Junior doctor – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 17 Jun 2019 06:19:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Junior doctor – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাক্তার বৈঠক নিয়ে নবান্নের চিঠি পাননি আন্দোলনকারীরা https://thenewsbangla.com/chief-minister-junior-doctor-meeting-nabanna-protesters-did-not-get-letter/ Mon, 17 Jun 2019 06:19:14 +0000 https://www.thenewsbangla.com/?p=13938 মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাক্তার বৈঠক নিয়ে; নবান্নের চিঠি পাননি দাবি আন্দোলনকারীরা। রবিবার সন্ধ্যায় নবান্ন থেকে জানান হয় যে; রাজ্যের চিকিৎসা অব্যবস্থা নিয়ে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে; বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১৪ টি মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ জন প্রতিনিধিকে; সোমবার দুপুর ৩ টের সময় নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু সোমবার সকালে নিজেদের জিবি বৈঠক সেরে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দেন যে; তারা নবান্ন বা মুখ্যমন্ত্রীর তরফে কোন চিঠি পাননি। মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাক্তার বৈঠক নিয়ে; নবান্নের তরফে কোন চিঠি পাননি দাবি আন্দোলনকারীদের। ফলে এই বৈঠক এখনও বিশ বাঁও জলে।

আরও পড়ুনঃ নবান্নেই জুনিয়র ডাক্তারদের সোমবার বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা

ফের নবান্নেই জুনিয়র ডাক্তারদের; সোমবার বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ১৪টি মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮জন প্রতিনিধিকে; সোমবার দুপুর ৩টের সময় নবান্নে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান হয়, রবিবার রাতেই এই প্রস্তাব; পৌঁছে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে। তাঁরা কি মানবেন মমতার এই সিদ্ধান্ত? মানলে কালই সমাধান হবে; বাংলায় চিকিৎসা সংকট এর। এটাই ছিল প্রশ্ন।

আরও পড়ুনঃ বাংলায় চিকিৎসা সংকট, বৈঠকের জায়গা ঠিক করতে মমতাকেই দায়িত্ব ডাক্তারদের

পর পর দুদিন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে; হাজির হননি আন্দোনকারী জুনিয়র ডাক্তাররা। তারা স্পষ্ট জানিয়ে দেয়; নবান্নে কোনও আলোচনা হবে না। এনআরএসেই আসতে হবে মুখ্যমন্ত্রীকে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেখানে যেতে নারাজ। নবান্নে বৈঠক হবে কিনা; সেটা ছিল প্রশ্ন। তবে তার আগে, বৈঠকের চিঠিই পাননি; বলে নতুন বিতর্ক তুললেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার কাছে রিপোর্ট তলব করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মমতার ফের নবান্ন বৈঠকের প্রস্তাব; জুনিয়র ডাক্তাররা মেনে নেন কিনা সেটাই এখন দেখার। কারণ নবান্নে বৈঠক হবে নে; এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। ফের সেই নবান্নেই বৈঠক ডাকলেন মমতা। আর সেই খবর এখনও পাননি ডাক্তাররা। পেলেও আবার কি না বলেই দেবেন? সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
জুনিয়ার ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর হুমকির তীব্র নিন্দা করল ডাক্তারদের সংগঠন https://thenewsbangla.com/doctors-association-condemned-cm-mamata-banerjee-threat-to-junior-doctors/ Thu, 13 Jun 2019 15:59:10 +0000 https://www.thenewsbangla.com/?p=13780 জুনিয়ার ডাক্তারদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হুমকির; তীব্র নিন্দা করল ডাক্তারদের সংগঠন এ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। শুক্রবার থেকে এনআরএস হাসপাতালে; জুনিয়র ডাক্তারদের অবস্থানে বসবেন সিনিয়র ডাক্তাররাও। এমন সিদ্ধান্তই গৃহীত হয়েছে; বৃহস্পতিবার ডাক্তারদের সাংগঠনিক বৈঠকে।

চিকিৎসকদের সংগঠনসমূহের যৌথ মঞ্চের; বৃহস্পতিবার জরুরী মিটিংয়ে গৃহীত হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কি কি সিদ্ধান্ত নিলেন সিনিয়ার ডাক্তাররা? জেনে নিন একনজরে। ডাক্তারদের সংগঠনের সিদ্ধান্তঃ

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত ডাক্তারদের

এক; জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন থাকছে আমাদের। তাদের কাছে শুধু একটাই আবেদন; সব হাসপাতালে জরুরী বিভাগ চালু রাখা। জরুরী বিভাগের চিকিৎসায় কোন বাধা না দেওয়া।

দুই; মুখ্যমন্ত্রীর স্ট্যান্ডের সর্বৈব বিরোধিতা করছি; ডাক্তারদের হুমকি দেওয়ার তীব্র নিন্দা করছি। মুখ্যমন্ত্রী যে ভাষায় জুনিয়ার ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছেন; তা একেবারেই নিন্দা যোগ্য।

তিন; শুক্রবারের কর্মসূচী, ‘পাশে আছি’। শুক্রবার সকাল এগারোটা থেকে; এনআরএস হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে; অবস্থানে বসছি সব সিনিয়র ডাক্তাররা। তাঁদের পাশে আমরা আছি।

চার; শুক্রবার দুপুর সোওয়া একটা নাগাদ; রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান। ডাক্তারদের নিরাপত্তার উপর জোর; দিতেই হবে রাজ্য প্রশাসনকে।

পাঁচ; শুক্রবার বিকাল পাঁচটায় এনআরএস হাসপাতাল থেকে; চিকিৎসক, চিকিৎসাকর্মী ও গণতান্ত্রিক মানুষের মহামিছিল শুরু হবে। মিছিল পুরো এনআরএস হাসপাতাল চত্বর; প্রতিবাদ মিছিল করা হবে।

আরও পড়ুনঃ মমতার হুশিয়ারির পরে, পুলিশের সামনেই আন্দোলনকারী ডাক্তারদের উপর ফের বহিরাগত হামলা

শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত; এদিনের বৈঠকে গৃহীত হয়, তা হল; এরপর কোন মেডিক্যাল কলেজে একজন জুনিয়র ডাক্তারের গায়ে; যদি একটি আঁচড়ও পরে, গুন্ডা বা পুলিশ যার দ্বারাই হোক, সারা রাজ্যের সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রে; তৎক্ষনাৎ অনির্দিষ্ট কালের জন্য চিকিৎসক ধর্মঘট শুরু হবে। এবং তার দায়িত্ব বর্তাবে সম্পূর্ণ রাজ্য সরকারের উপর।

এ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এর জয়েন্ট সেক্রেটারি; ডাঃ সুবর্ণ গোস্বামী জানান, তাঁরা সম্পূর্ণ ভাবে জুনিয়র ডাক্তারদের পাশে আছেন। ডাক্তারদের নিরাপত্তা নিয়ে কোন আপোষ করবে না ডাক্তারদের সংগঠন। ডাক্তারদের সংগঠনের এই সিদ্ধান্তের পর; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে চাপ আরও বাড়ল; সেটা বলাই যায়।

]]>