Indo Pak – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 27 Feb 2019 10:56:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indo Pak – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারত পাক সীমান্তে আকাশের লড়াইয়ে দুই দেশের দুই যুদ্ধবিমান ধ্বংস https://thenewsbangla.com/two-war-planes-destroyed-by-the-two-countries-in-indo-pak-border-fight/ Wed, 27 Feb 2019 10:51:37 +0000 https://www.thenewsbangla.com/?p=7241 প্রথম দিনে ভারত পাক সীমান্তে আকাশের লড়াইয়ে দুই দেশের দুই যুদ্ধবিমান ধ্বংস। পাকিস্তানের একটি এফ১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ভারতের সুখোই যুদ্ধবিমান এর ছোঁড়া মিশাইলে। অন্যদিকে পাকিস্তানের এফ১৬ বিমানের হামলায় ধ্বংস একটি ভারতীয় মিগ ২১ যুদ্ধবিমান। এক ভারতীয় পাইলটকে পাক বাহিনী গ্রেফতারও করেছে বলে দাবি করেছে পাকিস্তান। জানান হয়েছে তার নাম উইং কম্যান্ডার অভিনন্দন ভর্থমান। তিনি মিগ ২১ বিমানের পাইলট।

এই সংক্রান্ত খবরঃ পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারতীয় বিমান বাহিনী
এই সংক্রান্ত খবরঃ ভারতীয় যুদ্ধবিমান পাইলটকে ধরে ফেলার ছবি ও ভিডিও প্রকাশ করল পাকিস্তান

বুধবার সকালেই ভারতের আকাশ সীমায় ঢুকতে চেষ্টা করে ৩টি পাক যুদ্ধবিমান। তাড়া খেয়ে পালায় দুটি এফ ১৬। কাশ্মীরে ঢোকার চেষ্টা করে পাকিস্তানের একটি এফ১৬ ফাইটার জেট ধ্বংস হয়। একটি এফ ১৬ যুদ্ধ বিমানকে আকাশেই ধ্বংস করে দেয় ভারতের বিমান বাহিনী। বিমানের দুই পাইলটকে প্যারাসুটে করে নামতে দেখা গেছে। তবে দুই পাকিস্তানি পাইলট নামেন পাকিস্তানের মাটিতেই। সুখোই ৩০ এর জবাবি হামলায় ধ্বংস হয়ে যায় এই এফ ১৬ যুদ্ধ বিমান।

আরও পড়ুনঃ আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি

অন্যদিকে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বিভাগের ডিজি মেজর জেনারেল আসিফ ঘফুরের দাবি, “নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়া দুটি ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানকে পাক বায়ুসেনার পক্ষ থেকে গুলি করে নামানো হয়”। একটি যুদ্ধবিমান আজাদ কাশ্মীরের মধ্যে পড়ে। অন্যটি ভারতীয় অংশে থাকা কাশ্মীরের মধ্যে পড়েছে বলে টুইটে দাবি করা হয়েছে। এক ভারতীয় পাইলটকে পাক বাহিনী গ্রেফতারও করেছে বলে দাবি করেছে পাকিস্তান। জানান হয়েছে তার নাম উইং কম্যান্ডার অভিনন্দন ভর্থমান। তিনি মিগ ২১ বিমানের পাইলট।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

পাক সেনার ISPR-এর ডিজি মেজর জেনারেল এ গফুরের দাবি, “সকালে পাক বায়ুসেনার বিমান হানার জবাব দিতে সিমান্তরেখা পেরিয়ে পাকিস্তানের আকাশসীমায় এসেছিল ২টি ভারতীয় যুদ্ধবিমান। তাদের ধ্বংস করা হয়েছে। একটি পড়ে পাক অধিকৃত কাশ্মীরে ও অন্যটি পড়ে ভারত অধিকৃত কাশ্মীরে। গ্রাউন্ড টু এলাকা থেকে এক ভারতীয় পাইলটকে গ্রেফতার করেছে সেনাবাহিনী”। পাক সেনার তরফ থেকে ওই ভারতীয় পাইলটের ছবিও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান

ভারতের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে, একটি মিগ ২১ বিমান ধ্বংস হয়েছে। এবং পাইলটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমইএ এর তরফ থেকে রভিশ কুমার জানিয়ে দেন, “একটি পাকিস্তান এফ১৬ বিমান ধ্বংস করা হয়েছে। এবং তা করতে গিয়েও ভারতের একটি মিগ ২১ বিমান হারিয়েছে। বিমানের পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের দাবি, পাইলট তাদের কব্জায়”।

আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার

আপাতত প্রথম দিনের লড়াইয়ে দুপক্ষই তাদের সেরা যুদ্ধবিমানের একটি করে হারাল। পাকিস্তানের একটি এফ১৬ বিমানের পাশাপাশি ভারত হারাল একটি মিগ ২১ যুদ্ধবিমান। তবে পাকিস্তান বিমানের পাইলট পাকিস্তানে নামতে সক্ষম হলেও ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন ভর্থমান বন্দি পাকিস্তানের হাতে।

ভারত পাক সংক্রান্ত সব খবর পড়ুন
আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার
আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান
আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন
আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প
আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের আকাশে ঢুকতে চেষ্টা পাক যুদ্ধবিমানের, তাড়া খেয়ে পালাল এফ ১৬ https://thenewsbangla.com/pakistan-f16-fighter-plane-try-to-enter-indias-sky-failed-after-iaf-chase/ Wed, 27 Feb 2019 05:52:58 +0000 https://www.thenewsbangla.com/?p=7214 ভারতের আকাশ সীমায় ঢুকতে চেষ্টা পাক যুদ্ধবিমানের, তাড়া খেয়ে পালাল এফ ১৬। বুধবার সকালেই কাশ্মীরে ঢোকার চেষ্টা করে পাকিস্তানের এফ ১৬ ফাইটার জেট। ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত থাকায় তাড়া খেয়ে পালায় পাক বিমান। ভারতের আকাশে বুধবার সকালে ঢোকার চেষ্টা করে একটি পাক এফ ১৬ যুদ্ধ বিমান। তবে ভারতের আকাশে ঢোকার আগেই ভারতের তাড়া খেয়ে কেটে পড়তে বাধ্য হয় পাক এফ ১৬ যুদ্ধ বিমানটি। ভারতীয় বায়ু সেনার তাড়ায় ভারতে ঢোকার আগেই পালাতে বাধ্য হয় পাক বিমানটি।

আরও পড়ুনঃ আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি

কাশ্মীরের রাজৌরি-র নৌসেরা সেকটারে ভারত পাক সীমান্ত দিয়ে বুধবার সকালে ভারতে ঢোকার চেষ্টা করে একটি এফ ১৬ পাক যুদ্ধ বিমান। কিন্তু প্রস্তুত থাকায় প্রথমেই বাধা দেয় ভারতীয় বিমান বাহিনী। বাধা পেয়েই পালাতে বাধ্য হয় ওই পাক যুদ্ধবিমানটি।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

মঙ্গলবার ভোরে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়েই শুধু নয়, পাকিস্তানের অন্তত ৪০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ বিমান আছড়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীর ও মূল পাক ভূখণ্ডে ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটি গুলিতে৷ অত্যন্ত সতর্কতার সঙ্গে চলে এই অভিযান৷ যে কারণে কম উচ্চতায় উড়তে সক্ষম এমন বিমান ব্যবহার করা হয়৷ পাক র‍াডার এড়াতে এমন পদক্ষেপ নেয় ভারতীয় সেনা৷

আরও পড়ুনঃ দুশ্চিন্তার কারণ নেই মোদীর হাতেই নিরাপদ রয়েছে ভারত

এরই পাল্টা বুধবার ভারতীয় আকাশে ঢোকার চেষ্টা করে পাক বিমানটি। তবে এর বেশি কিছু আর করতে পারবে না বলেই জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। জানা গেছে রাজৌরি-র নৌসেরা সেকটারের দুটি এলাকায় দুটি এফ ১৬ পাক যুদ্ধ বিমান ভারতের আকাশে ঢোকার চেষ্টা করে। তবে ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত থাকায় তাড়া খেয়ে পালায় পাক বিমান দুটি।

আরও পড়ুনঃ সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান

“আমরাও প্রস্তুত আছি”, এটা দেখাতেই এইভাবে ভারতের আকাশ পথে উঁকি দেবার চেষ্টা পাকিস্তানের। জানাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বিমান নিয়ে এর বেশি কিছু করার ক্ষমতা নেই পাকিস্তানের, বলছেন বিশেষজ্ঞরা। ঘটনার পরেই সমস্ত ভারত পাক সীমান্তেই জারি হয়েছে চরম সতর্কতা।

ভারত পাক সংক্রান্ত সব খবর পড়ুন
আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার
আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার
আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান
আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন
আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প
আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতের চাপে নাভিশ্বাস পাকিস্তানের ফের একটা সুযোগ ভিক্ষা https://thenewsbangla.com/indias-pressure-on-pakistan-is-begging-another-opportunity-for-peace/ Mon, 25 Feb 2019 13:32:25 +0000 https://www.thenewsbangla.com/?p=7155 শান্তি প্রতিষ্ঠার জন্য মোদীর কাছে কেবল একটা সুযোগ চাইছেন ইমরান! চারপাশ থেকে ভারতের চাপে নাভিশ্বাস উঠছে পাকিস্তানের। পাকিস্তানের ব্যবসা বাণিজ্য বন্ধ। ২০০ শতাংশ কর বাড়িয়েছে ভারত। ভারত পাক সীমান্তে সারি সারি দাঁড়িয়ে পণ্য বোঝাই ট্রাক। ভারত সরবরাহ না করায় ভারত থেকে যাচ্ছে না টম্যাটো সহ অনেক সব্জি। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সহ গোটা বিশ্বের তোপে পড়েছে পাকিস্তান। আইএমএফ পাকিস্তানকে সব ঋণ বন্ধের হুমকি দিয়েছে। চাপে পড়ে পাকিস্তানের ফের একটা সুযোগ ভিক্ষা ভারতের কাছে।

আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

‘কথা দিয়েছিলেন, পাঠানের ছেলে হলে ব্যবস্থা নিন’। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই নমনীয় মনোভাব দেখালেন পাঠান পুত্র ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের কাছে আর একটি সুযোগ চেয়েছে ইসলামাবাদ।

আরও পড়ুনঃ সিবিআই ইডি তদন্ত থেকে বাঁচাতেই কি স্বামীকে রাজনীতিতে আনছেন প্রিয়াঙ্কা

পুলওয়ামায় সেনা কনভয়ের উপর হামলার পর থেকেই গোটা বিশ্বের বিষোদগারের মুখে পড়েছে পাকিস্তান। আমেরিকা থেকে রাশিয়া, সর্বত্রই এই হামলার নিন্দা করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানকেও নিশানায় নিয়ে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে একে ‘বিপজ্জনক’ আখ্যা দেন তিনি। এবং ভারত বড় কিছু করবে বলে পরিষ্কার জানিয়ে দেন। ফলে অযথা এই সময় বিবাদে জড়িয়ে বা সুর চড়িয়ে যে দেশের কোনও লাভ হবে না তা বুঝেছে পাকিস্তান। মনে করা হচ্ছে সেই কারণেই চাপে পড়ে এবার শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়েছে পাকিস্তান।

আরও পড়ুনঃ বিশ্ব জুড়ে প্রভাব ফেলে শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পাক প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতি জারি করে জানান হয়েছে, ‘প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর প্রতিজ্ঞায় অনড়। ভারত যদি পুলওয়ামা আক্রমণে পাকিস্তানের যোগের প্রমাণ দিতে পারে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’। লেখা হয়, ‘ভারত যদি আমাদের পর্যাপ্ত প্রমাণ দেয়, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে পদক্ষেপ নেবেন। শান্তি স্থাপনের একটা সুযোগ দেওয়া উচিত মোদীর’।

আরও পড়ুনঃ ভারতের নদী থেকে একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে

উল্লেখ্য, পুলওয়ামায় হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন, ‘উনি বলেছিলেন, আমি পাঠানের ছেলে। সত্যি কথা বলি। সঠিক কাজ করি। তাই যদি হয় তাহলে উনি পুলওয়ামা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’। মোদীর এই বক্তব্যের পরই ইমরানের এই জবাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। এখন মোদী কী ভাবে ইমরানের এই বিবৃতির পাল্টা জবাব দেন সেদিকেই তাকিয়ে দুই দেশ।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, পাক প্রধানমন্ত্রী আইএসআই ও পাক সেনার হাতের পুতুল। পুলওয়ামায় হামলার পরও প্রতিদিন কাশ্মীরে জঙ্গি হামলা চলছে। আন্তর্জাতিক চাপে পড়েই এখন সুর নরম করতে বাধ্য হচ্ছে তারা। এর উত্তরে মোদী কি জবাব দেন সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতে সন্ত্রাস চালানো পাকিস্তানকে ‘গান্ধী’গিরি শেখাচ্ছে বাংলার আমজনতা https://thenewsbangla.com/bengalies-are-teaching-terrorist-pakistan-the-gandhigiri/ Sun, 09 Dec 2018 15:58:10 +0000 https://www.thenewsbangla.com/?p=3820 The News বাংলা, শিলিগুড়িঃ ভারতীয় সীমান্তে যখন তখন গুলি চালিয়ে আতঙ্ক ছড়ায়। ভারতের অভ্যন্তরেও সন্ত্রাসবাদী দল পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টি করে। সেই পাকিস্তানে তৈরি বিভিন্ন উপকরণকেই আপন করে নিল শিলিগুড়ির গান্ধী মেলা।

ইন্দো-পাক সীমান্তে ধারাবাহিক গোলাগুলি লেগে থাকলেও ব্যবসায়িক ক্ষেত্রে বিচ্ছিন্নতাকে প্রশ্রয় দিতে নারাজ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। আর সেই কারনেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গান্ধী শিল্প বাজারে ভাতীয়দের কাছে পাকিস্তানে নির্মিত সামগ্রী তুলে ধরতে দুটো স্টল রাখা হয়েছে।

আরও পড়ুন: সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল

দক্ষিনবঙ্গের দুর্গাপুরে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উদ্যোগে মার্চ মাসে প্রথম গান্ধী শিল্প বাজারের আয়োজন করা হয়। সেখানে অভুতপুর্ব সাড়া পেয়ে এবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এই মেলা তথা বাজারের আয়োজন করলো আইসিসি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলাটি ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

ভারতে সন্ত্রাস চালানো পাকিস্তানকে 'গান্ধী'গিরি শেখাচ্ছে বাংলার আমজনতা/The News বাংলা
ভারতে সন্ত্রাস চালানো পাকিস্তানকে ‘গান্ধী’গিরি শেখাচ্ছে বাংলার আমজনতা/The News বাংলা

ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের হাতে তৈরী বিভিন্ন সামগ্রীর সম্ভারে সাজিয়ে তোলা হয়েছে গোটা বাজারটিতে। গুজরাত, বারৌনি, রাঁচী, অসম, দিল্লী, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হায়দারাবাদের পাশাপাশি বাংলাদেশ, এমনকি পাকিস্তানের তৈরী সামগ্রীর স্টল রয়েছে মেলার মধ্যে।

সব রাজ্যের মানুষদের শিল্প ও কারুকলা, শিল্পকলাকে এক ছাদের তলায় আনতে মিনিস্ট্রি অফ টেক্সটাইলসের একটি শাখা, ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডিক্রাফ্টের সাথে যৌথ উদ্যোগে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ‘গান্ধী শিল্প বাজার’ নামে একটি মেলার আয়োজন করেছে শিলিগুড়িতে।

আরও পড়ুন: পাহাড়ে নিজের বাড়ি থেকে বিমলকে ধরল মমতার পুলিশ

তারই মাঝে পাকিস্তান থেকে আসা পাথর কেটে তৈরী নানা ধরনের গৃহসজ্জার উপকরন দেখে হতবাক অনেকেই। সকলের মনে প্রশ্ন জাগে, যেখানে কাশ্মীর নিয়ে সীমান্তে ভারত ও পাকিস্তানে প্রায় প্রতিদিন গুলিগোলা, অশান্তি লেগেই রয়েছে, এমন পরিস্থিতিতে পাকিস্তানের সামগ্রীর সম্ভার শিলিগুড়ির মাটিতে!?

আরও পড়ুন: আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে

উদ্যোক্তারা জানান, উপকরনগুলি কাঁটাতারের ওপারের হলেও তা ভারতবাসীরা কিনে এনে এখানে নিয়ে বসেছে। পাকিস্তানের সামগ্রী কিন্তু বিক্রেতা ভারতীয়রা। বিক্রেতা মনসুর রহমান জানান, জিনিসগুলো পাকিস্তানের করাচিতে তৈরী। পাথরগুলো বালুচিস্তান ও কোয়েটার। সেখান থেকে কিনে এনে কলকাতায় তা বিক্রি করছেন তারা।

আরও পড়ুন: বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ

মার্চ মাসে দুর্গাপুরের গান্ধী শিল্প বাজারে তাদের ১ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের সামগ্রীও বিক্রি হয়েছে। শিলিগুড়িতে প্রথম দিনেও তাদের ছোটখাট জিনিস অনেকগুলোই বিক্রি হয়েছে বলে তিনি জানান। পাকিস্তানের স্টল দুটোতে ৫০ টাকা থেকে শুরু করে প্রায় দেড় লক্ষ টাকা মুল্যের সামগ্রী রয়েছে।

তবে যে দেশের সাথে প্রায় সমস্ত ধরনের যোগাযোগ ভারতের সাথে বিচ্ছিন্ন, সে দেশের সামগ্রী দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বাজারে বাজারজাত করার ব্যাপারে একটা খচখচানি থেকেই যাচ্ছে। সামগ্রী ক্রয় করলেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ক্রেতাদের মনেও।

]]>