Jaish E Mohammed Terrorist – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 14 Mar 2019 16:55:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Jaish E Mohammed Terrorist – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কংগ্রেস আমলে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে পারেনি কেন, রাহুলকে প্রশ্ন বিজেপির https://thenewsbangla.com/rahul-targets-pm-modi-as-china-blocks-move-on-masood-azhar-again/ Thu, 14 Mar 2019 16:42:42 +0000 https://www.thenewsbangla.com/?p=8445 কংগ্রেস আমলে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে পারেনি কেনো, রাহুলকে প্রশ্ন বিজেপির। মাসুদ আজহারকে কেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে পারছে না বিজেপি, এই নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। তারই পাল্টা সেই একই প্রশ্ন ফিরিয়ে দিয়েছে বিজেপিও।

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানার মাস্টারমাইন্ড মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষনার পথ আটকে দিল চিন। এই নিয়ে টানা তিনবার মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞায় ভেটো প্রয়োগ করল চীন। আমেরিকা ভারতের এই প্রস্তাবে সহমত হলেও চিনের বাধায় বারবার মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা যাচ্ছে না।

আরও পড়ুনঃ সন্ত্রাসদমনে মোদীর সমকক্ষ ছিলেন না মনমোহন, বিষ্ফোরক স্বীকারোক্তি শীলা দীক্ষিতের

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সন্ত্রাসবাদী মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষনা করতে প্রস্তাব উত্থাপন করে ভারত। চিন সেখানে ভেটো প্রয়োগ করে ভারতের প্রস্তাব ভেস্তে দিতে পারে, এই সম্ভাবনা আগে থেকেই ছিল এবং বাস্তবেও হলও তাই। চিনের বাধার কারণে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়া সম্ভব হল না।

এই নিয়েই বিজেপিকে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ব্যর্থতার জন্য রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করেন। রাহুল বলেন, প্রধানমন্ত্রীর ভ্রান্ত বিদেশনীতিই এর জন্য দায়ী। মুখে বড় কথা বললেও তিনি কাজে তা প্রমান করতে পারেননি।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

এরপরেই বিজেপির হয়ে ব্যাট ধরেন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি রাহুলকে কটাক্ষ করে বলেন, মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ার পথ আটকে দেওয়ায় রাহুল গান্ধী খুশিই হয়েছেন। রাহুল গান্ধীর বক্তব্য পাকিস্তানের খবরের হেডলাইন হবে তিনি রাহুলকে কটাক্ষ করেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

এরপরেই তিনি প্রশ্ন করেন, ২০০৯ সালেও মাসুদকে সন্ত্রাসবাদী ঘোষনার পথ আটকে দিয়েছিল চিন। তখন রাহুল গান্ধী কেন প্রশ্ন তোলেননি, মন্তব্য করেন রবিশঙ্কর প্রসাদ। কংগ্রেস আমলেও চিন এই একই কাজ করেছিল বলেই রাহুলকে স্মরণ করিয়ে দেন বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ।

আরও পড়ুনঃ রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে অস্ত্র ও জমি কেলেঙ্কারির অভিযোগ বিজেপির

বিজেপির তরফে ট্যুইট করে রাহুলের উদ্দেশ্যে বলা হয়, নেহেরুর কারসাজিতেই চিন নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন লাভ করেছে। রাহুলের প্রপিতামহ চিনের পাশে না থাকলে চিনের নিরাপত্তা পরিষদে যাওয়া সম্ভব হত না। গান্ধী পরিবারের ভুলের মাশুল ভারতকে দিতে হচ্ছে বলে ট্যুইটে বলা হয়। এর সাথে জঙ্গি দমনের ব্যাপারে সমস্ত চিন্তা নরেন্দ্র মোদীর ওপরেই ছাড়ার জন্য রাহুলকে উপদেশ দেয় বিজেপি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বদলা সেনার, পুলওয়ামা জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সাজ্জাদ খতম https://thenewsbangla.com/another-success-of-the-indian-army-terrorist-mastermind-gets-killed/ Mon, 11 Mar 2019 05:58:23 +0000 https://www.thenewsbangla.com/?p=8057 বদলা ভারতীয় সেনার। ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার। মুখোমুখি লড়াইয়ে খতম পুলওয়ামা কান্ডের অন্যতম মাস্টারমাইন্ড জইশ ই মহম্মদ জঙ্গি সাজ্জাদ। সাজ্জাদ সহ তিন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। রবিবার সারারাত গুলির লড়াই চলে।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের পিংলিশ এলাকায় সেনার সঙ্গে লড়াইয়ে খতম তিন জৈশ-এ -মহম্মদ এর জঙ্গি। মৃত জঙ্গিদের সনাক্ত করেছে সেনা। মৃতদের মধ্যে একজন পাকিস্তানি জঙ্গিও আছে, যার নাম সাজ্জাদ বলে জানা যাচ্ছে। পুলওয়ামা হামলায় এই জঙ্গি সাজ্জাদের গাড়ি ব্যবহার করা হয়েছিল সিআরপিএফের কনভয়ে বিস্ফোরণ ঘটাতে।

আরও পড়ুনঃ সপ্তদশ লোকসভা ভোট ৭ দফায়, দেখে নিন কবে কোথায় কত আসনে ভোট

ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনা। জঙ্গিদের থেকে উদ্ধার করা হাতিয়ার আর বিস্ফোরক পাক জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদের বলে জানিয়েছে ভারতীয় সেনা। সেনা ত্রালে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর, রবিবার সকাল থেকে এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালায়।

ত্রালের পিংলিশ এলাকায় সেনার এনকাউন্টার শুরু হয়। এই অভিযানে সেনার সিআরপিএফ আর জম্মু কাশ্মীরের পুলিশের এসজিও জওয়ানেরা যুক্ত ছিল। সেনার এনকাউন্টারে খতম হয়েছে তিন জৈশ এর জঙ্গি। তিনজনের মধ্যে এক জঙ্গি পাকিস্তান এবং বাকিরা স্থানিয় বলে জানা গেছে।

বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

এদিনও সেনা জঙ্গি লড়াই শুরু হওয়ার পর স্থানিয় কাশ্মীরি যুবকরা একত্রিত হয়ে সেনার উপর পাথর ছুঁড়ে জঙ্গিদের পালাতে সাহায্য করে। কিন্তু সেনা গুলি না করেই পাথরবাজদের পালাতে বাধ্য করে। এখনও পর্যন্ত দুই জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনা। এর মধ্যে আছে সাজ্জাদ খান ও মুদাসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাই নামে দুই জইশ জঙ্গি।

পিংলিশ এরিয়ায় জইশ জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়েই অপারেশন শুরু করে সেনা। এই সাজ্জাদ খানই পুলওয়ামা কান্ডে ব্যবহৃত বিস্ফোরক বোঝাই গাড়িটি জোগাড় করে দেয়। পেশায় সে একজন ইলেকট্রিশিয়ান।

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

পুলওয়ামার পুরো অপারেশনে ফোনের মাধ্যমে বিস্ফোরক বোঝাই গাড়িতে আত্মঘাতী জঙ্গি আদিলের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছিল সাজ্জাদ। এই সাজ্জাদকে মেরে বড় বদলা নিল ভারতীয় সেনা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতীয় সেনার বদলা, খতম পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই পাক জঙ্গি https://thenewsbangla.com/pulwama-terror-attack-indian-army-killed-2-jaish-e-mohammed-terrorist/ Mon, 18 Feb 2019 05:40:42 +0000 https://www.thenewsbangla.com/?p=6965 বদলা নিল ভারতীয় সেনা। খতম পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই জঙ্গি, কামরান ও রশিদ গাজি। বড়সড় সাফল্য ভারতীয় সেনার। দুই জঙ্গিই পুলওয়ামা কাণ্ডে জড়িত ছিল। দুজনেই ‘জইশ ই মহম্মদ’ প্রধান মাসুদ আজাহারের খুব ঘনিষ্ঠ। ভারতীয় সেনার চরম বদলা, পাল্টা দেওয়া শুরু করল ভারতের সেনা। দুই জইশ জঙ্গিকে গুলিকে মেরেছে সেনা। ১০ ঘণ্টার গুলির লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভারতীয় সেনার উপর আবার জঙ্গি হামলা, চলছে গুলির লড়াই

গতকাল রাতেই কাশ্মীরে ভারতীয় সেনার উপর আবার জঙ্গি হামলা হয়। পুলওয়ামার কাছেই টহলদারি ভারতীয় সেনার উপর গতকাল রাতে অতর্কিতে গুলি চালায় পাক জঙ্গিরা। গুলি লেগে ভারতীয় সেনার এক মেজর সহ চার জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গেছে। এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুই জঙ্গিকে মারার পাশাপাশি আরও চার জঙ্গির খোঁজে চলছে সার্চ অপারেশন। রাতেই একটি বাড়ি ঘিরে ফেলে সেনা। সারারাত চলেছে গুলির লড়াই। এরপরেই দুই জঙ্গির গুলি লাগা দেহ পায় সেনা। আরও ৪ জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

আরও পড়ুনঃ সেনা কনভয়ে আত্মঘাতী হানা, পাক জঙ্গিদের টার্গেটে এবার পাকিস্তানই

পুলওয়ামা কাণ্ডের ৪দিনের মধ্যেই আবার হামলা চালাল পাক জঙ্গিরা। এদিকে কাশ্মীর জুড়ে চলছে ভারতীয় সেনার ‘অপারেশন অল আউট’। এদিনের যৌথ অভিযানে আছে সেনা, আধাসেনা বা সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ দল। এখনও পর্যন্ত ৫জনের মৃত্যুর খবর এসেছে। খতম দুই পাক জঙ্গি। এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। চলছে যৌথ বাহিনীর সার্চ অপারেশন।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

জানা গেছে, পুলওয়ামার পিংলানে ২ থেকে ৩ জন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে ভারতীয় সেনা সেখানে গেলে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। তাতেই এক তরুণ আর্মি মেজর সহ চার জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গেছে। ২ থেকে ৩ জন জইশ ই মহম্মদ জঙ্গিকে ঘিরে ফেলে ভারতীয় সেনা। এলাকায় রাতভর চলে গুলির লড়াই। এই নিয়ে ৪ দিনে ৪৫ জন ভারতীয় সেনার মৃত্যু হল জঙ্গি হামলায়। এদিনের ঘটনায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মাঝে পরে, এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

জানা গেছে, রাত ১টার পর পুলওয়ামায় লুকিয়ে থাকা ২ থেকে ৩ জন জইশ ই মহম্মদ জঙ্গিকে ধরতে সার্চ অপারেশনে যায় ভারতীয় সেনা। সেখানেই জঙ্গিদের আচমকা হামলায় এক তরুণ আর্মি মেজর সহ ৪জন গুরুতর আহত হন। হাসপাতাল নিয়ে যাবার পথেই তাঁদের মৃত্যু হয়। রাতভর চলছে গুলির লড়াই। এখনও গুলির লড়াই চলছে। একটি বাড়িতে ২ থেকে ৩ জন জঙ্গি লুকিয়ে আছে বলেই খবর পায় ভারতীয় সেনা। তারপরেই বাড়ি ঘিরে শুরু হয় গুলির লড়াই। সেখানেই পুলওয়ামা কাণ্ডের দুই পাণ্ডা কামরান ও রশিদ গাজিকে খতম করেছে সেনা।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

পুলওয়ামা এলাকায় পিংলানে ওই বাড়ি থেকেই কামরান ও রশিদ গাজি নামে দুই পাক জঙ্গির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে ভারতীয় সেনা। পুলওয়ামার পিংলানে ২ জঙ্গিকে একটি বাড়ির মধ্যেই ঘিরে ফেলে ভারতীয় সেনা, এমনটাই জানা যাচ্ছে। আরও জঙ্গির খোঁজে চলছে অপারেশন অল আউট। তবে এত জওয়ানের মৃত্যু কি করে হচ্ছে, প্রশ্ন উঠছে তা নিয়েও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে
আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>