দপ্তরের নজরে ছিলেন।

এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ এনেছে বিরোধীরা। সরকারী সংস্থাকে হাত করে রাজনৈতিক স্বার্থে বিরোধীদের বাড়ি তল্লাশি চালানো হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ। এর আগেও কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী ঘনিষ্ঠদের বাড়ি তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। তখনও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা।

ইনকাম ট্যাক্স তল্লাশিকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপি দুই দলই নির্বাচন কমিশনে যাচ্ছে বলেই জানা গেছে। নির্বাচন কমিশন কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

]]>
ভারতে হচ্ছে গরুর আশ্রম, অনাথ গরুদের দেওয়া হবে ভাতা https://thenewsbangla.com/india-opens-cows-ashram-orphan-cow-will-be-given-cattle-allowance/ Thu, 31 Jan 2019 08:51:30 +0000 https://www.thenewsbangla.com/?p=6244 মধ্যপ্রদেশে নির্মাণ করা হবে ‘গরু আশ্রম’। রাজ্যজুড়ে প্রাথমিকভাবে এক হাজার ‘গরু আশ্রম’ করা হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। ওই আশ্রমগুলোতে প্রায় এক লাখের মতো গরুর থাকার ব্যবস্থা করা হবে।

আগামী ছয় মাসের মধ্যে ওই সব গরু আশ্রম তৈরির কাজ শেষ করা হবে বলে জানা গেছে। লোকসভা ভোটের আগে অদ্ভুত ঘোষণা কংগ্রেস সরকারের। বিজেপির মতই এবার গরু রাজনীতি শুরু করল কংগ্রেস, বলছে রাজনৈতিক মহল।

ভারতে হচ্ছে গরুর আশ্রম, অনাথ গরুদের দেওয়া হবে ভাতা
ভারতে হচ্ছে গরুর আশ্রম, অনাথ গরুদের দেওয়া হবে ভাতা/The News বাংলা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের বিশেষ সহযোগী ভুপেন্দ্র গুপ্ত জানিয়েছেন, মধ্যপ্রদেশ জুড়ে রাস্তায় রাস্তায় বেওয়ারিশ ঘুরে বেড়ানো গরুদের আশ্রয় দেওয়ার লক্ষ্যেই রাজ্য সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। যে প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ব্যয় হবে আনুমানিক ৪৫০ কোটি টাকা। তবে পরে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ আরো বাড়ানো হবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বিরোধীদের অভিযোগ ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতে বাংলায় নির্বাচন কমিশন
আরও পড়ুনঃ কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট

সরকারি হিসাবে, মধ্যপ্রদেশে আনুমানিক সাড়ে ছয় লাখেরও বেশি বেওয়ারিশ গরু রয়েছে। যাদের সঠিক মালিকানা খুঁজে পাওয়া মুশকিল। এসব বেওয়ারিশ গরুর স্থান দেওয়া হবে অভিনব এই সব গরু আশ্রমে। থাকবে থাকা খাওয়ার সুবন্দোবস্ত।

ভুপেন্দ্র গুপ্ত জানিয়েছেন, ওই আশ্রমে গরুদের খাওয়ার জন্য একটি বাজেট বরাদ্দ করেও প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিটি গরু পিছু প্রতিদান প্রায় ২০ টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে। ওই ভাতার মধ্যেই প্রতিটি গরুকে খাওয়া দাওয়া ও চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

ভারতে হচ্ছে গরুর আশ্রম, অনাথ গরুদের দেওয়া হবে ভাতা
ভারতে হচ্ছে গরুর আশ্রম, অনাথ গরুদের দেওয়া হবে ভাতা/The News বাংলা

সারা ভারতের মধ্যে গরুদের আশ্রম তৈরির এমন ভাবনা মধ্যপ্রদেশেই প্রথম নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। জানা যায়, গরু আশ্রমগুলিতে প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৬০ হাজার গরুর আশ্রয় দেওয়া হবে। পরবর্তী সময়ে তা আরো বাড়ানো হতে পারে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়
আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

সরকারি সহযোগিতায় মধ্যপ্রদেশ জুড়ে এক হাজার গরু আশ্রম নির্মানের পাশাপাশি বেসরকারি ব্যক্তিগত উদ্যোগেও ৬১৪ টির মতো আশ্রমের নির্মান কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানা গেছে। যেসব আশ্রমগুলিতে আগামী ছয় মাসের মধ্যে মধ্যপ্রদেশের বেওয়ারিশ ঘুরে বেড়ানো গরুর দল আশ্রয় পেয়ে যাবে।

লোকসভা ভোটের দিকে তাকিয়েই এই ঘোষণা, বলছে রাজনৈতিক মহল। তবে নিজেদের হাত থেকে গরুর রাজনীতি যে এভাবে ছিনতাই হয়ে যাবে তা ভাবতেই পারে নি বিজেপি। তারা এই নিয়ে সমালোচনাও করতে পারছে না সামনের ভোটের জন্যই। ভোট যে বড় বালাই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের https://thenewsbangla.com/deceive-in-agricultural-debt-waiver-congress-makes-the-people-and-media-a-fool/ Wed, 19 Dec 2018 05:33:52 +0000 https://www.thenewsbangla.com/?p=4445 The News বাংলা, ভোপাল, সম্পাদকীয়: ক্ষমতায় এলেই ১০ দিনের মধ্যে কৃষি ঋণ মকুব করা হবে, দরাজ প্রতিশ্রুতি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ঢাকঢোল পিটিয়ে সেই কথা রেখেছেন মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কমল নাথ ও ছত্তিসগড় মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। মিডিয়াও কৃষি ঋন মকুবের জন্য রাহুল গান্ধীকে ধন্য ধন্য করেছে। কিন্তু আদৌ কি কৃষি ঋণ মকুব হয়েছে কৃষকদের? উঠেছে প্রশ্ন।

কৃষি ঋণ মকুব, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের/The News বাংলা
কৃষি ঋণ মকুব, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের/The News বাংলা

আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা

মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রকাশ্য জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে “মধ্যপ্রদেশে আমাদের সরকার ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে সব কৃষকদের ঋণ মকুব হয়ে যাবে”।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

কৃষি ঋণ মকুব, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের/The News বাংলা
কৃষি ঋণ মকুব, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের/The News বাংলা

কমলনাথকে মুখ্যমন্ত্রী করে ইতিমধ্যেই মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার গঠন হয়ে গেছে। ঋণ মাপ করার ঘোষণাও হয়েছে। মিডিয়া ভগবান বানিয়েছে রাহুল গান্ধী কে। কিন্তু দুঃখের বিষয় হল যে প্রায় ৯০ শতাংশ কৃষকের কৃষি ঋণ মাফ হবে না।

আরও পড়ুনঃ বাংলায় ২৫ টাকা কেজি পেঁয়াজ, নাসিকে দাম না পেয়ে আত্মহত্যা

মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী কমলানাথ সরকারী নির্দেশনামায় সই করার পরেই দেশের মিডিয়া এবং কংগ্রেসের আইটি সেল দাবি করে যে কথা দিয়ে কথা রেখেছে কংগ্রেস। নির্বাচনী প্রতিশ্রুতিতে রাহুল গান্ধী কথা দিয়েছিলন যে কংগ্রেস সরকারে এলে কৃষি ঋণ মুকুব করে দেওয়া হবে। আর কংগ্রেস আজ কৃষি ঋণ মুকুব করল।

আরও পড়ুনঃ শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও

মিডিয়া এবং কংগ্রেস চারিদিকে প্রচার করতে শুরু করে দিয়েছে যে কংগ্রেস কৃষি ঋণ মাফ করে দিয়েছে। কিন্তু কারোরই এটা নজরে পড়ে নি যে কোন কোন শর্তের ওপর কৃষিঋণ মাফ করল কংগ্রেস। রাজ্যের কৃষকরাই ধরে ফেলেন ছলচাতুরিটা।

কৃষি ঋণ মকুব, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের/The News বাংলা
কৃষি ঋণ মকুব, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের/The News বাংলা

কমলনাথের সরকার কৃষি ঋণ মকুবের কয়েকটি শর্ত দিয়েছে। একটি শর্ত হল যে সমস্ত কৃষকেরা দু লক্ষ টাকার নিচের ঋণ নিয়েছেন তাদেরই একমাত্র কৃষি ঋণ মুকুব করা হবে। আর দ্বিতীয় শর্তটি হল, লোন ৩১ শে মার্চ ২০১৮র আগে নিতে হবে।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

অর্থাৎ যেসব কৃষকেরা এবছরের ৩১ শে মার্চের পর লোন নিয়েছেন তাদের লোন মাফ করা হবে না। তাতে লোনের পরিমাণ যত টাকাই হোক। সবচেয়ে ছলচাতুরি টা ধরেছেন চাষী ও কৃষকরাই। তাঁরা জানিয়েছেন, চাষিরা সাধারণত বীজ কেনার জন্য লোন নিয়ে থাকেন। আর সেই লোন নেন জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প
পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

তাই কমলনাথ সরকারের ঋণ মকুব শর্ত থেকে বাদ পড়ে যাচ্ছেন বেশিরভাগ কৃষকই। গল্প আরও আছে। শুধু এই দুটো শর্ত নয়। শর্তে বলা হয়েছে, লোন তাদের মাফ করে দেওয়া হবে যারা ‘সিজন্যাল ফসলের’ জন্য লোন নিয়েছেন। অর্থাৎ যে সমস্ত কৃষকেরা চাষ করার জন্য ট্রাক্টর বা বোরিং মেশিন কেনার জন্য বা চাষের অন্যান্য বিষয়ে লোন নিয়েছেন তাদের কোন লোন মুকুব হবে না।

কৃষি ঋণ মকুব, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের/The News বাংলা
কৃষি ঋণ মকুব, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের/The News বাংলা

শর্ত আরও আছে। যে কৃষকেরা শুধুমাত্র রাষ্ট্রীয় ব্যাংক বা সরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তাদেরই একমাত্র লোন মাফ করা হবে। সব শর্ত মিলিয়ে ব্যাংক পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই সব শর্তগুলির আওতায় পড়ছেন মাত্র ১০ শতাংশ কৃষক। অর্থাৎ মধ্যপ্রদেশে কৃষকদের মধ্যে ৯০ শতাংশ মানুষের কৃষি ঋণ মকুব করা হবে না।

পড়ুন দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

আর এতেই মধ্যপ্রদেশে কৃষকের মাথায় হাত। নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী কিন্তু কোথাও কৃষি ঋণ মুকুব করার জন্য কোন শর্ত এর কথা বলেন নি। আর যখনই মধ্যপ্রদেশে সরকার গঠন করল কংগ্রেস, তখনই কৃষি ঋণ মকুবের বিভিন্ন শর্তাবলী আরোপ করে দিলেন কৃষকদের উপর।

পড়ুন তৃতীয় ও শেষ পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

আর পুরো ঘটনাটি না জেনে দেশের মিডিয়া প্রচার করতে শুরু করে দিয়েছে যে কংগ্রেস সমস্ত কৃষি ঋণ মাফ করে দিয়েছে। তবে সব ছল চাতুরী ধরে ফেলেছেন কৃষক ও চাষীরা। কিভাবে রাজনীতিবিদরা মানুষকে ভাঁওতা দিতে পারেন মধ্যপ্রদেশে কৃষি ঋণ মকুব তার জ্বলন্ত উদাহরণ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কৃষি ঋণ নিয়ে এই ছলচাতুরীর ফল লোকসভাতেই পেতে পারে রাহুলের কংগ্রেস।

]]>