Jai Shri Ram – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 24 Jun 2019 09:02:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Jai Shri Ram – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাম নামেও গণপিটুনির হাত থেকে রেহাই পেলনা মুসলিম যুবক https://thenewsbangla.com/muslim-man-beaten-to-death-by-angry-mob-after-jai-shri-ram-chant/ Mon, 24 Jun 2019 09:02:47 +0000 https://www.thenewsbangla.com/?p=14336 আবার গণপিটুনির শিকার মুসলিম যুবক। অসমের পর এবার ঝাড়খণ্ডে। চোর সন্দেহে এক মুসলিম যুবককে; পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে; ১৮ ঘণ্টা ধরে বেধড়ক পেটানো হয় ওই যুবককে। বিজেপি শাসনে গণপিটুনির কারণে; এই নিয়ে মোট ১৩ জনের মৃত্যু হল ঝাড়খণ্ডে।

গণপিটুনির সময়, জোর করে ‘জয় শ্রী রাম’ বলতে; বাধ্য করা হয় বলেই অভিযোগ। অভিযোগ অত্যাধিক অত্যাচার সহ্য করতে না পেরে; মারা যায় ২৪ বছরের তবরেজ আনসারি। ঝাড়খণ্ডের খারসাওয়ানে ঘটেছে এই শিউরে ওঠা ঘটনা। গণপিটুনির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যে।

আরও পড়ুন পাকিস্তান সেনা হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণে আহত মাসুদ আজহার

একটি ভিডিওতে দেখা গিয়েছে; এক ব্যক্তি তবরেজকে একটি কাঠের লাঠি দিয়ে নৃশংসভাবে মারছে। আক্রান্ত যুবক হাত জোড় করে ছেড়ে দেওয়ার অনুরোধ করছে। তারপরও তাকে নির্মমভাবে পেটানো হয়। অন্য ভিডিওতে দেখা গিয়েছে; জোর করে তবরেজকে বলানো হচ্ছে; ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হনুমান’।

আরও পড়ুন আপনার বাচ্চার মন বুঝতে, তার হাতের লেখা দেখান হস্তরেখাবিদকে

জানা গিয়েছে; পুনেতে দিনমজুরের কাজ করত তবরেজ। ঈদে পরিবারের সঙ্গে কাটাতে সে গ্রামে গিয়েছিল। এই সময় তাঁর বিয়ের আয়োজন করেছিল পরিবার। ওইদিন দুই ব্যক্তির সঙ্গে জামশেদপুর রওনা দেয় সে। তাদের উদ্দেশ্য জানত না তবরেজ। ওই দুই ব্যক্তি সুযোগ বুঝে পালিয়ে গেলেও; উত্তেজিত জনতা ধরে ফেলে তবরেজকে। তারপরই শুরু হয় বেধড়ক মার।

আরও পড়ুন বাম আমলে ইভিএম, রাম আমলে ব্যালটের দাবিতে সংসদে ধর্নায় তৃণমূল

বৃহস্পতিবার তবরেজকে পেটানোর পর; পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তখন থেকে সে বিচারবিভাগীয় হেফাজতে ছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়; শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির আগেই তার মৃত্যু হয়েছে; বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত পাপ্পু মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন তিন নাবালক সহ মোট ছয়জন মিলে লাগাতার গণধর্ষণ নাবালিকাকে

তবরেজের পরিবার থেকে; পুলিশকে দায়ী করা হয়েছে এই মৃত্যুর জন্য। তাঁরা বলেন; পুলিশের গাফিলতির জন্যই এই মৃত্যু। সঠিক চিকিৎসাও পাননি তবরেজ; বলে অভিযোগ করেন তাঁর পরিবার। মুসলিম যুবকের পরিজনদের সঙ্গে; দুর্ব্যবহারের অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে।

]]>
রামনামে বাধাদানকারীদের বাঙালি হিন্দুর শত্রু বললেন মেঘালয় রাজ্যপাল তথাগত রায় https://thenewsbangla.com/jai-shri-ram-meghalaya-governor-tathagata-roy-enemy-of-bengali-hindu/ Mon, 03 Jun 2019 10:20:46 +0000 https://www.thenewsbangla.com/?p=13486 রামনামে বাধাদানকারীদের বাঙালি হিন্দুর শত্রু বললেন তথাগত রায়। আর এর জেরেই ফের বিতর্কে; বিজেপি নেতা ও মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এই মন্তব্যে তিনি যে; বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই লক্ষ্য করে বলেছেন; এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

“জয় শ্রী রাম” ধ্বনি নিয়ে বিতর্ক চলছেই। রামচন্দ্রের নামে জয়সূচক ধ্বনি দেওয়ায়; সম্প্রতি বেশ কয়েকবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে; কটাক্ষ উড়ে এসেছে বিভিন্ন মহল থেকে। এবার মুখ্যমন্ত্রীর নাম না করেই; ভগবান রামচন্দ্রের অবমাননাকারীদের বাঙালির শত্রু; বলে কটাক্ষ করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।

বাংলায় ট্যুইট করে তথাগত রায় লিখেছেন; “আমরা বাঙালি হিন্দুরা যে দুর্গাপুজো করি, যার অন্য নাম অকাল বোধন। তার সূত্রপাত করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র; রাক্ষসবধের জন্য দেবীর আশীর্বাদ পেতে। সেই শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দেওয়াকে; যারা নিন্দা করে তারা মূর্খ তো বটেই, বাঙালি হিন্দুর শত্রুও।”

উল্লেখ্য, রামায়নের মূল রচয়িতা ছিলেন মহর্ষি বাল্মিকী। কিন্তু মূল রামায়নে অকালবোধনের কোনও উল্লেখ নেই। তবে কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণে; রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গা পুজোর উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে কৃত্তিবাস ওঝা; তার লেখা বাংলা রামায়ণে কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণের ঘটনার কিছুটা পরিবর্তন করে; রামের অকালবোধনের প্রবেশ ঘটিয়েছিলেন।

বাংলায় লেখা কৃত্তিবাসী রামায়ণ থেকে আমরা জানতে পারি; রাম নিজেই শরৎকালে দুর্গার অকালবোধন পুজো করেছিলেন। আর তারপর থেকেই শরৎ কালে; অনুষ্ঠিত হয়ে আসছে বাঙালি হিন্দুদের সেরা উৎসব দুর্গোৎসব। শরতের দুর্গা পুজো ‘অকালবোধন’ হিসেবেই পরিচিত।

বলা হয়, শরৎকাল দক্ষিনায়নের সময়। এই সময়ে দেবতারা নিদ্রায় আছন্ন থাকার ফলে; পুজো করার বিধি নেই। ফলে, এই সময় দেবতাকে পূজা করতে হলে; তাকে জাগরিত করতে হয়। এই প্রক্রিয়াটিকেই বলা হয় বোধন। রাম ও রাবণের যুদ্ধের সময়; অকালে শরৎকালে রাম এই দুর্গা পুজো করেছিলেন বলেই শরতের দুর্গা পুজোকে অকালবোধন বলে।

আর এবার সেই জয় শ্রী রাম বিতর্কে; নতুন করে ইন্ধন যোগালেন বিজেপি নেতা ও মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। রাজ্যপাল বিজেপি নেতার ভাষাতেই বলছেন; দাবি তৃণমূল কংগ্রেসের। আর এই নিয়ে ভোটের ফলপ্রকাশের পরেও; ফের সরগরম বাংলার রাজনীতি।

]]>
জয় শ্রী রাম বলতে বাধা দেওয়ায় তৃণমূল কর্মীকে মেরে হাসপাতালে পাঠালো বিজেপি https://thenewsbangla.com/bjp-workers-sent-a-tmc-worker-into-hospital-after-stop-saying-jai-shri-ram/ Fri, 10 May 2019 16:25:23 +0000 https://www.thenewsbangla.com/?p=12692 জয় শ্রী রাম বলতে বাধা দেওয়ায়; তৃণমূল কর্মীকে মেরে হাসপাতালে পাঠালো বিজেপি। আর এর জেরে ভোট শেষ হবার পরেও; উত্তপ্ত নদিয়ার তেহট্ট।

জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছিলেন বিজেপি সমর্থকরা; তাতে প্রতিবাদ করেন অর্জুন হালদার নামের এক তৃণমূল কর্মী। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি সমর্থকরা। তৃণমূল কর্মীর ওপর এরপর চড়াও হয়ে; তাকে জয় শ্রী রাম ভগবান বলতে বাধ্য করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি কেজরিওয়ালের

তেহট্টের বেতাই বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল একটি অফিসে; দিনভর কাজ করেন তৃণমূল কর্মী অর্জুন হালদার। অফিস খোলা এবং লাগানোর দায়িত্ব সামলান তিনিই। বৃহস্পতিবার রাতে যখন অফিস বন্ধ করে বাড়ি ফিরবেন; তখনই পাশ দিয়ে জয় শ্রী রাম; ধ্বনি দিতে দিতে যেতে থাকেন কিছু বিজেপি সমর্থক।

আরও পড়ুনঃ কেজরিওয়াল ও অতিশীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের গৌতমের

জয় শ্রী রাম ধ্বনি শুনেই প্রতিবাদ করেন; ওই তৃণমূল কংগ্রেস কর্মী। তখনই বিজেপি সমর্থকদের সাথে তার বচসা শুরু হয়। এক সময়ে গিয়ে অর্জুন হালদারকেই; পাল্টা জয় শ্রী রাম বলতে বাধ্য করেন বিজেপি সমর্থকরা। কিন্তু তিনি জয় শ্রী রাম বলতে রাজি না হওয়ায়; তাকে বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় অর্জুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ পাকিস্তান থেকে বিমান হঠাৎ ভারতের আকাশে, নামাল ভারতীয় যুদ্ধ বিমান

এই ঘটনাকে কেন্দ্র করে তৃনমূল ও বিজেপির মধ্যে বাদানুবাদ তৈরি হয়। ঘটনার নিন্দায় আক্রমনকারীদের; গ্রেফতাদের দাবি জানিয়েছে তৃণমূল। পাল্টা বিজেপি প্রশ্ন তুলেছে; জয় শ্রী রাম বলা কি অপরাধ? জয় শ্রী রাম বলার জন্য কেন বিজেপি সমর্থকদের বাধা দেওয়া হবে; জিজ্ঞাস্য বিজেপির। পুরো বিষয়টি নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

আর এই নিয়ে ভোটের পরেও উত্তপ্ত নদিয়ার তেহট্ট এলাকা। বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ; দায়ের করেছে তৃণমূল। অবিলম্বে দোষী বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বড় আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল।

]]>
মুখ্যমন্ত্রীর যাত্রাপথে জয় শ্রী রাম বলা সমর্থকদের সংবর্ধনা বিজেপির https://thenewsbangla.com/bjp-workers-were-awarded-for-courage-to-say-jai-shri-ram-to-mamata-banerjee/ Thu, 09 May 2019 13:13:30 +0000 https://www.thenewsbangla.com/?p=12636 মুখ্যমন্ত্রীর গাড়ির যাত্রাপথে দিয়েছিলেন জয় শ্রী রাম ধ্বনি; আর তাতেই ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে কটুক্তির অভিযোগে ওই ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীতারাম মিদ্দা; সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দলুই নামে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করে চন্দ্রকোনা থানার পুলিশ। তাদেরই এবার পুরস্কার দিল বিজেপি নেতৃত্ব।

এরপরেই রাজ্যজুড়ে সেই ঘটনার সমালোচনা শুরু হয়; শুধু মাত্র রামের জয়ধ্বনি দেবার জন্য কেন কাউকে গ্রেফতার করা হল উঠতে থাকে সেই প্রশ্ন; চাপের মুখে শনিবার রাতেই ছাড়া হয় ৩ অভিযুক্তকে। বৃহস্পতিবার এই ৩ বিজেপি কর্মীকে সংবর্ধনা জানাল; চন্দ্রকোনা বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে বিদেশী নিয়ে ছুটি কাটিয়েছেন রাজীব গান্ধী

গত শনিবার চন্দ্রকোনা হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; একটি রোড শোতে যোগ দিতে যাওয়ার সময় চন্দ্রকোনার রাধাবল্লভপুরে; জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী এরপরেই গাড়ি থেকে নেমে পড়েন; তৎক্ষনাৎ শ্লোগান দেওয়া ব্যক্তিরা পালাতে শুরু করে।

তাদের পালাতে দেখে মুখ্যমন্ত্রী জোর গলায় বলেন; কি রে; পালাচ্ছিস কোথায়? সব হরিদাসের দল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন; তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে বিজেপি কর্মীরা; এরপরই পুলিশকে তৎপর হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী; গ্রেফতার করা হয় ৩ বিজেপি কর্মীকে।

আরও পড়ুনঃ অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে জয় শ্রী রাম ও মোদী স্লোগান

দিল্লি থেকে এবং রাজ্যে এসে দফায় দফায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ; এই ঘটনার সমালোচনা করতে থাকেন। সোমবার ঝাড়গ্রামের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে; এই ইস্যুতে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন; এই রাজ্যে কেউ জয় শ্রী রাম বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে; এখানকার মুখ্যমন্ত্রী হারার ভয়ে এতটাই ভীত হয়ে পড়েছে যে গনতন্ত্রের গলা টিপে ধরছেন। প্রধানমন্ত্রী আরও বলেন; রাম তাঁর শিরায় শিরায় রয়েছেন; রামই তাঁর অনুপ্রেরণা।

আরও পড়ুনঃ মুসলিম সেজে রমজানের শুভেচ্ছা জানানোয় ট্রোলের শিকার মিমি

মঙ্গলবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে অমিত শাহ বলেন; সাহস থাকলে মুখ্যমন্ত্রী অমিত শাহকে গ্রেফতার করে দেখাক; ভারতবর্ষের সংস্কৃতির সাথে রাম নাম জড়িয়ে আছে। ভারতে রামের নাম উচ্চারিত না হলে কি পাকিস্তানে উচ্চারিত হবে, প্রশ্ন তোলেন অমিত।

যাদের নিয়ে এত কান্ড; তাদের মধ্যে একজন বিজেপি যুব মোর্চার নেতা সীতারাম মিদ্দা; অন্য দুই জন সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দলুই। সাহসিকতার পুরষ্কার হিসেবে তিনজনকেই অবশেষে সম্মাননা জ্ঞাপন করলো বিজেপি।

]]>
অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে জয় শ্রী রাম ও মোদী স্লোগান https://thenewsbangla.com/madan-mitra-was-greated-jai-shri-ram-and-modi-slogan-at-election-campaign/ Wed, 08 May 2019 13:49:09 +0000 https://www.thenewsbangla.com/?p=12616 ভাটপাড়া বিধানসভায় প্রচারে বেড়িয়ে লজ্জায় পড়ে গেলেন মদন মিত্র। বুধবার ভাটপাড়া বিধানসভার অন্তর্গত কাঁকিনারা এলাকায়; বলিউড ও ভোজপুরি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে রোড শো করেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। আর সেখানেই বিপত্তি। অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে; জয় শ্রী রাম ও মোদী স্লোগান দিলেন কিছু মানুষ।

কাঁকিনারা এলাকায় বুধবারের রোড শোতে; জয় শ্রী রাম ও মোদী স্লোগান শুনে দৃশ্যতই অপ্রস্তুত অবস্থায় পড়ে যান মদন মিত্র। তাও আবার বলিউড অভিনেতা শক্তি কাপুর ও ভোজপুরি অভিনেত্রী রানীর সামনেই।

আরও পড়ুনঃ মুসলিম সেজে রমজানের শুভেচ্ছা জানানোয় ট্রোলের শিকার মিমি

গত রবিবার; মমতার সামনে জয় শ্রী রাম ধ্বনি দেন বিজেপি সমর্থকরা। আর সেই শুনেই চটে লাল হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে; তাড়া করেন জয় শ্রী রাম স্লোগান দেওয়া বিজেপি সমর্থকদের। মমতার তাড়া খেয়ে; নিরাপত্তা কর্মীদের ভয়ে গেরুয়া শিবিরের কর্মীরা তখন পগারপাড়। আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

মুখ্যমন্ত্রী মমতাকে বলতে শোনা যায়; “কী রে পালাচ্ছিস কেন? সব হরিদাস কোথাকার”। বিকালেই তিন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। আর এটা নিয়েই মমতাকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। হারার ভয়ে রামকে নিয়ে টানাটানি করে মিথ্যা বলছেন মোদী; জানান হয়েছে তৃণমূলের তরফ থেকে। এই নিয়েই মমতার বিরুদ্ধে তোপ দাগেন মোদী।

আরও পড়ুনঃ দেখতে রাহুলের গান্ধীর মতো, লজ্জায় ও হতাশায় চেহারা পাল্টালেন যুবক

বাংলায় জয় শ্রী রাম বললেই জেলে পুরছেন মমতা; ঝাড়গ্রামে ভয়ঙ্কর অভিযোগ করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন; “বাংলায় জয় শ্রী রাম বলাও যাবে না; তাহলেই দিদির পুলিশ জেলে পুড়বেন”। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই; হইচই পরে গেছে গোটা রাজ্যে। নিজের জনসভায় সোমবারই মোদীকে তুলোধোনা করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এরপরেই জয় শ্রী রাম নিয়ে শুরু হয় বিতর্ক। মমতার ফেসবুক প্রোফাইলেও ভর্তি হয়ে যায় জয় শ্রী রামে। আর বুধবার সেই ধ্বনির মুখে পড়তে হল অভিনেতা অভিনেত্রী পরিবেষ্টিত মদন মিত্রকেও। ওরা আমাকেই ভোট দেবেন, জানিয়েছেন মদন মিত্র। জয় শ্রী রাম ছড়িয়ে পড়ছে বাংলার অলিতে গলিতে; বলেছেন বিজেপি নেতারা।

]]>
ভারতে না হলে কি পাকিস্তানে রামের নাম উচ্চারিত হবে, মমতাকে প্রশ্ন অমিতের https://thenewsbangla.com/amit-shah-asks-mamata-banerjee-about-jai-shri-ram-after-narendra-modi/ Tue, 07 May 2019 17:56:33 +0000 https://www.thenewsbangla.com/?p=12560 মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে জয় শ্রী রাম বলে; গ্রেফতার হয়েছিলেন বিজেপির ৩ সমর্থক। তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার বিষ্ণুপুরের জনসভায়; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ। তিনি বলেন, রামনাম যদি ভারতে করা না হয়; তাহলে কি পাকিস্তানে রামনাম জপ হবে?

মঙ্গলবারের জনসভা থেকে অমিত শাহ বলেন; সাহস থাকলে মুখ্যমন্ত্রী অমিত শাহকে গ্রেফতার করে দেখাক। ভারতবর্ষের সংস্কৃতির সাথে রাম নাম জড়িয়ে আছে। ভারতে রামের নাম উচ্চারিত না হলে কি; পাকিস্তানে উচ্চারিত হবে? প্রশ্ন তোলেন অমিত। এটা পশ্চিমবঙ্গ, পাকিস্তান নয়; জোর গলায় বলেন অমিত।

আরও পড়ুনঃ দিলীপ ঘোষ ও আসামের মন্ত্রীর গাড়িতে হামলা, তৃণমূল বিজেপি সংঘর্ষ

সোমবার ঝাড়্গ্রাম ও হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর; জোড়া জনসভা অনুষ্ঠিত হয়। ঝাড়গ্রামের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ইস্যুতে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন; এই রাজ্যে কেউ জয় শ্রী রাম বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন; রাম তাঁর শিরায় শিরায় রয়েছেন; রামই তাঁর অনুপ্রেরণা।

আরও পড়ুনঃ ষষ্ঠ দফা ভোটের আগেই বিদায় নিলেন বাংলার নির্বাচন কমিশনার

প্রসঙ্গত শনিবার চন্দ্রকোনা হয়ে মুখ্যমন্ত্রী একটি রোড শোতে যোগ দিতে যাওয়ার সময়; চন্দ্রকোনার রাধাবল্লভপুরে জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীর এরপরেই গাড়ি থেকে নেমে পড়েন। তৎক্ষনাৎ শ্লোগান দেওয়া ব্যক্তিরা পালাতে শুরু করে। মুখ্যমন্ত্রী জোর গলায় তাদের বলেন, “কি রে, পালাচ্ছিস কোথায়? সব হরিদাসের দল”।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে বিজেপি কর্মীরা। এরপরই পুলিশকে তৎপর হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গ্রেফতার করা হয় ৩ বিজেপি কর্মীকে। যদিও রাতেই ছেড়ে দেওয়া হয় তাদের।

আরও পড়ুনঃ রামমন্দির তৈরি করতে না পারায় মোদীকে তোপ মমতার

বিজেপি নেতৃত্বের দাবি; তারা শুধুমাত্র জয় শ্রী রাম ধ্বনি দিয়েছিলেন রাস্তার ধারে দাঁড়িয়ে। এটা তাদের রাজনৈতিক শ্লোগান বলেও উল্লেখ করে বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় রাজ্যজুড়ে কড়া সমালোচনা শুরু হয়।

শুধুমাত্র জয় শ্রী রাম বলার কারনে গ্রেফতার করে; মুখ্যমন্ত্রী স্বৈরাচারী ও অগনতান্ত্রিক মনোভাবের প্রকাশ করেছেন বলে অনেকে মন্তব্য করেন। সংখ্যালঘু সম্প্রদায়কে তুষ্ট করতে হিন্দুদের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, এমন অভিযোগও তোলা হয়। আর এই নিয়েই এবার মোদীর পাশাপাশি মমতাকে তোপ অমিত শাহর।

]]>
বাংলায় জয় শ্রী রাম বললেই জেলে পুরছেন মমতা, ঝাড়গ্রামে অভিযোগ মোদীর https://thenewsbangla.com/mamata-banerjee-puts-you-in-jail-for-jai-shri-ram-says-narendra-modi/ Mon, 06 May 2019 10:16:36 +0000 https://www.thenewsbangla.com/?p=12477 বাংলায় জয় শ্রী রাম বললেই জেলে পুরছেন মমতা; ঝাড়গ্রামে ভয়ঙ্কর অভিযোগ করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন; “বাংলায় জয় শ্রী রাম বলাও যাবে না; তাহলেই দিদির পুলিশ জেলে পুড়বেন”। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই; হইচই পরে গেছে গোটা রাজ্যে। নিজের জনসভায় সোমবারই মোদীকে তুলোধোনা করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত শনিবার, মুখ্যমন্ত্রী রোড শো এ যোগ দিতে যাওয়ার সময়; চন্দ্রকোনার রাধাবল্লভপুরে জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকে বিজেপি কর্মীরা। মুখ্যমন্ত্রীর অভিযোগ; তাকে উদ্দেশ্য করে কটূক্তি করে বিজেপি কর্মীরা। এমনকি মুখ্যমন্ত্রী কনভয় দাঁড় করিয়ে রাস্তায় নেমে আসেন। এরপরই পুলিশকে তৎপর হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ফণীর ক্ষয়ক্ষতির জন্য রাজ্যকে টাকা দিতে চেয়েছিলাম, নিলেন না মমতা, জানালেন মোদী

মুখ্যমন্ত্রীকে ‘কটুক্তি’র অভিযোগে আটক করা হয় তিন বিজেপি কর্মীকে। ঘটনার পরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী; পুলিশকে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এরপরেই অভিযুক্ত সন্দেহে বিজেপির যুব মোর্চার কর্মী সীতারাম মিদ্দা; সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দোলুই নামে; তিন বিজেপি কর্মীকে আটক করে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। সেইদিনই রাতে তাদের ছেড়েও দেওয়া হয়। এই নিয়েই সোমবার মমতাকে কটাক্ষ করলেন মোদী।

মমতার সামনে জয় শ্রী রাম! আর সেই শুনেই চটে লাল হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে; তাড়া করেন জয় শ্রী রাম স্লোগান দেওয়া বিজেপি সমর্থকদের। মমতার তাড়া খেয়ে; নিরাপত্তা কর্মীদের ভয়ে গেরুয়া শিবিরের কর্মীরা তখন পগারপাড়। আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

আরও পড়ুনঃ একেই বলে একাই একশো, ১০০ ভোট দিলেন তৃণমূল নেতা মহারাজা নাগ

যদিও বিজেপি নেতৃত্বের দাবি ছিল; তারা শুধুমাত্র জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছিলেন রাস্তার ধারে দাঁড়িয়ে। অন্যদিকে ঘটনার পরেই স্থানীয় বিজেপি নেতা জয় পান্ডার; বাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগের তির ওঠে তৃণমূলের দিকে। গোটা ঘটনায় নিয়ে চরম উত্তেজনা রাধাবল্লভপুরে। আর এই নিয়েই মমতাকে ঠুকলেন মোদী।

গত শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের হয়ে চন্দ্রকোণায়; পদযাত্রা করার জন্য রওনা দেন মমতা। সেই সময় জয় শ্রী রাম ধ্বনি দেন বিজেপি সমর্থকরা। সেই শুনেই গাড়ি থেকে নেমে পড়েন ক্ষুব্ধ মমতা

আরও পড়ুনঃ রমজানে ভোটের সময় পরিবর্তনের দাবিকে নস্যাৎ নির্বাচন কমিশনের

মুখ্যমন্ত্রী মমতাকে বলতে শোনা যায়; “কী রে পালাচ্ছিস কেন? সব হরিদাস কোথাকার”। বিকালেই তিন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। আর এটা নিয়েই মমতাকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। হারার ভয়ে রামকে নিয়ে টানাটানি করে মিথ্যা বলছেন মোদী; জানান হয়েছে তৃণমূলের তরফ থেকে। এই নিয়েই মমতার বিরুদ্ধে অভিযোগ করলেন মোদী।

]]>
চাপের মুখে জয় শ্রী রাম বলা ধৃত বিজেপি সমর্থকদের ছাড়ল পুলিশ https://thenewsbangla.com/wb-police-released-bjp-workers-under-pressure-who-says-jai-shri-ram/ Sun, 05 May 2019 14:26:13 +0000 https://www.thenewsbangla.com/?p=12412 মুখ্যমন্ত্রীর গাড়ির যাত্রাপথে শ্লোগান দিয়েছিলেন; “জয় শ্রী রাম”; আর তাতেই ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে কটুক্তির অভিযোগে শ্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী
সীতারাম মিদ্দা; সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দলুই নামে ৩ বিজেপি কর্মীদের গ্রেফতার করে চন্দ্রকোনা থানার পুলিশ।

এরপরেই রাজ্যজুড়ে সেই ঘটনার সমালোচনা শুরু হয়; চাপের মুখে শনিবার রাতেই ছেড়ে দেওয়া হয় ৩ অভিযুক্তকে। শনিবার চন্দ্রকোনা হয়ে মুখ্যমন্ত্রী একটি রোড শোতে যোগ দিতে যাওয়ার সময় চন্দ্রকোনার রাধাবল্লভপুরে জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা; মুখ্যমন্ত্রীর এরপরেই গাড়ি থেকে নেমে পড়েন।

মুখ্যমন্ত্রীকে গাড়ি থেকে নামতে দেখেই শ্লোগান দেওয়া ব্যক্তিরা পালাতে শুরু করে; মুখ্যমন্ত্রী জোর গলায় তাদের বলেন; “কি রে; পালাচ্ছিস কোথায় ? সব হরিদাসের দল”; মুখ্যমন্ত্রী অভিযোগ করেন; তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে বিজেপি কর্মী রা।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই ভারতীর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

এরপরই পুলিশকে তৎপর হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী; গ্রেফতার করা হয় ৩ বিজেপি কর্মীকে; এই ঘটনার পরেই স্থানীয় বিজেপি নেতা জয় পান্ডার বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ; অভিযোগের তীর ওঠে তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ তৃণমূল অস্বীকার করে।

রাতেই বিজেপি নেতৃত্ব পাল্টা অভিযোগ দায়ের করছে বলে জানা গিয়েছে; গোটা ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয় রাধাবল্লভপুরে। বিজেপি নেতৃত্বের দাবি; তারা শুধুমাত্র জয় শ্রী রাম ধ্বনি দিয়েছিলেন রাস্তার ধারে দাঁড়িয়ে; এটা তাদের রাজনৈতিক শ্লোগান বলেও উল্লেখ করে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ দেশের সুরক্ষায় ২০০ ইসলাম ধর্ম প্রচারককে বিতাড়িত করল শ্রীলঙ্কা

এই ঘটনায় রাজ্যজুড়ে কড়া সমালোচনা শুরু হয়; শুধুমাত্র জয় শ্রী রাম বলার কারনে গ্রেফতার করে মুখ্যমন্ত্রী স্বৈরাচারী ও অগনতান্ত্রিক মনোভাবের প্রকাশ করেছেন বলে অনেকে মন্তব্য করেন; সংখ্যালঘু সম্প্রদায়কে তুষ্ট করতে হিন্দুদের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী; এমন অভিযোগও তোলা হয়। অবশেষে সমালোচনার চাপে ধৃত ব্যক্তিদের মুক্তি দেয় পুলিশ।

]]>