JusticeAbhijitGangulyOrder – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 02 Sep 2022 06:42:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg JusticeAbhijitGangulyOrder – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল https://thenewsbangla.com/division-bench-retained-justice-abhijit-ganguly-order-canceled-269-teachers-job-for-corruption/ Fri, 02 Sep 2022 06:27:35 +0000 https://thenewsbangla.com/?p=16589 ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল। প্রাথমিকে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল থাকল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও। বহাল থাকল ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল এর নির্দেশও। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে, মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ বহাল থাকল। বহাল থাকল মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হিসাব পেশের নির্দেশও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই, মান্যতা দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। মান্যতা দিলেন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল। TET বা প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ই। শুক্রবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল রাজ্যের আবেদন। এদিন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ টেট মামলার তদন্তে, সিবিআইয়ের উপরই ভরসা রাখল।

আরও পড়ুন; ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে

২০১৪ সালের টেট নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, সভাপতি মানিক ভট্টাচার্য এবং চাকরি বাতিল হওয়া ব্যক্তিরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই, মান্যতা দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। এই তদন্ত কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে হোক, তা চায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, বহাল রাখল সিঙ্গল বেঞ্চের রায়কেই।

]]>