Justice Abhijit Ganguly – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 15 Jun 2022 13:14:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Justice Abhijit Ganguly – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের https://thenewsbangla.com/landmark-verdict-of-justice-abhijit-gangopadhyay-cbi-sit-investigate-primary-tet-scam-under-calcutta-high-court-observation/ Wed, 15 Jun 2022 13:12:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15470 ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায়; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে; সিবিআইকে বিশেষ টিম বা সিট গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত হবে; কলকাতা হাইকোর্টের বিশেষ নজরদারিতে। সিবিআইকে সিট বা স্পেশাল ইনভেস্টেগেটিং টিম গঠনের নির্দেশ দিল আদালত। সেই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন; কলকাতা সিবিআই-য়ের এক যুগ্ম অধিকর্তা। হাইকোর্টের নজরদারিতে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাবে তারা।

বুধবার এমনই নির্দেশ দিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত; সিবিআই এর এই টিমের; বা সিটের আধিকারিকদের বদলি করতে পারবে না সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগে, সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন; বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন শুনানি চলাকালীন; সেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে তদন্তে গতি আনতে; নয়া নির্দেশও দেন এদিন।

আরও পড়ুনঃ ২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত, বাংলার মেটিয়াবুরুজে পোলিও হানা

সিবিআইয়ের সিটে বা সেই স্পেশাল টাইম কারা কারা থাকবেন; আধিকারিকদের নামের সেই তালিকা শুক্রবার আদালতে পেশ করবে সিবিআই। এদিন শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন; “আমি আশা করব সিবিআই তদন্তে; এবার লক্ষণীয় অগ্রগতি হবে। যাতে আমাকে আর আশাহত হতে না হয়”। একইসঙ্গে তিনি আরও একবার মনে করিয়ে দেন; ‘অন্যান্য মামলাগুলিতে আজ পর্যন্ত সিবিআইয়ের কর্মকাণ্ডে আদালত খুব একটা সন্তুষ্ট নয়’।

আরও পড়ুনঃ করোনা নেই, বাধ্যতামূলক কোভিড টেস্টের নামে মানুষকে লুটছে বেসরকারি হাসপাতাল

এদিন প্রাথমিক টেটের দুটি মামলার; প্রাথমিক রিপোর্ট পেশ করে সিবিআই। রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদও। আদালতে সিবিআই জানায়, “আমরা অত্যন্ত গুরত্ব দিয়ে এই মামলা-গুলি দেখছি; দিল্লি থেকে নতুন যুগ্ম অধিকর্তা এসেছেন, যিনি শুধুমাত্র এই মামলাগুলোই দেখছেন। আগামী কয়েকসপ্তাহ ঘটনাবহুল হতে চলেছে”।

স্কুল সার্ভিস কমিশনের মত; ২০১৪ সালের প্রাইমারি টেট নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়ে গেছে। ২৬৯ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে; যাদের সবার চাকরি বাতিল করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল; কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২৬৯ জন শিক্ষক; এবার সেই মামলার তদন্ত করবে সিবিআইয়ের সিট, কলকাতা হাইকোর্টের নজরদারিতে।

]]>
মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া নিয়েও বড় সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের https://thenewsbangla.com/madrasah-service-commission-justice-abhijit-gangopadhyay-made-big-decision/ Tue, 14 Jun 2022 13:59:31 +0000 https://www.thenewsbangla.com/?p=15438 মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া নিয়েও; এবার বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। “অনিয়ম খুঁজে পেলে; মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব”; এমনটাই পরিস্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। “নতুন করে কোন অনিয়ম খুঁজে পেলে; মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব”; মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়ে এমনটাই শুনিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

শুধু প্রাইমারি বা হাই স্কুলে নয়; বেনিয়ম এর জালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনও। “২০১০ সালে মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে, প্রশিক্ষণ-প্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও; ২০১৩-১৪-এর নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা বঞ্চিত হন”; এই অভিযোগ নিয়ে আদালতে মামলা হয়। উপযুক্ত প্রমাণ পেয়ে; সেই মামলাতেই এমন নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। “সাপের ল্যাজ দিয়ে কান চুলকাবেন না”, এদিন মাদ্রাসা সার্ভিস কমিশনকে জরিমানা করে; এই ভাষাতেই সতর্ক করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা পাচারকাণ্ডে লক্ষ্য রুজিরা

এসএসসি, এসএলএসটি, প্রাইমারির পর; এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। আর সেই মামলা-তেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে; মোটা অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ১৫ দিনের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের নাম অগ্রাধিকারের ভিত্তিতে, সুপারিশ করতে হবে বলেও; নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মাদ্রাসা সার্ভিস কমিশন এর সঙ্গে, প্রশিক্ষণ-প্রাপ্তদের মামলার এদিনের শুনানিতে; বিচারপতি গঙ্গোপাধ্যায় মাদ্রাসা সার্ভিস কমিশন-কে ৭০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এই জরিমানার অর্থ ৭ জনকে; ১০ হাজার টাকা করে দিতে হবে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে যাঁরা মামলা করেছেন; তাঁদের অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুনঃ বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত

যাঁরা বিশেষভাবে প্রশিক্ষণ-প্রাপ্ত বা প্রশিক্ষণ-প্রাপ্ত; তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য আইন রয়েছে। কিন্তু ২০১৩-১৪ সালে যে নিয়োগ হয়; সেখানে ২০১০ সালের আইন অর্থাৎ বিশেষভাবে প্রশিক্ষণ-প্রাপ্ত বা প্রশিক্ষণ-প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে একাধিকবার; এই অভিযোগ এসেছে।

মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ নিয়েও, বারবার তৈরি হয়েছে জটিলতা; অভিযোগ উঠেছে অনিয়মের। এদিনের শুনানিতে বিচারপতি বলেন, এর আগে তাঁর এজলাসে এই সংক্রান্ত মামলা দুবার এসেছে; তৃতীয়বার এইরকম অভিযোগ এলে, “মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার চিন্তা-ভাবনা করব”, হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ থেকে রক্ষাকবচ পেতে হাইকোর্টে পার্থ https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-order-partha-chatterjee-seeks-safeguards-in-calcutta-high-court-division-bench/ Fri, 20 May 2022 08:19:30 +0000 https://www.thenewsbangla.com/?p=15154 সিবিআই হেফাজত ও জেরা থেকে রক্ষাকবচ পেতে; কলকাতা হাইকোর্টে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি ও তারপরে সিবিআই জেরা নিয়ে, রক্ষাকবচ দিক আদালত; কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে, ‘হেফাজতে নিয়ে সিবিআই জেরা’র অংশ খারিজ করা হোক; বলে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন; “রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে; জিজ্ঞাসাবাদ করা উচিত। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই। তাঁর নিজে থেকে পদত্যাগ করা উচিত; নাহলে আশা করব তাঁকে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সরিয়ে দেবেন”। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে; ঠিক এই অংশটা খারিজ করা হোক বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায়, চাকরি গেল পরেশ কন্যা অঙ্কিতার

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধেই; ডিভিশন বেঞ্চে এই মামলা করলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী একক বেঞ্চের ওই রায়কে; চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন। রক্ষাকবচ চেয়ে ওই আবেদনে বলা হয়; সিবিআই যেন কোনও ব্যবস্থা না নেয়। পদ্ধতি মেনে পার্থর আইনজীবীকে; মামলা ফাইল করতে বলা হয়। আদালত বেলা সাড়ে তিনটের সময়; এই মামলা শুনবে বলে জানায়।

আরও পড়ুনঃ বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে ৩ মাসের মধ্যে ডিএ দিতে হবে

আর কিছুক্ষণ পরেই; সেই মামলার রায়দান কলকাতা হাইকোর্টে। আদালতের রক্ষাকবচ না পেলে; সিবিআই এর হাতে গ্রেফতার হতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণেই তিনি তড়িঘড়ি; ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ চেয়ে মামলা করলেন। হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কি পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন মেনে তাঁকে রক্ষাকবচ দেবেন? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায়, চাকরি গেল পরেশ কন্যা অঙ্কিতার https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-historic-verdict-paresh-daughter-ankita-sacked/ Fri, 20 May 2022 07:15:09 +0000 https://www.thenewsbangla.com/?p=15151 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায়; চাকরি গেল পরেশ কন্যা অঙ্কিতার। পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী; স্কুলের চাকরি থেকে বরখাস্ত। আর সে নিজেকে শিক্ষিকা হিসাবে পরিচয় দিতে পারবে না। এমনকি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে; এতদিনের সমস্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে; চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ; তাঁকে এ যাবৎ দেওয়া সমস্ত বেতনও ফেরত দিতে হবে। দুটি কিস্তিতে ওই টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে।

ঐতিহাসিক সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মন্ত্রীকন্যা অঙ্কিতাকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত; বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের। দুটি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা; নির্দেশ হাইকোর্টের। বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা; ফেরত দিতে বলা হয়েছে। দুটি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের সমস্ত টাকা; নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে ৩ মাসের মধ্যে ডিএ দিতে হবে

অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে; অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল। অভিযোগ করেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী। ২০১৭ সালের নভেম্বরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকায়; অঙ্কিতার নাম ওঠে। অভিযোগ, প্রথম মেধাতালিকায় প্রথম ২০তে নাম না থাকা অঙ্কিতাকে; দ্বিতীয় তালিকার একেবারে প্রথমে নিয়ে আসা হয় অবৈধ ভাবে। রাজ্য সরকারের নির্দেশে।

ওই মেধাতালিকার ২০ নম্বরে যে এসএসসি পরীক্ষার্থীর নাম ছিল; তাঁর থেকেও ১৬ নম্বর কম পেয়েছিলেন অঙ্কিতা। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬১। যেখানে ২০ নম্বরে থাকা পরীক্ষার্থী ববিতার নম্বর ছিল ৭৭। অঙ্কিতার নাম মেধাতালিকায় ঢোকানোয়; ববিতা চাকরির সুযোগ হারান। এরপরেই তিনি চাকরির দাবিতে মামলা করেন; কলকাতা হাইকোর্টে।

অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়ে; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেণ; নিজেকে শিক্ষক হিসাবেও পরিচয় দিতে পারবেন না অঙ্কিতা। আদালতের নির্দেশ, তিনি আর ওই স্কুলে ঢুকতেই পারবেন না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রায় ৪১ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে; প্রথম কিস্তি দিতে হবে ৭ জুন; দ্বিতীয় কিস্তির তারিখ ৭ জুলাই। লজ্জার অন্ধকারে ডুবল মা মাটি মানুষের সরকার; রায় শোনার পরে বলছে বিরোধীরা।

]]>
মমতার মন্ত্রীর দাপট, আদালতের নির্দেশও মানলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ https://thenewsbangla.com/mamata-minister-power-state-minister-for-education-paresh-adhikari-disobeyed-court-order/ Thu, 19 May 2022 06:08:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15130 মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর দাপট; আদালতের নির্দেশও মানলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। সিবিআই দফতরে গেলেন না মন্ত্রী পরেশ অধিকারী; জারি হতে পারে আদালত অবমাননার নোটিস। সিবিআই দফতরে হাজিরার নির্দিষ্ট সময়ের, প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও; নিজাম প্যালেসে যাননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এই নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন; স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি-কাণ্ডে মামলাকারীর আইনজীবী।

রাজ্য জুড়ে তোলপাড় চলছে; এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। এই মামলায় পরেশ অধিকারীকে; সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সিবিআই দপ্তরে হাজিরা না দিয়ে; আচমকাই উধাও হয়ে গেলেন মেখলিগঞ্জ এর তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী সঙ্গে মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ে। আর তাতেই বেড়েছে চাঞ্চল্য। তবে এবার মনে করা হচ্ছে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বিরুদ্ধে; আদালত অবমাননার নোটিশ জারি করা হতে পারে। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে; মামলাকারীর আইনজীবীরা।

আরও পড়ুনঃ লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী

প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছেল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে। এই মামলায় মঙ্গলবার সন্ধ্যা ৮টায়, পরেশকে সিবিআইয়ের দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল; হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। তবে মঙ্গলবার জলপাইগুড়ি স্টেশন রোড থেকে পদাতিক এক্সপ্রেসে চ়ড়ে; কলকাতায় রওনা দিয়েছিলেন সকন্যা পরেশ।

তবে কলকাতায় আসেননি তিনি। তার বদলে বুধবার ভোরে মেয়েকে নিয়ে এক নিরাপত্তারক্ষী-সহ; বর্ধমান স্টেশনে নেমে যেতে দেখা যায় পরেশকে। সূত্রের খবর, বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বর্ধমানের সার্কিট হাউস থেকে, গাড়িতে করে বেরিয়ে যান পরেশ; এবং তাঁর মেয়ে। তারপর থেকেই পরেশের মোবাইল বন্ধ; আর তিনি মেয়ে-সহ উধাও।

সিবিআই দফতরে হাজিরার নির্দিষ্ট সময়ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও; নিজাম প্যালেসে যাননি পরেশ। উল্টে বুধবার মেয়ে অঙ্কিতা অধিকারীর সঙ্গে কলকাতায় আসার আগেই; সিবিআই হাজিরায় স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও আদালতের নির্দেশ ছিল, মঙ্গলবার রাত ৮টায় তাঁকে; সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তবে তাতে কান দেননি পরেশ অধিকারী। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরেশ যে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেননি; তা জানিয়েছেন সিবিআই আধিকারিকেরা।

]]>
লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী https://thenewsbangla.com/school-service-commission-taken-over-by-central-forces-on-calcutta-high-court-order-bengal-in-shame/ Thu, 19 May 2022 03:15:35 +0000 https://www.thenewsbangla.com/?p=15121 লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে; স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী। যুগান্তকারী নির্দেশ, রাতেও আদালতে শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকালই রাত সাড়ে বারোটার পর থেকে স্কুল সার্ভিস কমিশন(SSC) দফতরের দখল নেওয়ার নির্দেশ CRPF কে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাল দুপুর ১টা পর্যন্ত কেউ SSC দফতরে ঢুকতে পারবেন না। যাতে কোন তথ্য, নথি নষ্ট না হয়; তার জন্যেও কিছু সুনির্দিষ্ট নির্দেশ দিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায় এর সিঙ্গেল বেঞ্চ। সারাদিনের পর রাতেও নজিরবিহীন নির্দেশ বিচারপতির।

রাতারাতি পরিবর্তন হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সিবিআই-তে হাজিরার দিনেই, আচমকা ইস্তফা দেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। মাত্র চারমাস হল, তাঁকে এই পদে আনা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এসএসসির চেয়ারম্যানের; পদত্যাগের কারণ নিয়ে জল্পনা শুরু হয়। এই পদত্যাগের পরেই আইএএস শুভ্র চক্রবর্তীকে; এসএসসির নতুন চেয়ারম্যান করা হয় রাজ্য সরকারের তরফ থেকে।

আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর মেয়ে, দুর্নীতির জালে জর্জরিত রাজ্য প্রশাসন

আর এরপরেই এসএসসি মামলায় নাটকীয় মোড়; মাঝরাতেই খোলে কলকাতা হাইকোর্ট। চাকরি দুর্নীতির নিয়োগ নথি নষ্টের আশঙ্কায়; হাইকোর্টে মামলা করেন মামলাকারী চাকরিপ্রার্থী-দের আইনজীবীরা। অবিলম্বে সিআরপিএফ বসিয়ে; চাকরির সমস্ত নথি সংরক্ষণের দাবি তোলে মামলাকারিরা। মামলাকারী-দের দাবি ছিল; অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের অফিসে কেন্দ্রীয়-বাহিনী মোতায়েন করা হোক; না হলে সব নথি উধাও হয়ে যাবে। যে মামলার আর্জি গৃহীতও হয়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাতেই শুরু হয় শুনানি; কলকাতা হাইকোর্টে নজিরবিহীন-ভাবে রাতেই খোলে কোর্ট। জরুরি ভিত্তিতে রাত সাড়ে দশটা নাগাদ; শুরু হয়েছে শুনানি। নির্দেশের অপেক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা; আর সেই নির্দেশই দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। SSC অফিস সেই মুহূর্ত থেকেই; কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে।

গতকাল রাত থেকেই এসএসসি দফতরকে; সিআরপিএফ নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দেন। দফতরের সিসিটিভি ফুটেজও; আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। কলকাতা হাইকোর্টের ইতিহাসে, এই ঘটনা নজিরবিহীন বলেই দাবি সবার। হাইকোর্টের নির্দেশ, বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত; কোনও আধিকারিক বা কর্মী, কমিশনের অফিসে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্দেশের পর বিচারপতির চেম্বার থেকেই; সিআরপিএফের অফিসে ফোন করা হয়।

]]>