Jaish-e-Mohammed – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 21 Apr 2019 05:32:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Jaish-e-Mohammed – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জইশ ই মহম্মদের মতোই বিজেপিকেও নিষিদ্ধ করা হোক, দাবি ফিরহাদ হাকিমের https://thenewsbangla.com/firhad-hakim-wants-bjp-also-banned-like-jaish-e-mohammed/ Sun, 21 Apr 2019 05:18:34 +0000 https://www.thenewsbangla.com/?p=11328 জইশ ই মহম্মদের মতোই বিজেপিকেও নিষিদ্ধ করা হোক, দাবি ফিরহাদ হাকিমের। বীরভূমে শতাব্দী রায়ের নির্বাচনী সভা থেকে বিজেপির বিরুদ্ধে শনিবার বিতর্কিত মন্তব্য করলেন কলকাতার মেয়র তথা নগর ও পুরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। আর সেই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি তৃণমূলের রাজনৈতিক তরজা শুরু।

আরও পড়ুনঃ বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শনিবার বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূলের প্রচার সভা থেকে আগাগোড়াই বিজেপির বিরুদ্ধে আক্রমনাত্মক ছিলেন কলকাতার মেয়র। এদিন তিনি বলেন, যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত থাকার জন্য জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে বিজেপিকেও নিষিদ্ধ করা হোক।

আরও পড়ুনঃ মমতার সভা ছেড়ে চলে গেল মানুষ, মাঝপথে ভাষণ বন্ধ করে বসে পড়লেন মমতা

বিজেপিকে এক হাত নিয়ে এদিন মঞ্চে ফিরহাদ, সবাইকে সারা বছর একসাথে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, মাঝেমাঝে, সাম্প্রদায়িক শক্তি মাথা তুলতে চাইবে, কিন্তু তা প্রতিহত করতে সবাইকে সাবধান থাকতে হবে। বিজেপিকে সাম্প্রদায়িক বলেন তিনি।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

তিনি বলেন, মালেগাঁও বিষ্ফোরনের সাথে যুক্ত সাধ্বী প্রজ্ঞাকে মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। বিষ্ফোরনের অভিযোগে যুক্ত ব্যক্তিকে প্রার্থী করার জন্য জইশের মতো বিজেপিকেও কেনো নিষিদ্ধ করা হবে না, সেই প্রশ্ন রাখেন তিনি।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

উল্লেখ্য, ২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিষ্ফোরনের পরেই সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে। তাকে চক্রান্ত করেই ফাঁসানো হয়েছে বলে সাধ্বী বারবার দাবি করেছেন, এমনকি তাকে দিয়ে জোর করেও স্বীকারোক্তি আদায়ের চেষ্টা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

যদিও এই সংক্রান্ত পুরো প্রক্রিয়াই এখনো কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে। সম্প্রতি বিষ্ফোরন মামলায় জামিন পেয়েছেন তিনি। এদিন তাকে প্রার্থী করার দায়েই বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল। আর এই জন্যই পাক জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদের মতোই বিজেপিকেও নিষিদ্ধ করার দাবী তুললেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ বলেছেন, “হারার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে মেয়রের”।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর
অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইসরো চেয়ারম্যানকে খুনের হুমকি, সন্দেহের তীর জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দিকে https://thenewsbangla.com/ex-isro-chairman-g-madhavan-nair-targeted-by-pak-jaish-e-mohammed/ Fri, 29 Mar 2019 12:44:04 +0000 https://www.thenewsbangla.com/?p=9458 প্রাক্তন ইসরো চেয়ারম্যানকে খুনের হুমকি, সন্দেহের তীর জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করার জন্য খুনের হুমকি দেওয়া হল প্রাক্তন ইসরো চেয়ারম্যান জি মাধবন নায়ারকে। কেরালা পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

গত ২৭শে মার্চ শুক্রবার একটি চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়। প্রাথমিকভাবে চিঠিতে উল্লেখ করা ব্যক্তির নাম দেখে এই ঘটনায় জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা। পাক জঙ্গি গোষ্ঠীর তরফ থেকেই এই হুমকি দেওয়া হয়েছে বলেই প্রাথমিক তদন্তে উঠে আসছে।

তদন্তকারী এক অফিসারের বক্তব্য অনুযায়ী, খুনের হুমকি দিয়ে যে চিঠি পাঠানো হয়েছে, তাতেই উল্লেখ রয়েছে জইশ ই মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম। হুমকি পত্রটিকে উচ্চ রেজিস্ট্রারের পর্যায়ের ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একটি কেস রেজিস্ট্রার করে সব ধরনের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

৭৫ বছর বয়সী মাধবন নায়ার ভারতীয় স্পেস প্রোগ্রামের অতি পরিচিত একটি নাম এবং তিনি কাজের স্বীকৃতি স্বরূপ পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরষ্কারও লাভ করেছেন। GSLV স্যাটেলাইট উৎক্ষেপনের বিষয়েও তাঁর অবদান গুরুত্বপূর্ণ। ভারতের স্পেস সায়েন্টিস্ট মহলে জি মাধবন নায়ার একটি বড় নাম।

২০০৯ সালে মাধবন নায়ার ইসরো থেকে অবসর নেন। এরপর কেরালার তিরুবনন্তপুরমেই তাঁর বসবাস। ২০১৮ সালে তিনি বিজেপিতে যোগ দেন। সম্প্রতি মিশন শক্তির সাফল্যের জন্যেও নরেন্দ্র মোদী সরকারের সদিচ্ছাকে প্রশংসা করেন তিনি। তার পরেই তাঁর উদ্দেশ্যে হুমকি চিঠি পাঠানো হয়। হুমকি চিঠি কোথা থেকে এল বা কারা কিভাবে পাঠাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মাধবন নায়ার আগেই জানান, তিনি বিজেপির জন্য কাজ করেছেন। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তাঁকে দলে আমন্ত্রণ জানান, তাই তিনি এই সিদ্ধান্ত নেন। দেশের উন্নতিতে মোদীর আদর্শে তিনি অনুপ্রাণিত বলেও জানান। গেরুয়া শিবিরে তাঁর যোগদানের এটাই অন্যতম কারণ বলেও জানিয়েছিলেন মাধবন।

বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করার জন্যই কি এই হুমকি? সেটাই খতিয়ে দেখছে গোয়েন্দারা। তবে এই পর্যায়ের কোন ভারতীয়কে যিনি স্পেস প্রোগ্রামের অতি পরিচিত একটি নাম, তেমন একজন মানুষকে হুমকি দেওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

]]>
জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল https://thenewsbangla.com/rahul-gandhi-says-pak-terrorist-masood-azhar-ji-in-election-campaign/ Mon, 11 Mar 2019 15:17:59 +0000 https://www.thenewsbangla.com/?p=8139 জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল। কোন পাক জঙ্গিকে কেউ সম্মান দিয়ে ‘জী’ বলতে পারে তা শেখালেন রাহুল, সমালোচনার ঝড় দেশ জুড়ে। পাক জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে দেশের শহিদ সেনাদের অপমান করেছেন রাহুল, দেশ জুড়ে ক্ষোভ।

পুলওয়ামার ক্ষত এখনও শুকোয়নি। ভারতবাসীর মনে তার রেশ এখনও দগদগে। পুলওয়ামায় হামলার পরিপ্রেক্ষিতে ২৬শে ফেব্রুয়ারির সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও কেন্দ্রকে প্রমান চেয়ে প্রশ্ন করা ও দোষারোপের পালা চলছেই বিরোধীদের তরফ থেকে।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

মৃত জওয়ানদের নিয়ে সরকার বা বিরোধী পক্ষের রাজনীতিও কম হয়নি। সব রাজনৈতিক দলই চেষ্টা করেছে, কীভাবে সেনাদের প্রতি নিজেদের সহমর্মিতা প্রমান করা যায়। সেনাদের প্রতি বরাবর বিরূপ মন্তব্য করা কিছু সংগঠনও সেই সু্যোগ নিতে ছাড়েনি।

আর সোমবার রাহুল গান্ধী দিল্লিতে তার একটি নির্বাচনী জনসভায় যা বললেন, তাতে কার্যত হতবাক আম জনতা থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদী ও অজিত ডোভালকে সমালোচনা করতে গিয়ে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজহারকে ‘জী’ বলে সম্বোধন করে সম্মান প্রকাশ করে বসেন রাহুল।

আরও পড়ুনঃ পাকিস্থান চিনকে ভয় দেখিয়ে বালাশোরে পিনাক রকেট ছুঁড়ল ভারত

ভারতে সেনা থেকে সাধারণ মানুষের রক্ত ঝরান পাক জইশ ই মহম্মদ জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্মানসূচক মন্তব্য করার পরেও কংগ্রেসের তরফ থেকে রনদীপ সূর্যওয়ালা ভুল সংশোধন করার পরিবর্তে রাহুলের পক্ষ সমর্থন করে সাফাই গাইতে দেখা যায়।

আরও পড়ুনঃ মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন

সোমবার দিল্লিতে এক জনসভায় রাহুল গান্ধী ১৯৯৯ সালের কান্দাহার বিমান অপহরণ কান্ডে মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তুলোধুনো করেন। অজিত ডোভালকেও দায়ী করেন মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার জন্য৷ তখনই জঙ্গি মাসুদ আজহারকে, ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করেন তিনি।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

এরপরেই রাহুলের এই মন্তব্য নিয়ে আসরে নেমেছে বিজেপি। পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে যখন রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তখনই এই ‘আত্মঘাতী গোল’ করে ভোটের মুখে বিজেপির হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিলেন রাহুল গান্ধী স্বয়ং।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

এর আগেও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ ওসামা বিন লাদেনকে ‘ওসামা জী’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। সোমবারের এই ঘটনা যে ভোটের মুখে রাহুলকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলবে, তা একবাক্যে স্বীকার করছেন সকলেই।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ লোকসভা ভোটে বিজেপির একমাত্র ভরসা সেই নরেন্দ্র মোদীই
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক https://thenewsbangla.com/terrorist-attack-to-indian-port-from-sea-route-like-26-11-mumbai-attacked/ Tue, 05 Mar 2019 06:46:23 +0000 https://www.thenewsbangla.com/?p=7504 আরও বেশ কিছু আজমল কাসভ এর মত জঙ্গি ভারতে পাঠিয়ে হাজার হাজার সাধারন মানুষকে মেরে ভারতকে শিক্ষা দিতে চায় পাক জঙ্গিরা। ২৬/১১ এর মত ফের জঙ্গি হামলার ছক কষছে জেহাদি জঙ্গি গোষ্ঠীগুলি। না, কোন সূত্রের খবর নয়। অকাট্য প্রমাণ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। আর এই কথা জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।

আরও পড়ুনঃ ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

২৬/১১-এর মুম্বইয়ে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এদের পোশাকি নাম ‘সমুন্দর জেহাদি’ বা সমুদ্র জেহাদি। পরিকল্পনা আগে থেকেই ছিল। এবার ‘বালাকোটের অপমানের’ বদলা নিতে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে পাক জঙ্গিরা। প্রমাণ এসেছে ভারতীয় সিক্রেট সার্ভিসের কাছে, জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক/The News বাংলা
মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক/The News বাংলা

২৬/১১-এর মুম্বইয়ে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এদের পোশাকি নাম ‘সমুন্দর জেহাদি’ বা সমুদ্র জেহাদি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের কাছে পাওয়া বিভিন্ন সূত্রে দেখা গিয়েছে, পাকিস্তানের মদতে তৈরি বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের ‘সমুদ্র জেহাদ’ নামে দল তৈরি করেছে।

আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত

এরা বিভিন্ন সমুদ্র পথ দিয়ে ভারতের মূল ভুখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। এর সবটাই হচ্ছে পাকিস্তানের ‘ডার্ক স্টেট’-এর নির্দেশে এমনটাই জানা যাচ্ছে নৌসেনা সূত্রে। উল্লেখ করা যেতে পারে, কয়েক মাস আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল যে ভারতীয় নৌসেনাকে নিশানা করতে পারে জঙ্গিরা। বালাকোটে ভারতের বিমান হানার পর সেই সম্ভাবনা আরও জোরদার হয়েছে বলেই জানিয়ে দিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।

আরও পড়ুনঃ মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা

ভারতে লোকসভা ভোটের মধ্যে বা তার আগেই ২৬/১১-র মুম্বাইয়ের মত ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের ভারত কাঁপাতে প্রস্তুতি নিচ্ছে পাক-মদতপুষ্ট উগ্রবাদী ‘সমুন্দর জেহাদি’ বা ‘সমুদ্র জেহাদি গোষ্ঠী’। ২৬/১১-এর মুম্বইয়ের মতই ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। জইশ ই মহম্মদ ও লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠী এই চক্রান্তের পিছনে আছে বলেই পরিষ্কার জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বালাকোট হামলার বদলা নিতেই পাকিস্তানের মদপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠন যৌথভাবে ‘সমুন্দর জেহাদি’ বা ‘সমুদ্র জেহাদি গোষ্ঠী’ নামে দল তৈরি করেছে। এরা সমুদ্রের বিভিন্ন চ্যানেল দিয়ে ভারতের মূল ভুখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। তবে কোন শহর জঙ্গিদের টার্গেট সেটা এখনও পরিষ্কার জানা যায়নি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু

পাকিস্তানের ‘ডার্ক স্টেট’-এর নির্দেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি চলছে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য ২০০৮ সালে ভারতের ব্যস্ততম নগরী মুম্বাইয়ের বুকে এক জঙ্গি হামলায় পর্যটক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৭৮ জনের মর্মান্তিক মৃত্য হয়। ঠিক সেই ভাবেই যত বেশি সংখ্যক মানুষ মারতে চায় জঙ্গিরা। দেশের সব সমুদ্র বন্দরকে সতর্ক করা হয়েছে গোয়েন্দাদের তরফ থেকে।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর https://thenewsbangla.com/pm-narendra-modi-vows-to-hunt-down-those-behind-terror-attacks-in-india/ Mon, 04 Mar 2019 18:50:01 +0000 https://www.thenewsbangla.com/?p=7497 ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গুজরাটের আমেদাবাদে পরিষ্কার ঘোষণা করলেন মোদীর। ‘চুন চুন কে মারুঙ্গা’, হিন্দি ফিল্ম স্টাইলে ঘোষণা করলেন মোদী।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

ভারতে সন্ত্রাসবাদী হামলার জন্য যারা দায়ী, এবার তাদের ঘরে ঢুকে মেরে আসব, পরিস্কার ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি দীর্ঘ দিন অপেক্ষা করতে পারি না, বেছে বেছে হিসাব নিতে আমি খুব ভালো জানি”।

আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার গুজরাটের আমেদাবাদ জনসভায় বলেন, “বেছে বেছে হিসাব নিতে আমি খুব ভালো জানি”। পুলওয়ামায় জঙ্গি হামলা ও তারপর তাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, “এবার ঘরে ঢুকে মারব”। তিনি আরও বলেছেন যে, “ভারতে জঙ্গি হামলার পিছনে যারা যারা আছে, তারা যদি পাতালেও লুকিয়ে থাকে তাহলেও তাদের খুঁজে বার করব”।

আরও পড়ুনঃ মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “৪০ বছর ধরে জঙ্গিরা ভারতের বুকে গুলি বিদ্ধ করে চলেছে। কিন্তু যারা শুধুমাত্র ভোটের রাজনীতি নিয়ে অন্ধ হয়ে আছে, তারা সেদিকে ফিরে পর্যন্ত দেখেনি। আমি ক্ষমতা বা আসনের পরোয়া করি না। আমি চাই দেশে শান্তি থাকুক। তার জন্য চুন চুন কে মারুঙ্গা”।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি

মোদীর অভিযোগ ভারতের বিরোধী নেতারা যে সমস্ত বয়ান দেন, তা পাকিস্তানি সংবাদ মাধ্যমের হেডলাইনে পরিণত হয়। দেশহিতের দিক থেকে এটা কি ঠিক? এর মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকেই ঠুকলেন মোদী। আমেদাবাদের সিভিল হাসপাতালে ২০০৮ সালে যে হামলা হয়েছিল তার কথা টেনে মোদী বলেন “সেই সময়য়ে দিল্লিতে যারা বসেছিলেন তাদের কি পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত ছিল না”।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু

গত মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে মোট ৩টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে ভারতীয় বায়ুসেনা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজাফরাবাদ ও চকোটিতে জঙ্গিশিবিরগুলি। ১৯ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন বায়ুসেনা প্রধান

পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান এই প্রথমবার। সবুজ সংকেতের অপেক্ষাতেই ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক যেন প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি। তবে এবার মাটিতে নয়। আকাশপথে। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় যুদ্ধবিমান। পুলওয়ামা কাণ্ডের বদলা নিতে এক হাজার কেজি বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হল পাক মাটিতে তৈরি হওয়া একাধিক জঙ্গি ঘাঁটি। হামলার কথা স্বীকার করে নেয় পাকিস্তানও।

আরও পড়ুনঃ আমি নোবেল পাওয়ার যোগ্য নই বললেন প্রধানমন্ত্রী

এরপর সোমবার আবার “ঘরে ঢুকে মারব জঙ্গিদের”, বলে প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ‘চুন চুন কে মারুঙ্গা’, হিন্দি ফিল্ম স্টাইলে ঘোষণা করলেন মোদী।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান https://thenewsbangla.com/pakistan-is-taking-terrorists-and-militants-directly-into-the-pakistan-army/ Mon, 04 Mar 2019 16:31:41 +0000 https://www.thenewsbangla.com/?p=7487 আর কোন লুকোছাপা নয়। এবার জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে পাকিস্তান। ইমরান খান সরকারে আসার পরেই ২০১৮ সালের ডিসেম্বরে এই ঘোষণা হয়। তবে সরকারি কোষাগারে টাকা না থাকায় সেই সময় কার্যকর করা যায়নি। তবে এবার সব জঙ্গিদের প্রথমে আধাসেনা, এমনকি পরে সেনাতেও ভর্তি করবে পাকিস্তান।

আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত

অচিরেই পাক সেনায় দেখা যাবে জইশ ই মহম্মদ, লস্কর ই তৈবা প্রভৃতি জঙ্গি গোষ্ঠীর জঙ্গিদের দেখা যাবে পাকিস্তান সেনায়। আর কোন লুকোছাপা নয়। এতদিন সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ত জঙ্গিরা। এবার সরাসরি সেনাদের উর্দিতেই লড়বে জঙ্গিরা। ইমরান খান সরকার পরের বাজেটেই এর জন্য টাকা দেবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা

তবে এইভাবে সরাসরি জঙ্গিদের আধাসেনা ও পরবর্তীতে পাক সেনায় অন্তর্ভুক্ত করে ফের একবার তাদের জঙ্গি প্রীতির পরিচয় দিল পাক সরকার, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি

বিশ্বজোড়া সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন গোটা পৃথিবী। এমন পরিস্থিতিতে গত বছরেই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপ। সেই রিপোর্টে দাবি করা হয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরিখে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার থেকেও বিপদজনক পাকিস্তান।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু

‘গ্লোবাল টেরর থ্রেট ইন্ডিক্যান্ট’ নামে এই রিপোর্টে বলা হয়েছে মানবতার জন্য সব থেকে বিপদজনক দেশ পাকিস্তান। দীর্ঘ বিগত প্রায় তিন দশক ধরে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের নিন্দায় বারবার মুখর হয়েছে ভারত ও বিশ্বের অন্যান্য দেশ। জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার অভিযোগ বহুবার পাকিস্তানের বিরুদ্ধে তুলেছে ভারত।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন বায়ুসেনা প্রধান

রিপোর্টে আরও দাবি করা হয় যে, জঙ্গির মদতের জন্যই বিশ্বজুড়ে সন্ত্রাস চালান বিশ্বের সবথেকে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠিগুলি পাকিস্তানের মাটিতে নিশ্চিন্তে রয়েছে। পাকিস্তানের সমর্থনেই তারা বিশ্বজুড়ে সন্ত্রাস চালাচ্ছে। জইশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবা সবথেকে বিপদজনক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান যেমন একদিক থেকে আর্থিক সাহায্য করে তেমনি নিরাপদ আশ্রয়ের ক্ষেত্র দিয়ে দুহাত বাড়িয়ে সাহায্য করে জঙ্গি গোষ্ঠীগুলোকে।

আরও পড়ুনঃ আমি নোবেল পাওয়ার যোগ্য নই বললেন প্রধানমন্ত্রী

এরপর সেই জইশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবা ও বন্ধ মাদ্রাসার জঙ্গি শিক্ষাগুরুদের সরাসরি আধাসেনায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়ে সরাসরি বিশ্বের কাছে জঙ্গিদের নিয়ে নিজেদের অবস্থান বুঝিয়ে দিল পাকিস্তান। জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান, খবর ছড়িয়ে পরার পরেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে নিন্দা। এইভাবেই জঙ্গিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, সাফ জানিয়েছে পাকিস্তান।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ https://thenewsbangla.com/jaish-e-mohammed-issued-notice-to-terrorist-be-prepared-to-flee-from-pakistan/ Sun, 03 Mar 2019 15:22:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7400 পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন। রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। এর সঙ্গেই জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দলের সৃষ্টিকর্তা মাসুদ আজহার বেঁচে আছেন। আন্তর্জাতিক চাপে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পাক সরকার, আশঙ্কা জইশের।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

ইমরান খান সরকার তাদের প্রশিক্ষন শিবির বন্ধ করে দিতে পারে। বন্ধ করে দিতে পারে তাদের মাদ্রাসাগুলি আটক করতে পারে জইশ নেতাদের। এমনটাই আশঙ্কা করেছে জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানরা। প্রবল আন্তর্জাতিক চাপে তাদের বিরুদ্ধে বড় কোন ব্যবস্থা নিতে পারে পাক সরকার, এমনটাই আশঙ্কা জইশের। এরপরেই নোটিশ জারি করে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদের জঙ্গিদের। পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তান বা অন্য কোন ইসলামিক রাষ্ট্রে পালাতে হতে পারে বলেই সতর্ক করা হয়েছে এই নোটিশে।

Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ/The News বাংলা
Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ/The News বাংলা

পাকিস্তান আন্তর্জাতিক দুনিয়ার চাপে বিপর্যস্ত। নিজের গদি বজায় রাখতে যে কোন মুহূর্তে ইমরান খানের সরকার ভোল বদলাতে পারে। সাবধান থাকুন, তৈরি থাকুন। যে কোন সময় আমাদের পাকিস্তান ছেড়ে পালাতে হতে পারে। রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের সর্বময় নেতা মাসুদ আজহার বহাল তবিয়তে বেঁচে আছেন।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

এদিকে, ভারতের বিমান হানায় বা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ডেরা ও জইশ জঙ্গিরা, স্বীকার করে নিল জইশ ই মহম্মদ সৃষ্টিকর্তা মাসুদ আজহারের ভাই। তছনছ মাসুদ-সাম্রাজ্য, খতম ভাই ইব্রহিম, শ্যালক ইউসুফ সহ শীর্ষ জইশ নেতারা। এবার প্রমান দিল মাসুদ আজহারের ভাই মৌলনা আম্মর। পাকিস্তানে এক জনসভায় স্বীকার করে নিয়েছে মহম্মদ আম্মর। যে নিজেও টার্গেটে ছিল কিন্তু ঐসময় না থাকায় বরাত জোরে বেঁচে যায়।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”। ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে।

আরও পড়ুনঃ স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া

সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, ঘটনার পর পাক সেনা গোটা এলাকা ঘিরে রেখেছিল কাউকে সেখানে ঢুকতে দেয়নি। যারা ফটো তোলার চেষ্টা করে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়। তিনি জানিয়েছেন ওখান থেকেই ৫০ টি মৃতদেহ সরান হয়। তাঁর কাছে ভিডিও আছে বলেও দাবি করেছেন ওই সাংবাদিক।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এইসঙ্গে হামলায় খতম হয়েছে মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আজহার। ইব্রাহিম কান্দাহার বিমান অপহরণের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি নিহত হয়েছে মাসুদের শ্যলাক ইউসুফ আজহার সইফ। সব মিলিয়ে মঙ্গলবার ভোর রাতের হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল তা সত্যি বলেই প্রমাণ হচ্ছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এদিকে রবিবারই খবর ছড়িয়ে পরে, বিমান হানার সময় ওই ক্যাম্পেই ছিলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। মাসুদকেও ওই ক্যাম্পের সঙ্গেই উরিয়ে দিয়েছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। যাকে বলে ‘প্রাইজ ক্যাচ’। বিমান হানার বোনাস। গত দুদিন ধরেই পাকিস্তান বলে চলেছে কিডনির সমস্যায় পাক সেনা হাসপাতালে ভর্তি মাসুদ আজাহার। কিন্তু মনে করা হচ্ছে, মাসুদ আজাহার ইতিমধ্যেই খতম হয়েছে ভারতের বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

এই খবর ছড়িয়ে পরার পরেই জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দলের সৃষ্টিকর্তা মাসুদ আজহার বেঁচে আছেন। এই খবর জানানোর সঙ্গে সঙ্গেই রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। যে কোন সময় পাকিস্তান ছেড়ে পালাতে হতে পারে, জানান হয়েছে সতর্ক বার্তায়।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের https://thenewsbangla.com/jaish-e-mohammed-terrorists-killed-camp-destroyed-in-surgical-strike-2/ Sun, 03 Mar 2019 10:46:04 +0000 https://www.thenewsbangla.com/?p=7383 ভারতের বিমান হানায় বা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ডেরা ও জইশ জঙ্গিরা, স্বীকার করে নিল জইশ ই মহম্মদ সৃষ্টিকর্তা মাসুদ আজহারের ভাইয়ের। তছনছ মাসুদ-সাম্রাজ্য, খতম ভাই ইব্রহিম, শ্যালক ইউসুফ সহ শীর্ষ জইশ নেতারা। এবার প্রমান দিল মাসুদ আজহারের ভাই মৌলনা আম্মর। পাকিস্তানে এক জনসভায় স্বীকার করে নিয়েছে মহম্মদ আম্মর। যে নিজেও টার্গেটে ছিল কিন্তু ঐসময় না থাকায় বরাত জোরে বেঁচে যায়।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”। ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, ঘটনার পর পাক সেনা গোটা এলাকা ঘিরে রেখেছিল কাউকে সেখানে ঢুকতে দেয়নি। যারা ফটো তোলার চেষ্টা করে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়। তিনি জানিয়েছেন ওখান থেকেই ৫০ টি মৃতদেহ সরান হয়। তাঁর কাছে ভিডিও আছে বলেও দাবি করেছেন ওই সাংবাদিক।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

গত মঙ্গলবার ভোর ৩.৩০ এ শুরু হয় অপারেশন। ভোর সাড়ে তিনটেয় ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান পাকিস্তানের বালাকোট এ প্রথম হামলা করে বিমান বাহিনী ভোর ৩.৪৫-৩.৫৩ এর মধ্যে। মুজাফরাবাদ এ ৩.৪৮-৩.৫৫। ও চাকোটিতে বোমা ফেলে ৩.৫৮ থেকে ৪.০৪ এর মধ্যে। ১৯ মিনিটের অপারেশনে সম্পূর্ণ বিধ্বস্ত সীমান্ত পাড়ের পাক জঙ্গি ঘাঁটিগুলি। দাবি করা হয় মৃত্যু হয়েছে ৩০০ থেকে ৩৫০ জঙ্গির। এই অপারেশনে জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কোমড় ভেঙ্গে গেছে, ভারতীয় বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

ভারতের তরফে দাবি করা হয়, দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে তছনছ জঙ্গি সম্রাট মাসুদের সাম্রাজ্য। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সীমান্ত পেরিয়ে বায়ুসেনার গত মঙ্গলবারের অপরেশনের সাফল্য। সূত্রের খবর, সেনার লক্ষ্য ছিল ২ শীর্ষ জঙ্গি নেতা। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতের হামলায় বায়ুসেনার আক্রমণে নিকেশ করা গেছে কাশ্মীরের জইশ প্রধান মুফতি আজহার খানকে।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

এইসঙ্গে হামলায় খতম হয়েছে মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আজহার। ইব্রাহিম কান্দাহার বিমান অপহরণের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি নিহত হয়েছে মাসুদের শ্যলাক ইউসুফ আজহার সইফ। সব মিলিয়ে মঙ্গলবার ভোর রাতের হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল তা সত্যি বলেই প্রমাণ হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

ভারতীয় সেনাদের টার্গেটে ছিল জইশের অন্যতম নেতা মুফতি আজহার খান, যে কাশ্মীরের অপারেশনাল মাথা হিসাবে কাজ করত। ছিল জইশের মাথা মাসুদ আজহারের বড় ভাই ইব্রাহিম আজহার। এই ইব্রাহিম আজহারই কান্দাহারের বিমান হাইজ্যাকের সাথে যুক্ত ছিল। এছাড়াও তালিকায় ছিল মৌলানা আম্মর, যার দায়িত্বে চিল কাশ্মীর ও আফগানিস্তান। আর ছিল প্রিপারেশন উইংয়ের হেড মাসুদ হাজহারের আরেক ভাই মৌলানা তালহা সইফ। ভারতীয় বায়ুসেনার অতর্কিত এই হামলায় রীতিমত কোমর ভেঙে যায় জইশের।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

আকাশ থেকে ছোঁড়া একের পর এক বোমার আঘাতে দাঁড়াতেই পারেনি জঙ্গিরা। নিখুঁত লক্ষ্যভেদ করে মিরাজ ২০০০ বিমান থেকে লেজার গাইডেড বোমা। সেই বোমার আঘাতেই মাসুদ আজাহারের ২ ভাই ও শালার মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যু হয়েছে মাসুদ আজাহারের ভাই তলহা সইদ, ইব্রাহিম আজহারের, মৃত্যু হয়েছে কাশ্মীরে জইশের প্রধান আজহার খান ও উমর নামে এক জঙ্গি। এছাড়াও মারা যায় অনেক প্রাক্তন পাক সেনা কর্তা ও আইএসআই কর্তা যারা জঙ্গিদের ট্রেনিং দিতে আসত।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এদের মধ্যে বিমান হানার পর একমাত্র মৌলানা আম্মরকেই দেখা গেছে পাকিস্তানে। এমনকি তারপর থেকেই দেখা যায়নি জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকেও। জানান হয়েছে, কিডনির সমস্যায় ভুগছে জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহার। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা হাসপাতালে আজহারের ডায়ালিসিস চলছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

মাসুদ আজহার ‘মারাত্মক অসুস্থ’, একথা শুক্রবার জানান পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কুরেশি বলেছেন, ‘পাকিস্তানে রয়েছে আজহার। মাসুদ আজহার এতটাই অসুস্থ যে, সে বাড়ি থেকে বেরোতে পারছে না’। কিন্তু তাকে কেউ দেখেনি।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

এবার মনে করা হচ্ছে, বিমান হানার সময় ওই ক্যাম্পেই ছিলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। মাসুদকেও ওই ক্যাম্পের সঙ্গেই উরিয়ে দিয়েছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। যাকে বলে ‘প্রাইজ ক্যাচ’। বিমান হানার বোনাস। গত দুদিন ধরেই পাকিস্তান বলে চলেছে কিডনির সমস্যায় পাক সেনা হাসপাতালে ভর্তি মাসুদ আজাহার। কিন্তু মনে করা হচ্ছে, মাসুদ আজাহার ইতিমধ্যেই খতম হয়েছে ভারতের বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা https://thenewsbangla.com/indian-air-force-has-killed-masood-azhar-with-terrorists-in-the-surgical-strike/ Sun, 03 Mar 2019 09:00:08 +0000 https://www.thenewsbangla.com/?p=7378 বড় প্রশ্ন উঠছে? আরও বড় সাফল্য কি লুকিয়ে রয়েছে ভারতের জন্য? সেরকমটাই এখন মনে করা হচ্ছে। গত মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজাহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা? দেশি বিদেশি বেশ কিছু সংবাদমাধ্যমের সাংবাদিকরা রবিবার সেরকমই বলছেন। এই নিয়ে গোপনিয়তা নিয়েছে পাকিস্তান প্রশাসনও। তাদের দাবি কিডনির অসুখ নিয়ে পাক সেনা হাসপাতালে ভর্তি ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

গত মঙ্গলবার ভোর ৩.৩০ এ শুরু হয় অপারেশন। ভোর সাড়ে তিনটেয় ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান পাকিস্তানের বালাকোট এ প্রথম হামলা করে বিমান বাহিনী ভোর ৩.৪৫-৩.৫৩ এর মধ্যে। মুজাফরাবাদ এ ৩.৪৮-৩.৫৫। ও চাকোটিতে বোমা ফেলে ৩.৫৮ থেকে ৪.০৪ এর মধ্যে। ১৯ মিনিটের অপারেশনে সম্পূর্ণ বিধ্বস্ত সীমান্ত পাড়ের পাক জঙ্গি ঘাঁটিগুলি। দাবি করা হয় মৃত্যু হয়েছে ৩০০ থেকে ৩৫০ জঙ্গির। এই অপারেশনে জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কোমড় ভেঙ্গে গেছে, ভারতীয় বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

এর মধ্যে আছে বালাকোটে একটি জইশ ই মহম্মদের বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প। সেটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সেখানে ২৫০র উপর জঙ্গি নিকেশ হয়েছে বলেই জানা গেছে। জানা গিয়েছে, বালকোট সেক্টরে পাকিস্তানে জঙ্গিদের কন্ট্রোল রুম গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়াও একাধিক জঙ্গি শিবিরে চরম প্রত্যাঘাত এনেছে ভারতীয় বায়ুসেনা। বালাকোটে এই ক্যাম্প থেকেই ভারতে পাক জঙ্গিদের নিয়ন্ত্রন করত জইশ ই মহম্মদ কর্তারা। ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এ শেষ হয়ে যায় সব।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

তারপর থেকেই পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয় ফাঁকা মাঠে বোমা ফেলেছে ভারত। কিন্তু ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ঠিক জায়গায় ‘হিট’ করেছে ভারতীয় বিমান। পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে। ঘটনার পর পাক সেনা গোটা এলাকা ঘিরে রেখেছিল কাউকে সেখানে ঢুকতে দেয়নি। যারা ফটো তোলার চেষ্টা করে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

এবার মনে করা হচ্ছে, বিমান হানার সময় ওই ক্যাম্পেই ছিলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। মাসুদকেও ওই ক্যাম্পের সঙ্গেই উরিয়ে দিয়েছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। যাকে বলে ‘প্রাইজ ক্যাচ’। বিমান হানার বোনাস। গত দুদিন ধরেই পাকিস্তান বলে চলেছে কিডনির সমস্যায় পাক সেনা হাসপাতালে ভর্তি মাসুদ আজাহার। কিন্তু মনে করা হচ্ছে, মাসুদ আজাহার ইতিমধ্যেই খতম হয়েছে ভারতের বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

আসলে গত মঙ্গলবার ভোরের সার্জিক্যাল স্ট্রাইকেই খতম হয়ে গেছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। জঙ্গিদের মনোবল নষ্ট হয়ে যাবে আর ভারতের কাছে এইভাবে ল্যাজেগোবরে হবার কথা প্রকাশ্যে এলে গোটা ভারতেই ছড়িয়ে থাকা পাক জঙ্গিরা ভয় পেয়ে যাবে, তাই এই ঘটনা প্রকাশ্যে আনা হচ্ছে না। তবে স্যাটেলাইট ছবিতে প্রমাণ হয়ে গেছে যে জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে যেখানে অনেক জঙ্গির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

এখন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার এই হামলায় মারা গেছে কি যায়নি সেটা কয়েকদিন পরেই জানা যাবে। ঘটনা সত্যি হলে দুদিন পরই পাকিস্তান ঘোষণা করবে, কিডনি সমস্যায় মারা গেছেন মাসুদ আজাহার। আর সেটা হলে জানতে হবে, গত মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজাহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সেটা হলে, এই সার্জিক্যাল স্ট্রাইককে একশ শতাংশ সফল বলা যাবে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের চাপে মাসুদ আজহারের জইশ জঙ্গি দফতরের দখল নিল পাক পুলিশ https://thenewsbangla.com/pakistan-police-sealed-masood-azhars-jaish-e-mohammed-terrorist-office/ Fri, 22 Feb 2019 16:02:58 +0000 https://www.thenewsbangla.com/?p=7139 ভারতের চাপে মাসুদ আজাহারের জইশ জঙ্গি দফতরের দখল নিল পাকিস্তান পুলিশ। জানা গেছে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরে জইশ ই মহম্মদ জঙ্গিদের একটি দফতরের দখল নিয়েছে পাকিস্তানের পুলিশ। যদিও এটা ভারতের চাপে পরে লোকদেখানি না মাসুদ আজাহারকে সুরক্ষা দিল পাকিস্তান, সেটাই এখন প্রশ্ন।

পুলওয়ামা হামলার পর বিশ্বব্যাপী নিন্দিত এবং কোণঠাসা হয়ে জইশের বিরুদ্ধে ব্যবস্থা নিল পাকিস্তান। জানা গিয়েছে, শুক্রবার পাকিস্তানে অবস্থিত ওই জঙ্গিগোষ্ঠীর সদর দফতরের দখল নিয়েছে পাক পুলিশ। আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করে দেবার প্রচেষ্টায় সফল ভারত। সেই ভয়েই লোকদেখানি হলেও মাসুদ আজাহারের জইশ জঙ্গি দফতরের দখল নিল পাক পুলিশ।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলা হয় সিআরপিএফ কনভয়ে। হামলার পরই ঘটনার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। স্বাভাবিকভাবেই অভিযোগের তীর যায় পাকিস্তানের দিকেই। তার পরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার নেপথ্যে নিজের দেশের ভূমিকা অস্বীকার করে ভারতের কাছে প্রমাণ দাবি করেছিলেন।

তবে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সহ বিশ্বের সব দেশ পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের বক্তব্য রাখে। এমনকি এইভাবে জঙ্গিদের সাহায্য করলে আই এম এফ থেকে পাকিস্তানকে সব রকম ঋণ বন্ধের সিদ্ধান্তের কথা শোনানো হয়। এরপরই শুক্রবার জানা যায়, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে জইশের সদর দফতরের দখল নিয়েছে পাক পুলিশ। একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরে মাদ্রাসাতুল সাবির ও জামা-ই-মসজিদ সুবহানাল্লা-সহ একটি ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে পাঞ্জাব সরকার এর পুলিশ।

তবে সবটাই যে লোকদেখানি সেটাই বলছে ভারত। এর আগে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার প্রেক্ষিতেও ব্যবস্থা নিয়েছিল পাকিস্তান সরকার। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারকে হেফাজতে নেয় ইসলামাবাদ প্রশাসন। হেফাজতে নেওয়া হয় মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুল রউফ সহ ১২জন জইশ জঙ্গিকে। পাঠানকোট হামলার নেপথ্যে এই রউফের নামই উঠে এসেছে। এছাড়াও, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের অফিসও সিল করে দেওয়া হয়। পরে প্রমাণ হয়ে যায় সবটাই কিছুদিনের জন্য লোকদেখানি।

মৌলানা মাসুদ আজহার হল সেই জঙ্গি যাকে আজ থেকে ২০ বছর আগে ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ভারত থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল পাক জঙ্গিরা। কাঠমাণ্ডু থেকে দিল্লি আসার সময় ইন্ডিয়ার এয়ারলাইন্সের বিমান আইসি-৮১৪ হাইজ্যাক করে পাক জঙ্গিরা। তারপর পণবন্দিদের মুক্তির জন্য মাসুদ আজহারকে ছেড়ে দিতে বাধ্য হয় তৎকালীন বিজেপি সরকার।

পাঠানকোটে জঙ্গি হামলার পরই নাম উঠে আসে মাসুদ আজহার ও তার ভাইয়ের। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ তৈরি করে নয়াদিল্লি। ভারতের তরফে ইসলামাবাদের হাতে পাঠানকোট হামলার যে তথ্যপ্রমাণ তুলে দেওয়া হয়, তাতে স্পষ্ট দাবি করা হয়, সেদিনের হামলার সঙ্গে যুক্ত ছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ।বায়ুসেনা ঘাঁটি থেকে জঙ্গিরা সেদিন যে নম্বরগুলোতে তাদের পরিবারের সদস্য ও হ্যান্ডলারদের ফোন করেছিল, সেই নম্বরগুলোও পাকিস্তানের।

তারপরই ব্যবস্থা নেয় নওয়াজ শরিফ প্রশাসন। পাঠানকোটে জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মাসুদ, রউফ সহ ১২ জইশ জঙ্গিকে গ্রেফতার করে পাক সরকার। এছাড়াও তদন্তের স্বার্থে পাকিস্তানে থাকা জঙ্গি গোষ্ঠীর বেশ কয়েকটি অফিসও সিল করে দেওয়া হয়। এই গ্রেফতারের পর পাক সরকারের তরফে দাবি করা হয়, দীর্ঘ তদন্তের পরই জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। শেষ পর্যন্ত পাক আদালত তাদের সবাইকে ছেড়েও দেয়। এবারেও সেই লোকদেখানি পদক্ষেপ শুরু করেছে বলেই ভারতের তরফ থেকে জানান হয়েছে।

]]>