Kabir Suman – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Apr 2019 12:01:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kabir Suman – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অভিনেতা ও সাংসদ দেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দাবি কবীর সুমনের https://thenewsbangla.com/kabir-suman-alleges-insult-dev-must-apologize-publicly-makers-clarify-their-stand/ Sat, 06 Apr 2019 08:36:55 +0000 https://www.thenewsbangla.com/?p=10162 অভিনেতা ও সাংসদ দেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দাবি কবীর সুমনের। কবীর সুমন একটা ফেসবুক পোস্ট করেন। তাতে তিনি যে তাঁর পরের ছবির প্রযোজক দেব এবং পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের উপর খুব ক্ষিপ্ত তা বুঝিয়ে দেন। দেবের প্রযোজনায় কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে “হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী” নামক এক ছবি। এই ছবিতেই সংগীত পরিচালনা করেছেন কবীর সুমন। আর এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে দেব এবং এই ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, ছবির সংগীত পরিচালকের সম্বন্ধে বলতে গিয়ে দেব বলেন, “কবীর সুমন কে হ্যান্ডেল করা খুব কঠিন ছিল”। এই মন্তব্যের জন্যেই রেগে গিয়েছেন সুমন।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

তিনি ফেসবুকে এই কথা সরাসরি পোস্ট করে জানান তিনি ভীষণ অপমানিত বোধ করেছেন। এর আগে, অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি “শঙ্কর মুদি”র সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। তাই, তিনি তাঁর প্রতিও খুব ক্ষুব্ধ।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

কবীর সুমন জানান, তাকে কোন কাজ দেওয়া হলে, সে সবসময় সেটা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করেন। তবুও তার বিরুদ্ধে এরকম অভিযোগ কেন করেছে দেব, তাই নিয়ে প্রশ্ন করেন সুমন।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের মাথা কেটে দেবার নির্দেশ দিলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও

কবীর সুমন জানান, দেবের সঙ্গে এটা তাঁর প্রথম কাজ হলেও, অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি। তাহলে, কেন এইরকম অপমান তাকে করা হল, সেই প্রশ্নই বারবার করেছেন সংগীত শিল্পী।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

এদিকে পরিচালক অনিকেত হোয়াটস ক্ষমা চেয়ে নেন সুমনের কাছে, কিন্তু তাতেও বরফ গলেনি। সুমন চান দেব ও অনিকেতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তার কাছ থেকে।

আরও পড়ুনঃ বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতার পুলিশ দিয়েই ভোট হবে রাজ্যে

অনিকেত চট্টোপাধ্যায় জানিয়েছেন উনি কবীর সুমনের টাকা মেটানোর জন্য যোগাযোগ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু কবীরের সাথে যোগাযোগ করা যায়নি। অনিকেত আরো বলেন, ‘আমি বা দেব কেউই চাইবো না,কোন শিল্পী তার প্রাপ্য থেকে বঞ্চিত হন’।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

চুক্তির কাজ এগোনোর আগেই কবীর সুমনের ফেসবুক পোস্টের জন্য দেব ও অনিকেত বেশ বিব্রত। ওদের কথায় সবটাই সামান্য ভুল বোঝাবুঝি। কিন্তু সুমন সেটাই প্রকাশ্যে এনে লজ্জায় ফেলে দিয়েছেন দুজনকেই।

আরও পড়ুনঃ ৩৬০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান

কবীর সুমন তাঁর বিস্ফোরক মন্তব্যের জন্য, প্রায়ই শিরোনামে থেকেছেন।। কখনও যাদবপুর এলাকার তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীকে সাপোর্ট করার জন্যে, কখনও আবার আসিফা কে নিয়ে লেখা বিতর্কিত কবিতার জন্যে। এবার দেখার, দেব বা আনিকেত চট্টোপাধ্যায়ের সাথে তার এই বিতর্ক কোথায় গিয়ে থামে। তবে বিতর্কের জেরে নিজের ফেসবুক প্রোফাইল ডি একটিভেট করে দিয়েছেন কবীর সুমন।

আরও পড়ুনঃ ভোটের টিকিট না পেয়ে মোদীকে ছেড়ে রাহুলের হাত ধরলেন বিহারীবাবু

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মিমি নুসরতের পাশে এবার কবীর সুমন https://thenewsbangla.com/kabir-suman-stand-with-mimi-chakraborty-and-nusrat-jahan-against-troll/ Fri, 15 Mar 2019 07:47:16 +0000 https://www.thenewsbangla.com/?p=8477 মিমি নুসরতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা চলছে তার উপরে এবার কড়া নজর দিয়েছে নির্বাচন কমিশন। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ কবীর সুমন দাঁড়ালেন অভিনেত্রী মিমির পাশে।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে মিমি ও নুসরত জাহানকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল প্রার্থী মিমি ও নুসরত জাহানের অনেক ফেক অশ্লীল ছবি। যা ইতিমধ্যেই নজরে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের। এ বিষয়ে স্বতপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার পথে কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এবার সেই নিয়েই মুখ খুললেন কবীর সুমন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

এদিন নিজের ফেসবুকে কবীর সুমন নিজের প্রতিবাদ জানিয়ে পরপর পোস্ট করেন। সেখানে তিনি এও জানান, তিনি ২০০৯ সালে যখন যাদবপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন কি ভাবে ব্যাক্তিগত আক্রমনের শিকার হতে হয়েছিল তাকে। নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন।

এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তাঁর আবির্ভাব ঘটে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়লাভ করে উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন কবীর সুমন।

আরও পড়ুনঃ ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা

ভোটে জিতে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত যাদবপুর কেন্দ্রে ক্ষমতায় ছিলেন কবীর সুমন। কিন্তু শুরু থেকেই দলীয় কর্মীদের সাথে উন্নয়ন ক্ষেত্রে টাকা খরচের বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পরেন তিনি। দলে থেকেও কার্যত নামেই দলে থেকে যান তিনি। পরে আবার মমতার সঙ্গে সম্পর্ক ভাল হয়ে যায়।

এবারে লোকসভা ভোট প্রচারে কড়া নজর থাকবে সোশ্যাল মিডিয়াতেও। কার্যালয়ে তৈরি করা হয়েছে একটি পৃথক মনিটরিং সেল। যারা প্রতি মুহূর্তে নজর রাখছে মিডিয়া এবং সোশ্যাল মাধ্যমে। সূত্রের খবর অনুসারে, তৃণমূল প্রার্থী মিমি ও নুসরত জাহানের যে ফেক অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি নজরে পড়েছে মনিটরিং সেলের। আর এই নিয়েই প্রতিবাদে মুখ খুললেন সুমন।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড যাদবপুরের মিমি চক্রবর্তী এবং বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। মিমির একটি সাহসী ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছে। ট্রোলড হয়েছে নুসরাত জাহানের একটি ফেক ছবি। এ বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, “ সোশ্যাল মিডিয়ায় ফেক ছবি সংক্রান্ত সেরকম বিষয় নজরে এলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। অভিযোগ না এলেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হতে পারে”।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

মিমি নুসরত দুজনের ক্ষেত্রেই ট্রোলড এর বিষয় সীমা ছাড়িয়েছে। এই নোংরামির প্রতিবাদ করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। এবার এই নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় সীমা ছাড়লেই দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে, জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অনেকের মতই এবার দুই অভিনেত্রীর হয়ে গলা ফাটালেন কবীর সুমন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>