Junior Doctors – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 17 Jun 2019 10:54:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Junior Doctors – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নবান্নে শুরু হল মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের বৈঠক https://thenewsbangla.com/cm-mamata-banerjee-nrs-junior-doctors-meeting-starts-at-nabanna/ Mon, 17 Jun 2019 10:48:11 +0000 https://www.thenewsbangla.com/?p=13977 অবশেষে নবান্নে শুরু হল; মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তার বৈঠক। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে পৌঁছে গেছে নবান্নে। বৈঠক শুরু হবার কথা ছিল ৩টের সময়; কিন্তু লাইভ টেলিকাস্ট নিয়ে টালবাহানার কারণে পিছিয়ে যায় বৈঠকের সময়।

রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ থেকে; একজন করে প্রতিনিধি নিয়ে মোট ৩১ জনের একটি টিম পৌঁছে গেছে নবান্নে। বৈঠকে বেসরকারি ও ডেন্টাল কলেজের প্রতিনিধিরাও আছেন। বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যসচিব; স্বরাষ্ট্রসচিব ছাড়াও পুলিশের উচ্চপদস্থ অফিসাররাও উপস্থিত থাকছেন। নবান্নের কনফারেন্স রুমে এই মিটিং হবে বলে খবর।

আরও পড়ুনঃ নবান্ন বৈঠকের লাইভ কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করার বিষয়ে; জুনিয়র ডাক্তাররা প্রাথমিক ভাবে রাজিও হয়েছিলেন। তবে শর্ত ছিল পুরো মিটিং এর লাইভ টেলিকাস্ট করতে হবে। এদিকে স্বাস্থ্য় শিক্ষা আধিকর্তা প্রদীপ মিত্র জানিয়ে ছিলেন; এই আলোচনায় সংবাদমাধ্য়মকে রাখতে চান না তাঁরা। তাঁর পরেই ফের পিছিয়ে আসেন জুনিয়র ডাক্তাররা।

এনআরএস-এর ছাত্ররা শুরু থেকেই; নিজেদের অবস্থানে অনড় ছিলেন। কিন্তু লাইভ টেলিকাস্ট নিয়ে এই টালবাহানায় পেরিয়ে যাচ্ছিল নির্ধারিত সময়ও। এই সময়েই রাশ ধরলেন মুখ্যমন্ত্রী নিজে; তিনি ডাক্তারদের শর্ত মেনে লাইভ টেলিকাস্ট-এ রাজি হবার পরেই জুনিয়ার ডাক্তারদের দল নবান্নে পৌছয়।

আরও পড়ুনঃ মমতার ঘর ভেঙ্গে বিজেপিতে যোগ দিতে বিধায়ক সহ নেতারা দিল্লিতে

প্রশাসনের তরফে বলা হয়েছে; নিজস্ব উদ্যোগেই লাইভ সম্প্রচার করার উদ্যোগ নেবে রাজ্য। তবে সংবাদমাধ্যমকে রাখতে চান না তাঁরা। এই মর্মে চিঠিও দিয়েছেন অ্যাডিশানাল চিফ সেক্রেটারি। কিন্তু কারা করবেন এই লাইভ কভারেজের ব্যবস্থা? নবান্ন সূত্রে খবর; এই জন্যে তিন থেকে চারজনকে ঢুকতে দেওয়া হবে।

আরও পড়ুনঃ হাসপাতাল আন্দোলনের মাঝেই জন্ম নিল আর এক ছোট্ট আন্দোলন

মিটিং এরপরে সংবাদমাধ্যম ওই ভিডিও পাবে; এই খবর পেয়েই ছাত্ররা সিদ্ধান্ত নেন; মিটিং-এ যোগ দেবেন। কার্যত তাঁদের সমস্ত শর্ত প্রশাসন মেনে নেওয়ার পরেই তাঁরা রাজি হন নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে মিতিং-এ বসতে। এই মুহূর্তে; শুরু হয়েছে মিটিং।

]]>
নবান্নেই জুনিয়র ডাক্তারদের সোমবার বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা https://thenewsbangla.com/cm-mamata-banerjee-calls-meeting-at-nabanna-with-junior-doctors-monday/ Sun, 16 Jun 2019 16:14:48 +0000 https://www.thenewsbangla.com/?p=13931 ফের নবান্নেই জুনিয়র ডাক্তারদের; সোমবার বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যের ১৪ টি মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ জন প্রতিনিধিকে; সোমবার দুপুর ৩ টের সময় নবান্নে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে। তাঁরা কি মানবেন মমতার এই সিদ্ধান্ত? মানলে কালই সমাধান হবে; বাংলায় চিকিৎসা সংকট এর।

বাংলায় চিকিৎসা সংকট; কোথায় বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা? হ্যাঁ, বৈঠক ঠিক করার দায়িত্ব মমতাকেই দিলেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। রবিবার নিজেদের মধ্যে আলোচনা করে; মিডিয়ার সামনে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুনঃ কাজে যোগ দিতে কোন জুনিয়র ডাক্তাররা নবান্নে মুখ্যমন্ত্রী মমতার কাছে

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজী আন্দোলনকারীরা। তবে নবান্নে নয়। প্রকাশ্যে হোক সেই আলোচনা; এমনটাই চাইছেন তাঁরা। কবে কোথায় আলোচনা হবে; সেই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী; জিবি শেষে একথাই জানালেন জুনিয়র চিকিৎসকরা।

পর পর দুদিন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে; হাজির হননি আন্দোনকারী জুনিয়র ডাক্তাররা। তারা স্পষ্ট জানিয়ে দেয়; নবান্নে কোনও আলোচনা হবে না। এনআরএসেই আসতে হবে মুখ্যমন্ত্রীকে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেখানে যেতে নারাজ।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার কাছে রিপোর্ট তলব করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মুখ্যমন্ত্রী গতকালই বলেছিলেন; প্রয়োজনে রাজ্যপাল ও রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলতে পারেন আন্দোলনকারীরা৷ এদিন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা জানান; তাঁরা কাজে যোগ দিতে চান। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গেও; বৈঠকে বসতে চান তাঁরা। তবে সেই আলোচনা হতে হবে, মিডিয়ার ক্যামেরার সামনে; প্রকাশ্যে।

আরও পড়ুনঃ বাংলায় চিকিৎসা সংকট, বৈঠকের জায়গা ঠিক করতে মমতাকেই দায়িত্ব ডাক্তারদের

সেই জায়গা মুখ্যমন্ত্রীকেই ঠিক করতে হবে; বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জিবি বৈঠকে রাজভবন, এনআরএস এবং নিরপেক্ষ স্থানের কথাও উঠে আসে বলে জানা গিয়েছে। শনিবার রাতের পর ফের রবিবার সকালে এনআরএস-এর অডিটোরিয়ামে; জিবি বৈঠক বসে জুনিয়র ডাক্তারদের।

মমতার ফের নবান্ন বৈঠকের প্রস্তাব; জুনিয়র ডাক্তাররা মেনে নেন কিনা সেটাই এখন দেখার। কারণ নবান্নে বৈঠক হবে নে; এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। ফের সেই নবান্নেই বৈঠকে ডাক্তারদের ডাকলেন মমতা। আবার বৈঠকে বসবেন ডাক্তাররা। আবার কি না বলেই দেবেন? সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
বাংলায় চিকিৎসা সংকট, বৈঠকের জায়গা ঠিক করতে মমতাকেই দায়িত্ব ডাক্তারদের https://thenewsbangla.com/medical-crisis-in-bengal-junior-doctors-want-mamata-to-fix-meeting-place/ Sun, 16 Jun 2019 15:31:29 +0000 https://www.thenewsbangla.com/?p=13929 বাংলায় চিকিৎসা সংকট; কোথায় বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা? হ্যাঁ, বৈঠক ঠিক করার দায়িত্ব মমতাকেই দিলেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। রবিবার নিজেদের মধ্যে আলোচনা করে; মিডিয়ার সামনে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন জুনিয়র ডাক্তাররা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজী আন্দোলনকারীরা। তবে নবান্নে নয়। প্রকাশ্যে হোক সেই আলোচনা; এমনটাই চাইছেন তাঁরা। কবে কোথায় আলোচনা হবে; সেই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী; জিবি শেষে একথাই জানালেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা, পরীক্ষা করে দেখার জন্য জনস্বার্থ মামলা

পর পর দুদিন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে; হাজির হননি আন্দোনকারী জুনিয়র ডাক্তাররা। তারা স্পষ্ট জানিয়ে দেয়; নবান্নে কোনও আলোচনা হবে না। এনআরএসেই আসতে হবে মুখ্যমন্ত্রীকে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেখানে যেতে নারাজ।

আরও পড়ুনঃ কাজে যোগ দিতে কোন জুনিয়র ডাক্তাররা নবান্নে মুখ্যমন্ত্রী মমতার কাছে

মুখ্যমন্ত্রী গতকালই বলেছিলেন; প্রয়োজনে রাজ্যপাল ও রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলতে পারেন আন্দোলনকারীরা৷ এদিন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা জানান; তাঁরা কাজে যোগ দিতে চান। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গেও; বৈঠকে বসতে চান তাঁরা। তবে সেই আলোচনা হতে হবে, মিডিয়ার ক্যামেরার সামনে; প্রকাশ্যে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার কাছে রিপোর্ট তলব করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সেই জায়গা মুখ্যমন্ত্রীকেই ঠিক করতে হবে; বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জিবি বৈঠকে রাজভবন, এনআরএস এবং নিরপেক্ষ স্থানের কথাও উঠে আসে বলে জানা গিয়েছে। শনিবার রাতের পর ফের রবিবার সকালে এনআরএস-এর অডিটোরিয়ামে; জিবি বৈঠক বসে জুনিয়র ডাক্তারদের।

আরও পড়ুনঃ এবার এইমস ডাক্তারদের চাপ মমতাকে, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের; জুনিয়র চিকিৎসকরা ছিলেন এই বৈঠকে। শনিবারের মতো রবিবারেও জুনিয়র চিকিৎসকরা জানান; মুখ্যমন্ত্রী তাঁর সাংবাদিক সম্মেলনে আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন। মানুষের মনে ভুল ধারনা তৈরি করেছেন। শনিবারে মুখ্যমন্ত্রীর বিবৃতি ছিল বিভ্রান্তিমূলক; বলেছেন জুনিয়র চিকিৎসকরা।

আন্দোনকারী জুনিয়র ডাক্তারদের জিবির সিদ্ধান্ত জানার জন্য; এনআরএসে ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মৈত্র। জুনিয়র ডাক্তাররা তাঁদের সিদ্ধান্ত তাঁকে জানিয়ে দেন। এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা এরপর কি সিদ্ধান্ত নেন। বৈঠক কোথায় হয়; আন্দোলন ওঠে কিনা তার জন্য তাকিয়ে বাংলার আমজনতা।

]]>
কাজে যোগ দিতে কোন জুনিয়র ডাক্তাররা নবান্নে মুখ্যমন্ত্রী মমতার কাছে https://thenewsbangla.com/junior-doctors-at-nabanna-to-meet-cm-mamata-banerjee-to-join-hospital-duty/ Sat, 15 Jun 2019 14:23:52 +0000 https://www.thenewsbangla.com/?p=13914 আন্দোলনকারীদের একতা ভাঙবে; কড়া ব্যবস্থা না নিয়ে অপেক্ষা মমতার। শনিবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাংবাদিক সম্মেলন চলার সময়ই নাকি; ১০ জন জুনিয়ার ডাক্তার হাজির হন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সাংবাদিক সম্মেলন ৫ মিনিট বন্ধ রেখে; তিনি দেখাও করেন তাঁদের সঙ্গে। তবে তাঁরা কোন হাসপাতালের তা বলেননি মমতা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার কাছে রিপোর্ট তলব করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এদিকে এই খবর এনআরএসে আসার পরেই জানিয়ে দেওয়া হয়; তাদের কেউ নবান্নে মমতার সঙ্গে দেখা করতে যাননি। তাহলে কারা গেলেন; নবান্নে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করতে? এরপরেই মমতা বলেন; যারা কাজ শুরু করতে চান; তাদের কাজ শুরু করতে দেওয়া উচিত।

প্রশ্ন এটাই, কারা নবান্নে এলেন মমতার সঙ্গে দেখা করতে? তাহলে কি জুনিয়র ডাক্তারদের মধ্যেও এই আন্দোলন নিয়ে দ্বিমত রয়েছে? উঠে গেল প্রশ্ন। তবে এনআরএস থেকে জুনিয়র ডাক্তারদের তরফে; পরিষ্কার জানিয়ে দেওয়া হয়; কোন জুনিয়র ডাক্তার নবান্নে যাননি।

আরও পড়ুনঃ এবার এইমস ডাক্তারদের চাপ মমতাকে, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি

তাহলে নবান্নে গেল কারা? কোন হাসপাতালের জুনিয়র ডাক্তার? এনআরএস থেকে জুনিয়র ডাক্তারদের তরফে; পরিষ্কার জানিয়ে দেওয়া হয়; আন্দোলন ভাঙার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কথা বলছেন। তবে এই নিয়েই এখন শোরগোল জুনিয়র ডাক্তার মহলে। কেন মমতা বললেন একথা?

এদিকে জুনিয়ারদের আন্দোলন ভাঙতে; প্রচ্ছন্ন হুমকি দিয়েও অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতার। “সব রাজ্যই কড়া ব্যবস্থা নেয়; আমরা কিছুই করছি না”; জুনিয়র ডাক্তাদের আন্দোলন তোলা নিয়ে; নবান্নে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ সিনিয়র ডাক্তারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর; নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মমতা।

এদিকে হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে; রিপোর্ট তলব করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি আসে; কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে। চিঠিতে হাসপাতাল জট নিয়ে; সব রিপোর্ট চেয়ে পাঠান হয়েছে।

জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে; কোন স্টেপ নেওয়া হয়নি, কিন্তু এইভাবে আর কতদিন? নবান্নে পরিষ্কার প্রচ্ছন্ন হুমকি দেন মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু তাতেও সমাধান সুত্র বেরয়নি। এদিকে রাজ্যপাল ফের ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে। হাসপাতাল কাণ্ডের জট কিভাবে ছাড়ে সেটাই এখন দেখার।

]]>
মুখ্যমন্ত্রী মমতাকে এসেই ক্ষমা চাইতে হবে, সাফ জানিয়ে দিল জুনিয়ার ডাক্তাররা https://thenewsbangla.com/cm-mamata-banerjee-have-to-come-ask-for-forgiveness-cleared-by-junior-doctors-of-nrs/ Fri, 14 Jun 2019 16:44:12 +0000 https://www.thenewsbangla.com/?p=13855 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এন আর এস হাসপাতালে এসেই ক্ষমা চাইতে হবে; সাফ জানিয়ে দিল জুনিয়ার ডাক্তাররা। শুক্রবার সন্ধ্যার পর নবান্ন থেকে এন আর এস হাসপাতালের; আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর ডাক পত্রপাঠ ফিরিয়ে দিলেন ডাক্তাররা।

নবান্নে কয়েকজন সিনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনা করার পর; মুখ্যমন্ত্রী মমতা নবান্নে ডেকে পাঠান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তাঁর বার্তা নিয়ে সন্ধ্যার পর নবান্ন থেকে এন আর এস হাসপাতালে যান; রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা প্রদীপ মিত্র। কিন্তু তাঁর মুখের উপর পরিষ্কার না বলে দিলেন এন আর এস হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা।

আরও পড়ুন: ইস্তফার জেরে ডাক্তার শূন্য রাজ্যের সব সরকারি হাসপাতাল

মুখ্যমন্ত্রী মমতাকেই এসে ক্ষমা চাইতে হবে; সাফ জানিয়ে দিল জুনিয়ার ডাক্তাররা। জুনিয়ারদের রাজি করতে না পেরে; শুন্য হাতেই ফিরে যান রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। তবে সেখানে গিয়ে; প্রথমেই বিক্ষোভের মুখে পড়েন তিনি।

আরও পড়ুন: হাসপাতাল কাণ্ডে ডাক্তারদের আক্রমণকারীদের গণশত্রু বললেন মেয়র ফিরহাদ হাকিম

জুনিয়র ডাক্তাররা অবশ্য মুখ্যমন্ত্রীর ডাক ফিরিয়ে দেন। জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের জেরে ভেঙে পড়েছে; রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। অচলাবস্থা কাটাতে শুক্রবার সন্ধ্যায় সুকুমার মুখোপাধ্যায়, এম এল সাহা, অলকেন্দু ঘোষ, অভিজিত্ চৌধুরির মতো বিশিষ্ট চিকিত্সকদের নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: EXCLUSIVE: পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার আশঙ্কা, কাগজে বিজ্ঞাপন দিয়ে পুলিশের সতর্কবার্তা

ওই বৈঠকে মমতাকে; এনআরএসের জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন সিনিয়ররা। ওই পরামর্শের পর এনআরএসের আন্দোলনরত; জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। তাঁর প্রস্তাব নিয়ে এনআরএসে পৌঁছন; স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিয়েছেন; মুখ্যমন্ত্রীকেই এনআরএসে পড়ুয়াদের কাছে আসতে হবে। তাঁরা নবান্নে যাবেন না।

আরও পড়ুন: শয়ে শয়ে ডাক্তারের গণ ইস্তফা, তালা ঝুলবে রাজ্যের সব সরকারি হাসপাতালে

রাজনৈতিক মহলের মতে; চাপে পড়েই সুর নরম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সিনিয়র ডাক্তারদের সঙ্গে শুক্রবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরই এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তারদের; ডেকে পাঠান মমতা। তাঁর বার্তা নিয়ে নীলরতন সরকার হাসপাতালে পৌঁছন; স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। তবে এনআরএস থেকে; পত্রপাঠ তাঁকে খালি হাতেই ফিরে আসতে হয়।

]]>
হাসপাতাল কাণ্ডে ডাক্তারদের আক্রমণকারীদের গণশত্রু বললেন মেয়র ফিরহাদ হাকিম https://thenewsbangla.com/mayor-firhad-hakim-said-attackers-of-junior-doctors-are-public-enemy/ Fri, 14 Jun 2019 15:54:29 +0000 https://www.thenewsbangla.com/?p=13850 হাসপাতাল কাণ্ডে ডাক্তারদের আক্রমণকারীদের; গণশত্রু বললেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র ববি হাকিম এর মেয়ে শাব্বা হাকিমও ডাক্তারদের পাশে থেকে; ইতিমধ্যেই পোস্ট করেছেন। এবার সেই রাস্তায় হাঁটলেন; মেয়র ফিরহাদ হাকিমও। কি লিখলেন ববি হাকিম?

আরও পড়ুন: ইস্তফার জেরে ডাক্তার শূন্য রাজ্যের সব সরকারি হাসপাতাল

ফেসবুকে বুধবার কলকাতার মহানাগরিক ফিরহাদ লিখেছেন; “ডাক্তারবাবুরা সাধারণ মানুষের কাছে ভগবান। সেই ভগবান যদি কাজ বন্ধ রাখেন; আমরা সাধারণ মানুষ বাঁচব কী করে! যাঁরা ডাক্তারবাবুদের গায়ে হাত দিয়েছেন; চিকিৎসায় গাফিলতি সন্দেহ করলে তাঁরা নির্দিষ্ট উপায় অবলম্বন করতে পারতেন। তা না করে যাঁরা ডাক্তারবাবুদের পেটান; তাঁরা গণশত্রু এবং আদালতের কাছে দাবি থাকবে; তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক; যাতে ভবিষ্যতে ডাক্তারবাবুদের গায়ে কেউ হাত দেওয়ার সাহস না পায়”।

আরও পড়ুন: EXCLUSIVE: পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার আশঙ্কা, কাগজে বিজ্ঞাপন দিয়ে পুলিশের সতর্কবার্তা

এর আগে ডাক্তারদের সমর্থনে মিছিলে হাঁটেন; মুখ্যমন্ত্রী মমতার ভাইপো। এবার ডাক্তারদের আক্রমণকারীদের ‘গণশত্রু’ আখ্যা দিয়ে; শাস্তি চাইলেন মেয়র ও মন্ত্রী ববি হাকিম! তাহলে কি মুখ্যমন্ত্রী মমতার বিরোধিতা করলেন মেয়র? উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুন: জয় শ্রী রাম শ্লোগানের ভয়ে, হেলিকপ্টারে কাঁচড়াপাড়া গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এখন চর্চার কেন্দ্রে ছিলেন মূলত দুই জন; স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা শাব্বা। এবার সেই দলে পা মেলালেন; রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমও। আন্দোলনকারী চিকিৎসকদের সমর্থনে; একটি মিছিলে আবেশের ছবি নিয়ে বৃহস্পতিবার চর্চা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রের খবর, আবেশ কেপিসি মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছাত্রনেতা। ফলে ছাত্রনেতা হিসাবেই তিনি মিছিলে হেঁটেছেন।

আরও পড়ুন: শয়ে শয়ে ডাক্তারের গণ ইস্তফা, তালা ঝুলবে রাজ্যের সব সরকারি হাসপাতালে

ওই একই হাসপাতালের চিকিৎসক; ববি কন্যা শাব্বা হাকিমও। তিনিও ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার শুক্রবার মেয়র ববি হাকিমও; ফেসবুক পোস্টে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অভিযুক্তদের গণশত্রু বলে মন্তব্য করলেন। তাহলে কি মেয়ের পাশে দাঁড়িয়ে; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলেন মেয়র? উঠে গেল প্রশ্ন।

]]>