Jaish-e-Mohammad – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 11 Mar 2019 06:47:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Jaish-e-Mohammad – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বদলা সেনার, পুলওয়ামা জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সাজ্জাদ খতম https://thenewsbangla.com/another-success-of-the-indian-army-terrorist-mastermind-gets-killed/ Mon, 11 Mar 2019 05:58:23 +0000 https://www.thenewsbangla.com/?p=8057 বদলা ভারতীয় সেনার। ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার। মুখোমুখি লড়াইয়ে খতম পুলওয়ামা কান্ডের অন্যতম মাস্টারমাইন্ড জইশ ই মহম্মদ জঙ্গি সাজ্জাদ। সাজ্জাদ সহ তিন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। রবিবার সারারাত গুলির লড়াই চলে।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের পিংলিশ এলাকায় সেনার সঙ্গে লড়াইয়ে খতম তিন জৈশ-এ -মহম্মদ এর জঙ্গি। মৃত জঙ্গিদের সনাক্ত করেছে সেনা। মৃতদের মধ্যে একজন পাকিস্তানি জঙ্গিও আছে, যার নাম সাজ্জাদ বলে জানা যাচ্ছে। পুলওয়ামা হামলায় এই জঙ্গি সাজ্জাদের গাড়ি ব্যবহার করা হয়েছিল সিআরপিএফের কনভয়ে বিস্ফোরণ ঘটাতে।

আরও পড়ুনঃ সপ্তদশ লোকসভা ভোট ৭ দফায়, দেখে নিন কবে কোথায় কত আসনে ভোট

ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনা। জঙ্গিদের থেকে উদ্ধার করা হাতিয়ার আর বিস্ফোরক পাক জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদের বলে জানিয়েছে ভারতীয় সেনা। সেনা ত্রালে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর, রবিবার সকাল থেকে এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালায়।

ত্রালের পিংলিশ এলাকায় সেনার এনকাউন্টার শুরু হয়। এই অভিযানে সেনার সিআরপিএফ আর জম্মু কাশ্মীরের পুলিশের এসজিও জওয়ানেরা যুক্ত ছিল। সেনার এনকাউন্টারে খতম হয়েছে তিন জৈশ এর জঙ্গি। তিনজনের মধ্যে এক জঙ্গি পাকিস্তান এবং বাকিরা স্থানিয় বলে জানা গেছে।

বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

এদিনও সেনা জঙ্গি লড়াই শুরু হওয়ার পর স্থানিয় কাশ্মীরি যুবকরা একত্রিত হয়ে সেনার উপর পাথর ছুঁড়ে জঙ্গিদের পালাতে সাহায্য করে। কিন্তু সেনা গুলি না করেই পাথরবাজদের পালাতে বাধ্য করে। এখনও পর্যন্ত দুই জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনা। এর মধ্যে আছে সাজ্জাদ খান ও মুদাসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাই নামে দুই জইশ জঙ্গি।

পিংলিশ এরিয়ায় জইশ জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়েই অপারেশন শুরু করে সেনা। এই সাজ্জাদ খানই পুলওয়ামা কান্ডে ব্যবহৃত বিস্ফোরক বোঝাই গাড়িটি জোগাড় করে দেয়। পেশায় সে একজন ইলেকট্রিশিয়ান।

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

পুলওয়ামার পুরো অপারেশনে ফোনের মাধ্যমে বিস্ফোরক বোঝাই গাড়িতে আত্মঘাতী জঙ্গি আদিলের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছিল সাজ্জাদ। এই সাজ্জাদকে মেরে বড় বদলা নিল ভারতীয় সেনা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বড়সড় সাফল্য সেনাবাহিনীর গুলিতে নিকেশ মাসুদ আজাহারের ভাইপো https://thenewsbangla.com/major-successes-for-indian-army-masud-azhars-nephew-shot-dead/ Tue, 30 Oct 2018 19:01:40 +0000 https://www.thenewsbangla.com/?p=1716 The News বাংলা: দক্ষিণ কাশ্মীরের ত্রাল সেক্টরে সেনা-জঙ্গি দীর্ঘ গুলির লড়াইয়ে নিহত হল মাসুদ আজাহারের এক ভাইপো। সূত্রের খবর, ত্রালে সেনা-জঙ্গি এনকাউন্টার শুরু হয়, আর সেখানেই সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারের ভাইপো। পাশাপাশি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে পুলওয়ামায় আরও ২ জঙ্গি নিহত হয়েছে বলে খবর।

গত বৃহস্পতিবার রাতেই কাশ্মীরের ত্রাল সেক্টরে লুরগ্রামে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে জঙ্গি হানার ঘটনা ঘটে। লুরগ্রামে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে জঙ্গি হানার ঠিক আগেই ৪ জন জঙ্গির সঙ্গে অনান্তনাগে গুলির লড়াই হয় নিরাপত্তারক্ষীদের। সব হামলার পিছনেই লস্কর প্রধান মাসুদ আজাহারের পরিকল্পনা রয়েছে বলেই জানিয়েছে সেনা।

Image Source: Google

গত বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ ২ জন জঙ্গি হানা দেয় লুরগ্রামে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে। জঙ্গিদের গুলিতে মারা যান একজন সেপাই। আহত হন আরও একজন সেপাই। এনগমসিয়ামলিনা নামে ওই সেপাই ক্যাম্পের গার্ড ছিলেন। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ আসন্ন ভোটের কভারেজে গিয়ে মাও হামলায় দূরদর্শনের ক্যামেরাম্যান সহ মৃত তিন

জঙ্গিদের এলোপাথাড়ি গুলি মাথায় লাগে ওই সেপাইয়ের। এছাড়াও ক্যাম্পের আর এক গার্ড থাকে ধোনিটির গায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই জঙ্গিদের সঙ্গে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে গিয়েছিল।

Image Source: Google

সেই ঘটনার মধুর প্রতিশোধ বলেই এই ঘটনাকে দেখা হচ্ছে। সেনার গুলিতে ঝাঁঝরা দুই জঙ্গির মধ্যে একজনের নাম উসমান হায়দার, যে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারের ভাইপো।

আরও পড়ুন: Breaking News: কাশ্মীরে ফের জঙ্গী হানা, গুলির লড়াই

উসমান হায়দার একজন স্নাইপার রাইফেল বিশেষজ্ঞ বলে খ্যাত। সেই গত কয়েকদিনের নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনায় পুরোপুরি জড়িত ছিল বলেই জানিয়েছেন সেনা অধিকর্তারা।

ঘটনাস্থল থেকে একটি M-4 কার্বাইন রাইফেল উদ্ধার করা হয়েছে। গত কয়েক সপ্তাহের একটার পর একটা হামলায় এই স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে বলেই জানা গেছে।

Image Source: Google

এর আগে, ২০১৭ র নভেম্বরে সেনাবাহিনীর গুলিতে নিহত হয় জইশ নেতা মাসুদ আজাহারের আরেক ভাইপো। পুলওয়ামায় সেবার সেনার গুলিতে তালহা রশিদ, মহম্মদ ভাই এবং ওয়াসিম নামে তিন জঙ্গি নিহত হয়। এর মধ্যে তালহা রশিদ, মাসুদ আজাহারের ভাইপো ছিল।

আরও পড়ুন: রাম মন্দির না বাবরি মসজিদ, লড়াই পিছিয়ে গেল

গত সেপ্টেম্বর থেকে ত্রাল এরিয়াতে ৩ জন নিরাপত্তা কর্মী স্নাইপার রাইফেলের গুলিতে শহীদ হয়েছেন। সব হামলার পিছনেই ছিল মাসুদ আজাহারের ভাইপো উসমান হায়দার।

Image Source: Google

স্নাইপার স্পেশালিস্ট উসমান হায়দারের নিহত হবার পর জইশ-ই-মহম্মদ শিবিরে যে বড় ঝটকা লাগল তা বলাই যায়। এক বছরের মধ্যে জইশ-ই-মহম্মদের ৫ টা বড় মাথাকে নিকেশ করল ভারতীয় সেনা। ভূস্বর্গে এটা সেনার উল্লেখযোগ্য সাফল্য বলেই মনে করা হচ্ছে।

]]>