ISRO – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 14 Jun 2019 09:50:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ISRO – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের মহাকাশ বিপ্লব, নিজস্ব আন্তর্জাতিক স্পেস স্টেশন https://thenewsbangla.com/india-space-revolution-planning-to-launch-own-space-station-at-earth-orbit/ Fri, 14 Jun 2019 08:00:13 +0000 https://www.thenewsbangla.com/?p=13794 ভারতের মহাকাশ দুনিয়ায়; যোগ হল নতুন পালক। বড় পদক্ষেপ ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের। সূদুর মহাকাশে তৈরি হবে ভারতের নিজেস্ব স্পেস স্টেশন; জানালেন ইসরো প্রধান কে. সিভান।

শুক্রবার কে. সিভান জানান; ২০৩০ সালের মধ্যে ২০ টনের স্পেস স্টেশন চালু করার কাজ চলছে। এটি মাইক্রগ্রাভিটি পরীক্ষার জন্য ব্যবহার হবে। প্রাথমিকভাবে মহাকাশে ১৫-২০ দিন থাকা্র ব্যবস্থা করা হবে মহাকাশ্চারীদের জন্য; ওই স্পেস স্টেশন তৈরি হলে। কিন্তু এই ব্যাপারে বিস্তারে জানা যাবে; প্রথম মানব মিশন গঙ্গায়ান সম্পূর্ণ হলে।

ইসরো প্রধান জানিয়েছেন; এই প্রকল্পের জন্য কোন দেশের সাহায্য নেওয়া হবে না। কেবলমাত্র আমেরিকা, চিন ও রাশিয়ার নিজস্ব মহাকাশ স্টেশন আছে। এই প্রকল্পটিকে ‘গঙ্গায়ান’-এর সম্প্রসারন হিসাবেই দেখা হচ্ছে।

সরকার ইতিমধ্যে প্রকল্পের জন্য; ১০ হাজার কোটি টাকা বাজেট অনুমোদন করেছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকটায় থাকবে আরও দুটো ফ্লাইট। এই ব্যবস্থা ২০২২ সালের মানব বিমান পরিকল্পনার জন্য।

ওই আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশ্চারীদের দীর্ঘদিন থাকার ব্যবস্থা; অন্যান্য মহাকাশযানের মেরামতি ও অন্যান্য ব্যবস্থা দিতে পারবে। আমেরিকা,চিন ও রাশিয়ার পর; ভারত চতুর্থ নিজেস্ব স্পেস স্টেশন নির্মাণের পথে।

আন্তর্জাতিক স্পেস স্টেশনটি; পৃথিবীর কক্ষপথে থাকা একটি কৃত্রিম উপগ্রহ হিসাবে কাজ করবে। এটি মানুষের হাতে তৈরি; ভারতের সবচেয়ে বড় কৃত্রিম উপগ্রহ। পৃথিবী থেকে এটিকে খালি চোখেও দেখা যাবে।

মহাকাশ স্টেশন একটি জটিল ব্যবস্থা। এটি বৈদ্যুতিক শক্তি, তাপ নিয়ন্ত্রণ, কক্ষপথ নেভিগেশন, কম্পিউটিং এবং যোগাযোগ ব্যবস্থাতে সাহায্য করতে পারবে; এছাড়াও জরুরী সময় অক্সিজেনের ব্যবস্থা করতে পারবে।

একটি স্পেস স্টেশন ব্যবহার হয় অন্য মহাকাশযান ও মহাকাশ্চারীদের জায়গা বদলাতে; এটা মহাকাশযানের থেকে আলাদা হয়। এপ্রিল ২০১৮ সালের হিসাবে; দুটি মহাকাশ স্টেশন পৃথিবীর কক্ষপথে অবস্থিত।

]]>
শত্রুর খবর রাখতে মহাকাশে ফের মিলিটারি স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত https://thenewsbangla.com/isro-to-launch-5-new-military-satellites-in-space-on-the-middle-of-this-year/ Thu, 04 Apr 2019 11:20:35 +0000 https://www.thenewsbangla.com/?p=9972 ২০১৯ এর শুরুতেই ভারত মহাকাশে পাঠিয়েছে মিলিটারি স্যাটেলাইট। এবার আরও উন্নত মানের ৫টা মিলিটারি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে ভারত। এমনটাই জানা গেছে ইসরো তরফ থেকে। বছরের শুরুতেই ভারতীয় গবেষণা সংস্থার জন্য PSLV C-44 যানের মাধ্যমে কক্ষে পৌঁছল ৭৪০ কেজির মিলিটারি স্যাটেলাইট Microsat-R। আবার মিলিটারি স্যাটেলাইট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

এই ৫টা মিলিটারি স্যাটেলাইট ভারতের নিরাপত্তার কাজে সাহায্য করবে। এছাড়াও, মহাকাশে ভারতের সম্পত্তি রক্ষার কাজ করবে এই উপগ্রহগুলো। চারটি রিস্যাট স্যাটেলাইট এবং একটি উন্নত মানের কার্টোস্যাট-৩ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ব্যাবস্থা ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারত। জানুয়ারিতেই মিলিটারি স্যাটেলাইট Microsat-R এর পাশাপাশি ছাত্রদের তৈরি ১.২৬ কেজি ওজনের স্যাটেলাইট ‘কলমস্যাট’ও পাঠান হয় মহাকাশে। এটি ভারত থেকে প্রেরিত সবচেয়ে ছোট কৃত্রিম উপগ্রহ ছিল।

আরও পড়ুনঃ মমতার সঙ্গে পারবে না, রাজ্যস্তরের অন্যান্য নেতাদের সঙ্গে মোদীকে লড়ার চ্যালেঞ্জ

এই রিস্যাট সিরিজের স্যাটেলাইটের পাঠানো ছবির সাহায্যেই ২০১৬ সালে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে পেরেছিল পাকিস্তানের বিরুদ্ধে। আবার, ফেব্রুয়ারি মাসে বালাকোটে যে বায়ুসেনার বিমানহানা হয়েছিল, তার ছক সাজাতেও কাজে লেগেছিল রিস্যাট স্যাটেলাইটের দ্বারা তোলা ছবি। জানুয়ারিতেই মাঝরাতের অভিযানে বছরের প্রথম সাফল্য পায় ভারতীয় মহাকাশ সংস্থা। ইসরোর PSLV C-44-এ চড়ে কক্ষে পৌঁছে যায় ৭৪০ কেজির মিলিটারি স্যাটেলাইট Microsat-R।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

বর্তমানে ভারত-পাক সীমান্তের অশান্তি এবং ভারত মহাসাগরে চিনা নৌবাহীনিরের গতিবিধি বৃদ্ধির জেরে দেশের নিরাপত্তা নিয়ে বেশি করে ভাবতে হচ্ছে ভারতকে। তাই, দেশের নিরাপত্তার কারনেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও থাকছে বুথে, বিরোধী শিবিরে জোর ধাক্কা

ইসরোর চেয়ারম্যান কে শিভন বলেছেন, ৩৩টি লক্ষ্য রয়েছে ইসরোর সামনে। এর মধ্যে রয়েছে উপগ্রহ, রকেট লঞ্চ, ইত্যদি। মে মাসের মাঝামাঝি সময়ে PSLV-C46 রকেট রিস্যাট-২বি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। জুনের চতুর্থ সপ্তাহে PSLV-C47 লঞ্চ করবে কার্টোস্যাট-৩ স্যাটেলাইট। এছাড়াও জুলাই ও নভেম্বরে আরও বেশ কয়েকটি উপগ্রহ লঞ্চ করা হবে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তান চিনকে চরম চিন্তায় ফেলে মহাকাশে গোয়েন্দা উপগ্রহ পাঠাল ভারত https://thenewsbangla.com/isro-launches-pslv-c45-carrying-drdo-emisat-28-other-satellites/ Mon, 01 Apr 2019 11:26:24 +0000 https://www.thenewsbangla.com/?p=9647 মিশন শক্তির পর আরও একটি মাইলফলক পেরল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো। ইলেকট্রনিক ইন্টেলিজ্যান্স স্টাটেলাইটের উৎক্ষেপণ করল ভারত। এর মাধ্যমে গোয়েন্দা উপগ্রহ ছেড়ে বিশ্বের খুব কম দেশের মধ্যে স্থান করে নিল ভারত। পাকিস্তান চিনকে চরম চিন্তায় ফেলে মহাকাশে গোয়েন্দা উপগ্রহ পাঠাল ভারত। গোয়েন্দা এমিস্যাট-সহ ২৯ টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর পিএসএলভি-সি ৪৫।

আরও পড়ুনঃ কংগ্রেসের সঙ্গে যুক্ত ৬৮৭ টি ভুয়ো পেজ ওড়াল ফেসবুক

ইসরোর মুকুটে আবার নতুন পালক। ঠিক ছদিন আগেই মহাকাশে শক্তির প্রমাণ দিয়েছে ভারত। সোমবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট পিএসএলভি-সি ৪৫। সঙ্গে নিয়ে গেল ডিআরডিও-র কৃত্রিম উপগ্রহ এমিস্যাট-সহ আরও ২৮ টি ছোট উপগ্রহ। এগুলো সবই বিদেশি। শুধু দেশের নয়, একই সঙ্গে অন্য ৩ দেশের ২৮টি উপগ্রহের উৎক্ষেপণও করেছে ইসরো।

আরও পড়ুনঃদলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

এমিস্যাটের উত্ক্ষেপণের উল্লেখযোগ্য বিষয় হল, এবারই প্রথম সাধারণ মানুষ উত্ক্ষেপণ দেখলেন ইসরোর ভিজিটর্স গ্যালারি থেকে। এবারই প্রথম উৎক্ষেপণ পর্ব সাধারণ মানুষদের দেখতে দেওয়া হয়েছিল। এর জন্য তৈরি হয়েছে বিশেষ গ্যালারি। অসংখ্য মানুষ সেখান থেকে সরাসরি স্টাটেলাইটের উৎক্ষেপণ দেখল।

আরও পড়ুনঃপ্যান কার্ড আধার কার্ড লিংক করিয়েছেন, ৩১শে মার্চ ছিল শেষ দিন

ভবিষ্যতে আরও বেশি করে ছাত্র ছাত্রীদের এখানে নিয়ে আসা হবে বলেই জানান হয়েছে। ফলে মহাকাশ গবেষণার প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলেই মনে করছে ইসরো। মহাকাশ গবেষণায় আসবে নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীরা, জানাচ্ছে ইসরো।

আরও পড়ুনঃ বাংলায় ‘ফ্রি এন্ড ফেয়ার’ ইলেকশন করানো হবে, জানালেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

কী কাজ করবে এই এমিস্যাট? এটি আসলে ডিআরডিও-র চর উপগ্রহ। বলা যায়, মহাকাশে ভারতের গোয়েন্দার কাজ করবে এই ডিআরডিও-র কৃত্রিম উপগ্রহ এমিস্যাট। এটি শত্রুর রেডার খুঁজে বের কারবে। শত্রু দেশের হাল হকিকতের খবর দেবে। পাশাপাশি এই উপগ্রহটি সামরিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের আগাম সতর্কতা দেবে।

আরও পড়ুনঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

এর মাধ্যমে শত্রুপক্ষের রাডার কোথায় আছে তা জানতে পারবে ভারত। এতদিন পর্যন্ত এই খবর জানতে বিমানের উপর ভরসা করতে হত। কিন্তু এখন মহাকাশকে কাজে লাগিয়ে নজরদারি চালাতে পারবে। চিনের বাড়বাড়ন্ত ঠেকাতেই এই গোয়েন্দা উপগ্রহের ভাবনা বলেই মনে করা হচ্ছে। দেশের নিরাপত্তার জন্যই এই কাজ, জানিয়েছে ইসরো।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

সোমবার, মহাকাশে পাঠানো ২৮টি উপগ্রহ মোট তিনটি দেশের। এগুলিকে স্থাপন করা হবে তিনটি ভিন্ন কক্ষপথে। সম্প্রতি মিশন শক্তি অভিযানে এ-স্যাট ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি অচল উপগ্রহ ধ্বংস করেছে ভারত। এরপর শত্রুর গতিবিধি নজর রাখার ব্যাপারে এমিস্যাট-এর ওপরে অনেকটাই নির্ভর করবে ডিআরডিও।

আরও পড়ুনঃ মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইসরো চেয়ারম্যানকে খুনের হুমকি, সন্দেহের তীর জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দিকে https://thenewsbangla.com/ex-isro-chairman-g-madhavan-nair-targeted-by-pak-jaish-e-mohammed/ Fri, 29 Mar 2019 12:44:04 +0000 https://www.thenewsbangla.com/?p=9458 প্রাক্তন ইসরো চেয়ারম্যানকে খুনের হুমকি, সন্দেহের তীর জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করার জন্য খুনের হুমকি দেওয়া হল প্রাক্তন ইসরো চেয়ারম্যান জি মাধবন নায়ারকে। কেরালা পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

গত ২৭শে মার্চ শুক্রবার একটি চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়। প্রাথমিকভাবে চিঠিতে উল্লেখ করা ব্যক্তির নাম দেখে এই ঘটনায় জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা। পাক জঙ্গি গোষ্ঠীর তরফ থেকেই এই হুমকি দেওয়া হয়েছে বলেই প্রাথমিক তদন্তে উঠে আসছে।

তদন্তকারী এক অফিসারের বক্তব্য অনুযায়ী, খুনের হুমকি দিয়ে যে চিঠি পাঠানো হয়েছে, তাতেই উল্লেখ রয়েছে জইশ ই মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম। হুমকি পত্রটিকে উচ্চ রেজিস্ট্রারের পর্যায়ের ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একটি কেস রেজিস্ট্রার করে সব ধরনের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

৭৫ বছর বয়সী মাধবন নায়ার ভারতীয় স্পেস প্রোগ্রামের অতি পরিচিত একটি নাম এবং তিনি কাজের স্বীকৃতি স্বরূপ পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরষ্কারও লাভ করেছেন। GSLV স্যাটেলাইট উৎক্ষেপনের বিষয়েও তাঁর অবদান গুরুত্বপূর্ণ। ভারতের স্পেস সায়েন্টিস্ট মহলে জি মাধবন নায়ার একটি বড় নাম।

২০০৯ সালে মাধবন নায়ার ইসরো থেকে অবসর নেন। এরপর কেরালার তিরুবনন্তপুরমেই তাঁর বসবাস। ২০১৮ সালে তিনি বিজেপিতে যোগ দেন। সম্প্রতি মিশন শক্তির সাফল্যের জন্যেও নরেন্দ্র মোদী সরকারের সদিচ্ছাকে প্রশংসা করেন তিনি। তার পরেই তাঁর উদ্দেশ্যে হুমকি চিঠি পাঠানো হয়। হুমকি চিঠি কোথা থেকে এল বা কারা কিভাবে পাঠাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মাধবন নায়ার আগেই জানান, তিনি বিজেপির জন্য কাজ করেছেন। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তাঁকে দলে আমন্ত্রণ জানান, তাই তিনি এই সিদ্ধান্ত নেন। দেশের উন্নতিতে মোদীর আদর্শে তিনি অনুপ্রাণিত বলেও জানান। গেরুয়া শিবিরে তাঁর যোগদানের এটাই অন্যতম কারণ বলেও জানিয়েছিলেন মাধবন।

বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করার জন্যই কি এই হুমকি? সেটাই খতিয়ে দেখছে গোয়েন্দারা। তবে এই পর্যায়ের কোন ভারতীয়কে যিনি স্পেস প্রোগ্রামের অতি পরিচিত একটি নাম, তেমন একজন মানুষকে হুমকি দেওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

]]>
কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের https://thenewsbangla.com/students-satellite-kalam-sat-to-be-the-first-to-use-pslv-as-an-orbital-platform-by-isro/ Fri, 25 Jan 2019 14:01:36 +0000 https://www.thenewsbangla.com/?p=6003 স্কুল ছাত্রদের হাতে তৈরি স্যাটেলাইট এবার পাড়ি দিল মহাকাশে। স্যাটেলাইটটির নাম রাখা হয়েছে বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের নামে। সেই সঙ্গে ভারতীয় সেনার একটি স্যাটেলাইটও মহাকাশে নিয়ে গিয়ে নজির গড়ল ইসরো।

ভারতীয় গবেষণা সংস্থার জন্য এই বছরের প্রথম সাফল্য এল বৃহস্পতিবার গভীর রাতে। পিএসএলভি সি-৪৪ মহাকাশযানের মাধ্যমে মহাকাশ কক্ষে পৌঁছল ছাত্রদের হাতে তৈরি ১.২৬ কেজি ওজনের স্যাটেলাইট ‘কালামস্যাট’। এটি ভারত থেকে পাঠান সবচেয়ে ছোট ও হালকা কৃত্রিম উপগ্রহ। পাশাপাশি ৭৪০ কেজির মিলিটারি স্যাটেলাইট ‘মাইক্রোস্যাট-আর’ কেও মহাকাশে পাঠাল ইসরো।

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা
কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা

বৃহস্পতিবার রাত ১১.৩৭ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান সেন্টার থেকে এই কৃত্রিম উপগ্রহ দুটি উত্‍‌ক্ষেপণ করা হয়। সফল অভিযানের জন্য দলকে এবং কালামস্যাট বানানো ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। টুইট করে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীও।

আরও পড়ুনঃ

চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ

গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ

কালামস্যাট কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছেন চেন্নাইয়ের বেসরকারি সংস্থা স্পেস কিডজ-এর ছাত্রছাত্রীরা।। ৪৬তম অভিযানে এই দুই স্যাটেলাইটকে কক্ষপথে বসিয়েছে ৪৪.৪ মিটার লম্বা পিএসএলভি।

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা
কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা

বেসরকারি সংস্থা ‘স্পেস কিডজ’-এর ছাত্ররা অনেক পরিশ্রম করে বানিয়েছেন বিশ্বের সবচেয়ে হালকা সেই উপগ্রহ। তাই সেই উপগ্রহকে কক্ষপথে পাঠানোর জন্য একটি টাকাও নেয় নি ইসরো। দেড় কিলোগ্রামেরও কম ওজনের সেই উপগ্রহটির নাম রাখা হয়েছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে। “কালামস্যাট”।

পিএসএলভি রকেট একই সঙ্গে কক্ষপথে পৌঁছে দিল সেনাবাহিনীর গবেষণার জন্য প্রয়োজনীয় আরও একটি উপগ্রহকে। যার নাম- “মাইক্রোস্যাট-আর”। ওজন ৭৪০ কিলোগ্রাম।

আরও পড়ুনঃ

রহস্যভেদ করতে সূর্যের সবচেয়ে কাছে ‘পার্কার সোলার প্রোব’

বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

এই নিয়ে ৪৪.৪ মিটার লম্বা এবং ২৬০ টন ওজনের পিএসএলভির উৎক্ষেপণ হল ৪৬ বার। এই পিএসএলভির ভিতরেই মঙ্গলের কক্ষপথে পাঠানো হয়েছিল ‘মঙ্গলযান’কে। ‘চন্দ্রযান-১’কেও চাঁদের কক্ষে পাঠিয়েছিল ইসরোর এই পিএসএলভি রকেটই। গত নভেম্বরে এই পিএসএলভির ভিতরে ঢুকেই কক্ষপথে পৌঁছেছিল ভূপর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় উপগ্রহ ‘হাইসিস’।

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা
কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা

“মাইক্রোস্যাট-আর” এবং “কালামস্যাট” ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থার উপগ্রহ উৎক্ষেপণ যান (পিএসএলভি) সি-৪৪ বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। এতে ভারতের মিলিটারী উপগ্রহ ‘মাইক্রোস্যাট-আর’ এবং ছাত্রদের ফেমটো উপগ্রহ ‘কালামস্যাট’ বহন করে নিয়ে যাওয়া হল।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ওয়ার্কহর্স পোলার রকেট ২৮ ঘন্টা ফিরতি গণনার শেষে রাত ১১টা ৩৭ মিনিটে প্রথম উৎক্ষেপণ মঞ্চ থেকে নিক্ষেপ করা হয়। এটি ২০১৯এ ইসরোর প্রথম মিশন। ৪৬তম উড়ানে পোলার উপগ্রহ উৎক্ষেপণ যান (পিএসএলভি-সি৪৪) দুটি উপগ্রহকেই উৎক্ষেপণের ১৪মিনিটের মাথায় সূর্য সমলয় কক্ষে স্থাপন করেছে বলে ইসরো জানিয়েছে।

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা
কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের/The News বাংলা

কালামস্যাট একটি ফেমটো উপগ্রহ। ১০০গ্রামের কম ওজন বিশিষ্ট কৃত্রিম উপগ্রহকে ফেমটো উপগ্রহ বলা হয়। ভূপৃষ্টের নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি বড় মাদার উপগ্রহের দরকার হয় ফেমটো উপগ্রহের ক্ষেত্রে। ২০১১র মে মাসে চূড়ান্তে মিশনে মহাকাশ যান এন্ডেভারে তিনটি নমুনা চিপ উপগ্রহকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়। সেগুলিকে আইএসএস বাহ্যিক প্লাটফর্মের ম্যাটেরিয়াল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের পরিক্ষা নিরীক্ষার সঙ্গে যুক্ত করা হয়।

আরও পড়ুনঃ

কলেজে অধ্যাপক পিটিয়ে এগিয়ে বাংলার মুখে ফের চুনকালি দিল তৃণমূল

পিটিটিআই মামলায় সুপ্রিম কোর্টে ফের মুখ পুড়ল রাজ্যের

স্পেস কিডজ-এর সিইও শ্রীমতী কেসন জানিয়েছেন, “৬ বছর ধরে এটা নিয়ে কাজ করছিলাম আমরা। তরুণ বিজ্ঞানীদের অনেকেই জড়িত রয়েছে প্রকল্পটির সঙ্গে। সবচেয়ে কনিষ্ঠ সদস্য এখন পদার্থবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছে”।

কালামস্যাট নামকরণ করা হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালামের নামে। নেতৃত্ব দেন রিফাথ শারুক নামের ১৮ বছর বয়সের একটি ছেলে। তার বাড়ী তামিলনাডুর পাল্লাপাট্টি শহরে। এর ফলে গোটা ভারতের পড়ুয়া মহলে উত্তেজনা ও আগ্রহের সৃষ্টি হবে বলেই মনে করছে গবেষকরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নেতাদের পর সিনেমার প্রয়োজক, চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার শ্রীকান্ত মোহতা

প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

ভরা ক্লাসে উষ্ণ চুম্বন, ছাত্র ছাত্রীদের কীর্তি দেখে সবাই তাজ্জব

জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>