Islamic State Militants – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 14 May 2019 07:26:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Islamic State Militants – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতকে প্রদেশ ঘোষণা ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিদের https://thenewsbangla.com/india-is-our-state-declaration-of-terrifying-islamic-state-militants-or-isis/ Tue, 14 May 2019 07:24:21 +0000 https://www.thenewsbangla.com/?p=12910 ভারতকে প্রদেশ ঘোষণা আইএসের! আর এরপরেই নড়েচড়ে বসেছে; ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। এর আগেই বাংলা আসছি বলে; বাংলা বার্তা দিয়েছিল ইসলামিক স্টেট জঙ্গিরা। এবার টার্গেট কি ভারত? উঠে গেছে প্রশ্ন।

প্রথমবারের মতো ভারতকে; নিজেদের প্রদেশ হিসেবে দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বার্তা সংস্থা ‘আমাক’-এর বিবৃতিতে বলা হয়, ভারতকে ‘উলাইয়াহ আলহিন্দ’ তথা ভারতীয় প্রদেশ আকারে ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের

মূলভূমি সিরিয়া ও ইরাকে অনেকটা দুর্বল হয়ে আসা জঙ্গি সংগঠনটির; ভারতের মাটিতে ঘাঁটি গড়ার ঘোষণাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বাংলায় আসছি বলে; বাংলা লেখায় বার্তা দিয়েছিল ইসলামিক স্টেট জঙ্গিরা। তারপরেই দুই বাংলার প্রশাসনকেই সতর্ক করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি।

সপ্তাহান্তে কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে; ইশরাক আহমদ সোফি নামের এক ব্যক্তি নিহত হয়। রয়টার্সের খবরে বলা হয়; সোফি সম্ভবত আইএসের সঙ্গে যুক্ত ছিল। এর আগে আরও কয়েকটি সশস্ত্র সংগঠনের নেতৃস্থানীয় পর্যায়ে ছিল সে। ভারতীয় সামরিক বাহিনীর ধারণা ছিল; সোফি আইএসের সর্বশেষ ব্যক্তি ছিল।

আরও পড়ুনঃ আরএসএসকে ইসলামিক স্টেটের সঙ্গে তুলনা করে বিতর্কে কংগ্রেস নেতা

রয়টার্সের খবরে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য; লড়াই করছে কয়েকটি গ্রুপ। তাদের অধিকাংশই ভারতের চরম শত্রু; পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চায়। তারা কখনোই ইসলামিক স্টেটের মতো কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠার কথা বলেনি।

আরও পড়ুনঃ মমতার তোষণ নীতির জন্য বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা

পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তান এই উপত্যাকার দখল নিতে; দু দুটি যুদ্ধেও জড়িয়েছে। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে, কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধা সামরিক বাহিনীর সেনা কনভয়ে; আত্মঘাতী হামলার পর যুদ্ধ যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়। এতে ৪৯ জনের মতো ভারতীয় সামরিক বাহিনীর সদস্য নিহত হন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে।

মনে করা হচ্ছে, কাশ্মীরের এই অরাজকতার সুযোগ নিয়েই; ভারতে প্রবেশ করতে পারে ইসলামিক স্টেট জঙ্গিরা বড়সড় কোন নাশকতা ঘটিয়ে নিজেদের উপস্থিতি জানান দেবে তারা। আগেই ভারতে বড়সড় জঙ্গি হামলার সতর্কতা; জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।

]]>
মমতার তোষণ নীতির জন্য বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা https://thenewsbangla.com/islamic-state-militants-coming-to-bengal-for-mamata-banerjee-minority-policy/ Sun, 28 Apr 2019 12:25:05 +0000 https://www.thenewsbangla.com/?p=11842 মমতার তোষণ নীতির জন্য বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা। ফের বিতর্কিত মন্তব্য বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। বাংলা আর একটা কাশ্মীর হয়ে উঠছে, বিতর্কিত মন্তব্য কৈলাশ বিজয়বর্গীয়র। আর এই নিয়েই বিজেপি নেতাকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল।

যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, তাহলে ইসলামিক স্টেট জঙ্গিরা পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে। এটাও জম্মু ও কাশ্মীরের মতো হয়ে যাবে। এই ভাষাতেই রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কৈলাশ বিজয়বর্গীয়। ভোট উত্তাপের মধ্যেই আইএসআইএস ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করে বিতর্কে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের

কয়েকদিন আগেই শ্রীলঙ্কায় বেশ কয়েকটি গির্জায় আত্মঘাতী হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট বা আইএসআইএস। গতকালই বাংলায় লেখা আইএসআইএস-এর একটি পোস্টার উদ্ধার হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘খুব শিগগির আসছি’। এতে মনে করা হচ্ছে বাংলাদেশ কিম্বা পশ্চিমবঙ্গে এরপর হামলা চালানোর ছক কষছে কুখ্যাত বিশ্বসন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস।

“শীঘ্রই আসছি ইনশাল্লাহ”, বাংলায় টেলিগ্রাম বার্তা ইসলামিক স্টেটের। আর এর জেরেই জোর সতর্কতা বাংলা সহ গোটা ভারতে। হঠাৎ বাংলায় কেন? উঠছে প্রশ্ন। কাদের সাহায্যে বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা? উঠছে প্রশ্ন। দাবী সত্যি হলে, এদের মদতদাতা কারা? খুঁজে দেখছে দেশের গোয়েন্দা দফতর।

আরও পড়ুনঃ সোমবার বাংলার ৮ টি আসনে ভোট, দেখে নিন একনজরে ৮ কেন্দ্রে ভোটের কিছু তথ্য

ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এই খবরের বিষয়টি যাচাই করে খবরের সত্যতা প্রকাশ করেছে। টেলিগ্রামে প্রকাশিত পোস্টারে “আল মুরসালাত” নামক একটি গ্রুপের লোগো চিহ্নিত রয়েছে। ইন্টেলিজেন্স এজেন্সি পোস্টারটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, যেহেতু শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদী হামলার এক সপ্তাহও এখনও অতিক্রান্ত হয়নি। স্থানীয় ইসলামী জঙ্গি সংগঠন ত্বহিদ জামাতকে হাত করে আইএস হামলা চালিয়েছিল বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুনঃ বউয়ের খোঁজ রাখেন না, দেশের মানুষের খোঁজ কি করে রাখবেন, মোদীকে খোঁটা মমতার

এর পরিপেক্ষিতেই এদিন কৈলাশ বিজয়বর্গীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে এই বিতর্কিত মন্তব্য করেন। কৈলাশ বিজয়বর্গীয় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগার সঙ্গে সঙ্গে তাঁকে উদ্দেশ্য করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্যই যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত তারা পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসেছে।

আর আইএস জঙ্গিদের হুমকি তারই একটি প্রমাণ বলে দাবি করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। মমতার তোষণ নীতির জন্য বাংলাও জম্মু ও কাশ্মীরের মতো হয়ে যাবে, বলেই মমতাকে আক্রমণ করেন তিনি।

আরও পড়ুনঃ রাজনৈতিক স্বার্থে ওবিসির সংরক্ষন নিয়েছেন মোদী, মন্তব্য মায়াবতীর

এরপরেই এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি ভারত ভাগ করার চেষ্টা করছে। কৈলাশ বিজয়বর্গীয়র এই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাচ্ছে তৃণমূল। গেরুয়া শিবিরের নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অভিযোগ নিয়ে কমিশনের দারস্থ হচ্ছে ঘাসফুল শিবির।

]]>