Javed Akhtar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 03 May 2019 10:11:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Javed Akhtar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বোরখার সঙ্গে হিন্দুদের ঘোমটাও নিষিদ্ধ করা উচিৎ, দাবি জাভেদ আখতারের https://thenewsbangla.com/javed-akhtar-says-if-government-want-to-ban-burqa-ban-ghunghat-too/ Fri, 03 May 2019 09:34:12 +0000 https://www.thenewsbangla.com/?p=12252 শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদী হানার পর সরকারের তরফে বোরখা এবং মুখ ঢাকা যায়; এই ধরনের সমস্ত রকমের পোষাক নিষিদ্ধ করেছে; সেই মতো ভারতেও বোরখা নিষিদ্ধ করার দাবি উঠেছে; দুদিন আগেই এনডিএ শরীক শিবসেনা কেন্দ্রীয় সরকারের কাছে দেশজুড়ে বোরখা ব্যান করার প্রস্তাব দেয়; তারই পরিপ্রেক্ষিতে এবার চিত্র প্রযোজক জাভেদ আখতার হিন্দু মহিলাদের ঘুংঘট বা ঘোমটা নিষিদ্ধ করার দাবি জানালেন৷

বোরখা এবং ঘুংঘট বা ঘোমটা দুটোই নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাভেদ আখতার; ঘুংঘট মূলত রাজস্থানের হিন্দু মহিলারা মুখ ঢাকতে ব্যবহার করেন; জাভেদ আখতার বলেন; তার পরিবারের কোনও মহিলা বোরখা পরিধান করেন না; এমনকি কিছু মুসলিম রাষ্ট্রেও মহিলাদের এভাবে মুখ ঢাকার নিয়ম নেই বলে জানান তিনি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে নজরবন্দী করার কথা বললেন অর্জুন সিং

সম্প্রতি শ্রীলঙ্কার পথ অনুসরণ করে কেন্দ্রের কাছে দেশজুড়ে বোরখা ব্যান করার দাবি জানায় শিবসেনা; মুখাবরণ ঢাকা যায়; শ্রীলঙ্কায় এই ধরনের সমস্ত পোষাক নিষিদ্ধ করার পরেই ভারতেও এই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানায় তারা।

শিবসেনার একটি দলীয় বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জানানো হয়; রাবনের দেশ শ্রীলঙ্কা যদি সন্ত্রাসবাদীকের মুখের আড়াল রুখতে বোরখা ব্যান করতে পারে; তাহলে রামের দেশ ভারত কেন সেই পথ অনুসরণ করতে পারবে না?

এই ব্যাপারে জাভেদ আখতারের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন; বোরখা বা ঘুংঘট মেয়েদের উন্নতিতে বাধা দেয়; মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হলে; তাদের নিজেদের পায়ে দাঁড় করাতে হলে; পোশাকের উপর থেকে সমস্ত নিষেধ তুলে তুলে দেওয়া উচিত।

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

নারী মুক্তি ঘটাতে হলে তাদের পোশাকের বাধা নিষেধের মধ্যে আটকে রাখলে হবে না বলেও জানান তিনি; মুখ ঢাকা অবস্থায় মেয়েরা প্লেন চালাতে বা ডাক্তারির মতন পেশাকে বেছে নিতে পারে না; সত্যি যদি মেয়েদের সমাধিকারের কথা সরকার ভাবে তাহলে বোরখা ঘুংঘট এর মত মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা উচিত।

]]>
মুক্তির আগেই বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক https://thenewsbangla.com/javed-akhtar-shocked-to-see-his-name-on-pm-narendra-modi-film-poster/ Sat, 23 Mar 2019 15:10:27 +0000 https://www.thenewsbangla.com/?p=9139 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের ট্রেলার মুক্তি পেতে না পেতেই শুরু হয়েছে বিতর্ক। পোস্টারে গীতিকার এর নামের জায়গায় নাম উঠেছে জাভেদ আখতারের। আর এখানেই অবাক হবার পালা। কারণ যে জাভেদ আখতার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে কথা বলেছেন তিনি কি করে ওই ছবির জন্য গান লিখলেন এই প্রশ্ন সবার মনে উঠছে।

আরও পড়ুনঃ দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?

যদিও প্রবীণ গীতিকার নিজেও অত্যন্ত অবাক হয়েছেন নিজেই। এমনকি তিনি নিজের ট্যুইটারে লিখেছেন, ‘আমি স্তম্ভিত ছবির পোস্টারে আমার নাম দেখতে পেয়ে। একটা গানও লিখিনি ছবির জন্য।

আরও পড়ুনঃ বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

আইনজীবী তথা অ্যাক্টিভিস্ট প্রশান্ত ভূষণ জাভেদ আখতারকে সমর্থন করে একে ‘অবমাননাকর’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

পি এম নরেন্দ্র মোদী সিনেমার ট্রেলারের শেষে গীতিকার হিসেবে জাভেদ আখতারের নামের পাশাপাশি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের প্রধান এবং খ্যাতনামা গীতিকার প্রসুন যোশী, সমীর ও অন্যদেরও নাম রয়েছে।

আরও পড়ুনঃ ‘বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ’

সিনেমার বায়োপিক এর যে অংশে জাভেদ আখতারের নাম দেখানো হচ্ছে সেটি শেয়ার করে জাভেদ আখতার লিখেছেন, নিজের নাম দেখে তিনি ‘শকড’ হয়ে গিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

ইতিমধ্যে জাভেদ আখতারের টুইটটি ২০ হাজারের বেশি লাইক পেয়েছে এবং ৬০০০ বার রি টুইট করা হয়েছে। তবে চিত্রনির্মাতাদের তরফ থেকে প্রকাশ্যে এখনও এই বিতর্কে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

টুইট দেখার পরে জাভেদ আখতারের ফ্যানেরা কিছুটা স্বস্তি পেয়েছেন। এবার দেখার ছবির নির্মাতাদের তরফে কোনও উত্তর আসে কিনা। নরেন্দ্র মোদীর বায়োপিক পি এম নরেন্দ্র মোদী-তে মুখ্য ভূমিকায় রয়েছেন বিবেক ওবেরয়। ছবিটি লোকসভা ভোট শুরু হওয়ার আগেই ৫ এপ্রিল মুক্তি পাবে।

আরও পড়ুন: ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকে না হীরালাল সেন?

এটাও ভোটের জন্য তা বলেছেন বিরোধীরা। নির্বাচন কমিশনের কাছে এই ফিল্ম রিলিজে নিষেধাজ্ঞা জারি করার জন্য অভিযোগ জানাবে কংগ্রেস, এমনটাই জানা গেছে। তবে ফিল্ম রিলিজ হওয়ার আগেই বিতর্কের জেরে পাবলিসিটি অনেক বেড়ে গেছে। আর এখানেই সাফল্য ফিল্ম নির্মাতাদের।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>