Instagram – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 09 May 2019 08:13:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Instagram – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জীবন বাজি রেখে ভালবাসার ভয়াবহ ছবি তোলেন জিন ও ক্যামিল https://thenewsbangla.com/instagram-couple-criticized-on-social-media-for-kissing-a-train-in-srilanka/ Thu, 09 May 2019 08:13:22 +0000 https://www.thenewsbangla.com/?p=12628 ভ্রমণের শখ জিন ও ক্যামিল দম্পতির; ঘুরে বেড়ান এ দেশ-ও দেশ; সুউচ্চ পাহাড় আর সমতলের সৌন্দর্য দুচোখ ভরে দেখেন তাঁরা; নীল জলরাশি আর বরফের ছোঁয়ায় উজ্জীবিত হন; আর কার না রোমাঞ্চিত হতে ভালো লাগে!

কিন্তু এ দম্পতির ভয়ংকর নেশা আছে; জীবন বাজি রেখে ভয়াবহ সব জায়গায় ছবি তোলেন তাঁরা; আর সেইসব ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে; সম্প্রতি তেমনই এক ‘বন্য চুমু’র ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইউরোপের দেশ বেলজিয়ামের ব্রাসেলসে বসবাসরত এ দম্পতি!

আরও পড়ুনঃ অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে জয় শ্রী রাম ও মোদী স্লোগান

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের অনলাইন সংস্করণ প্রতিবেদন আরো জানিয়েছে; তাঁদের ‘বন্য চুমু’র ছবি দেখে তিরস্কার করেছেন অন্তর্জাল ব্যবহারকারীরা; সম্প্রতি শ্রীলঙ্কায় ভ্রমণে যান জিন-ক্যামিল; সেখানে চলন্ত ট্রেনের বাইরে হেলে পড়ে চুমুর দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন তাঁরা; এ দম্পতির ভয়াবহ স্টান্ট দেখে রীতিমতো ভড়কে গেছেন সবাই।

ছবিতে দেখা যাচ্ছে; জিন এক হাতে চলন্ত ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে বাইরে হেলে পড়েছেন আর তাঁর ওপর চড়ে চুম্বনে মেতেছেন ক্যামিল—তাঁর আবেগী চুম্বনে ডান পা ছুঁয়েছে জিনের পাঁজর;
ছবি দেখে সমালোচকেরা তিরস্কার করেছেন এই দম্পতিকে; তাঁরা বলছেন; ভয়ংকর এই স্টান্টে সাংঘাতিক দুর্ঘটনা ঘটাতে পারে।

আরও পড়ুনঃ মুসলিম সেজে রমজানের শুভেচ্ছা জানানোয় ট্রোলের শিকার মিমি

গত এপ্রিলে শ্রীলঙ্কা ভ্রমণ করেন ওই দম্পতি। সেখানে তোলা ছবি ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন ওই দম্পতি। তবে দ্রুতই অন্য এক সাইটে তাঁদের ছবি রি-পোস্ট করা হয়। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে এলায় যাওয়ার পথে নৈসর্গিক দৃশ্য নজর কাড়ে ভ্রমণপিপাসুদের। সেখানেই ভয়াবহ এ ছবিটি তোলা।

তবে সমালোচকেরা এই দম্পতিকে আহাম্মক আখ্যা দিয়ে ঝুঁকিপূর্ণ আচরণের জন্য তিরস্কার করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, এভাবেই মানুষ মরে; কেউ লিখেছেন, একে রোমাঞ্চকর বলব না ইনস্টাগ্রামে লাইক পাওয়ার জন্য নির্বোধেরা জীবনের ঝুঁকি নিচ্ছে।

আরও পড়ুনঃ দেখতে রাহুলের গান্ধীর মতো, লজ্জায় ও হতাশায় চেহারা পাল্টালেন যুবক

বেলজিয়ামের এই যুগল আনুষ্ঠানিকভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন ২০১৭ সালের জুন মাসে; দক্ষিণ আমেরিকায় তাঁরা পাঁচ মাসের লম্বা সফর করেছিলেন। ইনস্টাগ্রামে ভালোবাসাপূর্ণ অনেক ছবিই আছে তাঁদের। আছে ঝুঁকিপূর্ণ ছবিও।

]]>
বিশ্বজুড়ে ফেসবুক ইন্সটাগ্রাম বিপর্যয়ে উদ্বেগে কোটি কোটি ব্যবহারকারী https://thenewsbangla.com/facebook-instagram-whatsapp-simultaneously-went-down-across-the-world/ Thu, 14 Mar 2019 03:26:17 +0000 https://www.thenewsbangla.com/?p=8364 বন্ধ হয়ে গেল সোশ্যাল মিডিয়া। বিশ্বজুড়ে ফেসবুক ইন্সটাগ্রাম বিপর্যয়ে উদ্বেগে কোটি কোটি ব্যবহারকারী।

অভূতপূর্ব বিপর্যয়ের সম্মুখীন ফেসবুক থেকে ইন্সটাগ্রাম, যার সাক্ষী রইল কোটি কোটি ব্যবহারকারী। ঘটনা ঘটে বুধবার ভারতীয় সময়ে প্রায় রাত ৯ টায়।

বহু ফেসবুক ব্যবহারকারী সেই মুহূর্তে জানিয়েছেন, তারা ফেসবুকে লগ ইন করে ঢুকতে পারছেন না। আবার কেউ ফেসবুকে অনলাইন থাকলেও ছবি আপলোড অথবা কিছু পোস্ট বা কমেন্ট করতে পারছেন না। ইন্সটাগ্রাম ও হোয়াটসআপ ব্যবহারকারীদেরও একই সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু একই কোম্পানি এই তিনটি পরিসেবা প্রদান করে থাকে।

ফেসবুকের ইতিহাসে সাম্প্রতিক অতীতে এই ঘটনা প্রায় নজিরবিহীন। এর আগে ২০০৮ সালে একই প্রকার সমস্যার সম্মুখীন হয় ফেসবুক, কিন্তু সেই সময়ে ফেসবুকের আজকের মত গ্রহনযোগ্যতা ছিল না। সারা বিশ্বে তখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫০ মিলিয়ন।

ফেসবুক সংক্রান্ত উদ্ভুত সমস্যার বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের তরফে ট্যুইট করে জানানো হয়, বহু ফেসবুক ব্যবহারকারী এই মুহুর্তে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ অবগত। তারা শীঘ্রই এই সমস্যার সমাধানের জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে আশ্বস্ত করেন।

ইন্সটাগ্রামের তরফেও একটি ট্যুইট করে বার্তা দেওয়া হয়। ট্যুইটে জানানো হয়, এই মুহুর্তে ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা যে সমস্যার সম্মুখীন হয়েছেন, ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ সেই বিষয়ে ওয়াকিবহাল। এই ঘটনাকে ‘হতাশাজনক’ বলে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ মন্তব্য করেন। তারা আশ্বস্ত করেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

ভারতীয় সময়ে বুধবার প্রায় রাত ৯ টা নাগাদ সমস্যা শুরু হয়। বন্ধ হয়ে যায় তিনটি সোশ্যাল মিডিয়া পরিসেবাই। প্রায় থমকেই যায় গোটা বিশ্ব। বন্ধ হয়ে যায় নিউজ পরিসেবাগুলিও। জরুরীকালীন ভিত্তিতে কাজ শুরু হয়। তবে সারারাত কাজ করেও ঠিক হয়নি। বৃহস্পতিবার সকালে কিছুটা স্বাভাবিক হয়েছে তিনটি পরিসেবা। তাও সবটা নয়।

এই সমস্যায় কোটি কোটি টাকার ক্ষতি হয়। বন্ধ হয়ে যায় ওয়েব নিউজগুলি। তবে বৃহস্পতিবার সকালের পর কিছুটা হলেও ঠিক হয়েছে পরিসেবা। এর মধ্যেই আগামী দিনের কথা ভেবে, বিশ্বজুড়ে ফেসবুক ইন্সটাগ্রাম এর বিপর্যয়ে উদ্বেগেই থাকবেন কোটি কোটি ব্যবহারকারী। ভবিষ্যতে কি হবে? এটা ভেবেই উদ্বেগে নিউজ থেকে শুরু করে অন্যান্য মাধ্যমগুলিও। তবে ফেসবুক এর তরফে সেই নিয়ে আশ্বস্ত করা হয়েছে।

]]>