Kailash Vijayvargiya – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 06 Feb 2019 20:46:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kailash Vijayvargiya – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শাসকের মামলায় আদালতে হাজিরা দেবেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয় https://thenewsbangla.com/bjp-leader-kailash-vijayvargiya-to-appear-before-the-court-after-tmc-files-a-case/ Wed, 06 Feb 2019 20:41:21 +0000 https://www.thenewsbangla.com/?p=6544 বাংলায় বিজেপির প্রায় সব নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর এবার বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। নিজে থেকেই মামলা দায়ের করেছে পুলিশ। আর শাসকের মামলায় এবার আদালতে হাজিরা দেবেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়।

আরও পড়ুনঃ মৃত্যুদিনে মহাত্মা গান্ধীকে গুলি মেরে গ্রেফতার নেত্রী

কৈলাশ বিজয়বর্গীর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল বালুরঘাট পুলিশ। জনসভায় উস্কানিমূলক ভাষণ ও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মাস আটেক আগে বালুরঘাটের কামারপাড়া হাটখোলায় আয়োজিত বিজেপির সভায় দেওয়া কৈলাশ বিজয়বর্গীয়র ভাষণের বিরুদ্ধে পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর করেছিল।

আরও পড়ুনঃ ভারতের সংবিধান রক্ষা করতে ধর্মতলায় আবার ধর্ণা

সেই মামলায় সম্প্রতি বালুরঘাট আদালতে চার্জশিটও পেশ করেছে। পুলিশের করা এই মামলায় আগামী কয়েকদিনের মধ্যেই বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় সশরীরে বালুরঘাট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

গত পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ৯মে ২০১৮ বালুরঘাটের কামারপাড়ায় জনসভা করেছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। অভিযোগ সেই সভায় তিনি সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছিলেন। এমনকি উস্কানিমূলক বক্তব্যও রেখেছিলেন।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

পাশাপাশি রাজ্য সরকারের উচ্চস্তরের পদাধিকারীদের বিরুদ্ধেও অসম্মানজনক ভাষার প্রয়োগ করেছিলেন বলে পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে। সেদিনের সভার বক্তব্য নিয়ে ব্যক্তিগত ভাবে কারও তরফে কোন আপত্তি না উঠলেও পুলিশ সুয়োমোটো এফআইআর করেছে বলে বিজেপির অভিযোগ।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

বালুরঘাট পিএসকেস ১৬২/২০১৮ নম্বর এফআইআর-এ কৈলাশ বিজয়বর্গীয় সহ আরও চারজনের নাম রয়েছে। তাঁরা হলেন জেলার প্রাক্তন তিন সভাপতি গৌতম চক্রবর্তী, প্রণব চৌধুরী, বিশ্বনাথ পাল ও বর্তমান সভাপতি শুভেন্দু সরকার।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

এই ব্যাপারে জেলা সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন যে, তাঁদের কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় সহ তাঁদের বিরুদ্ধে করা অভিযোগগুলি সবই মিথ্যে। গতবছর ৯মে কামারপাড়ার নির্বাচনী সভার পুরো ভিডিও তাঁদের কাছে রয়েছে। সেখানে প্ররোচনামূলক ও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে এরকম কোন বক্তব্য কেউই রাখেন নাই।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

আইনজীবী তথা বিজেপির বালুরঘাট লোকসভার আহ্বায়ক নীলাঞ্জন রায় জানিয়েছেন যে, কৈলাশ বিজয়বর্গীয় সহ মোট পাঁচজনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে পুলিশ এফআইআর করেছে। পুলিশ এটা সম্পূর্ণ ভাবে তৃণমূলের হয়েই কাজ করেছে। তাঁদের বিরুদ্ধে যে যে ধারাগুলিতে এফআইআর করেছে পুলিশ সেগুলি হলো ১৫৩/এ ২৯৫/এ ২৯৮ ৫০৯ ও ৩৪ আইপিসি।

আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ

এই ব্যাপারে কৈলাশ বিজয়বর্গীয়র সাথে কথা হয়েছে বঙ্গ বিজেপির নেতাদের। আগামী সপ্তাহ খানেকের মধ্যেই তিনি সশরীরে বালুরঘাট আদালতে হাজির হবেন। পুলিশ যতই তৃণমূলের হয়ে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে চক্রান্ত করবে ততই ঘাসফুলের পরাজয় সুনিশ্চিত হবে বলেও তিনি মন্তব্য করেছেন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে https://thenewsbangla.com/mamatas-mahanayika-in-modis-box-office-after-leaving-congress/ Wed, 02 Jan 2019 13:35:53 +0000 https://www.thenewsbangla.com/?p=5105 The News বাংলা, কলকাতা: মমতার হাত ছেড়ে এবার মোদীর হাত ধরলেন অভিনেত্রী। মমতার ‘মহানায়িকা’ এবার সোজা মোদীর বক্স অফিসে। বুধবার দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি।

আরও পড়ুন: নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির

“নরেন্দ্র মোদী আমার পছন্দের মানুষ”, বুধবার এই বলেই দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন মৌসুমী চ্যাটার্জি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করতে চান, বলে জানান ‘বালিকা বধূ’। কয়েকদিন আগেও মমতার সঙ্গে তৃণমূল ও রাজ্য সরকারের অনেক অনুষ্ঠানেই দেখা যেত মৌসুমী চ্যাটার্জিকে। ২০১৪ লোকসভা ভোটেই তৃণমূলের হয়ে দাঁড়াবার কথা উঠেছিল মৌসুমীর। সবাইকে অবাক করেই বুধবার দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন তিনি।

আরও পড়ুন: ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

২০১৪ র ২৪শে জুলাই, উত্তমকুমারের প্রয়াণ দিবসে নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতার হাত থেকেই ‘মহানায়িকা’ পুরস্কার নেন মৌসুমী চ্যাটার্জি। তখন বাংলার শাসক দলের খুব কাছেই ছিলেন তিনি। বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশংসাই করেছেন হেমন্তকুমারের পুত্রবধূ।

আরও পড়ুনঃ দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

প্রতি বছর ২৪ জুলাই চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি দেয় রাজ্য সরকার। উত্তম কুমারের প্রয়াণ দিবসে রাজ্য সরকারের এই সম্মাননা। ২০১৪তেই ‘মহানায়িকা’ সম্মান পান মৌসুমী চ্যাটার্জি। আর ‘মহানায়ক’ নামাঙ্কিত পুরস্কার ওঠে অভিনেতা দেবের হাতে। মমতার পছন্দের না হলে যে এই পুরস্কার পাওয়া যায় না, এমনই অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুন: শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

এই সেদিনও ফিল্মফেয়ারের মঞ্চেও মমতার পাশেই ছিলেন মৌসুমী। এখন, মমতার হাত ছেড়ে সোজা বিজেপিতে! মৌসুমীর দলবদল নিয়ে আশ্চর্য হয়েছেন টালিগঞ্জের কলাকুশলীরাও। তবে এরকম যে হতে পারে তা আগেই জানা গিয়েছিল। ইতিমধ্যেই রূপা গাঙ্গুলি থেকে শুরু করে লকেট চ্যাটার্জী জায়গা করে নিয়েছেন বিজেপিতে। এবার মৌসুমী।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

তবে রাজনীতিতে এই প্রথম নয়। এর আগেও ২০০৪ সালে কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে দাঁড়ান তিনি। কলকাতা উত্তর-পূর্ব লোকসভা নির্বাচনে সেবার কংগ্রেস প্রার্থী ছিলেন তিনি। রাজনীতির ময়দানে অবশ্য প্রথম ভোটের লড়াইয়ে পরাজিত হন মৌসুমী। তিনি হারেন সিপিএমের মহম্মদ সেলিমের কাছে। এরপর কোন দলের হয়েই রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে।

আরও পড়ুনঃ নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে

তবে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে, মমতার রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত তাঁকে। মমতা ও তৃণমূল কংগ্রেসের বারবার প্রশংসাও করেছেন তিনি। বরং এই প্রথম তাঁকে নরেন্দ্র মোদীর প্রশংসা করতে দেখা গেল।

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

তবে কলকাতায় না করে সোজা দিল্লিতে কেন? নামের ধার ও ভার বাড়াতেই কি দিল্লি থেকে? লোকসভায় বাংলা থেকে মৌসুমী চ্যাটার্জীকে দাঁড় করানো হবে বলেই খবর। কলকাতা বা কলকাতার আশেপাশের কোন লোকসভা কেন্দ্র থেকেই তাঁকে ভোটে দাঁড় করানো হবে বলেই খবর। ২০১৯ লোকসভা ভোটেই কি এবার দিদির বিরুদ্ধে দিদির ‘মহানায়িকা’!

]]>
‘বেআইনি মদের টাকা যায় মমতার ভাইপো অভিষেকের বাড়িতে’ কৈলাশ বিজয়বর্গীয় https://thenewsbangla.com/illegal-liquor-money-goes-to-mamtas-nephews-home-kailash-vijayvargiya/ Fri, 30 Nov 2018 16:52:24 +0000 https://www.thenewsbangla.com/?p=3362 The News বাংলা, শান্তিপুর: শান্তিপুর বিষমদ কাণ্ডে অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বিষমদ খেয়ে ১২ জনের মৃত্যুর পর বিরোধীদের নিশানায় রাজ্য প্রশাসন। তবে এবার দোষারোপ ও পাল্টা-দোষারোপের পালায় জুড়ে গেল ব্যক্তিগত আক্রমণও। ‘বেআইনি মদ বিক্রির টাকা যায় মমতার ভাইপো অভিষেকের পকেটে’, শান্তিপুরে মারাত্মক অভিযোগ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র।

শুক্রবার শান্তিপুরে গিয়ে মৃতদের পরিবার পিছু দুলক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন জেলার তৃণমূল নেতা তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এ দিন তাঁরা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে দেখা করেন। তবে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয় শহরে ঢোকার মুখেই।

আরও পড়ুনঃ মমতার নির্দেশকে বুড়ো আঙুল, সিন্ডিকেট জুলুমে রাজ্য ছাড়ছেন শিল্পপতি

বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়-সহ বিজেপি প্রতিনিধি দল যখন শহরে ঢুকতে যায়, তখন একদল মানুষ তাঁদের উদ্দেশ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের কারো কারো হাতে ছিল কালো পতাকা। এ ব্যাপারে বিজেপি নেতৃত্ব দাবি করেন, তাঁদের এলাকায় ঢুকতে না-দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক এই কর্মসূচি নিয়েছে।

আরও পড়ুন: রথযাত্রা উপলক্ষে বাংলায় মোদীর জনসভায় লোকসভার দামামা

এ দিন ঘটনাস্থলে গো ব্যাক স্লোগান ওঠার পর সেখানে দাঁড়িয়েই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন কৈলাশ। তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে। এই মৃত্যুর সম্পূর্ণ দায় নিতে হবে তাঁদেরই’।

কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা
কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা

আর এইভাবেই শান্তিপুর বিষ মদ কাণ্ডে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। পাশে দাঁড়িয়ে মাথা দুলিয়ে অভিযোগ সমর্থন করেন মুকুল রায়।

আরও পড়ুন: পাপ ঢাকতে শিশু বলিদান, জন্মেই অনাথ শিশুরা অসহায়

বিজেপির এরাজ্যের অন্যতম পর্যবেক্ষক বলেন,কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘রাজ্যে যে অবৈধ মদের ব্যবসা চলছে তাকে সুরক্ষা দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। এই রাজ্যে দুটি সরকার চলছে। মমতা ব্যানার্জির সরকার এবং অভিষেক ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জির সরকার বৈধ মদের সরকার চালাচ্ছে এবং অভিষেক ব্যানার্জি অবৈধ মদের সরকার চালাচ্ছে। অবৈধ মদের বিক্রির সমস্ত টাকা অভিষেক ব্যানার্জির বাড়িতে সরাসরি যাচ্ছে। এই মৃত্যুর জন্য মমতার ভাইপো অভিষেক দায়ি। এরাজ্যে যে সব অবৈধ কাজকর্ম হচ্ছে, তার জন্য দায়ি অভিষেক’।

কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা
কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা

বিহার-ঝাড়খণ্ড থেকে মদ আসার ব্যাপারে কৈলাস বলেন, ‘এটি সরকারের ব্যর্থতা। সরকার কাউকে ধরতে পারছে না। সরকারের আধিকারিকরা কি চুড়ি পরে বসে আছেন? তাদের ইস্তফা দেওয়া উচিত’। শান্তিপুরে আসার আগে চারবার আটকানো হয় তাঁকে। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই রাজ্যে গণতন্ত্র নেই’।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিজেপি নেতাকে ‘বর্গী নেতা’ বলে কটাক্ষ করেন। পার্থবাবু বলেন, ‘মমতার উন্নয়নের কোন জবাব নেই বিজেপির কাছে, তাই ব্যক্তিগত আক্রমণে নেমেছে তারা’। তৃণমূল সূত্রে জানা গেছে, কৈলাশ এর এই মন্তব্যের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করতে চলেছেন অভিষেক বন্দোপাধ্যায়।

]]>