Jammu and Kashmir – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 21 Jun 2022 04:32:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Jammu and Kashmir – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত https://thenewsbangla.com/sharad-pawar-farooq-abdullah-gopalkrishna-gandhi-none-agree-mamata-banerjee-proposed-as-presidential-candidate/ Tue, 21 Jun 2022 04:18:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15577 শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন; ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী, ফারুখ আবদুল্লা। না, কেউই রাজি হচ্ছেন না রাষ্ট্রপতি পদে লড়তে। রাষ্ট্রপতি নির্বাচনে কারা প্রার্থী হবেন; তা নিয়ে রাজধানীতে উত্তাপ ক্রমশই বাড়ছে। আগামী ১৮ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচন; কিন্তু এখনও পর্যন্ত কোনপক্ষই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হওয়ার নিয়ে, অনিচ্ছা প্রকাশ করে সরে দাঁড়ালেন; পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তার আগে বিরোধী শিবিরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন; এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। এবার সেই তালিকায় যুক্ত হল; গোপালকৃষ্ণ গান্ধীর নাম।

গত মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঠিক করতে দিল্লিতে, দেশের ২২টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে; বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অবিজেপি রাজ্যের ৮জন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম; বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। কিন্তু বৈঠক শেষে মমতা নিজেই জানান, শরদ পাওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন; তিনি প্রার্থী হতে ইচ্ছুক নন।

আরও পড়ুনঃ “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির

তারপরই তৃণমূল সূত্রে জানা যায়, পাওয়ার রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আব্দুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন মমতা। গত শনিবার ফারুখ আবদুল্লাও; নিজের নাম সরিয়ে নেন। তারপরে সবার নজর ছিল মহাত্মা গান্ধীর প্রপৌত্রের উপরেই। কিন্তু এবার তিনিও নিজের নাম সরিয়ে নেওয়ায়; অকূল পাথারে বিরোধীরা।

রাষ্ট্রপতি পদে প্রার্থী খুঁজতে; গা উজাড় হওয়ার জোগাড়। কে হবেন বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী? দিল্লিতে মঙ্গলবার বৈঠকে বসছে; কংগ্রেস, বাম, আপ, তৃণমূল সহ একাধিক দলের। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে জন্য; বিরোধী দলের পদপ্রার্থীর নামে শিলমোহর পড়ার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত সকলেই; একে একে সরে দাঁড়ানোয় সমস্যায় বিরোধী শিবির।

সূত্রের খবর, মঙ্গলবার বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা যশবন্ত সিনহার নাম; প্রস্তাব করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার এই প্রার্থীকে রাষ্ট্রপতি পদে লড়াইয়ে; বিজেপি বিরোধী সবদল মেনে নেয় কিনা, সেটাই এখন দেখার।

]]>
অনেক হয়েছে আর সহ্য নয়, উত্তাল কাশ্মীরে পুড়ছে পা’কিস্তানের পতাকা https://thenewsbangla.com/pakistan-flag-is-burning-in-kashmir-kashmir-files-not-closed-kashmiri-pandit-targeted-again/ Fri, 13 May 2022 07:48:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15084 অনেক হয়েছে আর সহ্য নয়; উত্তাল কাশ্মীরে পুড়ছে পা’কিস্তানের পতাকা। ফের উপত্যকায় জ’ঙ্গিদের টা’র্গেটের শিকার; এক কাশ্মীরি পন্ডিত। বৃহস্পতিবার বুদগামের একটি সরকারি অফিসে ঢুকে; গু’লি চালায় জ’ঙ্গিরা। গু’লিবিদ্ধ হয়ে গুরুতর জ’খম হন কাশ্মীরি পন্ডিত রাহুল ভাট। ভর্তি করা হয় হাসপাতালে, তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই মুহূর্তে অগ্নি’গর্ভ পরিস্থিতি; গোটা কাশ্মীরে।

ঘটনার দায় স্বীকার করেছে; পা’কিস্তানের মদতপুষ্ট জ’ঙ্গি গোষ্ঠী জ’ইশ-ই-মহম্মদ। স’ন্ত্রা’সী সংগঠন কাশ্মীর টাইগার্স (টিআরএফ) ও এই হামলার দায় স্বীকার করেছে। এরপরেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন; পা’কিস্তানের উপর। পা’কিস্তানের জাতীয় পতাকা; প্রকাশ্য রাস্তায় পো’ড়ান হচ্ছে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে; কাশ্মীরের সাধারণ মানুষ।

আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস; কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত। দিন দিন উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত ও ভিন রাজ্যের বাসিন্দাদের উপর; জ’ঙ্গি হা’মলা বেড়েই চলেছে। গত বছর অক্টোবর থেকে পরিযায়ী শ্রমিকদের; টার্গেট করা শুরু করে জ’ঙ্গিরা। সেই মাসেই পাঁচদিনে খু’ন হন; সাত নিরীহ নাগরিক। তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত; একজন শিখ এবং দুজন ভিন রাজ্যের বাসিন্দা। গত মাসেও সোপিয়ানে এক কাশ্মীরি পণ্ডিত বিক্রেতার উপর; হামলা চালিয়েছিল জ’ঙ্গিরা। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস, কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত, চুপ নেতারা

অ-কাশ্মীরিদের উপর জ’ঙ্গি হামলা জারি আছে কাশ্মীরে; আজও শেষ হয়নি কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিত ও ভিনরাজ্যের ব্যক্তিদের উপর হা’মলা করে; কাশ্মীরকে আবারও অশান্ত করে তুলতে চাইছে জ’ঙ্গিরা। কিন্তু জ’ঙ্গি দমনে যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলায়; বহু ক্ষেত্রে ভেস্তে গিয়েছে তাদের ছক।

এবার, বুদগামের চাদুরায় তহসিল অফিসে ঢুকে; রাহুল ভাট নামে এক সরকারি কর্মচারীকে লক্ষ্য করে গু’লি চালায় জ’ঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে; তাকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
তারপরেই শুরু হয়ে যায় বিক্ষোভ। পা’কিস্তানি জ’ঙ্গি গোষ্ঠী ও তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষ।

পুলিশকে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে; বিক্ষোভকারীদের হঠাতে। বেছে বেছে হি’ন্দুদের মা’রছে পা’ক জ’ঙ্গিরা। কাদের মদতে এটা হচ্ছে; তাদের খোঁজ করে উপযুক্ত শাস্তি দেবার দাবি উঠেছে।

]]>
পুলওয়ামার আতঙ্ক ফিরিয়ে কাশ্মীরে সেনা কনভয়ের কাছে গাড়ি বিস্ফোরণ https://thenewsbangla.com/exploded-car-damages-crpf-vehicle-at-banihal-in-jammu-and-kashmir/ Sat, 30 Mar 2019 12:23:22 +0000 https://www.thenewsbangla.com/?p=9525 পুলওয়ামার আতঙ্ক ফিরিয়ে কাশ্মীরে সেনা কনভয়ের কাছে গাড়ি বিস্ফোরণ। শনিবার জম্মু-কাশ্মীরের বানিহালের কাছে শ্রীনগর হাইওয়ের উপর একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। তার কিছু দূর দিয়ে তখনই যাচ্ছিল সেনা বাহিনীর একটি কনভয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও খোঁজ মেলেনি গাড়ির চালকের।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে সভা নিয়ে কাটল জটিলতা, ৩রা এপ্রিলই হচ্ছে মোদীর জনসভা

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় ভয়াবহ সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনও মুছে যায়নি দেশবাসীর মন থেকে। ১৪ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছিল কাশ্মীর উপত্যকা। জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় অকালেই প্রাণ হারিয়েছিলেন ৪৯ জন সিআরপিএফ জওয়ান। পুলওয়ামায় জঙ্গি হামলার আতঙ্ক কাটতে না কাটতেই কাশ্মীরে ফের সিআরপিএফ কনভয়ের কাছে বিস্ফোরণ ঘটল শনিবার।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

এদিন সকালে জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বানিহালে, জাতীয় সড়কে জওহর টানেলের কাছে, সিআরপিএফ-এর কনভয় থেকে কিছুটা দূরত্বে একটি গাড়িতে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই গাড়িটি। প্রাথমিকভাবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পুলিশ সূত্রের খবর, একটি স্যান্ট্রো গাড়িতে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই বিপত্তি। তবে এত সহজে এই ঘটনা নিয়ে মন্তব্য করতে রাজি নয় গোয়েন্দারা।

আরও পড়ুনঃ মোদীর মিশন শক্তির ঘোষণায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন হয়নি, জানিয়ে দিল কমিশন

শনিবার বিস্ফোরণের সময় ওই গাড়ি থেকে সামান্য দূরেই ছিল সিআরপিএফ-এর একটি কনভয়। জোরালো বিস্ফোরণের তীব্রতায় সিআরপিএফ-এর একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ বানিহালের কাছে সাধারণ নাগরিকের একটি গাড়িতে বিস্ফোরণ হয়। সেই সময় ওখান থেকেই যাচ্ছিল সিআরপিএফ কনভয়। গাড়িটি আগুনে পুড়ে গিয়েছে এবং কনভয়ের একটি গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। হতাহতের কোনও খবর নেই। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ২৩ মে নয়, ভোটের ফল পিছতে পারে আরও ৬ দিন জানাল নির্বাচন কমিশন

পুলিশ অবশ্য জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে প্রাইভেট স্যান্ট্রো গাড়ির ভিতরে সিলিন্ডার ফেটেই এই ঘটনা ঘটেছে। সন্ত্রাসবাদী হামলার শঙ্কাকে এখনই আমল দিচ্ছে না পুলিশ। তবে শুরু হয়েছে তদন্ত। বিস্ফোরণের পরে জম্মু-শ্রীনগর হাইওয়েতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

এই ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। গোয়েন্দাদের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, পুলওয়ামার মতই বিস্ফোরণ ঘটিয়ে সেনা কনভয়ে গুলি চালানোর ছক কষেছিল জঙ্গিরা। পুলওয়ামা কাণ্ডের পরেও কি করে নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলেঢোলা? উঠেছে প্রশ্ন। শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত https://thenewsbangla.com/india-builds-bunkers-to-protect-indian-people-in-india-pakistan-border-area/ Thu, 28 Feb 2019 08:00:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7263 পাকিস্তান সেনার কাজই হল সাধারণ মানুষের বাড়ি ঘর লক্ষ্য করে গুলি ও মর্টার ছোঁড়া। তাই জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের রক্ষায় মাটি খুঁড়ে ১৪ হাজার নিরাপদ বাঙ্কার নির্মাণ শুরু করছে ভারত। বোমা হামলা হলে ওই এলাকার বাসিন্দারা ওইসব বাঙ্কারে আশ্রয় নিতে পারে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

ইটপাথর আর লোহার সমন্বয়ে নির্মিত এই বিপুল বাঙ্কার বানাতে ৫০ কোটি টাকার মতো ব্যয় হতে পারে বলে জানিয়েছেন সরকারি এঞ্জিনিয়াররা। স্থানিয় ঘরবাড়ির চেয়ে তিনগুন পুরু দেওয়াল ও ছাদ দিয়ে মাটির নিচের বাঙ্কারগুলো নির্মাণ করা হচ্ছে।

যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত/The News বাংলা
যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত/The News বাংলা

মঙ্গলবার থেকেই নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাশ্মীর সীমান্তে ১২ থেকে ১৫টি এলাকায় ভারি বোমা বর্ষণ করে চলেছে পাকিস্তান। ভারতীয় বাহিনীর এক মুখপাত্র এমন দাবি করেছেন। ভারতও পাল্টা বোমা নিক্ষেপ করে বলে জানান তিনি।
এমন অবস্থায় ওইসব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান পুঞ্চ জেলার জেলা প্রশাসক রাহুল যাদব।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে নতুন করে এসব শেল্টার নির্মাণের কাজে হাত দেওয়া হয়। সীমান্তে বাঙ্কার নির্মাণের এই প্রকল্পটি গত বছরের জুনে শুরু হয়। উভয় পক্ষ যখন বোমা বর্ষণ শুরু করে তাতে স্থানীয়দের ঘরবাড়ি ছেড়ে ছোটাছুটি করতে হয়। তাই এমন পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার’।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

সীমান্তের ভারতপক্ষের গ্রামগুলোর বাসিন্দারা জানান, তারা ঘরবাড়ি ছেড়ে বারবার পালাতে পালাতে ক্লান্ত। এখানকার গরিব কৃষক পরিবারগুলো তাদের গবাদিপশু ও ফসল ফেলে এলাকা ছেড়ে যে কতটা ক্ষতির মুখে পড়েন তা অবর্ণনীয়। চাচওয়াল গ্রামের ৭৫ বছর বয়সি বাসিন্দা তানাত্তার সিং বলেন, ‘২০০২ সালে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে তাঁর মেয়ের মৃত্যু হয়’।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার

ভারতীয় বাহিনীর একটি পর্যবেক্ষণ টাওয়ারের নিকটে গমক্ষেতে ঘেরা বাড়ি তানাত্তার সিংয়ের’। তিনি বলেন, ‘আমরা জানি যেকোনো সময় গোলাগুলি হতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সীমান্ত এলাকায় থাকতে হয়।’
তানাত্তার সিং সহ গ্রামের অন্য বয়োজ্যেষ্ঠরা মাটি খোঁড়া দেখছিলেন। তাদের গ্রামের চারশো পরিবারের জন্য একটি বাঙ্কার নির্মাণে মাটি খোঁড়া হচ্ছে।

আরও পড়ুনঃ ভারত পাক সীমান্তে আকাশের লড়াইয়ে দুই দেশের দুই যুদ্ধবিমান ধ্বংস

বাঙ্কারগুলোর কিছু কিছু জলের নিচে, কিছু আবাদি জমির মধ্যে আবার কিছু আছে বাড়িঘরের আশপাশে।
তবে এই বাঙ্কার সাধারণ বোমা হামলা থেকে রক্ষা করতে পারবে বলে বাঙ্কার নির্মাণ প্রকল্পে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক এঞ্জিনিয়ার বলেছেন। পরিস্থিতি দেখে বিভিন্ন সীমান্ত এলাকায় স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি

কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণরেখার সীমান্ত ছাড়াও পাক-ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে চলেছে। আর গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৯ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হওয়ার পর উত্তেজনা তুঙ্গে উঠেছে।

এই সংক্রান্ত খবরঃ পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারতীয় বিমান বাহিনী
এই সংক্রান্ত খবরঃ ভারতীয় যুদ্ধবিমান পাইলটকে ধরে ফেলার ছবি ও ভিডিও প্রকাশ করল পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র https://thenewsbangla.com/india-is-going-to-destroy-pak-militants-in-jk-by-appointed-a-former-army-chief-as-governor/ Fri, 15 Feb 2019 16:27:19 +0000 https://www.thenewsbangla.com/?p=6858 সম্ভবত রাজ্যপাল পরিবর্তন হতে চলেছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে এখন রাষ্ট্রপতি শাসন চলছে। বকলমে রাজ্য চালাচ্ছেন রাজ্যপাল সত্যপাল মালিক। এবার কাশ্মীরের পুলওয়ামা ঘটনার পর পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র। সম্ভবত সত্যপাল মালিককে সরিয়ে কোন প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামতে চলেছে কেন্দ্র। রাজধানীর রাজনৈতিক মহলে এমনটাই খবর।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার

গত ২২শে নভেম্বর বিরোধীদের সরকার গঠনের উদ্যোগের মাঝেই জম্মু কাশ্মীরে বিধানসভা ভেঙে দেবার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সত্যপাল মালিক। জারি হয় রাষ্ট্রপতি শাসন। এরপরেই কংগ্রেস, পিডিপি সহ সব বিরোধীরাই বিজেপির বিরুদ্ধে তোপ দাগে। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবার পর ৬ মাসের মধ্যে জম্মু কাশ্মীরে নির্বাচন করতেই হবে। কেন্দ্র ভোট চাইছে না বলেই অভিযোগ ওঠে। সব অভিযোগ সংসদেই উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন চাইলে লোকসভার সঙ্গেই ভূস্বর্গে বিধানসভা ভোট হবে।

প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র/The News বাংলা
প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র/The News বাংলা

শুধু তাই নয়, ভোটের জন্য জম্মু ও কাশ্মীরে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলেও তখন জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ভোটের ব্যপারে শেষ কথা বলবে নির্বাচন কমিশন, জানিয়ে দিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আর জঙ্গি নিধন ও জম্মু ও কাশ্মীরে নির্বাচন নিরাপত্তা, এই দুটি কারণেই বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিককে সরিয়ে কোন প্রাক্তন সেনা কর্তাকেই জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল করতে চিন্তা ভাবনা করছে নরেন্দ্র মোদী সরকার।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান

বিজেপি আর পিডিপি একসঙ্গে উপত্যকায় সরকার চালাত। এরই মাঝে জুন মাসে পিডিপি থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি। তারপর থেকেই কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি ছিল। লোকসভার সঙ্গেই ভূস্বর্গে বিধানসভা ভোট করার পরিকল্পনা ছিল কেন্দ্রের। তবে, ভয়ঙ্কর জঙ্গি হামলা ও ৪০জন জওয়ানের মৃত্যুর পর আদৌ এখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন করা সম্ভব কিনা সেটাই এখন প্রশ্ন।

জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত অসংখ্য জওয়ান/The News বাংলা
জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত অসংখ্য জওয়ান/The News বাংলা

এদিকে কাশ্মীরে পাক জঙ্গিদের খুঁজে বের করে ধরে ধরে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল নরেন্দ্র মোদী সরকার। উপত্যকার নিরাপত্তা বিষয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর পাকিস্তান ও জঙ্গিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্কার জানিয়ে দিলেন সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে জঙ্গি দমনের ক্ষেত্রে। আর সেই কারণেই কোন প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামতে চায় কেন্দ্র।

আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রতিবেশী দেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন, বড় ভুল করেছে পাকিস্তান। পরিস্কার বলে দিলেন, “চরম মূল্য চোকাতে হবে তাদের”। শুক্রবার, দিল্লিতে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বুঝিয়ে দেন, গতকালের পুলওয়ামা জঙ্গি হামলার কড়া জবাব দেবে ভারত। তার জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে এ দিন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই জানিয়ে দিলেন।

দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/The News বাংলা
দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/The News বাংলা

নরেন্দ্র মোদী বলেন, “বিশ্বের প্রায় সব দেশই ভারতের পাশে রয়েছে। এই ঘটনার তীব্র সমালোচনা জানিয়েছে সব মহল”। সব দেশকে এই ভাবেই ভারতের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নাম না করে পাকিস্তানের উদ্দেশে তিনি বলেন, “আর্থিক দুর্নীতিগ্রস্ত প্রতিবেশী দেশ যদি ভেবে থাকে ভারতকে এভাবে বিপর্যয়ের মুখে ফেলবে, তা হলে তারা ভুল ভাবছে। এই হামলার জবাব চাইছে ১৩০ কোটি দেশবাসী”। পাকিস্তান ও জঙ্গিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মোদী বলেন, “এই ঘটনার জন্য বড় মূল্য চোকাতে হবে পাকিস্তান ও জঙ্গিদের”।

দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/The News বাংলা
দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/The News বাংলা

এদিন কার্যত হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, “মোস্ট ফেবার নেশন নয় পাকিস্তান। ভারতের সেনার উপর আস্থা রয়েছে। প্রতিবেশি দেশ যদি ভেবে থাকে এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা পার পেয়ে যাবে তবে তারা ভুল ভাবছে। ষড়যন্ত্র করে পার পাবে না ওরা। এর মূল্য ওদের চোকাতেই হবে”। পাশাপাশি, এই ঘটনার পর সমস্ত দেশকে ভারতের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, “দেশের জনগনের রক্ত ফুটছে। এর জবাব তো পাকিস্তানকে দিতেই হবে”।

আরও পড়ুনঃ ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়

উল্লেখ্য, গতকাল ভয়াবহ জঙ্গি হামলার পর এদিন উপত্যকার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার একাধিক সদস্য। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, সুষমা স্বরাজ, পীযূষ গোয়েলের মতো ব্যক্তিরা। সেই বৈঠকের পরই এদিন কড়া বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী। জানা গেছে সেখানেই প্রাথমিক ভাবে জম্মু কাশ্মীরের রাজ্যপাল পরিবর্তন নিয়ে কথা হয়েছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার https://thenewsbangla.com/rajnath-singh-says-centre-ready-for-elections-in-jk-along-with-lok-sabha-if-ec-wants/ Fri, 04 Jan 2019 04:10:45 +0000 https://www.thenewsbangla.com/?p=5212 The News বাংলা: বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের সঙ্গেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করতে আপত্তি নেই কেন্দ্রের। বৃহস্পতিবার সংসদে একথা ঘোষণা করে বিরোধীদের চুপ করিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে তিনি জানান, ভোটের ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

গত ২২শে নভেম্বর বিরোধীদের সরকার গঠনের উদ্যোগের মাঝেই জম্মু কাশ্মীরে বিধানসভা ভেঙে দেবার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সত্যপাল মালিক। জারি হয় রাষ্ট্রপতি শাসন। এরপরেই কংগ্রেস, পিডিপি সহ সব বিরোধীরাই বিজেপির বিরুদ্ধে তোপ দাগে। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবার পর ৬ মাসের মধ্যে জম্মু কাশ্মীরে নির্বাচন করতেই হবে। কেন্দ্র ভোট চাইছে না বলেই অভিযোগ ওঠে। সব অভিযোগ সংসদেই উড়িয়ে দিলেন রাজনাথ সিং।

শুধু তাই নয়, ভোটের জন্য জম্মু ও কাশ্মীরে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বনিভোটের মাধ্যমে তাঁকে সমর্থন জানায় রাজ্যসভা। তবে ভোটের ব্যপারে শেষ কথা বলবে নির্বাচন কমিশন, জানিয়ে দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ
EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ
বাংলায় আবার নক্ষত্র পতন, চলে গেলেন বিখ্যাত সাহিত্যিক
‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম
কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

কাশ্মীরের বিচ্ছিন্নতাকামী নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনায় অনাগ্রহী, এই অভিযোগও রাজ্যসভায় উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্মরণ করিয়ে দেন যে, ২০১৬ সালে যখন সর্বদলীয় প্রতিনিধি দল দেখা করতে যায়, তারাই বৈঠকে বসতে অস্বীকার করে। রাজনাথের অভিযোগ, এই সমস্ত কারণেই কাশ্মীর সমস্যার সমাধানে বাধা তৈরি হচ্ছে। এদিন রাজনাথ বলেন, জম্মু ও কাশ্মীর উপত্যকায় শান্তি ফেরাতে নিঃশর্ত আলোচনায় বসতে আগ্রহী কেন্দ্র।

বিজেপি আর পিডিপি একসঙ্গে উপত্যকায় সরকার চালাত। এরই মাঝে জুন মাসে পিডিপি থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি। তারপর থেকেই কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি ছিল।

লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা
লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা

গত বছরের মাঝ নভেম্বরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিএফ নেত্রী মেহেবুবা মুফতি এবং ন্যশনাল কনফারেন্সের নেতা আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দল একযোগে সরকার গঠনের প্রস্তুতি নেয়। টুইট করে মুফতি দাবি করেন রাজ্যপালের সঙ্গে ফোন বা ফ্যক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না। তাঁর সঙ্গে ৫৬ জন বিধায়কের সমর্থন আছে বলেও দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এরপরে লন্ডনে থাকা সাজিদ লোন রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে না পেরে হোয়াটস অ্যাপে সমর্থনপত্র পাঠিয়েছেন বলে জানান। তাঁর দলের দুই বিধায়কের সম্মতিও আছে সেখানে। এছাড়া তাঁর দাবি ছিল, বিজেপির ২৫ জন এবং অন্য ১৮ জন বিধায়কের সমর্থনও আছে তাঁর সঙ্গে।

লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা
লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার/The News বাংলা

কিন্তু তার পরে হঠাৎই বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। জারি হয় রাষ্ট্রপতি শাসন। ফ্যাক্স মারফৎ বিধানসভা ভঙ্গের সিদ্ধান্ত জানান রাজ্যপাল সত্যপাল মালিক। রাজ্যপাল বলেন, “দুটি বিপরীত চিন্তা ভাবনায় আস্থা রাখা দল একসঙ্গে স্থায়ী সরকার দিতে পারেবে না। তাই, বিধানসভা ভাঙা হয়েছে”।

আগামী ছমাসের মধ্যে ভোট করতে হবে উপত্যকায়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং “লোকসভার সঙ্গেই ভোট হতে পারে কাশ্মীরে”, বলে দেওয়ায় বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। এই মুহূর্তে ভূস্বর্গে ভোটে নিরাপত্তার ব্যপারটাই চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। তবে রাজনাথের ঘোষণার পর কাশ্মীরে ভোট নিয়ে এবার বিরোধীদের মুখ বন্ধ হল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ
ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’
নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির
দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়
অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা
চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার
শীতের বাংলায় বৃষ্টি আনতে আন্দামান থেকে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন https://thenewsbangla.com/president-rules-in-kashmir-again-after-22-years-by-narendra-modi-government/ Wed, 19 Dec 2018 15:45:19 +0000 https://www.thenewsbangla.com/?p=4486 The News বাংলা, কাশ্মীর: ২২ বছর পর ফের কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে। বুধবার রাজ্যপাল শাসনের ছমাসের মেয়াদ শেষ হওয়ার পরই জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ গৃহিত হয়। বুধবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার রাত ১২টার পর থেকেই অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে কেন্দ্রের এই নির্দেশিকা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

দীর্ঘ ২২ বছর পর আবার জম্মু-কাশ্মীরে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন। বুধবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পিডিপি-বিজেপি জোট ভাঙার পর, ছমাস আগেই উপত্যকায় জারি হয়েছিল রাজ্যপাল শাসন। বুধবারই সেই মেয়াদ শেষ হচ্ছে। ফলে, জম্মু-কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রেখে আবার সেখানে রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশ দেওয়া হল, বলে জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন/The News বাংলা
২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন/The News বাংলা

তবে সরকারীভাবে জানান হয়েছে যে, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের পাঠান প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। এখন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সায় দিলেই জম্মু-কাশ্মীরে জারি হবে রাষ্ট্রপতি শাসন। তবে সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র।

আরও পড়ুনঃ ‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের

শেষবার ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল ১৯৯৬ তে৷ এরপর আবার ২০১৮র ১৯ ডিসেম্বর সেই একই নির্দেশিকা জারি করল নরেন্দ্র মোদী সরকার। বুধবারই এই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এই রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সেই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে।

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

কয়েকদিন আগেই উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি সংক্রান্ত একটি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পেশ করেছিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। সূত্রের খবর, রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেছে সত্যপাল মালিকের পেশ করা সেই রিপোর্টই।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

দীর্ঘ টানাপোড়েনের পর চলতি বছরের জুন মাসে জম্মু-কাশ্মীরে পিডিপির সঙ্গে জোট ভেঙে দিয়েছিল বিজেপি। সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয় বিজেপির ২৫ জন বিধায়ক। ফলে ৮৭ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় মেহবুবা মুফতির সরকার।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মেহবুবা মুফতি। কাশ্মীরে জারি হয় রাজ্যপালের শাসন। এরপর কংগ্রেস, পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স মিলে উপত্যকায় সরকার গড়ার চেষ্টা করলেও, তা সফল হয়নি। জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালিক।

২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন/The News বাংলা
২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন/The News বাংলা

জানা গেছে, প্রাথমিক ভাবে ৬ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হল। তবে, এই ছমাসের মধ্যে যদি নির্বাচন না হয় জম্মু-কাশ্মীরে, তাহলে ফের পরবর্তী ৬ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে উপত্যকায়।

আরও পড়ুনঃ স্কুলে শুট আউট, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শিক্ষকদের লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেবার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলাটি গত ১১ ডিসেম্বর খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে আরও রাজনৈতিক অচলাবস্থার দিকে চলে যায় রাজ্যটি।

আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরে ফের নির্বাচন করানো ছাড়া কোন রাস্তা খোলা নেই কেন্দ্রের কাছে। কিন্তু উপত্যকাকে সন্ত্রাসবাদ যেভাবে গ্রাস করেছে, তাতে শান্তিপূর্ণ নির্বাচন করানোই এখন বড় চ্যালেঞ্জ মোদী সরকারের কাছে। সেক্ষেত্রে পরিস্থিতি থিতিয়ে পড়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে কেন্দ্রকে।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প:
পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
জম্মু কাশ্মীরে উগ্রপন্থীদের টার্গেট বিজেপি নেতারা https://thenewsbangla.com/extremists-of-jammu-and-kashmir-target-bjp-leaders/ Fri, 02 Nov 2018 03:45:52 +0000 https://www.thenewsbangla.com/?p=1857 কাশ্মীর: জম্মু কাশ্মীরে ফের হত্যাকান্ড। ফের নিশানায় বিজেপি নেতারা। এবার, জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলায় বিজেপি রাজ্য সম্পাদক ও তাঁর ভাইকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

Image Source: Google

এই ঘটনার জেরে জম্মু-কাশ্মীর উপত্যকায় কার্ফু জারি করেছে জম্মু কাশ্মীর সরকার। কাশ্মীর বিজেপির রাজ্য সম্পাদক অনিল পারিহার (৫২) ও তাঁর ভাই অজিত পারিহার (৫৫) বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন। তখনই তাঁদের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় আতঙ্কবাদীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: অসমে উগ্রপন্থী সংগঠনের গণহত্যা

এর আগেও, এই বছরের আগস্টে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় প্রকাশ্যে বিজেপি নেতা সাবির আহমেদ ভাটকে গুলি করে খুন করে জঙ্গিরা ৷ ঈদ উপলক্ষে নিজের বাড়িতে ফিরছিলেন সাবির ৷ পুলওয়ামাতে একটি বাড়িতে ভাড়া থাকে তার পরিবার।

আরও পড়ুন: মোদীর ভারতে সর্দার প্যাটেলের রেকর্ড ভাঙবে ছত্রপতি শিবাজীর মূর্তি

ঘটনার দিন সকাল থেকেই খোঁজ মিলছিল না তার ৷ সাবিরকে খুঁজতে গোটা এলাকা জুড়ে চুলচেরা তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে প্রায় রাত আড়াইটে নাগাদ বাড়ির কাছেই সাবিরের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। দুষ্কৃতীদের সন্ধান পায় নি পুলিশ। সেই ঘটনার তদন্ত আজও চলছে।

গত বছরেও, ২০১৭ তে বিজেপি যুব মোর্চার নেতা গওহর আহমেদ ভাটকে, সোফিয়ান জেলায় গলা কেটে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনারও কোন কিনারা হয় নি।

Image Source: Google

কাশ্মীর বিজেপির রাজ্য সম্পাদক অনিল পারিহার ও তাঁর ভাই অজিত পারিহার এর হত্যার পর রাজ্যে বিজেপির মনোবল কমে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই ধারণা উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতারা।

বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই ঘটনায় পারিহার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে তিনি এও বলেছেন, এভাবে বিজেপি কর্মী ও নেতাদের খুন করে দলের মনোবল নষ্ট করা যাবে না। কাশ্মীরের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি নেতা-কর্মীরা লড়াই করছিলেন, করছেন ও এভাবেই করতে থাকবেন।

Image Source: Google

ঘটনার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এক বিবৃতিতে বলেন, ‘দলের সহকর্মী তথা বিজেপির জম্মু-কাশ্মীরের সম্পাদক অনিল পারিহার নিহত হওয়ায়, আমরা গভীর শোকাহত। শোক প্রকাশের ভাষা নেই।’

আরও পড়ুন: বিশ্ব ব্যাংকের রিপোর্টে লোকসভা ভোটের আগে স্বস্তিতে নরেন্দ্র মোদী

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট করেন, ‘খুব বাজে খবর। অনিল ও অজিতের পরিবারকে আমার সমবেদনা। তাঁদের আত্মার শান্তি কামনা করি’।

Image Source: Google
File Shot

এই হত্যাকাণ্ডের পর কিস্তওয়াড়ে কার্ফু জারি করেছে পুলিশ৷ এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এই হত্যাকাণ্ডের ঘটনার পর কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেই নজর নিরাপত্তা বাহিনীর। রাজ্য বিজেপির তরফ থেকে ঘটনার পরই তুমুল বিক্ষোভ দেখানো হয়।

তবে একের পর এক বিজেপি নেতাকে দুষ্কৃতীরা টার্গেট করায় ব্যাপারটায় রাজনৈতিক রং লেগেছে। এইসব হত্যাকান্ড উগ্রপন্থীদের কাজ না এর পিছনে বৃহৎ কোন ষড়যন্ত্র আছে সেটাই ভাবছে কেন্দ্রীয় বিজেপি। এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

]]>