INS Viraat – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 02 Sep 2022 03:48:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg INS Viraat – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিশ্বকে চমকে দিয়ে জলে নামছে ভারতের আইএনএস বিক্রান্ত, কাঁপছে চিন পাকিস্তান https://thenewsbangla.com/ins-vikrant-india-first-indigenous-aircraft-carrier-commissioned-on-september-2/ Mon, 29 Aug 2022 15:34:14 +0000 https://thenewsbangla.com/?p=16485 বিশ্বকে চমকে দিয়ে জলে নামছে ভারতের আইএনএস বিক্রান্ত, কাঁপছে চিন পাকিস্তান। ২রা সেপ্টেম্বর ২০২২, ভারতীয় নৌবাহিনীতে যোগ দিচ্ছে সম্পূর্ণরূপে স্বদেশী প্রযুক্তি-তে নির্মিত, বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত। ১৯৭১-এ পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া, অবসরপ্রাপ্ত আইএনএস বিক্রান্তের (ব্রিটেনে তৈরি এবং ভারতীয় নৌবাহিনীতে যোগদানের পূর্বে রয়্যাল নেভিতে এইচএমএস হারকিউলিস নামে কর্মরত) নাম স্মরণে রেখেই এই নতুন জাহাজ।

রাশিয়া থেকে কেনা বর্তমানে কর্মরত, বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যর সঙ্গে, দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ হিসাবে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেবে আইএনএস বিক্রান্ত। বিক্রান্ত নামটি পুরানো হলেও, এই নয়া বিমানবাহী যুদ্ধজাহাজটি আগেরটির তুলনায় বিশালত্ব-ওজন-শক্তিতে বহুগুণ। জাহাজটির ওজন ৪৩ হাজার টন। জাহাজে যে পরিমাণ স্টিল ব্যবহার হয়েছে, তা দিয়ে তিনটি আইফেল-টাওয়ার নির্মাণ করা সম্ভব। এর মধ্যে বিদ্যুৎ সরবরাহের জন্য যে সুবিশাল জেনারেটর-টি আছে, তা দিয়ে সম্পূর্ণ কোচি শহরটিকে আলোকিত করা সম্ভব।

জাহাজটি লম্বায় ২৬২.৫ মিটার, চওড়ায় প্রায় ৬২ মিটার এবং ফ্লাইট ডেকটির আয়তন ১২,৫০০ বর্গমিটার অর্থাৎ দুটি বড় ফুটবল মাঠের সমান। বিক্রান্তের ভিতরে মজুত থাকবে, ২৬টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার সহ মোট ৩০টি এয়ারক্রাফট, যে কোন মূহুর্তে সমুদ্র মধ্যবর্তী বিক্রান্তের ডেক থেকে হা’মলার জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকবে। বিক্রান্তের পেটের ভিতর থেকে বিমানগুলিকে, ডেকের উপর রানওয়েতে তুলে নিয়ে আসার জন্য আছে দুটি অত্যন্ত ক্ষমতাশালী সুবিশাল লিফট।

বিক্রান্তের সুরক্ষার জন্য জাহাজটিতে আছে, ১০০ কিলোমিটার রেঞ্জের ইজরায়েলি বাকার-৮ মিসাইল সিস্টেম এবং ৮টি শক্তিশালী কামান। থাকছে অন্য যুদ্ধ-জাহাজ ও সাবমেরিন থেকেও প্রতিরক্ষামূলক ব্যবস্থা। জাহাজটিতে নাবিক, সেলার, অন্যান্য ক্রু ও বৈমানিক সহ মোট ১৬৪৫ জন থাকতে পারবেন। জাহাজটির ভিতরে এতজনের মাসের পর মাস থাকা, রান্না খাওয়ার জন্য যেমন ব্যবস্থা আছে, তেমনি এদের চিকিৎসার জন্য জাহাজে আছে ১৬ বেডের একটি অত্যাধুনিক হাসপাতাল এবং দু-দুটি অপারেশন থিয়েটর, যা যুদ্ধকালীন বা অন্য যেকোন সময় আহত সৈনিকদের চিকিৎসার জন্য ব্যবহৃত হবে।

আইএনএস বিক্রান্তের ভারতীয় নৌবহরে যোগদান, দেশের প্রতিরক্ষায় আত্মনির্ভরতার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। বর্তমানে আইএনএস বিক্রান্তের প্রস্তুতকারক সংস্থা কোচি শিপইয়ার্ড লিমিটেড, বিক্রান্তের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এর থেকেও বড় এবং শক্তিশালী ৬০ হাজার টন ওজনের ‘আইএনএস বিশাল’ নির্মাণের জন্য প্রস্তুত।

]]>
ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে বিদেশী নিয়ে ছুটি কাটিয়েছেন রাজীব গান্ধী https://thenewsbangla.com/rajiv-gandhi-spent-holidays-with-italian-relatives-in-indian-warship-ins-viraat/ Thu, 09 May 2019 09:42:07 +0000 https://www.thenewsbangla.com/?p=12626 ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে বিদেশী নিয়ে ছুটি কাটিয়েছেন রাজীব গান্ধী; ভোট প্রচারে ভয়ঙ্কর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগেই লোকসভা নির্বাচনের প্রচারে; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী; রাজীব গান্ধীর নাম উঠে এসেছিল। রাজীব গান্ধীকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছিলেন মোদী।

লোকসভা নির্বাচনের প্রচারে নয়াদিল্লির রামলীলা ময়দানে; জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকেই প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ করেন তিনি। ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে; বিদেশী নিয়ে সপরিবারে ছুটি কাটিয়েছেন রাজীব গান্ধী। ওই ঘটনাকে তিনি নৌসেনার অপমান বলেই ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুনঃ অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে জয় শ্রী রাম ও মোদী স্লোগান

রাজীব গান্ধীর বিরুদ্ধে; সরকারি ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ করলেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস বিরাট নিয়ে; স্বপরিবারে ছুটি কাটাতে যেতেন রাজীব গান্ধী।

সেই বেড়ানোর সফরে রাজীব গান্ধীর ইতালির শ্বশুরবাড়ির সদস্যরাও উপস্থিত ছিলেন; বলে প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেছেন। রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর ইতালির মেয়ে। তাঁর পরিবারের সদস্যরাও ইতালীয়; তাঁরাও ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে; ছুটি কাটিয়েছেন বলেই অভিযোগ মোদীর।

আরও পড়ুনঃ মুসলিম সেজে রমজানের শুভেচ্ছা জানানোয় ট্রোলের শিকার মিমি

এদিন মোদী প্রশ্ন তুলেছেন; বিদেশিদের কেন নৌসেনার যুদ্ধজাহাজে উঠতে দেওয়া হয়েছিল? দেশের সুরক্ষার সঙ্গে কি করে সমঝোতা করল রাজীব গান্ধী? শুধুমাত্র রাজীব গান্ধীর শ্বশুরবাড়ির লোক বলে যুদ্ধজাহাজে উঠতে দেওয়া হল?

ব্যক্তিগত কাজে ভারতীয় সেনাবাহিনীকে ব্যবহার করেছেন; প্রাক্তন কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী; রাজীব গান্ধী। নরেন্দ্র মোদীর এই ভয়ঙ্কর অভিযোগের পরেও; মোদীকে কিছু বলতে রাজি হননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের তরফ থেকে; মোদীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়।

]]>