Journalists – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 28 Apr 2022 06:42:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Journalists – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যর্থ, সাংবাদিকদের সোর্স হিসাবে কাজে লাগাতে নির্দেশ মমতার https://thenewsbangla.com/police-intelligence-network-fails-mamata-directs-to-use-journalists-as-sources/ Thu, 28 Apr 2022 06:40:17 +0000 https://www.thenewsbangla.com/?p=14939 পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যর্থ; তাই সাংবাদিকদের সোর্স হিসাবে কাজে লাগাতে নির্দেশ মমতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশের কাছে সব তথ্য সঠিক সময় এসে পৌঁছচ্ছে না; সাংবাদিকদের কাছে অনেক আগে খবর পৌঁছে যায়”। তাই সেই সাংবাদিকদের টাকা দিয়ে; পুলিশের সোর্স হিসাবে নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে একের পর এক ঘটনায় উঠে এসেছে গোয়েন্দাদের ব্যর্থতা; যাতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। গোয়েন্দা তথ্য দ্রুত জোগাড় করতে; তাই এবার পুলিশকে সাংবাদিকদের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। সঙ্গে রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়া ভুয়ো অভিযোগ খতিয়ে দেখতে; কমিটি গঠনেরও নির্দেশ দিলেন তিনি। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে; রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশের কাছে সব তথ্য সঠিক সময় এসে পৌঁছচ্ছে না; সাংবাদিকদের কাছে অনেক আগে খবর পৌঁছে যায়; জেলায় জেলায় অনেক গরিব সাংবাদিক রয়েছেন; যারা ঠিকমতো মাইনে পান না; দরকার হলে তাদের সোর্স হিসাবে ব্যবহার করুন; প্রতিটি ব্লকে এদের তালিকা তৈরি করুন”।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “পুলিশের আগে ঘটনার খবর সাংবাদিকরা পেয়ে যায়; ফলে সাংবাদিকদের কীভাবে সোর্স হিসাবে কাজে লাগানো যায় তার জন্য জেলার পুলিশ সুপারদের দেখতে হবে”। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খবরের সোর্সের জন্য পুলিশের কাছে সরকারের টাকা বরাদ্দ থাকে; ওই টাকা দিয়ে জেলার গরিব সাংবাদিকদের ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর আগে জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে; সরকারের পক্ষে ভালো খবর করলে জেলা থেকে প্রকাশিত সংবাদপত্রকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তার থেকে একধাপ এগিয়ে সাংবাদিকদের টাকা দিয়ে; পুলিশের সোর্স হিসাবে ব্যবহার করার কথা বললেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নে সাংবাদিকদের সামনেই বিভিন্ন জেলার প্রশাসনিক প্রধান ও পুলিশকর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিংয়ের মধ্যেই হঠাৎ করেই; হাঁসখালির প্রসঙ্গ তোলেন মমতা। হাঁসখালির ঘটনা নিয়ে পুলিশের উদাসীনতা ও একাধিক অভিযোগ তুললেন তিনি। হাঁসখালির ঘটনা নিয়ে রানাঘাটের পুলিশ সুপারকে; ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে সরাসরি রানাঘাট পুলিশ সুপারকে বলেন; “হাঁসখালিতে ঘটনাটা ঘটল কী করে! তোমাদের কাছে কোনও খবর থাকে না? তোমাদের জন্য রাজ্য সরকার কেন সাফার করবে?

]]>