Jalpaiguri – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 08 Feb 2019 11:02:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Jalpaiguri – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী https://thenewsbangla.com/narendra-modi-inaugurates-the-jalpaiguri-circuit-bench-criticise-by-state/ Fri, 08 Feb 2019 10:48:11 +0000 https://www.thenewsbangla.com/?p=6630 কলকাতা হাইকোর্টের শাখা হিসাবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মমতা ভেবেছিলেন উত্তরবঙ্গবাসির বহুদিনের চাহিদা ও দাবির এই সার্কিট বেঞ্চ নিজেই উদ্বোধন করবেন। কিন্তু নিজে এসে উদ্বোধন করে তাতে জল ঢেলে দিলেন স্বয়ং মোদী।

এই সংক্রান্ত খবরঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার
সার্কিট বেঞ্চ সংক্রান্ত আরও খবরঃ দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা, বললেন মমতার মন্ত্রী মলয় ঘটক

চালু হয়ে গেল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বৃহস্পতিবারই এই ঘোষণা করে দেয় নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার। আর সশরীরে এসে, শুক্রবার সেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এরই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুদিন থেকেই তৈরি হয়ে পরেছিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ক্যাবিনেট বৈঠকে সবুজ সংকেত দেবার পর তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। অন্যদিকে এর সম্পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন তৃণমূল নেতারা।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার 'বাড়া ভাতে' ছাই দিলেন মোদী/The News বাংলা
সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী/The News বাংলা

“সার্কিট বেঞ্চ নিয়ে রাজনীতি করছে কেন্দ্র। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সমস্ত পরিকাঠামো প্রস্তুতের পরও মোদী সরকারের টালবাহানায় চালু করা যাচ্ছে না সার্কিট বেঞ্চের কাজ”, বলে গুরুতর অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্কিট বেঞ্চ নিয়ে কেন্দ্রের ঘৃণ্য রাজনীতির অভিযোগ তুলে অনেকবারই অবস্থান বিক্ষোভে সামিল হন জলপাইগুড়ি ও শিলিগুড়ির আইন কর্মীরা। শেষ পর্যন্ত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চালু করার সবুজ সংকেত দিয়ে তার উদ্বোধনও করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

দীর্ঘ দিন ধরেই কলকাতা হাইকোর্টের শাখা হিসেবে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরির দাবি ছিল উত্তরবঙ্গবাসীর। বিগত চল্লিশ বছর ধরে রাজনৈতিক দলগুলির দীর্ঘ টালবাহানা চলেছে। অবশেষে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর শুরুর দিন থেকেই জোড় কদমে সার্কিট বেঞ্চ নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু কেন্দ্রের ছাড়পত্র পাওয়া যাচ্ছিল না। ২ দিনের মধ্যে তা অনুমোদন দিয়ে আজ তার উদ্বোধনও করে দিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার 'বাড়া ভাতে' ছাই দিলেন মোদী/The News বাংলা
সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী/The News বাংলা

আর এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। সবটাই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে, আর তাঁকে বাদ দিয়েই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করে দিয়ে তৃণমূল ও রাজ্য সরকারের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইনমন্ত্রী মলয় ঘটক এর অভিযোগ, কেন্দ্র সহযোগিতা তো দূরের কথা, স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যেই শুক্রবার জলপাইগুড়িতে রাজনৈতিক সভার পাশাপাশি সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

তীব্র ভাষায় এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সার্কিট বেঞ্চ উদ্বোধন হয়ে যাবার পরের দিন থেকে কাজ শুরু করে দিতে হয়। অথচ স্টাফ নিয়োগ থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরীর বিষয়টি যেহেতু রাজ্য সরকার দেখে তাই শুক্রবার এই বেঞ্চের উদ্বোধন হলেও বেঞ্চের পূর্ণাঙ্গ কাজ শুরু করা এখন ওই সম্ভব হবে না।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

কিন্তু সমালোচনা যাই হোক, এর জেরেই লোকসভা ভোটের আগে মমতার সার্কিট বেঞ্চ উদ্বোধন করে কৃতিত্ব নেবার উদ্যোগে জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনা হজম করতে মমতার যে সময় লাগবে, সেটাই মনে করছে রাজনৈতিক মহল। অনেকে বলেছেন, হয়ত মুখ্যমন্ত্রী আবার নতুন করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর উদ্বোধন করবেন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২ https://thenewsbangla.com/bjp-police-fight-one-additional-sp-and-12-policeman-injured/ Fri, 07 Dec 2018 13:38:26 +0000 https://www.thenewsbangla.com/?p=3708 The News বাংলা, জলপাইগুড়িঃ কোচবিহারের বিজেপির সভায় যাওয়া নিয়ে ধুন্ধুমার জলপাইগুড়িতে। পুলিশ গাড়ি আটকে দেওয়ায় বিজেপি সমর্থকদের ছোড়া ঢিলে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২জন পুলিশ কর্মী।

জলপাইগুড়ি থেকে কোচবিহারে বিজেপির জনসভায় যাওয়ার পথে পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে আহত হল পুলিশ আধিকারিক সহ ১২জন পুলিশ কর্মী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির শালবাড়ি এলাকায়।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ডেনদ্রুপ শেরপা সহ ধুপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার, চারজন সাব ইন্সপেক্টর, ২জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ৩জন সিভিক ভলান্টিয়ার সহ আরও কয়েকজন আহত হয়। পরে আহত পুলিশ কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২/The News বাংলা
বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২/The News বাংলা

বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ, কোচবিহারের দলীয় সভায় যাওয়ার সময় শালবাড়ি এলাকায় বিজেপি কর্মী বোঝাই একটি বাস আটকে দেয় পুলিশ। এরপরেই বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে প্রথমে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। পরে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে লক্ষ করে ইট ও পাথর ছুঁড়তে শুরু করে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

ওই সময় পুলিশ উত্তেজিতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল ফাটানা হলে বিক্ষুব্ধরা দূরে গিয়ে ঢিল ছুড়তে থাকে। ইটের আঘাতে অ্যাডিশনাল এসপি (গ্রামীণ) ডেনদ্রুপ শেরপার আঘাত লাগে। তাঁর চোখে মারাত্মক আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তাকে শিলিগুড়ির একটি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে

এছাড়াও বেশ কয়েকজন এসআই এই ঘটনায় আহত হন। ভাংচুর করা হয়েছে একটি বাসেও। ভাংচুরের সময় ওই বাসের যাত্রীরাও আহত হন বলে অভিযোগ। তবে পুলিশের বক্তব্য, বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে যানবাহন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল। এরই প্রতিবাদে ধুপগুড়ির শালবাড়ি এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করে।

বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২/The News বাংলা

পুলিশের অভিযোগ, সে সময় ধুপগুড়ির অ্যাডিশনার এসপি ডেনদ্রুপ শেরপা তাদের সাথে কথা বলতে গেলে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ওপর আক্রমন করে ইট পাটকেল ছুড়তে থাকে। আর তাতেই একটি ঢিল এসে তাঁর চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। বেধে যায় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে খন্ডযুদ্ধ। ঘটনায় প্রায় ১২ জন পুলিশ কর্মী গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা

এই ব্যপারে জলপাইগুড়ি জেলার কিষাণ মজদুর সভার জেলা নেতা নবেন্দু সরকার বিজেপির ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ করেন, এই ঘটনা পুলিশ পুলিশকে দিয়েই করিয়েছে নাকি পুলিশ তৃণমূলের গুন্ডাবাহিনিদের কাজে লাগিয়ে করিয়েছে, সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন,’কোচবিহারে বসে বিজেপির রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্বরা যদি উস্কানিমূলক কথা না বলতেন তাহলে আজ এই ঘটনা ঘটত না’। তিনি আরও অভিযোগ করে বলেন,’বিজেপির লোকজন পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ করেছে। এই ঘটনা নজিরবিহীন। এটা আগে কোনদিন এ রাজ্যে ঘটেনি’।

]]>