Intellectuals of Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 24 May 2019 17:49:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Intellectuals of Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 স্যোশাল মিডিয়ায় মোদীকে শুভেচ্ছাবার্তা বলিউড তারকাদের চুপ টালিগঞ্জ https://thenewsbangla.com/bollywood-stars-wish-to-modi-on-social-media-intellectuals-of-bengal-silent/ Fri, 24 May 2019 16:12:24 +0000 https://www.thenewsbangla.com/?p=13262 সপ্তদশ লোকসভা নির্বাচনে অপ্রতিরোধ্য জয়লাভ করেছে বিজেপি; জয়ের কান্ডারী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জয়ের আভাস পাবার সঙ্গে সঙ্গেই নরেন্দ্র মোদী আরও একবার জয়ী হবার জন্য; শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে বিভিন্ন মহল থেকে; বাদ যায়নি বলিউড তারকারাও।

সালমান খান, নরেন্দ্র মোদীকে ট্যুইটারে শুভেচ্ছাবার্তা দিয়ে জানান; “নরেন্দ্র মোদীকে তাঁর অপ্রতিরোধ্য জয়ের জন্য অনেক শুভেচ্ছা জানাই। আমরা শক্তিশালী ভারত গঠনে আপনার পাশে রয়েছি”। অভিনেতা বরুণ ধওয়ান জানিয়েছেন; “নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবাসী ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায়”।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অভিনেতা অর্জুন কাপুর জানিয়েছেন; দেশবাসী ভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন; তা ক্রিস্টালের মতই পরিষ্কার। নরেন্দ্র মোদীর শক্ত হাত ধরেই ভারত এগিয়ে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন। অভিষেক বচ্চন জানিয়েছেন; দেশের উন্নতি; সমৃদ্ধি; প্রগতির স্বার্থে ভারতের জয় হলো।

সারা দেশ বিদেশসহ বলিউডের তারকারা; যখন দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন অদ্ভুত ভাবে চুপ টালিগঞ্জের নায়ক নায়িকা থেকে শুরু করে পরিচালক; সঙ্গীত পরিচালক সহ গায়ক গায়িকা সবাই। মোদীর জয়ে আশ্চর্য রকম নীরব টলিউড। অদ্ভুত রকম নীরব; চুপ বাংলার বুদ্ধিজীবীরা।

কিন্তু কেন এই নীরবতা, যেখানে এই লোকসভা নির্বাচনে অংশগ্রহন করেছেন; টালিগঞ্জের দুই সুপারহিট নায়িকা মিমি, নুসরাত; মুনমুন সেন, দেব। রাজনীতি নিতে এত আগ্রহী বাংলার মানুষ কি তবে সৌজন্যবোধ ভুলে গেল। বুদ্ধিজীবীতে ভরা এই বাংলা কি সৌজন্য ভুলতে বসেছে?

আরও পড়ুনঃ ডিএ, পে কমিশন না পাওয়ায় ভোটে জবাব দিলেন বাংলার সরকারি কর্মীরা

নাকি বিজেপি বাংলায় পা রাখায় আত্মসঙ্কটে ভুগছে বাঙালি; নিজেদের ভাষা সাহিত্য বা বাংলার পরম্পরা সম্পর্কে আতঙ্কিত হয়ে পরছে কি বাংলার মানুষ? কিন্তু মহারাষ্ট্রের মানুষ যখন একই সাথে মারাঠি সাহিত্য ও চটুল হিন্দি সিনেমা নিয়ে; একটা বিরাট শিল্পাঞ্চল গড়ে তুলতে পেরেছে; তখন বাঙালি কেন পারবে না নিজেদের অস্তিত্ব বজায় রেখে এগিয়ে চলতে।

হিন্দিবলয়ের মানুষের সংশস্পর্শ এলে; বাঙ্গালির নিজস্বতা মুছে যাবে এই ভয়ে ভুগছে কি বাঙালি বুদ্ধিজীবীরা? নাকি শুধুই শাসকদলের কাছে; নিজেদের ভাবমূর্তি বজায় রাখার নিরন্তন প্রচেষ্টা! প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে; শাসকদলের কুনজরে পড়ার আশঙ্কায় কি ভুগছে বুদ্ধিজীবীরা?

]]>
উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের https://thenewsbangla.com/naseeruddin-shah-targeted-by-extremist-hindus-intellectuals-of-bengal-condemned/ Sat, 22 Dec 2018 15:59:48 +0000 https://www.thenewsbangla.com/?p=4650 The News বাংলা, কলকাতাঃ অভিনেতা নাসিরউদ্দিন শাহের হয়ে এবার মুখ খুললেন বাংলার বুদ্ধিজীবীরা। উগ্র হিন্দুত্ববাদী নিশানায় রাজস্থানে নাসিরউদ্দিন এর স্কুলের অনুষ্ঠান বাতিল, তীব্র নিন্দা করলেন বাংলার বুদ্ধিজীবীরা।

আরও পড়ুনঃ ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপে বাতিল হয়েছে বিখ্যাত অভিনেতার অনুষ্ঠান। যেভাবে উগ্র মৌলবাদী সংগঠনের চাপের কাছে নতিস্বীকার করে রাজস্থানের আজমীর শহরে স্বনামধন্য অভিনেতা নাসিরুদ্দিন শাহের অনুষ্ঠান বাতিল করা হয়েছে, তা সংস্কৃতিজগতের পক্ষে নিদারুণ উদ্বেগের বিষয়। শনিবার এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে একথা বলেছেন রাজ্যের বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকরা।

উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের/The News বাংলা
উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের/The News বাংলা

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, নাট্য সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখার্জি, পরিচালক অনীক দত্ত সহ বুদ্ধিজীবীদের পক্ষে থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ৬৮ বছরের অভিনেতা নাসিরুদ্দিন যে স্কুলে পড়েছিলেন, সেই সেন্ট আনসেলম সিনিয়র সেকেন্ডারি স্কুলে শুক্রবার সাহিত্য উৎসবের সূচনা হওয়ার কথা ছিল। উৎসবের শুরুতে মূল ভাষণ দেওয়ার কথা ছিল নাসিরুদ্দিনের। কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন ভয় দেখিয়ে সেই অনুষ্ঠান পন্ড করেছে।

আরও পড়ুনঃ ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

বিবৃতিতে বিশিষ্টজনেরা বলেছেন, ‘গত শতাব্দীর সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে ভারতের অভিনয়জগতে স্বতন্ত্র মর্যাদায় মন্ডিত এই বর্ষীয়ান শিল্পীকে শনিবার যেভাবে সাম্প্রদায়িক জিগির তুলে অপমান ও হেনস্থা করা হচ্ছে তা আমাদের দেশের সৃজনের ধারার সঙ্গে যুক্ত সকলের পক্ষে কলঙ্কজনক’।

উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের/The News বাংলা
উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের/The News বাংলা

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

তাঁরা আরও বলেন, ‘বিভেদ ও অশান্তির বিরুদ্ধে সমাজজীবনে সুস্থতা ও প্রগতির স্বার্থে নাসিরুদ্দিনের বলিষ্ঠ কণ্ঠ বারবার দেশের মানুষকে উজ্জীবিত করেছে। আজ যারা তাঁর বিরুদ্ধে কুৎসিত ব্যক্তি আক্রমণ করছে তাদের লক্ষ্য ধর্মের নামে রাজনীতি করে নিজেদের স্বার্থসিদ্ধি। দেশটাকে বিভেদ আর দাঙ্গার অশান্তিতে জ্বালিয়ে পুড়িয়ে এরা দেশের শত্রুদের হাত শক্ত করতে চায়’।

আরও পড়ুনঃ ‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের

বিবৃতিতে বিশিষ্টজনেরা আরও বলেছেন, ‘আধুনিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ঐক্য ও সংহতিকে যারা সুদৃঢ় ও অব্যাহত রাখতে চান তাঁদের প্রত্যেকের অবিলম্বে এই কদর্যতার প্রতিবাদে সোচ্চার হওয়া প্রয়োজন। আমরা দ্যর্থহীন ভাষায় আমাদের প্রিয় সুহৃদের অবমাননার ধিক্কার জানাচ্ছি’।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

বিবৃতিতে স্বাক্ষর করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, নাট্য সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখার্জি, অনীক দত্ত, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন, মেঘনাদ ভট্টাচার্য, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, নাট্যকার চন্দন সেন, আইনজীবী বিকাশ ভট্টচার্য, অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়, অসিত বসু, কুন্তল মুখোপাধ্যায়, শুভেন্দু মাইতি, সৌরভ পালধি, তূর্ণা দাশ, সংগ্রামজিৎ সেনগুপ্ত, দিলীপ চক্রবর্তী, ভদ্রা বসু ও মন্দাক্রান্তা সেন।

]]>