Jobs – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 16 Jun 2022 05:30:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Jobs – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পিএসসি-তে নিয়োগ কয়েকহাজার, প্রকাশিত নামের তালিকা, ‘মামলার আ’শঙ্কা’ https://thenewsbangla.com/psc-recruitment-published-names-list-psc-appointed-two-thousand-posts-fear-of-court-case/ Thu, 16 Jun 2022 05:29:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15488 পিএসসি-তে নিয়োগ কয়েকহাজার, প্রকাশিত নামের তালিকা; তবে ফের’মামলার আ’শঙ্কা’। রাজ্যে প্রচুর কর্মসংস্থান হল। দুহাজার পদে কর্মী নিয়োগ করল PSC; ইতিমধ্যেই প্রকাশিত সেই নামের তালিকা। আগামী ৩ সপ্তাহের মধ্যেই, রিজিওনাল বিভাগগুলোতে আরও সাড়ে চার হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য; চূড়ান্ত তালিকা দেবে পাবলিক সার্ভিস কমিশন। সবমিলিয়ে রাজ্যে প্রায় সাড়ে ৭ হাজার যুবক-যুবতী; চাকরি পেতে চলেছেন। বর্তমান পরিস্থিতিতে যা স্বাভাবিকভাবেই খুশির খবর; তবে ফের মামলার আশঙ্কা করছেন অনেক চাকুরীপ্রার্থীই।

পিএসসি নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল; ৩ বছর আগে ২০১৯ সালে। মোট শূন্যপদ ছিল ৭ হাজারের বেশি। পরীক্ষা নেওয়া হয় ২০২০ সালে। তিন দফায় পরীক্ষা হয়। প্রিলিমিনারি, মেইনসের পর ছিল কম্পিউটার টেস্ট। রাজ্য সেক্রেটারিয়েট ও ডিরেক্টরেটে; দু-হাজারের বেশি নিয়োগের তালিকা প্রকাশিত হয়েছে বুধবার। রাজ্যে একাধিক দফতরে প্রচুর নিয়োগ শুরু করল পিএসসি। রাজ্যের ৩০টি দফতরে ক্লারিক্যাল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুনঃ “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব, হাত পা ভা’ঙব”

প্রাথমিক পর্বে সেক্রেটারিয়েট ও ডিরেক্টরেটে; দু-হাজারের বেশি নিয়োগের তালিকা প্রকাশিত হয়েছে বুধবার। আরও প্রায় ৫ হাজারের তালিকা; আগামী ২১ দিনের মধ্যে প্রকাশিত হবে। এর মধ্যে বিধানসভায় ৩৬ জন; কর্মিবর্গ ও প্রশাসনিক দফতরে ৬০৭ জন; পূর্ত দফতরে ৬৫৫ জন; স্বাস্থ্যে ১৫৬ জন; শ্রমে ৮০ জন; উচ্চশিক্ষায় ১০৬ জন নিযুক্ত হবেন।

আরও পড়ুনঃ চাকরি ছাঁটাইয়ের পর এবার গ’ণপি’টুনি, বাংলার প্রাথমিক শিক্ষকদের একি হাল

নিয়োগ হয়েছে সুন্দরবন উন্নয়ন; নারী ও শিশু কল্যাণ; অনগ্রসর শ্রেণি; সমবায়; পঞ্চায়েত দফতর; জনস্বাস্থ্য কারিগরি; বিদ্যুৎ; পরিবহণ; যুব ও ক্রীড়া; জনশিক্ষা প্রসার; কারিগরি শিক্ষা দফতরেও। বুধবার প্রকাশিত তালিকায় শুধু; সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরেটে নিযুক্ত প্রার্থীদের নাম রয়েছে।

স্বাভাবিকভাবেই এই বিপুল নিয়োগে; খুশি চাকরিপ্রার্থীরা। তবে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। যেভাবে রাজ্যে একের পর এক চাকরির নিয়োগ নিয়ে বিতর্ক হচ্ছে; হাইকোর্টে মামলা হচ্ছে; নিয়োগ আটকে যাচ্ছে, নিয়োগ বাতিল হচ্ছে, তাই নিয়ে উদ্বেগে চাকরিপ্রার্থীরা। “শেষ পর্যন্ত এই চাকরি করতে পারব তো”; আশঙ্কায় তাঁরাও যাদের নাম নিয়োগ তালিকায় উঠেছে। তবে পিএসসি-র তরফে চাকরিপ্রার্থী-দের আশ্বস্ত করে, পরিস্কার জানানো হয়েছে; “এবারের এই নিয়োগে; কোথাও কোন অস্বচ্ছতা নেই”।

]]>
বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি https://thenewsbangla.com/mamata-banerjee-said-bengal-business-summit-creats-8-to-10-lakh-jobs-in-bengal/ Fri, 08 Feb 2019 12:05:54 +0000 https://www.thenewsbangla.com/?p=6637 বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি, শুক্রবার শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বেঙ্গল বিজনেস সামিটে যে পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে সেটা দেখেই এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা। “আর কত লোক হাসাবেন?”, মমতার ঘোষণা শুনে এমন মন্তব্যই করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

দুদিনের এই পঞ্চম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হল শুক্রবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, “এই সম্মেলনের সাফল্য অতুলনীয়। এবছরের বিনিয়োগ প্রস্তাব ছাপিয়ে গিয়েছে গত বছরের রেকর্ডকেও”। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বাংলায় তৈরি হচ্ছে ৮ থেকে ১০ লক্ষ চাকরি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি/The News বাংলা
বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি/The News বাংলা

বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের সাফল্য অতুলনীয়। ভারতের আর কোনও রাজ্য এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। শুক্রবার শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ কোটি টাকার কাছাকাছি বিনিয়োগের প্রস্তাব এসেছে। যা ছাপিয়ে গিয়েছে গত বছরের রেকর্ডকেও।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

২০১৮ সালের শিল্প সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব এসেছিল ২ লক্ষ ১৯ হাজার ১৯৫ কোটি টাকার। এবছরের শিল্প সম্মেলনে এখনও পর্যন্ত বিনিয়োগের প্রস্তাব এসেছে ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার। এখনও পর্যন্ত মউ স্বাক্ষর হয়েছে ৮৬টি।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের বলেন, “বাংলায় শিল্পস্থাপনের অনুকূল সব পরিবেশই আছে। দেশে মধ্যে বাংলাই বিনিয়োগের সেরা ঠিকানা। আপানারা বাংলায় আসুন। শিল্প স্থাপন করুন”। শেষ দিনে শিল্পপতিদের কাছে এমন আবেদনই করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি/The News বাংলা
মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি/The News বাংলা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, “বাংলায় আমরা স্ট্রাইক, ধর্মঘট করি না। এখানকার শ্রমিকরা আমাদের সম্পদ। আগামী দিনে বাংলাই ভারতকে পথ দেখাবে”। বিনিয়োগের পরিমাণ দেখে শুক্রবার যথেষ্টই খুশি দেখাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

এবারের শিল্প সম্মেলনে এখনও পর্যন্ত ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকা টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর ফলে রাজ্যে আট থেকে দশ লক্ষ নতুন কর্মসংস্থান হবে বলেই মনে করছে রাজ্য সরকার। চামড়া শিল্পে কাজ পাবেন আরও অন্তত দুলক্ষ মানুষ।

আরও পড়ুনঃ রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে

শিল্প সম্মেলনের মঞ্চে এবছর এখনও পর্যন্ত ৮৬টি মউ স্বাক্ষর হয়েছে, সেটা আরও বাড়বে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “আগামী দিনে বাংলাই বিনিয়োগকারীদের প্রধান গন্তব্য হবে। তিনি জানান, সিলিকন ভ্যালির জন্য আরও একশো একর জমি বরাদ্দ করা হয়েছে। সেই জমিতে ইতিমধ্যেই শিল্পস্থাপনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থা”।

আরও পড়ুনঃ উড়ালপুল দিয়ে নতুন রাস্তা খুলে সুখবর আনলেন মুখ্যমন্ত্রী মমতা

সব মিলিয়ে লোকসভা ভোটের আগে বিপুল চাকরির ঘোষণা করে বড় তাস খেললেন মমতা। আর এটাকেই আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। “সবটাই ভাঁওতা, হাস্যকর”, জানাচ্ছেন তিনি। তবে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে, “মমতার উন্নয়নই কথা বলছে”।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মাধ্যমিক পাসে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ https://thenewsbangla.com/airports-authority-of-india-recruits-a-lot-on-secondary-pass-qualification/ Sat, 10 Nov 2018 10:48:19 +0000 https://www.thenewsbangla.com/?p=2109 The News বাংলা: এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জুনিয়র ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। একনজরে দেখে নিন সেই দুটি বিজ্ঞপ্তি।

Image Source: Google

১) বিজ্ঞপ্তি নম্বর: 02/2018/ER-Rectt. (Jr.Asstt.(FS). জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে ৬৪ জন নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর এবং সিকিমে বসবাসকারী প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৬৪ (অসংরক্ষিত ৪৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৭, ওবিসি এনসিএল ৮)।

বেতনক্রম: মূল বেতন ১২৫০০-২৮৫০০ টাকা।

Image Source: Google

যোগ্যতা: দশম শ্রেণি পাস সঙ্গে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল/ অটোমোবাইল/ ফায়ারে তিন বছরের নিয়মিত ডিপ্লোমা। ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অথবা মিডিয়াম ভিকল লাইসেন্স বিজ্ঞপ্তি বেরোনোর অন্তত এক বছর আগে ইস্যু হতে হবে অথবা হালকা যান চালানোর বৈধ লাইসেন্স বিজ্ঞপ্তি বেরোনোর অন্তত দু বছর আগে ইস্যু করা হতে হবে।

আরও পড়ুন: মঙ্গলবার থেকেই ডব্লুবিসিএস ২০১৯ এর আবেদন শুরু

বাঞ্ছনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: ১) দ্বাদশ শ্রেণি স্তরে কম্পিউটার একটি বিষয় হিসেবে থাকা। ২) এনসিসি বি সার্টিফিকেট। ৩) অ্যাভিয়েশন/ রেগুলার/ ইন্ডাস্ট্রিয়াল ফায়ার সার্ভিসে অভিজ্ঞতা। ৪) এএআই ফায়ার ট্রেনিং এস্টাব্লিশমেন্ট থেকে বেসিক ফায়ার ফাইটিং ট্রেনিং কোর্স। ৫) ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর থেকে সাব ফায়ার অফিসার কোর্স।

বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি, প্রাক্তন সেনাকর্মী ও এয়ারপোর্টস অথরিটিতে কর্মরত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১৬৭ সেন্টিমিটার। বুকের ছাতির মাপ ৮১ সেন্টিমিটার, ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন অন্তত ৫৫ কেজি। মহিলাদের উচ্চতা ১৫৭ সেন্টিমিটার। ওজন হতে হবে অন্তত ৪৫ কেজি।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে বিই কোর্স করিয়ে ৯০ জন অফিসার নেবে আর্মি

দৃষ্টিশক্তি: দূরের দৃষ্টি দুচোখে চশমা ছাড়া ৬/৬। কছের দৃষ্টি দুচোখে চশমা ছাড়া এন৫। বর্নান্ধতা, রাতকানা রোগ, চ্যাটালো পায়ের পাতা, ভাঙা হাঁটু, ট্যারা চোখ ও দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে আবেদন করতে পারবেন না।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড/ অনলাইন পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট, ড্রাইভিং টেস্ট, ফিজিক্যাল এনডিওরেন্স টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৪০০ টাকা। এগজেমটেড ক্যাটেগরির প্রার্থীদের ফি দিতে হবে না। ইন্টারনেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে ৫ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।

Image Source: Google

আবেদনের পদ্ধতি: http://www.aai.aero ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে বাঁপাশে ‘কেরিয়ার’ লিঙ্কে ক্লিক করলে যে ওয়েবপেজ খুলবে (https://www.aai.aero/en/careers/recruitment) সেখানে ‘রেজিস্ট্রেশন লিঙ্ক’ থেকে খুলবে https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/56446//Instruction.html পাতা।

সেখানেই দেওয়া নির্দেশ মতো (যেমন, I Agree that I have read and understood clearly….. অংশটিতে টিক মেরে) ‘রেজিস্ট্রেশন লিঙ্ক’-এর নিচে ‘স্টার্ট’ লিঙ্কের মাধ্যমে প্রথমে এককালীন রেজিস্ট্রেশন করতে হবে (আগে রেজিস্ট্রেশন করা থাকলে নতুন করে তা করার দরকার নেই, আগের রেজিস্ট্রেশনেই চলবে)। তারপর যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন তাই দিয়ে ‘ALREADY REGISTERED CANDIDATES – CLICK HERE TO LOGIN’ লিঙ্কের মাধ্যমে ডুকে অনলাইন আবেদন করা যাবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর ও যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ৫ ডিসেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখা যাবে সরাসরি এই লিঙ্কে:
https://cdn.digialm.com/per/g01/pub/1258/EForms/image/Notification-Final-JAF-2018.pdf

২) বিজ্ঞপ্তি নম্বর: 01/2018-Rectt.(PWD). শারীরিক প্রতিবন্ধী কোটায় ৭ জন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (স্টেনো) ও অ্যাসিস্ট্যান্ট (অফিস) নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানতে পারবেন ওপরের মতো http://www.aai.aero ওয়েবপেজের কেরিয়ার লিঙ্ক থেকে।

]]>
কেন্দ্রীয় আইবিতে ১০৫৪ মাধ্যমিক পাশ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ https://thenewsbangla.com/1054-secondary-pass-assistant-recruitments-in-central-ib/ Fri, 26 Oct 2018 09:35:41 +0000 https://www.thenewsbangla.com/?p=1531 The News বাংলা: কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরোর বিভিন্ন রাজ্যে অবস্থিত সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোগুলির জন্য ১০৫৪ জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এগজিকিউটিভ নিয়োগ করা হবে। এই পদের মূল বেতন ৫২০০-২০২০০ টাকা, সঙ্গে গ্রেড পে ২০০০ টাকা ও কেন্দ্রীয় সরকারের অন্যান্য ভাতা। ৭ম পে কমিশনের সুপারিশমতো পরিবর্তন সাপেক্ষ।

শূন্যপদের বিভাজন: মোট শূন্যপদের মধ্যে (পরীক্ষাকেন্দ্রয়াড়ি) কলকাতায় ৬৭ (অসংরক্ষিত ৪৫, ওবিসি (এনসি) ৮, তপশিলি জাতি ১৪),
শিলিগুড়িতে ২৫ (অসং ১৩, ওবিসি (এনসি) ৫, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১),
আগরতলায় ১৫ (অসং ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৪), ভুবনেশ্বরে ১৪ (অসং ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৪), ডিব্রুগড়ে ৮ (অসং ৪, তঃউঃজাঃ ৪),

গ্যাংটকে ৭ (অসং ৬, ওবিসি (এনসি) ১), ইম্ফলে ১৩ (অসং ৯, তঃউঃজাঃ ৪), ইটানগরে ২৯ (অসং ২৮, তঃজাঃ ১), আইজলে ১৪ (অসং ১৩, তঃউঃজাঃ ১), শিলংয়ে ৯ (অসং ৭, ওবিসি (এনসি) ১, তঃউঃজাঃ ১), পাটনায় ২৪ (অসং ১৯, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১), রাঁচিতে ১৬ (অসং ৮, ওবিসি (এনসি) ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৬)।

আরো পড়ুন : রাজ্যের ডাকবিভাগে ২৬৬ জন নিয়োগ

অন্যান্য রাজ্যের শূন্যপদের বিভাজন জানা যাবে আইবির বিজ্ঞপ্তির লিঙ্কে CLICK NOW

(https://mha.gov.in/sites/default/files/VacanciesSecurityAssistant_18102018.pdf)।

যে-কোনো একটি কেন্দ্রের শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদন করার পর কেন্দ্র বদল করা যাবে না। কোনোরকম শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করবেন না।

যোগ্যতা: ১০ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে মাধ্যমিক/সমতুল পাশ, সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের জন্য নির্ধারিত ভাষা লিখতে-পড়তে-বলতে জানা দরকার (যেমন পরীক্ষাকেন্দ্র কলকাতা হলে বাংলা/ নেপালি/ শিলেটি/ রোহিঙ্গ্যা/ চাটগাঁই, শিলিগুড়ির ক্ষেত্রে বাংলা/ নেপালি/ রাজবংশী/ বোরো, আগরতলার ক্ষেত্রে বাংলা/ লুশাই/ মেইতেই/ কব্রু/ ককবরক/ চাটগাঁই)। গোয়েন্দাগিরির ফিল্ড এক্সপেরিয়েন্স থাকলে ভালো হয় অর্থাৎ এটি বাঞ্ছনীয় যোগ্যতা।

বয়সসীমা: বয়স হতে হবে ১০ নভেম্বর ২০১৮ তারিখে ২৭-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য নিয়মানুযায়ী বয়সের ছাড় থাকবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে হবে টিয়ার-ওয়ানের পরীক্ষা। ২ ঘণ্টায় ১০০ প্রশ্নের ১০০ নম্বরের অবজেক্টিভ এমসিকিউ টাইপের পরীক্ষা। প্রতি প্রশ্নে ১ নম্বর। থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস (৪০ প্রশ্ন), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (২০ প্রশ্ন), লজিক্যাল/অ্যানালিটিক্যাল এবিলিটি (২০ প্রশ্ন), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২০ প্রশ্ন)।

আরো পড়ুন : ব্যাঙ্কে ৮০০ প্রবেশনারি অফিসার পদে নিয়োগ

নেগেটিভ মার্কিং থাকবে ০.২৫ হারে, অর্থাৎ প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র ইত্যাদি জানানো হবে ইমেল করে।

টিয়ার-ওয়ানে সফল হলে টিয়ার-টুতে ডেস্ক্রিপটিভ টাইপের ১ ঘণ্টায় ৪০ নম্বরের অনুবাদ (ইংরেজি থেকে কেন্দ্রওয়াড়ি নির্ধারিত ভাষাগুলির যে-কোনো একটিতে এবং সেই ভাষা থেকে ইংরেজিতে)। স্পোকেন ইংলিশের ১০ নম্বরের পরীক্ষাও হবে ইন্টারিভিউ/পার্সোন্যালিটি টেস্টের সময়।

মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে মেধাতালিকার ওপর দিক থেকে নির্বাচিত করা হবে টিয়ার-টু ও টিয়ার-থ্রির জন্য। টিয়ার-টুর পরীক্ষায় ন্যূনতম সাফল্যমান (৫০-এর মধ্যে ২০) পেতেই হবে, যদিও এর নম্বর চূড়ান্ত মেধাতালিকার জন্য বিবেচিত হবে না।

টিয়ার-থ্রিতে থাকবে আরও ৫০ নম্বরের ইন্টারিভিউ/পার্সোন্যালিটি টেস্ট।

আবেদনের ফি: ৫০টাকা। দেওয়া যাবে আবেদন রেজিস্ট্রেশনের ১টি কাজের দিন পরে, অনলাইনে বা অফলাইনে। অফলাইনে দেওয়া যাবে ব্যাঙ্কচালান ডাউনলোড করে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কোনো শাখায়। বিশদ নির্দেশ পাবেন ওয়েবসাইটে। মহিলা, তপশিলি ও প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে, www.mha.gov.in বা NCS portal www.ncs.gov.in-এর মাধ্যমে, আগামী ১০ নভেম্বর রাত ১১টা ৫৯-এর মধ্যে। নিজের সাম্প্রতিক পাসপোর্ট মাপের ছবি ও স্বাভাবিক স্পষ্ট সই একটিমাত্র ফাইলে স্ক্যান করে রাখতে হবে ৫০ কেবির মধ্যে।

এব্যাপারে বিশদ নির্দেশ পাবেন ওপরের ওয়েবসাইটে ও সেখানকার FAQ-এ। আবেদনকারীর মোবাইল নম্বর ও স্থায়ী ইমেল আইডিও থাকা দরকার। আবেদনের পর স্পষ্ট সই-ছবি সহ সব ঠিক আছে কিনা ভালো করে মিলিয়ে তবেই সাবমিট করবেন, একাধিক আবেদন করা যাবে না। যে পাসওয়ার্ড ও রেজিস্ট্রেশন আইডি পাবেন তা যত্ন করে টুকে রাখবেন। আবেদন সম্পূর্ণ হলে তার প্রিন্ট-আউট নিয়ে রাখবেন ভবিষ্যতের জন্য, কোথাও পাঠাতে হবে না।

]]>