Indo Pak Border – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 17 Apr 2019 17:23:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indo Pak Border – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাশিয়া থেকে কেনা হচ্ছে ভয়ঙ্কর টি-৯০ যুদ্ধ ট্যাঙ্ক, রাখা হবে পাকিস্তান সীমান্তে https://thenewsbangla.com/india-to-buy-464-t-90-ms-battle-tanks-from-russia-for-indo-pak-border/ Wed, 17 Apr 2019 17:15:51 +0000 https://www.thenewsbangla.com/?p=11064 নিজেদের যুদ্ধাস্ত্র আরও উন্নত করতে চলেছে ভারত। ১.৯৩ বিলিয়ন ডলার বা ১৩৪৪৮ কোটি টাকা ব্যয়ে ৪৬৪টি ‘টি-৯০ এমএস’ যুদ্ধ ট্যাঙ্ক কিনতে চলেছে ভারত। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রীসভা এই চুক্তিতে সম্মতি দিয়েছে। এই সব ট্যাঙ্ককে ভারত পাক সীমান্তে রাখা হবে বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ মাওবাদীদের গুলিতে নিহত মহিলা নির্বাচন কমিশন আধিকারিক

রাশিয়া থেকে ৪৬৪টি টি-৯০ ব্যাটল ট্যাঙ্ক কিনতে চলেছে ভারত। ভারত পাক সীমান্তে মোতায়েন করা হবে এইসব ট্যাঙ্ক। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আওতায় ১.৯৩ বিলিয়ন ডলার বা ১৩৪৪৮ কোটি টাকার চুক্তি হয়েছে ভারত ও রাশিয়ার।

আরও পড়ুনঃ BIG BREAKING: কাশ্মীরের ত্রালে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা

ভারতকে মোকাবিলার জন্য রাশিয়া থেকে অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। এ বিষয়ে ইতিমধ্যে দুই দেশের কর্তৃপক্ষ কথাবার্তা শুরু করেছে গত বছর থেকেই। স্থলযুদ্ধে অত্যন্ত কার্যকর অত্যাধুনিক এই ট্যাঙ্ক শত্রুশিবিরে আতঙ্ক হিসেবে বিবেচিত হয়ে থাকে। পাকিস্তানও ৬০০ ট্যাঙ্ক কেনার চুক্তি করতে চায় রাশিয়ার সঙ্গে।

আরও পড়ুনঃ ফিরদৌসের পর বিপাকে পড়তে চলেছেন বাংলাদেশের আরেক অভিনেতা

যুদ্ধ সরঞ্জামের জন্য দীর্ঘদিন ধরেই পুরোপুরি ক্রেমলিনের উপর নির্ভরশীল ছিল ভারত। কিন্তু সম্প্রতি ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকেছে দিল্লি। ফ্রান্সের সঙ্গে রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি কপ্টার কেনা নিয়ে কথা চলছে আমেরিকার সঙ্গে।

আরও পড়ুনঃ বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা

যার জেরে রাশিয়ার সঙ্গে কিছুটা হলেও দূরত্ব বেড়েছে। আর এই দূরত্বকেই কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে ইসলামাবাদ। রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে ২০২৫ সালের মধ্যে দেশের সশস্ত্রবাহিনীকে ঢেলে সাজিয়ে নেওয়ার পাশাপাশি, দেশের প্রযুক্তি ব্যবস্থার উন্নতি ঘটানো লক্ষ্য তাদের। যে কারণে ৩৬০টি ট্যাঙ্ক বিদেশ থেকে কিনলেও, ২২০টি নিজেদের দেশেই বানাবে তারা, তাও আবার চিনের প্রযুক্তিগত সহায়তায়।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

যদিও এই মুহূর্তে ভারতের হাতে যুদ্ধের উপযোগী টি-৯০, টি-৭২ এবং অর্জুন ট্যাঙ্ক রয়েছে, যা পাকিস্তানকে কাবু করার পক্ষে যথেষ্ট। কিন্তু ইসলামাবাদের এই তৎপরতা উদ্বেগজনক। কারণ শুধুমাত্র টি-৯০ ট্যাঙ্ক-ই নয়, চিনের থেকে ভিটি-৪ ট্যাঙ্ক, ইউক্রেনের থেকে অপলোড-পি ট্যাঙ্ক কেনার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে পাকিস্তানের। সেগুলির সফল পরীক্ষাও ইতিমধ্যে সেরে ফেলেছে সে দেশের সেনা।

আরও পড়ুনঃ বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি, অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র

স্থলযুদ্ধে ভারতকে মোকাবেলার সব সময়ই প্রস্তুতি নিয়ে রাখে পাকিস্তান। সে কারণেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান টি-৯০ ট্যাঙ্ক কেনার জন্য রাশিয়ার সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ভারতী ঘোষের বাড়িতে মমতার পুলিশ

আর এই জন্যই রাশিয়া থেকে ১.৯৩ বিলিয়ন ডলার বা ১৩৪৪৮ কোটি টাকা ব্যয়ে ৪৬৪টি ‘টি-৯০ এমএস’ যুদ্ধ ট্যাঙ্ক কিনতে চলেছে ভারত। রাশিয়ার সঙ্গে পুরোনো বন্ধুত্ব এবার নতুন রুপে শুরু করা ও পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্কতে ছেদ ঘটানোও এই চুক্তির লক্ষ্য বলে জানা গেছে।

আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত https://thenewsbangla.com/india-builds-bunkers-to-protect-indian-people-in-india-pakistan-border-area/ Thu, 28 Feb 2019 08:00:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7263 পাকিস্তান সেনার কাজই হল সাধারণ মানুষের বাড়ি ঘর লক্ষ্য করে গুলি ও মর্টার ছোঁড়া। তাই জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের রক্ষায় মাটি খুঁড়ে ১৪ হাজার নিরাপদ বাঙ্কার নির্মাণ শুরু করছে ভারত। বোমা হামলা হলে ওই এলাকার বাসিন্দারা ওইসব বাঙ্কারে আশ্রয় নিতে পারে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

ইটপাথর আর লোহার সমন্বয়ে নির্মিত এই বিপুল বাঙ্কার বানাতে ৫০ কোটি টাকার মতো ব্যয় হতে পারে বলে জানিয়েছেন সরকারি এঞ্জিনিয়াররা। স্থানিয় ঘরবাড়ির চেয়ে তিনগুন পুরু দেওয়াল ও ছাদ দিয়ে মাটির নিচের বাঙ্কারগুলো নির্মাণ করা হচ্ছে।

যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত/The News বাংলা
যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত/The News বাংলা

মঙ্গলবার থেকেই নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাশ্মীর সীমান্তে ১২ থেকে ১৫টি এলাকায় ভারি বোমা বর্ষণ করে চলেছে পাকিস্তান। ভারতীয় বাহিনীর এক মুখপাত্র এমন দাবি করেছেন। ভারতও পাল্টা বোমা নিক্ষেপ করে বলে জানান তিনি।
এমন অবস্থায় ওইসব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান পুঞ্চ জেলার জেলা প্রশাসক রাহুল যাদব।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে নতুন করে এসব শেল্টার নির্মাণের কাজে হাত দেওয়া হয়। সীমান্তে বাঙ্কার নির্মাণের এই প্রকল্পটি গত বছরের জুনে শুরু হয়। উভয় পক্ষ যখন বোমা বর্ষণ শুরু করে তাতে স্থানীয়দের ঘরবাড়ি ছেড়ে ছোটাছুটি করতে হয়। তাই এমন পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার’।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

সীমান্তের ভারতপক্ষের গ্রামগুলোর বাসিন্দারা জানান, তারা ঘরবাড়ি ছেড়ে বারবার পালাতে পালাতে ক্লান্ত। এখানকার গরিব কৃষক পরিবারগুলো তাদের গবাদিপশু ও ফসল ফেলে এলাকা ছেড়ে যে কতটা ক্ষতির মুখে পড়েন তা অবর্ণনীয়। চাচওয়াল গ্রামের ৭৫ বছর বয়সি বাসিন্দা তানাত্তার সিং বলেন, ‘২০০২ সালে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে তাঁর মেয়ের মৃত্যু হয়’।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার

ভারতীয় বাহিনীর একটি পর্যবেক্ষণ টাওয়ারের নিকটে গমক্ষেতে ঘেরা বাড়ি তানাত্তার সিংয়ের’। তিনি বলেন, ‘আমরা জানি যেকোনো সময় গোলাগুলি হতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সীমান্ত এলাকায় থাকতে হয়।’
তানাত্তার সিং সহ গ্রামের অন্য বয়োজ্যেষ্ঠরা মাটি খোঁড়া দেখছিলেন। তাদের গ্রামের চারশো পরিবারের জন্য একটি বাঙ্কার নির্মাণে মাটি খোঁড়া হচ্ছে।

আরও পড়ুনঃ ভারত পাক সীমান্তে আকাশের লড়াইয়ে দুই দেশের দুই যুদ্ধবিমান ধ্বংস

বাঙ্কারগুলোর কিছু কিছু জলের নিচে, কিছু আবাদি জমির মধ্যে আবার কিছু আছে বাড়িঘরের আশপাশে।
তবে এই বাঙ্কার সাধারণ বোমা হামলা থেকে রক্ষা করতে পারবে বলে বাঙ্কার নির্মাণ প্রকল্পে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক এঞ্জিনিয়ার বলেছেন। পরিস্থিতি দেখে বিভিন্ন সীমান্ত এলাকায় স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ আবার সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম দুই পাক জইশ জঙ্গি

কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণরেখার সীমান্ত ছাড়াও পাক-ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে চলেছে। আর গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৯ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হওয়ার পর উত্তেজনা তুঙ্গে উঠেছে।

এই সংক্রান্ত খবরঃ পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ভারতীয় বিমান বাহিনী
এই সংক্রান্ত খবরঃ ভারতীয় যুদ্ধবিমান পাইলটকে ধরে ফেলার ছবি ও ভিডিও প্রকাশ করল পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ https://thenewsbangla.com/india-army-deployed-tanks-in-indo-pak-border-indian-warships-ready-in-the-sea/ Wed, 27 Feb 2019 04:13:40 +0000 https://www.thenewsbangla.com/?p=7204 ভারত পাক সীমান্তে বাড়ছে উত্তেজনা। ভারতের তরফ থেকে সীমান্তে পাঠান হয়েছে ট্যাঙ্ক। ভারতীয় জলসীমায় প্রস্তুত নৌ বাহিনীর জাহাজ। অন্যদিকে পাকিস্তানের তরফেও সীমান্তে বাড়ান হয়েছে সেনা। সারারাত ধরেই কাশ্মীর সীমান্তের বিভিন্ন এলাকায় চলেছে গোলা গুলি ও মর্টার। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি ভারত পাক সীমান্তে।

আরও পড়ুনঃ দুশ্চিন্তার কারণ নেই মোদীর হাতেই নিরাপদ রয়েছে ভারত

জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও-ভারতের মধ্যে মঙ্গলবার সারারাত ধরেই চলেছে গুলি বিনিময়। ছোঁরা হয়েছে মর্টার। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, পাক-ভারত সীমান্তের পরিস্থিতি এখন বারুদের স্তপের উপর দাঁড়িয়ে রয়েছে। পাকিস্তানের মাটিতে ঢুকে সারজিক্যাল স্ট্রাইক চালানর পর দেশের সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্র। ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধজাহাজ।

আরও পড়ুনঃ সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান

ভারতের সারজিক্যাল এয়ার স্ট্রাইক চালানর পর, ভারতকে পাল্টা জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। সাধারণ মানুষের আড়াল থেকে ভারতের দিকে গোলাগুলি ছুঁড়ছে পাকিস্তান। সীমান্তে প্রচন্ড গোলাবর্ষণের প্রেক্ষিতে ভারত সীমান্ত অঞ্চলগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ও সরে যাবার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার

ভারত পাক সীমান্তের অধিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দরকার পড়লে সরকারী ভবনগুলোকেও অস্থায়ি আশ্রয় কেন্দ্র করার কথাও বলা হয়েছে। লোকজন সেগুলোতে বা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে।

আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার

মঙ্গলবার রাত থেকেই আবার ভারত ও পাকিস্তানের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয়। বুধবার সকাল পর্যন্ত তা অব্যাহত থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ভারত পাক সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে লোকজনকে ধীরে ধীরে সরানো হচ্ছে। ১৯৬৫ ও ১৯৭১-এর পর ১৯৯৯ কার্গিল ছাড়া সীমান্তে আর এইভাবে যুদ্ধের আঁচ লাগেনি। কাশ্মীরের সমস্ত হাসপাতালে যুদ্ধ পরিস্থিতিতে সবরকম ওষুধ সংগ্রহে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী

পাক সেনাও ইতিমধ্যেই সীমান্ত সংলগ্ন এলাকাগুলি থেকে স্থানীয় মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ব্যাংকার বানানোরও নির্দেশ দেওয়া হয়েছে পাকসেনার তরফে। শুধু তাই নয়, হাসপাতালগুলিকে তৈরি রাখার নির্দেশও দেওয়া হয়েছে পাকসেনার তরফে।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান

এরই মধ্যে যুদ্ধের আশঙ্কায় সীমান্ত থেকে পাক রেঞ্জার্সদের সরিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে বলে এমনটাই জানা গিয়েছে। মূলত পাকিস্তানের সীমান্তে সুরক্ষার দায়িত্ব থাকে পাকিস্তান রেঞ্জার্সদের হাতে। সীমান্তের ওপারের সেনা ছাউনিতে পাক রেঞ্জার্সদের মোতায়েন করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন

কিন্তু যেভাবে পুলওয়ামার ঘটনার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়ছে টেনশন তাতে আতঙ্কিত পাকিস্তান। এরপর মঙ্গলবারের সারজিক্যাল এয়ার স্ট্রাইক এর পর আরও ভয় পেয়েছে পাকিস্তান, দাবি ভারতীয় সেনার। আর সেজন্যেই তড়িঘড়ি সেনা ছাউনিগুলি থেকে রেঞ্জার্সদের সুরক্ষায় পাকসেনাকে মোতায়েন করছে ইমরান সরকার। পাকিস্তান সেনাকে সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প

ইসলামাবাদ এই আক্রমণের জবাব দেওয়ার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণ রেখা ধরে অন্তত ৫০টি স্থানে কাশ্মীরের দিকে মর্টার শেল ছোড়ে পাকিস্তানি সেনা। সাধারণ মানুষের আড়াল থেকে হামলা চালাচ্ছে পাক সেনারা, অভিযোগ ভারতীয় সেনার। এর মধ্যেই ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, প্রস্তুত নৌজাহাজ।

আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন https://thenewsbangla.com/pak-drone-shot-down-by-indian-army-in-indo-pak-border-in-gujarats-kutch/ Tue, 26 Feb 2019 09:33:20 +0000 https://www.thenewsbangla.com/?p=7177 ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলি খেল পাক গুপ্তচর ড্রোন। গুজরাট সীমান্তে পাক গুপ্তচর ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা। ভারতীয় সেনার গতি প্রকৃতি নজরে রাখতেই পাক গুপ্তচর ড্রোন ভারতের আকাশে উড়ছিল বলেই ভারতীয় সেনার তরফে জানান হয়েছে।

মঙ্গলবার সকালেই গুজরাট সীমান্তে দেখা গেল পাকিস্তানি ড্রোন। সঙ্গে সঙ্গেই তা গুলি করে নামিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে–তে এবং পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলিতে কার্পেট বম্বিং করেছে ভারতীয় বায়ুসেনা।

মুজাফরবাদ দিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ৮০ কিলোমিটার ঢুকে বালাকোট, চাকোটি এবং মুজাফরবাদে ১২টি মিরাজ ২০০০ বিমান ১০০০ কেজি বোমা ফেলে উড়িয়ে দিয়েছে জৈশ, হিজবুল, লস্করের প্রশিক্ষণ শিবিরগুলি। মাত্র ১৯ মিনিটের কার্পেট বম্বিং এ খতম প্রায় ৩০০ পাক জঙ্গি।

কাশ্মীরে প্রত্যাঘাতের পর এবার গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা। মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ নাগাদ গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন নজরে আসে সেনার। প্রায় সঙ্গে সঙ্গেই সেটা গুলি করে নামায় ভারতীয় সেনা।

তার কয়েক ঘণ্টা পর এদিনই সকাল সাড়ে ছটা নাগাদ নাগাদ গুজরাটের কচ্ছ সীমান্তে ঢুকে আসে একটি পাক ড্রোন। দেখতে পেয়েই সেটাকে গুলি করে নামায় সেনাবাহিনী। যদিও এই ড্রোন ভোরের বিমান অভিযানের পাল্টা আঘাত কিনা তা এখনও ভারত বা পাকিস্তান, কোনও পক্ষই স্বীকার করা হয়নি। ‌

পাক মাটিতে ভারতীয় হানার পরেই ভারত সীমান্তে হাই-অ্যালার্ট জারি করা হয়। সেই মতো পাক জবাবের জন্য তৈরিই ছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। সেই মতো এ দিন সকাল সাড়ে ছটা নাগাদ গুজরাতের কচ্ছে ভারত-পাক সীমান্তে একটি পাক ড্রোন উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নামায় ভারতীয় সেনা।

ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ড্রোন ভারতের সেনার উপরে নজরদারি করার জন্যই সম্ভবত পাঠিয়েছিল পাকিস্তান। চিন থেকে এমন অনেক ড্রোনই পাকিস্তানকে দেওয়া হয়েছে। ভোরে বায়ুসেনার প্রত্যাঘাতের কয়েক ঘণ্টা পরই গুজরাতের কচ্ছ সীমান্তে ড্রোন পাঠায় পাকিস্তান। কিন্তু সেনা অত্যন্ত সতর্ক থাকায় পাকিস্তানের ছক বানচাল হয়েছে।

বলা যায় নজরদারি করতে এসে গুলি খেল পাক গুপ্তচর ড্রোন। ড্রোন ক্যামেরায় কি কি ছবি উঠেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো সীমান্ত এলাকাতেই জোরদার সতর্কতা জারি হয়েছে।

]]>