Jadavpur – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 10 Apr 2019 08:59:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Jadavpur – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর https://thenewsbangla.com/mimi-chakraborty-addvertisements-in-jadavpur-breakes-election-commission-rules/ Wed, 10 Apr 2019 08:54:09 +0000 https://www.thenewsbangla.com/?p=10452 এবারের ভোটে কোন প্রার্থীর কোন পোস্টার ব্যানার লাগান যাবে না। কোন রকমেই দৃশ্য দূষণও করা যাবে না। রাস্তা ঘাটে প্রার্থীর পোস্টার ব্যানার লাগালে খবর পেলেই খুলে দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে কি প্রার্থীর মুখ দেখান যাবে না? ক্ষমতা আর সাধ্য থাকলে বুদ্ধি থাকলেই উপায় হয়। আর সেই বুদ্ধি বের করেই এবার নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকছে যাদবপুর।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন

প্রার্থীর প্রচার করে পোস্টার ব্যানার লাগান যাবে না। ২০১৯ লোকসভা ভোটে বেশ কড়া নির্বাচন কমিশন। রাস্তা ঘাটে পোস্টার ব্যানার দেখতে পেলেই খুলে দিয়েছে নির্বাচন কমিশন। তাই নতুন বুদ্ধি যাদবপুর তৃণমূল কংগ্রেসের। প্রার্থী টলি নায়িকা মিমি চক্রবর্তী। সুন্দরী প্রার্থীর মুখ দেখান যাবে না, বললেই হল! কিন্তু রয়েছে নির্বাচন কমিশন এর হুঁশিয়ারি। আর শেষ পর্যন্ত এক বুদ্ধিতেই নির্বাচন কমিশনকে কাত করে দিয়েছে যাদবপুর তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের

প্রার্থীর পোস্টার ব্যানার লাগান যাবে না, কিন্তু অভিনেত্রীর বিজ্ঞাপনে তো মানা নেই নির্বাচন কমিশন এর। ব্যাস, কেল্লা ফতে। তারপরেই সোনা কোম্পানির বিজ্ঞাপনে ঢাকল যাদবপুর। আর তাতে জ্বলজ্বল করছে নায়িকা মিমির মুখ, যিনি আবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। লোকসভা কেন্দ্রের প্রার্থীর ছবি দিয়ে পোস্টার ব্যানার লাগান নিষেধ। কিন্তু নায়িকার মুখ দেখিয়ে বিজ্ঞাপনে তো বারণ নেই!

আরও পড়ুনঃ ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

আর এখানেই কেল্লা ফতে করেছে যাদবপুর তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর। কিন্তু এখানে নির্বাচন কমিশনের কিছু করার আছে কি? প্রার্থী হিসাবে তো মিমির পোস্টার ব্যানার লাগান হয় নি। মিমির পোস্টার ব্যানার লাগান হয়েছে একটি সোনার কোম্পানির বিজ্ঞাপনে।

আরও পড়ুনঃ মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের

যে সোনার কোম্পানির বিজ্ঞাপন করেই থাকেন মিমি। আর সেই সোনার কোম্পানির বিজ্ঞাপনেই ছেয়ে গেছে যাদবপুর এলাকা। এক ঢিলে দু পাখি মেরেছেন মিমি চক্রবর্তী ও যাদবপুর তৃণমূল কংগ্রেস। গোটা যাদবপুরে মিমির মুখ দেখা যাচ্ছে কিন্তু তা প্রার্থী হিসাবে নয়। একটি সোনার কোম্পানির বিজ্ঞাপনে।

আরও পড়ুনঃ প্রতিদিন মেক আপ ও ওয়াক্সিং করে সুন্দর চেহারা করেছেন মোদী, আক্রমণ কুমারস্বামীর

তৃণমূলের তরফ থেকে জানান হয়েছে যে, এই বিজ্ঞাপনের সঙ্গে তাদের দলের বা প্রার্থীর কোন সম্পর্ক নেই। বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন লাগাতেই পারেন। অন্যদিকে যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, “এটাও বেআইনি, নির্বাচন কমিশনের অবশ্যই দেখা উচিত”। এখন নির্বাচন কমিশন এই বিজ্ঞাপন নিয়ে কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের https://thenewsbangla.com/tmc-leaders-threatening-vdo-viral-the-ruling-panchayat-chief-threats-for-mimi/ Mon, 01 Apr 2019 17:28:32 +0000 https://www.thenewsbangla.com/?p=9687 বাংলায় হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে। মিমির হয়ে ভোটারদের শাসানি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। ভিডিও ভাইরাল। নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাবার পরেও পঞ্চায়েত প্রধানের এই ধরনের বক্তব্যে শোরগোল পরে গেছে গোটা রাজ্যে। “সব ভোট দিতে হবে যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমিকে। চেক আমরা দেব, আর ভোট সিপিএম-কে দেবে তা হবে না”, ভিডিওতে শাসানি রয়েছে এটাই।

আরও পড়ুনঃ বাংলায় ‘ফ্রি এন্ড ফেয়ার’ ইলেকশন করানো হবে, জানালেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

হুমকির ভাইরাল ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রীতিমত হুমকি দিয়ে ভোট দেবার আদেশ দিচ্ছেন তৃণমূল নেতা। ভাঙরের ভোগালি দুই নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান আরাধান মোদাস্বর শেখকে সরকারি প্রকল্পের চেক বিলি করতে দেখা যাচ্ছে ভিডিওতে। কৃষকদের সেই চেক বিলি করার পাশাপাশি তাঁকে বলতে শোনা যাচ্ছে, “চেক দিচ্ছি আমরা, ভোটটাও আমাদের দিতে হবে। এটা যেন মাথায় থাকে”। সঙ্গে আরও হুমকি। দেখুন, শুনুন।

সেই হুমকির ভিডিওঃ

শুধু চেকের কথা বলেই থামেন নি পঞ্চায়েত প্রধান আরাধান মোদাস্বর শেখ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান হুমকি দেন, আসল ভোটার কার্ড নিয়ে নেবার। সোমবার কৃষক প্রকল্পের সুবিধাপ্রাপ্ত সকলের ভোটার কার্ডের জেরক্স জমা রেখে দিয়েছেন তিনি। অদূর ভবিষ্যতে আসল কপিটাও জমা রাখবেন বলে বলতে শোনা যাচ্ছে ওই ভিডিওতে। তিনি বলেছেন, “পরিষ্কার বলছি, আজ জেরক্স নিচ্ছি। আগামী দিনে চেক দেওয়ার সময় অরিজিনাল কপি কেড়ে নেব”।

আরও পড়ুনঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

কৃষকের মৃত্যু হলে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সরকারি প্রকল্পে রয়েছে, ভোট না দিলে তাও দেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দেন এই তৃণমূল নেতা। তিনি আরও বলেন, “মৃত্যুর পর যে ২ লাখ টাকা করে পাওয়ার কথা। সেই ২ লক্ষ টাকাও আর পাবে না”। যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীকে জোড়াফুল চিহ্ন-এ ভোট দিয়ে জেতাতে হবে। অন্যথা হলে মিলবে না সরকারি সুবিধা, রীতিমত শাসানি দিচ্ছেন তৃণমূল নেতা ওই ভিডিওতে।

আরও পড়ুনঃ দলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

“পঞ্চায়েত ভোটে ক্যান্ডিডেট খাড়া করতে দিই নি”, বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত বা বিধানসভা ভোট হলে বিরোধী প্রার্থী তুলে নেবার হুমকিও দেওয়া হয়েছে এই ভিডিওতে। এই ভিডিও এর মাধ্যমে পঞ্চায়েত ভোটের সন্ত্রাস প্রমাণিত হল বলেই জানান হয়েছে বাম ও বিজেপির তরফ থেকে।

আরও পড়ুনঃ ২৩ মে নয়, ভোটের ফল পিছতে পারে আরও ৬ দিন জানাল নির্বাচন কমিশন

বাম নেতাদের তরফ থেকে ও যাদবপুর কেন্দ্রের বিজেপি রার্থী অনুপম হাজরার তরফ থেকে এই চেক বিলি এবং পঞ্চায়েত প্রধানের বক্তব্যের ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়েছে। এই ভিডিও পাঠান হয়েছে মুখ্য নির্বাচনী অফিসারের কাছে। অভিযোগ করা হয়েছে সিপিএম ও বিজেপির তরফ থেকে। তবে তৃণমূলের তরফ থেকে এই নিয়ে এখনও কোন কথা বলা হয় নি।

আরও পড়ুনঃ জীবনের শেষ ভোটটা এবার দিতে চান শিবপূজন

রাজ্যের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেছেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ জমা পরেছে রাজনৈতিক দলের কাছ থেকে। জেলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে”। রিপোর্ট পাবার পর নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ ওয়াইনাদে চরমপন্থী মুসলিম সংগঠনের সাথে হাত মিলিয়েছে রাহুল, অভিযোগ সিপিএমের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>