Islamic State – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 14 May 2019 07:26:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Islamic State – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতকে প্রদেশ ঘোষণা ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিদের https://thenewsbangla.com/india-is-our-state-declaration-of-terrifying-islamic-state-militants-or-isis/ Tue, 14 May 2019 07:24:21 +0000 https://www.thenewsbangla.com/?p=12910 ভারতকে প্রদেশ ঘোষণা আইএসের! আর এরপরেই নড়েচড়ে বসেছে; ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। এর আগেই বাংলা আসছি বলে; বাংলা বার্তা দিয়েছিল ইসলামিক স্টেট জঙ্গিরা। এবার টার্গেট কি ভারত? উঠে গেছে প্রশ্ন।

প্রথমবারের মতো ভারতকে; নিজেদের প্রদেশ হিসেবে দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বার্তা সংস্থা ‘আমাক’-এর বিবৃতিতে বলা হয়, ভারতকে ‘উলাইয়াহ আলহিন্দ’ তথা ভারতীয় প্রদেশ আকারে ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের

মূলভূমি সিরিয়া ও ইরাকে অনেকটা দুর্বল হয়ে আসা জঙ্গি সংগঠনটির; ভারতের মাটিতে ঘাঁটি গড়ার ঘোষণাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বাংলায় আসছি বলে; বাংলা লেখায় বার্তা দিয়েছিল ইসলামিক স্টেট জঙ্গিরা। তারপরেই দুই বাংলার প্রশাসনকেই সতর্ক করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি।

সপ্তাহান্তে কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে; ইশরাক আহমদ সোফি নামের এক ব্যক্তি নিহত হয়। রয়টার্সের খবরে বলা হয়; সোফি সম্ভবত আইএসের সঙ্গে যুক্ত ছিল। এর আগে আরও কয়েকটি সশস্ত্র সংগঠনের নেতৃস্থানীয় পর্যায়ে ছিল সে। ভারতীয় সামরিক বাহিনীর ধারণা ছিল; সোফি আইএসের সর্বশেষ ব্যক্তি ছিল।

আরও পড়ুনঃ আরএসএসকে ইসলামিক স্টেটের সঙ্গে তুলনা করে বিতর্কে কংগ্রেস নেতা

রয়টার্সের খবরে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য; লড়াই করছে কয়েকটি গ্রুপ। তাদের অধিকাংশই ভারতের চরম শত্রু; পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চায়। তারা কখনোই ইসলামিক স্টেটের মতো কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠার কথা বলেনি।

আরও পড়ুনঃ মমতার তোষণ নীতির জন্য বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা

পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তান এই উপত্যাকার দখল নিতে; দু দুটি যুদ্ধেও জড়িয়েছে। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে, কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধা সামরিক বাহিনীর সেনা কনভয়ে; আত্মঘাতী হামলার পর যুদ্ধ যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়। এতে ৪৯ জনের মতো ভারতীয় সামরিক বাহিনীর সদস্য নিহত হন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে।

মনে করা হচ্ছে, কাশ্মীরের এই অরাজকতার সুযোগ নিয়েই; ভারতে প্রবেশ করতে পারে ইসলামিক স্টেট জঙ্গিরা বড়সড় কোন নাশকতা ঘটিয়ে নিজেদের উপস্থিতি জানান দেবে তারা। আগেই ভারতে বড়সড় জঙ্গি হামলার সতর্কতা; জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।

]]>
অন্তঃসত্ত্বা মহিলার ছদ্মবেশে আত্মঘাতী হামলা হতে পারে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে https://thenewsbangla.com/islamic-state-millitants-makeup-like-pregnant-woman-suicide-attacks/ Sat, 11 May 2019 13:19:08 +0000 https://www.thenewsbangla.com/?p=12714 অন্তঃসত্ত্বা মহিলার ছদ্মবেশে; আত্মঘাতী হামলা হতে পারে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে। এমনটাই কেন্দ্রীয় আইবির রিপোর্ট। সাবধানে থাকুন, সচতেন থাকুন, চোখ কান খুলে রাখুন। প্রসূতির ছদ্মবেশে হাসপাতালে বা মন্দিরে; আত্মঘাতী হামলা হতে পারে; রাজ্য সরকারকে এমনটাই জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।

বুদ্ধ পূর্ণিমায় বাংলায় মন্দিরে, স্কুলে বা হাসপাতালে আত্মঘাতী জঙ্গি হামলার ছক; মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সতর্ক করল কেন্দ্রীয় আইবি গোয়েন্দারা। আগামী বুদ্ধ পূর্ণিমায় এই আত্মঘাতী হামলা চালাতে পারে ইসলামিক ফিদাঁয়ে জঙ্গিরা। কেন্দ্র আইবি থেকে এই সতর্কবার্তা এসে পৌঁছেছে রাজ্য সরকারের কাছে।

আরও পড়ুনঃ বুদ্ধ পূর্ণিমায় বাংলায় মন্দিরে, স্কুলে আত্মঘাতী জঙ্গি হামলার ছক, মমতাকে জানাল কেন্দ্র

“শীঘ্রই আসছি ইনশাল্লাহ”; কয়েকদিন আগেই বাংলায় টেলিগ্রাম বার্তা দেয় ইসলামিক স্টেটের। আর এর জেরেই জোর সতর্কতা জারি করা হয় বাংলা সহ গোটা ভারতে। এরপরেই পাক জঙ্গিদের একটি মেসেজ থেকে ভারতীয় গোয়েন্দারা জানতে পারে; বুদ্ধ পূর্ণিমায় বাংলায় আত্মঘাতী জঙ্গি হামলা চালাতে পারে; একটি ইসলামিক ফিদাঁয়ে গোষ্ঠী।

পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে হামলা হবে; আইসিসপন্থী একটি চ্যানেল মারফত টেলিগ্রাম বার্তায়; বাংলায় লিখে জানিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। ইসলামিক স্টেটের একটি টেলিগ্রাম বার্তা প্রকাশ্যে আসে; যেখানে লেখা হয়েছে; “শীঘ্রই আসছি, ইনশাল্লাহ”। তবে কোন বাংলার কথা বলা হয়েছে, সেটাও এখন প্রশ্ন।

ইন্টেলিজেন্স এজেন্সি এই খবরের বিষয়টি যাচাই করে খবরের সত্যতা প্রকাশ করে। টেলিগ্রামে প্রকাশিত পোস্টারে “আল মুরসালাত” নামক একটি গ্রুপের লোগো চিহ্নিত রয়েছে। ইন্টেলিজেন্স এজেন্সি পোস্টারটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, যেহেতু শ্রীলঙ্কায় চার্চে সন্ত্রাসবাদী হামলা এখনও টাটকা।

শ্রীলঙ্কাতেও ইস্টার ডের দিন চার্চে ও হোটেলে একের পর বোমা বিস্ফোরণ ঘটান হয়েছিল। প্রায় ৫০০ জন মানুষ তাতে মারা যান। এবার বুদ্ধ পূর্ণিমায় টার্গেট হিন্দুরা; এমনটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। বড় বড় স্টেশন চত্বর, সরকারি হাসপাতাল ও বিভিন্ন শপিং মল নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

অন্তঃসত্ত্বা বা গর্ভবতী মহিলার ছদ্মবেশে আত্মঘাতী হামলা হতে পারে; হিন্দু বা বৌদ্ধ মন্দিরে। এটাই চিন্তায় রেখেছে প্রশাসনকে। কারণ বাংলায় এখনও অন্তঃসত্ত্বা মহিলাদের সাহায্যের দৃষ্টিতেই দেখা হয়; সেই আবেগের সুযোগটাই নিতে পারে মহিলা জঙ্গিরা। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা।

]]>
মৃত ঘোষণার ৫ বছর পর ভিডিওতে এসে হুমকি দিলেন ইসলামিক স্টেট জঙ্গি প্রধান https://thenewsbangla.com/islamic-state-head-abu-bakr-al-baghdadi-proves-alive-with-a-vdo-clip/ Wed, 01 May 2019 11:47:25 +0000 https://www.thenewsbangla.com/?p=12114 মৃত ঘোষণার ৫ বছর পর ভিডিওতে এসে হুমকি দিলেন আইএস বা ইসলামিক স্টেট জঙ্গি প্রধান। এরকম অদ্ভুত ঘটনাই ঘটিয়েছেন আবু বকর আল বাগদাদি। ইসলামিক স্টেট জঙ্গি প্রধান বাগদাদি বোমা হামলায় মারা গেছে বলেই দাবি করেছিল আমেরিকাও। ভিডিও নিয়ে শুরু হয়েছে হইচই।

ইরাক ও সিরিয়ার কিছু অংশ নিয়ে ২০১৪ সালে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার পর থেকে কোনো খোঁজ ছিল না জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির। তবে আইএস পক্ষ থেকে নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ সম্পর্কের উন্নতিতে ৬০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিল পাকিস্তান

যেখানে একজন ব্যক্তিকে ইরাক সিরিয়ায় নিজেদের অঞ্চল হারানোর প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করতে দেখা গেছে। আইএস বলছে, তিনিই হলেন ৫ বছর আগে মসুল থেকে খিলাফাতের ঘোষণা দেয়া আবু বকর আল বাগদাদি। যদিও তিনিই বাগদাদি কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আইএসের মিডিয়া নেটওয়ার্ক আল ফুরকান থেকে নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয়। তবে নতুন এই ভিডিওটি ঠিক কবে তোলা হয়েছে সেটি স্পষ্ট করে বলা হয়নি। যদিও বিবিসি মিডিয়া নেটওয়ার্ক বলেছে, ভিডিওটি চলতি মাসেই তোলা হয়েছে। অর্থাৎ বাগদাদি বেঁচে আছেন।

আরও পড়ুনঃ শুধু শ্রীলঙ্কা নয়, সারা পৃথিবীতেই বোরখা নিষিদ্ধ চান তসলিমা নাসরিন

প্রকাশিত ভিডিও ফুটেজে, বাগদাদিকে আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি বাঘুজের পরাজয়ের বিষয়ে স্বীকার করতে দেখা গেছে। এই বাগদাদি মারা গেছেন বলেই ঘোষণা করা হয়েছিল। ঘোষণা করেছিল আমেরিকাও।

১৮ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটিতে আল-বাগদাদি শ্রীলঙ্কায় হামলার কথা স্বীকার করে নেন। জানান, সিরিয়ার সর্বশেষ ঘাঁটি হারানোর প্রতিশোধ নিতেই এই হামলা করা হয়েছে। একই সঙ্গে মালি ও বুরকিনা ফাসোয় জঙ্গি গোষ্ঠীদের প্রশংসা করতে দেখা যায় তাকে।

আরও পড়ুনঃ জঙ্গি হামলা থেকে শিক্ষা নিয়ে অবশেষে বোরখা নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

এ সময় তিনি সুদান এবং আলজেরিয়ায় চলমান বিক্ষোভ নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, একনায়কতন্ত্রকে পরাজিত করার জন্য জিহাদ হলো একমাত্র সমাধান। এই দুটি দেশই দীর্ঘদিনের শাসকদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে দেশ দুটোর জনগণ।

এদিকে প্রকাশিত ভিডিওর কিছু সময় পর বাগদাদি দাবি করা সেই ব্যক্তিকে আর দেখা যায়নি। তার পরিবর্তে এ সময় শ্রীলঙ্কায় হামলার বিষয় নিয়ে আলোচনার একটি অডিও রেকর্ড ভিডিওটিতে যুক্ত করা হয়। আইএস বলছে, ভিডিও ধারণ করার পর অডিও অংশ ধারণ করা হয়।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের

ইরাকে জন্ম নেওয়া এই আইএস নেতার আসল নাম ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আল-বাদরি। গত পাঁচ বছরে তার কোনো ভিডিও বার্তা প্রকাশিত না হলেও গত বছরের আগস্টে তার একটি অডিও বার্তা প্রকাশিত হয়েছিল। সিরিয়ায় আইএসের একের পর এক পরাজয় থেকে মানুষের দৃষ্টি ফেরাতেই ওই সময় অডিও বার্তা প্রকাশ করেছিলেন তিনি।

]]>
মমতার তোষণ নীতির জন্য বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা https://thenewsbangla.com/islamic-state-militants-coming-to-bengal-for-mamata-banerjee-minority-policy/ Sun, 28 Apr 2019 12:25:05 +0000 https://www.thenewsbangla.com/?p=11842 মমতার তোষণ নীতির জন্য বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা। ফের বিতর্কিত মন্তব্য বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। বাংলা আর একটা কাশ্মীর হয়ে উঠছে, বিতর্কিত মন্তব্য কৈলাশ বিজয়বর্গীয়র। আর এই নিয়েই বিজেপি নেতাকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল।

যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, তাহলে ইসলামিক স্টেট জঙ্গিরা পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে। এটাও জম্মু ও কাশ্মীরের মতো হয়ে যাবে। এই ভাষাতেই রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কৈলাশ বিজয়বর্গীয়। ভোট উত্তাপের মধ্যেই আইএসআইএস ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করে বিতর্কে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের

কয়েকদিন আগেই শ্রীলঙ্কায় বেশ কয়েকটি গির্জায় আত্মঘাতী হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট বা আইএসআইএস। গতকালই বাংলায় লেখা আইএসআইএস-এর একটি পোস্টার উদ্ধার হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘খুব শিগগির আসছি’। এতে মনে করা হচ্ছে বাংলাদেশ কিম্বা পশ্চিমবঙ্গে এরপর হামলা চালানোর ছক কষছে কুখ্যাত বিশ্বসন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস।

“শীঘ্রই আসছি ইনশাল্লাহ”, বাংলায় টেলিগ্রাম বার্তা ইসলামিক স্টেটের। আর এর জেরেই জোর সতর্কতা বাংলা সহ গোটা ভারতে। হঠাৎ বাংলায় কেন? উঠছে প্রশ্ন। কাদের সাহায্যে বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা? উঠছে প্রশ্ন। দাবী সত্যি হলে, এদের মদতদাতা কারা? খুঁজে দেখছে দেশের গোয়েন্দা দফতর।

আরও পড়ুনঃ সোমবার বাংলার ৮ টি আসনে ভোট, দেখে নিন একনজরে ৮ কেন্দ্রে ভোটের কিছু তথ্য

ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এই খবরের বিষয়টি যাচাই করে খবরের সত্যতা প্রকাশ করেছে। টেলিগ্রামে প্রকাশিত পোস্টারে “আল মুরসালাত” নামক একটি গ্রুপের লোগো চিহ্নিত রয়েছে। ইন্টেলিজেন্স এজেন্সি পোস্টারটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, যেহেতু শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদী হামলার এক সপ্তাহও এখনও অতিক্রান্ত হয়নি। স্থানীয় ইসলামী জঙ্গি সংগঠন ত্বহিদ জামাতকে হাত করে আইএস হামলা চালিয়েছিল বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুনঃ বউয়ের খোঁজ রাখেন না, দেশের মানুষের খোঁজ কি করে রাখবেন, মোদীকে খোঁটা মমতার

এর পরিপেক্ষিতেই এদিন কৈলাশ বিজয়বর্গীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে এই বিতর্কিত মন্তব্য করেন। কৈলাশ বিজয়বর্গীয় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগার সঙ্গে সঙ্গে তাঁকে উদ্দেশ্য করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্যই যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত তারা পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসেছে।

আর আইএস জঙ্গিদের হুমকি তারই একটি প্রমাণ বলে দাবি করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। মমতার তোষণ নীতির জন্য বাংলাও জম্মু ও কাশ্মীরের মতো হয়ে যাবে, বলেই মমতাকে আক্রমণ করেন তিনি।

আরও পড়ুনঃ রাজনৈতিক স্বার্থে ওবিসির সংরক্ষন নিয়েছেন মোদী, মন্তব্য মায়াবতীর

এরপরেই এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি ভারত ভাগ করার চেষ্টা করছে। কৈলাশ বিজয়বর্গীয়র এই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাচ্ছে তৃণমূল। গেরুয়া শিবিরের নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অভিযোগ নিয়ে কমিশনের দারস্থ হচ্ছে ঘাসফুল শিবির।

]]>
শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের https://thenewsbangla.com/islamic-state-isis-terrorist-release-poster-in-bengali-coming-soon-inshallah/ Sat, 27 Apr 2019 07:40:40 +0000 https://www.thenewsbangla.com/?p=11753 “শীঘ্রই আসছি ইনশাল্লাহ”, বাংলায় টেলিগ্রাম বার্তা ইসলামিক স্টেটের। আর এর জেরেই জোর সতর্কতা বাংলা সহ গোটা ভারতে। হঠাৎ বাংলায় কেন? উঠছে প্রশ্ন। কাদের সাহায্যে বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা? উঠছে প্রশ্ন। দাবী সত্যি হলে, এদের মদতদাতা কারা? খুঁজে দেখছে দেশের গোয়েন্দা দফতর।

পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে হামলা হবে,এমনই সম্ভাবনাকে উস্কে দিয়ে আইসিসপন্থী একটি চ্যানেল মারফত টেলিগ্রাম বার্তায় বাংলায় লিখে জানিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। ইসলামিক স্টেটের একটি টেলিগ্রাম বার্তা প্রকাশ্যে আসে, যেখানে লেখা হয়েছে, “শীঘ্রই আসছি, ইনশাল্লাহ”। আর এরপরেই হইচই পড়েছে বাংলা জুড়ে। তবে কোন বাংলার কথা বলা হয়েছে, সেটাও এখন প্রশ্ন।

আরও পড়ুনঃ বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে টুপি পরতে দেবে না, বিতর্কিত মন্তব্য ফিরহাদের

ইন্টেলিজেন্স এজেন্সি এই খবরের বিষয়টি যাচাই করে খবরের সত্যতা প্রকাশ করেছে। টেলিগ্রামে প্রকাশিত পোস্টারে “আল মুরসালাত” নামক একটি গ্রুপের লোগো চিহ্নিত রয়েছে। ইন্টেলিজেন্স এজেন্সি পোস্টারটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, যেহেতু শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদী হামলার এক সপ্তাহও এখনও অতিক্রান্ত হয়নি। স্থানীয় ইসলামী জঙ্গি সংগঠন ত্বহিদ জামাতকে হাত করে আইএস হামলা চালিয়েছিল বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ইতিমধ্যেই ইসলামিক স্টেটের শক্তিশালী উপস্থিতি প্রমানিত হয়েছে। ইসলামিক স্টেটের সাথে সরাসরি সম্পর্কযুক্ত এই দলটি বাংলাদেশে জেএমবি বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ নামে পরিচিত, যার কয়েকটি ভারতেও সমানভাবে সক্রিয়। জেএমবি চক্রের হদিস ভারতেও ইতিমধ্যে কয়েকটি জায়গায় পাওয়া গিয়েছে। বাংলাদেশ থেকে প্রশিক্ষিত জঙ্গিরা ভারতে ঢুকে স্লিপার সেলের কাজ করছে।

আরও পড়ুনঃ নুড়ি পাথর ভরা মাটির মিষ্টি খাইয়ে মোদীর দাঁত ভাঙবেন, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কলকাতার বাবুঘাট থেকে আরিফুল ইসলাম নামে জেএমবির এক চাঁইকে গ্রেফতার করে গোয়েন্দারা। ২০১৮ সালে বুদ্ধ গয়া বিষ্ফোরনে ধৃত ব্যক্তির হাত ছিল বলে জানা গিয়েছে। এর আগে নিম্ন আসাম থেকে কয়েকজন সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। বহুদিন ধরেই আসামে জঙ্গি প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছিল তারা।

আরও পড়ুনঃ পাঁচ বছরে একটাও রাম মন্দির করতে পারল না বিজেপি, রানীগঞ্জে বললেন মমতা

এর আগে আমেরিকার গোয়েন্দা এজেন্সি এফবিআই বর্ধমান স্টেশন থেকে ধৃত আইসিস-জেএমবি জঙ্গি মোহাম্মদ মুসিরুদ্দিন বা মুসাকে গ্রেফতার করে জেরা করে। ২০১৪ সালে খাগড়াগড় বিষ্ফোরনে যুক্ত জেএমবি জঙ্গি আমজাদ শেখের সাথে মুসার যোগাযোগ ছিল বলে প্রমান পাওয়া যায়। তামিলনাড়ুর তিরুপুর জেলায় দীর্ঘদিন মুসা গা ঘাটা দিয়েছিল মুসা। দুই বছর আগেই রাজ্যের কিছু জেলায় ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের পোস্টার প্রকাশ্যে আসে, যেখানে স্থানীয় যুবকদের এই জঙ্গি সংগঠনে যোগ দিতে উৎসাহিত করা হয়।

]]>
নিজের দেশেই হামলা চালাতে ইরাককে অনুমতি দিলেন প্রেসিডেন্ট আসাদ https://thenewsbangla.com/president-assad-has-given-permission-to-iraq-to-attack-daesh-terrorists-in-his-country/ Tue, 01 Jan 2019 10:58:03 +0000 https://www.thenewsbangla.com/?p=5061 The News বাংলাঃ নিজের দেশেই হামলা চালাতে ইরাককে অনুমতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। মধ্যপ্রাচ্যে এই অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সিরিয়ায় হামলা চালাতে ইরাককে অনুমতি দিল সিরিয়াই।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

সিরিয়ার অভ্যন্তরে অবস্থানরত উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের অবস্থানে তাৎক্ষণিক পূর্ব অনুমতি ছাড়াই হামলা চালাতে পারবে ইরাকের জঙ্গিবিমান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরাক সরকারকে এই আগাম অনুমতি দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

সম্প্রতি ইরাকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চ-পদস্থ কর্মকর্তা রাশিয়ার নিউজ চ্যানেল ‘আরটি’কে বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নির্দেশনা অনুযায়ী ইরাকি জঙ্গিবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ এবং জঙ্গি গোষ্ঠী দায়েশের অবস্থানে বোমার হামলা চালাতে পারবে।

আরও পড়ুনঃ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

অবশ্য দায়েশের যেসব অবস্থানে ইরাক হামলা চালাতে চায় সেসব অবস্থানের তালিকা আগেই দামাস্কাসের কাছে হস্তান্তরেরও আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

আরও পড়ুনঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

ঠিক কবে প্রেসিডেন্ট আসাদ এ অনুমতি দিয়েছেন তা জানানো হয়নি। তবে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি সিরিয়া সফর করে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারপরেই এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ইনিই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম

গত ডিসেম্বর শেষেই ইরাক সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান বাহিনীর জঙ্গিমিান সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে দায়েশের অবস্থানে বোমাবর্ষণ করেছে। ওইদিন প্রদেশের আবু-সুসাহ গ্রামে দায়েশ জঙ্গিরা গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে সেখানে বিমান হামলা চালানো হয় এবং এতে ৩০ জন জঙ্গি নিহত হয় বলে বাগদাদের এক বিবৃতিতে জানানো হয়।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

কয়েক দিনের মধ্যেই সিরিয়ার একই শহরে ইরাকি জঙ্গিবিমানের আলাদা হামলায় অপর ১৪ দায়েশ জঙ্গি নিহত হয়। তবে এই যখন তখন হামলার অনুমতি পাওয়ায় এবার খুশি মত সিরিয়ায় হামলা চালাতে পারবে ইরাক।

]]>
ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ https://thenewsbangla.com/syrians-leaving-home-to-refugee-camps-for-avoiding-fights-and-terrorism/ Sat, 15 Dec 2018 08:12:47 +0000 https://www.thenewsbangla.com/?p=4242 The News বাংলাঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে সিরিয়ার মানুষ। সিরিয়ার পূর্বাঞ্চল ছেড়ে হাজার হাজার মানুষ পালাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। গোলাগুলি ও বোমাবর্ষণের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে হাজার হাজার মানুষ।

আরও পড়ুনঃ বিক্ষোভে ক্ষতির আশঙ্কায় বন্ধ আইফেল টাওয়ার

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট বা আই এস এর সর্বশেষ দখলকৃত এলাকায় তুমুল লড়াই চলছে। সেখানকার অধিবাসীরা প্রচণ্ড গোলাগুলি ও বোমাবর্ষণের মাঝে খাদ্যাভাব, ঠাণ্ডা ও বৃষ্টিপাতে কাবু হয়ে পড়েছে। তারপরে বেড়েছে ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচার।

ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google
ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google

আইএস দখলকৃত সেই এলাকা থেকে সম্প্রতি প্রায় কয়েক হাজার অসামরিক লোক পালিয়ে আসতে সক্ষম হয়েছে। দামাস্কাসে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র মারওয়া আওয়াদ বলেন, ‘চলতি মাসের জুলাই থেকে লড়াইয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় হাজিন ও আশপাশের এলাকাগুলো থেকে অন্তত ১৬ হাজার লোক তাদের বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

পালিয়ে আসা নারী পুরুষদের জন্য আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাঁবুর ভেতরে ঠাণ্ডার প্রকোপ থাকলেও অন্তত তারা বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছে।

ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google
ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google

গত সপ্তাহে দিয়ের এজোরে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএল ও আই এস এর মধ্যে লড়াই শুরু হওয়ার পর তারা সেখান থেকে পালিয়ে আসে। তারা শীতকালের প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টিপাত উপেক্ষা করে একটানা কয়েকদিন পায়ে হেঁটে সেখানে পৌঁছায়।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

সেখানে আশ্রয় নিয়েছে সদ্য মা হওয়া এক নারী কামেলা। তার স্বামী বলেন, ‘ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমরা আমাদের বাড়িঘর ত্যাগ করেছি। সেখানে খাবার মতো কিছুই পাওয়া যাচ্ছিল না। সব ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীরা লুঠ করে নিচ্ছে’।

আরও পড়ুনঃ খিদের জ্বালায় কান্না ভুলেছে ৫০ লাখ শিশু

মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার সহায়তায় এসডিএফ জিহাদের সর্বশেষ ওই ঘাঁটি পুনরুদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে। পাল্টা জোর লড়াই করছে ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীরাও।

ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google
ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google

হাজিন ও এর আশপাশের এলাকাগুলোতে জোট বাহিনীর যুদ্ধবিমানগুলো আইএস এর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে। এতে বিপুল সংখ্যক বেসামরিক প্রাণহানি ঘটছে, বলে জানিয়েছে ব্রিটেনের মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, এই বিমান হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫০০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের মধ্যে প্রায় ১২০ শিশু রয়েছে।

আরও পড়ুনঃ মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের

স্থানীয় আশ্রয় শিবির কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, সম্প্রতি আল-হোল থেকে প্রায় এক হাজার সাতশ বেসামরিক লোক এখানে এসেছে। প্রতিদিনই আশ্রয় শিবিরগুলিতে শরণার্থীদের ভিড় বাড়ছে বলেই জানান তিনি। তবে, ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীরা আর তাদের এই শেষ দুর্গ বাঁচিয়ে রাখতে পারবে না বলেই আশা করছে সিরিয়ার বাসিন্দারা।

]]>